বয়স্কদের জন্য নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম স্টিচ (Stitch) . Stitch a new Social Media for Seniors (50+)

 

স্টিচ (Stitch) একটি ব্যতিক্রমধর্মী টেকনোলোজি প্লাটফর্ম, যা সামাজিক বিচ্ছিন্নতা ও একাকীত্ব দূর করার প্রয়াসে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। স্টিচ (Stitch) ব্যতিক্রমধর্মী এজন্য যে, এটি শুধু বয়স্কদের লক্ষ্য করে কাজ করছে। যাদের বয়স ৫০ বা বেশি তাদের জন্য ফেসবুকের আদলে স্টিচকে ডেভেলপ করা হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক সারা বিশ্বের সিনিয়র সিটিজেনদের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানটি সম্প্রতি টিসি রেডিও পীচ অফ কন্টেস্ট (TC Radio Pitch-Off) বিজয়ী হয়েছে। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি বন্ধুত্ব, রোমান্টিসিজম, সহযোগী বা শুভাকাঙ্ক্ষী বেঁছে নেয়ার সুযোগ করে দিচ্ছে।

 

স্টিচ (Stitch) এর সহ-প্রতিষ্ঠাতা Marcie Rogo বলেন, “অনেক পরিণত বয়স্ক আছেন, যাঁদের অনেককিছু বলার থাকে, তারা অনেক কিছু করতে চান; কিন্তু কেউ সেদিকে ভ্রুক্ষেপ করে না। তাঁদের কথা শোনে না। স্টিচ (Stitch) তাদের এই প্রয়োজনকে মিটাচ্ছে অনন্য ও যুগোপযোগী সামাজিক যোগাযোগ বন্ধনের মাধ্যমে। সমমনা মানুষের সাথে বন্ধুত্ব, কথা বলা এমনকি বেড়াতে যাওয়াসহ দলীয় কর্মকাণ্ডে (Group Activities) অংশগ্রহণ করার মতো সুযোগ করে দিচ্ছে স্টিচ (Stitch)।

 

অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্টিচ একটু আলাদা। স্টিচের সদস্যগণ এখানে গ্রুপ ইভেন্ট তৈরি করতে পারেন। যেমন – কোনো পানীয় পার্টি বা ট্রিভিয়া নাইট ইত্যাদি। স্টিচে এখন ২০,০০০ এর অধিক সক্রিয় সদস্য আছেন। আর আছে ৫০ এর অধিক সক্রিয় স্টিচ কমিউনিটি।

 

ফ্রি ব্যবহার করা যায় স্টিচ। তবে প্রিমিয়াম (Premium Tier) সদস্য হতে বার্ষিক ৬০ ডলার করে দিতে হয়। প্রিমিয়াম মেম্বারগণ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন; যেমন- আনলিমিটেড প্রোফাইল দেখা, প্রোফাইলকে বোস্ট করে অন্যদের নজরে আনা, সদস্যদের মাঝে ফোন করার সুবিধা ইত্যাদি। কোম্পানিটি জানিয়েছে, প্রায় ১০ ভাগ সদস্য ইতিমধ্যে প্রিমিয়াম মেম্বারশীপ নিয়েছেন।

 

আরো মজার বিষয় হলো- স্টিচ (Stitch) ফোন কলভিত্তিক কাস্টমার সার্ভিস এর ব্যবস্থা রেখেছে। এখানে স্টিচ ব্যবহারকারীগণ প্রয়োজনে ফোন করে সত্যিকার রক্ত মাংসের মানুষের সাথে কথা বলে সমাধান নিতে পারেন। বয়স্ক মানুষ; যারা ফোন নস্টালজিয়ায় ভোগেন, তাঁদের জন্য এটা একটা দারুণ প্রয়াস।

স্টিচঃ http://www.stitch.net/

http://techcrunch.com/2015/10/31/stitch-is-a-social-network-for-seniors/

ডটনেট নিউক ৭.১ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৭.১ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের ডিএনএন ৭.১.০ এর সর্বশেষ সুবিধাদি পেতে সাহায্য করে।

 

এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্ট

ফ্রেন্ডলি ইউআরএল প্রভাইডারের জন্য ডিএনএন ৭.১ একটি নতুন মোড সংযোজন করেছে। এটি এডভান্সড মোড হিসেবে পরিচিত আর এটি ইউআরএলের আচরণ ও ফিচারও পরিবর্তন করে ফেলে।

এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্ট নতুন ডিএনএন ৭.১ বা আরও আধুনিক সংস্করণগুলোর জন্য ইন্সটলেশনে বাই ডিফল্ট থাকে, কিন্তু বর্তমানে চালু থাকা সংস্করণগুলোয় এটি বাই ডিফল্ট থাকে না। এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্টের কিছু নির্দিষ্ট টপিকস আছে, যা এখান থেকে দেখে নেয়া যেতে পারে,

 

 

এডভান্সড ইউআরএলের জন্য আইআইএস ৭ রিকোয়ারমেন্ট

এডভান্সড ইউআরএল প্রভাইডার ব্যবহারের সময় সম্ভাব্য ক্রুটি এড়াতে

আইআইএস ৭এর একটা হটফিক্স দরকার (এবিষয়ে বিস্তারিত দেখুন, https://support.microsoft.com/en-us/kb/980368) বিশেষ করে এক্সটেনশনবিহীন ইউআরএলকে সাপোর্ট দেয়ার জন্য।

 

মেম্বারশিপ সিকিউরিটি এনহেন্সমেন্ট

ডিএনএন ৭.১.০ রিলিজের একটি বড় কারণ ছিল মেম্বারশিপ ও পাসওয়ার্ড সিকিউরিটির ক্ষেত্রে কিছু সংস্কার সাধন। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হল,

 

এজিউর কম্পেটিবেলিটি চেক

ডিএনএন ৭.১.০ সনাক্ত করে কখন এটি এসকিউএল এজিউর ডাটাবেসে রান করে আর কখন নতুন এক্সটেনশন ইন্সটল করে, <azureCompatible> নামের মেনিফেস্ট ফাইল ইলিমেন্ট সন্ধান করে। যদি না পাওয়া যায় তবে যিনি এক্সটেনশন ইন্সটল করছেন তাঁকে একটি ওয়ার্নিং দেয়া হয়।এবিষয়ে আরও জানতে পারবেন এখানে, http://www.dnnsoftware.com/wiki/azure-compatible-extension-check

 

জেকোয়েরি ১.৯.১

ডিএনএন ৭.১ এখন জেকোয়েরি ১.৯.১ এর সাথে সমন্বয় করেছে, একারনে প্রথমে আমাদের স্কিন ও এক্সটেনশন টেস্ট করে নিতে হবে। জেকোয়েরি ১.৯.১ আপগ্রেডের জন্য এখানে দেখা যেতে পারে, http://jquery.com/upgrade-guide/1.9/

জেকোয়েরি ১.৯তে অনেক বড় ধরনের পরিবর্তন হয়েছে, ডিএনএন জেকোয়েরি মাইগ্রেট প্লাগিনও অন্তর্ভুক্ত করেছে,যা এখান থেকে পাওয়া যাবে, https://github.com/jquery/jquery-migrate/

 

ফাইল ম্যানেজমেন্টঃ সার্চ রিডিজাইনড

ডিএনএন ৭.১ এর আরও কিছু সোর্স দেখতে পারেন

 

ল্যাঙ্গুয়েজের ইম্প্রুভড ম্যানেজমেন্ট

নির্দিষ্ট পেজসমূহ (কন্টেন্ট লোকালাইজেশন)

এর প্রাসঙ্গিক কিছু ব্লগের ঠিকানা দেয়া হল,

 

ডটনেট নিউক ৬.২ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৬.২ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের ডিএনএন ৬.২ এর সর্বশেষ সুবিধাদি পেতে সাহায্য করে। যদি কেউ ডট নেটের স্কিন অবজেক্ট, মডিউল বা প্রভাইডার ডেভলাপমেন্টে নতুন হয়ে থাকেন তাহলে তারা বিস্তারিত জানতে এই পেজ দেখতে পারেন, Module Development

ডিএনএন ৬.০তে নতুন, এরকম কিছু বিষয়ে রিভিউ দেখতে পারেন এই উইকি পেজ থেকে, DotNetNuke 6 Developer Quick Start

 

সার্ভিস ফ্রেমওয়ার্ক

সার্ভিস ফ্রেমওয়ার্ক ডেভলপারদেরকে সহজে এমন এপিআই তৈরি করার সুযোগ দেয় যা এইচটিটিপি ব্যবহারকারী যেকোনো ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়। সার্ভিস ফ্রেমওয়ার্ক এএসপি ডটনেট এমভিসি২ এর উপরে তৈরি হয়। সার্ভিস ফ্রেমওয়ার্কের তুলনায় এএসপি ডটনেট এমভিসি২তে অল্প কিছু কাজ ভিন্নভাবে করতে হয়, বাকি সবই খুব কাছাকাছি ধরনের।

 

কোন বিষয়গুলো আলাদা?

পারমিশন ডিফল্ট(Permission Defaults)ঃ বাই ডিফল্ট এএসপি ডটনেট এমভিসি২তে বিভিন্ন এট্রিবিউট ব্যবহার করে যেকোনো কিছুই যেকোনো কাউকে কল করতে পারে, পরে সিকিউরিটির ব্যবস্থা করতে ব্যবহৃত হয়। সার্ভিস ফ্রেমওয়ার্ক এর উলটো আচরণ করে, এতে সবকিছুর বাই ডিফল্ট হোষ্ট লেভেল এক্সেস লাগে।

 

ডিএনএন কন্ট্রোলার (DnnController)

সব সার্ভিসের ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক কন্ট্রোলার ডিএনএন কন্ট্রোলার থেকে আসে। এএসপি ডটনেট এমভিসি কনভেনশন কন্ট্রোলারের নাম ‘কন্ট্রোলার’ দিয়ে শেষ হয়।

 

পোর্টাল সেটিংস (PortalSettings)

কারেন্ট পোর্টালের সেটিংস।

 

ইউজারইনফো (UserInfo)

কারেন্ট ইউজার

 

একটিভ মডিউল (ActiveModule)

সেইসব সার্ভিসের জন্য সীমাবদ্ধ যারা নির্দিষ্ট মডিউলের কাছে দায়বদ্ধ।

 

ডিএনএন অথরাইজ এট্রিবিউট (DnnAuthorizeAttribute)

এএসপি ডটনেট এমভিসি অথরাইজ এট্রিবিউটের মতই তবে তবে কিছু বৈশিষ্ট্য বেশি আছে, আর ডটনেট নিউকের ইউজারদেরও কাজে লাগে।

 

স্ট্যাটিক রোল (StaticRoles)

অথরাইজ এট্রিবিউটের রোলের মতই।

 

রিকোয়ার হোষ্ট (RequiresHost)

হোষ্ট লেভেল এক্সেস পেতে একে ট্রু তে সেট করা লাগে।

 

এলাউএননিমাস (AllowAnonymous)

এননিমাস এক্সেস এলাউ করতে একে ট্রু তে সেট করা লাগে।

 

আইসার্ভিসরুটম্যাপার(IServiceRouteMapper)

এএসপি ডটনেট এমভিসিতে Global.asax এর Application_Start তে রুট নরমালি ম্যাপড হয়। সার্ভিস ফ্রেমওয়ার্কে ডটনেট নিউক ইনিশিয়ালাইজ হয়ে নতুন পোর্টাল তৈরি হওয়ার পরে রুট ম্যাপড হয়।

 

আইম্যাপরুট (IMapRoute)

আইম্যাপরুট ম্যাপরুট মেথডের অনেক ওভারলোড সমন্বয় করে, যা প্রকৃতপক্ষে প্রতিটা রুটকে ম্যাপড করতে সাহায্য করে। মিনিমাম ম্যাপরুটে যা দরকার হয় তা হল,

  • string moduleFolderName
  • string url
  • string[] namespaces
  • object defaults
  • object constraints

 

সিকিউরিটি

সার্ভিস ডেভলপারদের এডিশনাল সার্ভিস ফ্রেমওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে সতর্ক হওয়া উচিৎ। সার্ভিস ফ্রেমওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে জানতে পারেন এখান থেকে, Services Framework Security

 

যা কিছু নতুন সংযুক্ত হল

জার্নাল

জার্নাল ডটনেট নিউক সাইটে প্রদর্শিত হয়, এটি আসলে কোনও ব্যাক্তি বা দলের সাম্প্রতিক কাজের একটিভিটি স্ট্রিম।

ক্লায়েন্ট রিসোর্স ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট

ডটনেট নিউক ৬.২তে ক্লায়েন্ট রিসোর্স ম্যানেজমেন্টে বেশ কটি এনহেন্সমেন্ট আছে, এবিষয়ে আরও বিস্তারিত জানতে ব্লগ দেখুন, blog

ট্যাবের ক্রমানুযায়ী ব্যবস্থাপনায় পরিবর্তন

ডটনেট নিউক ৬.২.০ পেজের ট্যাবে ক্রমানুযায়ী পরিবর্তন বিষয়ে দিকনির্দেশনা দেয়। এবিষয়ে আরও জানতে দেখতে পারেন, DotNetNuke 6.2 page hierarchies

ম্যাক্সিমাম রোলে পরিবর্তন

ডটনেট নিউক ৬.২.০পূর্ববর্তী বেশিরভাগ রোলের সীমাবদ্ধতা দূর করেছে।এবিষয়ে আরও জানতে দেখতে পারেন, DotNetNuke 6.2 maximum roles

প্রফাইল ভিজিবিলিটিতে পরিবর্তন

ডটনেট নিউক ৬.২.০ সিটিপি ওয়ান অনেক নতুন প্রফাইল আপডেটের সূচনা করেছে, এদের অনেকগুলো আবার ভিজিবিলিটি অপশনকে আপডেট করে। এদের মধ্যে আছে রিড অনলি প্রপার্টি ও এডমিন অনলি প্রপার্টি ইত্যাদি। আরও জানতে দেখুন, Blog on DotNetNuke profile changes in 6.2

 

ইউজার রিলেশনশিপের সত্ত্বাগুলো নিচের অংশে বিভক্ত হতে পারে,

  • রিলেশনশিপের টাইপ,
  • রিলেশনশিপের ক্লাস,
  • ইউজার রিলেশনশিপ ক্লাস,
  • ইউজার রিলেশনশিপ প্রেফারেন্স
  • ইউজার রিলেশনশিপ স্ট্যাটাস

 

ইউজার রিলেশনশিপ স্ট্যাটাস কয়েকটি বিভাজনে বিভাজিত হতে পারে,

  • নন(None)
  • ইনিসিয়েটেড(Initiated)
  • একসেপটেড(Accepted)
  • রিজেকটেড(Rejected)
  • ইগনোরড(Ignored)
  • রিপোর্টেড(Reported)
  • ব্লকড(Blocked)

 

রিলেশনশিপ বিজনেস এপিআই

  • InitiateUserRelationship
  • AcceptUserRelationship
  • RejectUserRelationship
  • ReportUserRelationship
  • IgnoreUserRelationship
  • BlockUserRelationship
  • RemoveUserRelationship

 

ইজি রেপার (Wrapper) এপিআই

  • AddFriend
  • AddFollower
  • GetFriends
  • GetFollowers
  • AddPortalRelationship
  • AddUserList

এসব ক্ষেত্রে কিছু ব্যাতিক্রম হয়ে থাকে,

  • InvalidRelationshipTypeException
  • UserRelationshipBlockedException
  • UserRelationshipDoesNotExistException
  • UserRelationshipExistsException
  • UserRelationshipForDifferentPortalException
  • UserRelationshipForSameUsersException

ইউজারইনফো ডট সোশ্যাল

  • নতুন বৈশিষ্ট্যের সোশ্যাল টাইপ UserSocial ইউজার ইনফো ক্লাসে যুক্ত হয়
  • UserSocial একটি হাই লেভেল ক্লাস যা ব্যবহারকারীর সোশ্যাল ডিটেইলস প্রকাশ করে
  • ফ্রেন্ড, ফলোয়ার, ফলো লিস্ট এই ক্লাসের অন্তর্ভুক্ত
  • এই UserSocial ক্লাস লিস্টকে লেজি লোড (lazy-loads)করে

এছাড়াও নিউ পোর্টাল ক্রিয়েশন ও আপগ্রেড করা ডটনেট নিউক ৬.২.০এর পরিষেবাগুলোর মধ্যে পরে।

গ্লোবাল ইনপুট ফিল্টারঃ

ডটনেট নিউক ৬.২.০তে এপিআই মেথড টেক্সট ফিল্টারিং অপশন সাপোর্ট করে। এরসাথে সমন্বিত থাকে রিপ্লেস/ রিমোভ ফাংশন।

এসএসএল অফলোডিং

ডটনেট নিউক ৬.২.০ এসএসএল অফলোডিং সাপোর্ট করে, সেই সাথে কোনও পেজকে নিরাপদ বলে আখ্যায়িত করার ক্ষমতাও দেয়।

সিকিউর ইউজার সেটিং

এটি স্টোরিং ভ্যালু ও রিট্রিভিং ভ্যালুর সমন্বয়ে সেটিং করা যায়।

 

ম্যাসেজিং ও নোটিফিকেশন

ম্যাসেজিং ও নোটিফিকেশনের জন্য ডটনেট নিউক ৬.২.০এর খুব উপযোগী এপিআই আছে। নোটিফিকেশনের সত্ত্বাগুলো হল,

  • NotificationType
  • NotificationTypeAction
  • Notification

 

NotificationTypes বিজনেস মেথডগুলো হল,

  • CreateNotificationType
  • DeleteNotificationType
  • GetNotificationType

 

NotificationTypeActions বিজনেস মেথডগুলো হল,

  • DeleteNotificationTypeAction.
  • GetNotificationTypeAction
  • GetNotificationTypeActions
  • SetNotificationTypeActions

 

Notifications বিজনেস মেথডগুলো হল,

  • SendNotification.
  • CountNotifications.
  • GetNotifications.
  • DeleteNotification.
  • DeleteNotificationRecipient
  • DeleteAllNotificationRecipients.
  • GetNotification.
  • GetNotificationByContext.

 

এগুলো ছাড়াও নতুন নোটিফিকেশন টাইপ একশন ক্রিয়েট করা, নোটিফিকেশন পাঠানো ও নোটিফিকেশন একশন প্রসেস করা সম্পর্কে জানতে দেখুন, Getting Started with DotNetNuke Services Framework

 

ইন্টিগ্রেটেড মডিউল

এগুলো নতুন ৬.২ এর সাথে সমন্বিত থাকে।এ সংশ্লিষ্ট লিস্ট নিচে দেয়া হল,

  • Active Forums 5.0
  • DotNetNuke Blog 5.0
  • DotNetNuke Contest 1.x
  • DotNetNuke Q&A 1.x

 

এজাইলঃ পুনরাবৃত্তিক ধাপের পরিকল্পনা (Iteration Planning)

রিদওয়ান বিন শামীম

 

এজাইলে টিমের জন্য পুনরাবৃত্তিক ধাপের পরিকল্পনার উদ্দেশ্য হল উঁচু সারির প্রোডাক্ট ব্যাকলগ আইটেমের সেট সম্পন্ন করা। এই কমিটমেন্ট পুনরাবৃত্তিক ধাপের লেন্থ/length ও টিমের কাজের গতির উপর নির্ভর করে নির্ধারিত থাকে।

প্রক্রিয়ার সাথে কারা সংযুক্ত

  • স্ক্রাম মাস্টারঃ স্ক্রাম মাস্টার এজাইল ডেলিভারি টিমের সহায়ক ব্যাক্তি হিসেবে কাজ করেন,
  • প্রোডাক্ট ওনারঃ প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগ ও তাদের গ্রহণযোগ্যতামূলক ক্রাইটেরিয়া নিয়ে বিস্তারিত যে বিষয়গুলো আছে তাদের সমাধান করেন।
  • এজাইল টিমঃ টিমের বৈশিষ্ট্য ও কাজ এজাইল ডেলিভারির উপর নির্ভর করে,এবং কমিটমেন্ট পূরণের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

পরিকল্পনার অপরিহার্য বিষয়

  • প্রোডাক্ট ব্যাকলগের আইটেমগুলো নির্দিষ্ট আকারের ও সংশ্লিষ্ট স্টোরি পয়েন্ট সমৃদ্ধ।
  • পোর্টফলিও আইটেমগুলো প্রোডাক্ট ওনার কর্তৃক রেঙ্কিং করানো।
  • প্রতিটা পোর্টফলিও আইটেমের জন্য গ্রহণযোগ্যতামূলক ক্রাইটেরিয়া পরিস্কারভাবে নির্ধারিত।

পরিকল্পনা প্রক্রিয়া

পুনরাবৃত্তির পরিকল্পনার ক্ষেত্রে নিচের ধাপগুলো সম্পন্ন হয়,

  • পুনরাবৃত্তিক ধাপে কতগুলো স্টোরি সংস্থাপন করা যাবে
  • স্টোরিগুলোকে টাস্কহিসেবে ভাঙ্গা এবং পৃথক ওনারের অধীনে সেই টাস্ক বণ্টন করা
  • প্রতিটা টাস্ককে ঘণ্টা এককে ভাগ করা,
  • এই এস্টিমেশন পুনরাবৃত্তিক ধাপে প্রতি টিম মেম্বারের কত ঘণ্টা করে লাগবে তা নির্ধারণে সাহায্য করে।
  • টিম মেম্বারদের তাদের গতি ও সক্ষমতা অনুযায়ী টাস্ক দেয়া হয় যাতে কারো উপর বেশি চাপ না পরে।

 

কাজের গতি পরিমাপ করা

এজাইল টিম কাজের গতি পরিমাপ করে পূর্বের পুনরাবৃত্তিক ধাপের উপর ভিত্তি করে। কোনও ধাপে ইউজার স্টোরি সম্পন্ন করতে প্রয়োজনীয় ইউনিটের গড় সংখ্যা থেকে কাজের গতি পাওয়া যায়।

চলমান ধাপে কতগুলো ইউজার স্টোরি সম্পন্ন হবে তা জানতে পরিকল্পিত কাজের গতি টিমকে সাহায্য করে।

টিমের সক্ষমতা

কোনও টিমের সক্ষমতা তিনটি সূচক থেকে নির্ধারণ করা যায়,

  • দৈনিক আদর্শ কর্মঘণ্টার সংখ্যা
  • প্রতি ধাপে ব্যাক্তি পর্যায়ে প্রাপ্ত দিনের সংখ্যা
  • সদস্যদের তার টিমের জন্য স্বতন্ত্রভাবে বরাদ্দ সময়ের হার

পরিকল্পনার ধাপগুলো

  •   প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগের সবচেয়ে উঁচু সারির আইটেম বর্ণনা করেন
  • টিম আইটেম সম্পন্ন হতে প্রয়োজনীয় টাস্ক বর্ণনা করে
  • টিম মেম্বাররা কাজ বুঝে নেয়
  • টিম মেম্বাররা প্রতি কাজের জন্য সময় বরাদ্দ করে নেয়
  • এই প্রক্রিয়া পুনরাবৃত্তিক ধাপের সব আইটেমের জন্য রিপিট হতে থাকে
  • কোনও সদস্যের উপর চাপ পরলে বাকিদের মধ্যে কাজ বণ্টন করে সেই চাপ কমিয়ে আনা হয়।

 

আপনার ভ্রমণকে সহজ ও উপভোগ্য করতে স্যোশাল নেটওয়ার্ক : Social Networks to help with your travels

আপনার ভ্রমণকে সহজ ও উপভোগ্য করতে স্যোশাল নেটওয়ার্ক

জীবনযাত্রা বা অফিসে কাজের চাপে হাঁপিয়ে ওঠেছেন? ভালো লাগছে না আর কিছু আশেপাশে? আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান হলো- ভেকেশনে যাওয়া। ঘুরে আসুন কোথাও। বেড়িয়ে আসুন। বেড়াতে যেতে আপনার পরিকল্পনা দরকার? ভালো খবর হলো- ট্রিপ প্ল্যানিং এখন অনেক সহজ। প্রতিদিন আপনি যেসব সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেন, সেগুলোই আপনাকে সহায়তা করতে পারে অনেক।
আসুন, দেখে নিই কীভাবে…

 

যাবার আগে…

পিনটারেস্ট (Pinterest)

আপনি যেখানে বেড়াতে যাবার কথা ভাবছেন, তার সুন্দর ভিজ্যুয়াল ধারণা পাওয়ার জন্য পিনটারেস্টের জুড়ি নেই। পিনিটারেস্ট আপনাকে এর সার্ভিসের মাধ্যমে আপনাকে আপনার ভ্রমণের ব্যাপারে আরো উৎসুক করে তুলবে। আপনার ট্র্যাভেল বোর্ডে আপনি অনেক ছবি পিন করে গন্তব্য স্থানের সাথে লিঙ্ক করে আপনার কাঙ্ক্ষিত স্পটের বিষয়ে অনেক বেশি তথ্য পেতে পারেন। আপনার ট্রিপের জন্য একটি বোর্ড করেন আর একটি গ্রুপ বোর্ড করে নিন আপনার ফ্যামিলি বন্ধুদের জন্য। সর্বশেষ আপডেট পেতে পিনটারেস্ট চেক করতে ভুলবেন না যেনো। পিনটারেস্টে আপনি ম্যাপ পিন করার পাশাপাশি ঠিকানা ও সাইট ডিরেকশনও পেতে পারেন।

ইনস্টাগ্রাম (Instagram)

ইনস্টাগ্রামে আপনার বন্ধু, আইডল, বা সেলিব্রেটিদের পোস্ট দেখে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট দেখে বুঝতে পারবেন – কোনটা আপনাকে টানছে। আরো ভালো হয় যদি আপনার সম-বাজেটের লোকজনের ট্র্যাভেল পোস্ট দেখেন।

আপনি হ্যাস-ট্যাগ ব্যবহার করে ইনস্টাগ্রামে অবস্থান (Location) বা কী-ওয়ার্ড সার্চ (Keyword Search)করে অন্যান্য বিষয়ও জানতে পারেন।

ট্রিপএডভাইজর (TripAdvisor)

ট্রিপ-এডভাইজর( TripAdvisor) খুব ভালো একটি ওয়েব সাইট যা আপনার ভ্রমণ সহায়ক হতে পারে। আপনার ট্রিপে খাবার ও হোটেল সিলেকশনে এটি ব্যবহার করুন। রিভিউ দেখে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন আপনার বাজেটের সাথে মিলিয়ে।

 

পৌঁছানোর পর…

টুইটার (Twiter)

টুইটারে হ্যাস-ট্যাগ সার্চের মাধ্যমে আপনি আপনার ট্র্যাভেল স্পটের আশেপাশে পরিচিতজনদের সম্পর্কে ও না না ইভেন্ট বিষয়ে জানতে পারেন। ট্যূরিজম বোর্ডকে ফলো করে আশেপাশের সব আপডেট পেতে পারেন। টুইটার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো- এখানে আপনি রিয়াল টাইম আপডেট পাবেন।

ইট-উইথ (EatWith)

আপনি যখন ট্র্যাভেলে যান, খাওয়া মানে শুধু খাদ্য নয়। খাবার পরিবেশ ও পরিবেশনা আপনার অভিজ্ঞতার ঝুলিতে স্মরণীয় হয়ে থাকবে। ইট-উইথ (EatWith) আপনাকে সাহায্য করবে এ বিষয়ে।

 

এজাইল মেনিফেস্টো (Agile – Manifesto)

রিদওয়ান বিন শামীম

 

২০০১ সালের ফেব্রুয়ারিতে ইউতাহ এর স্নোবার্ড রিসোর্টে ১৭ জন ডেভলপার একসাথে হন লাইটওয়েট ডেভলপমেন্ট নিয়ে আলোচনা করার জন্য। তাঁদের সম্মেলনের ফলে সফটওয়ার ডেভলপমেন্টের জন্য আমরা এজাইল মেনিফেস্টো পাই।

“আমরা এটি করে এবং অন্যকে এটি করতে সাহায্য করে সফটওয়ার ডেভলপমেন্টের জন্য ভাল উপায় বের করছি। এই কাজের মাধ্যমে আমরা যে বিষয়গুলো মূল্যায়ন করব তা হল,

  • ব্যাক্তি ও যোগাযোগকে প্রক্রিয়া ও যন্ত্রপাতির উপরে মূল্যায়ন করব,
  • ওয়ার্কিং সফটওয়ারকে কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশনের উপরে মূল্যায়ন করব,
  • গ্রাহক সম্পর্ককে কন্টাক্ট নিগোসিয়েশনের উপরে মূল্যায়ন করব,
  • পরিবর্তনের সাথে তাল মেলানোকে প্ল্যান অনুসরণের উপরে মূল্যায়ন করব,

অর্থাৎ বাম পাশের আইটেমগুলোকে ডানপাশের আইটেমের তুলনায় বেশি মূল্য দিতে হবে।”

 

এজাইল মেনিফেস্টোর ১২ টি মূলনীতি হল

• গ্রাহক সন্তুষ্টি

সচল ও দ্রুত উৎপাদনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা,

• পরিবর্তনকে স্বাগত জানানো

সফটওয়ার ডেভলপমেন্টে পরিবর্তন অবশ্যম্ভাবী , তাই পরিবর্তনকে স্বাগত জানানো একটি প্রধান বিষয়।

• একটি ওয়ার্কিং সফটওয়ার উৎপাদন করা

স্বল্প সময়ে যেমন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে গ্রাহক চাহিদা অনুসারে একটি ওয়ার্কিং সফটওয়ার উৎপাদন করা।

• সমন্বয় সাধন

ব্যবসায়িক লোকজন ও ডেভলপারদের প্রকল্পের পুরোটা সময় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

• মোটিভেশন

ব্যক্তি পর্যায়ে মোটিভেট করার প্রবণতা নিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে।

• মুখোমুখি কথোপকথন

ডেভলপমেন্ট টিমে মুখোমুখি কথোপকথন সবচেয়ে কার্যকর ও গঠনমূলক যোগাযোগ প্রক্রিয়া।

• ওয়ার্কিং সফটওয়ার অনুযায়ী কাজের অগ্রগতি পরিমাপ করা

ওয়ার্কিং সফটওয়ার একটি মূল বিষয়। এর মাধ্যমে অগ্রগতি পরিমাপ করা যাবে।

• কন্সটেন্ট প্যাক মেইনটেইন করা

এজাইল সাসটেইনেবল ডেভলপমেন্টের জন্য কন্সটেন্ট প্যাক মেইনটেইন করবে

• মনিটরিং

গতি বৃদ্ধির জন্য টেকনিক্যাল বিষয় ও ভাল ডিজাইনের জন্য মনিটরিং করা

• সারল্য

বিষয় আশয়গুলো সহজ রাখা ও সরল টার্ম ব্যবহার করা

• স্বনিয়ন্ত্রিত টিম

আদর্শ এজাইল টিম স্বনিয়ন্ত্রিত হবে, অন্য টিমের উপর বেশি নির্ভর করবে না কারণ স্বতন্ত্র টিম থেকেই সেরা স্থাপত্যগত, ডিজাইনভিত্তিক ও প্রত্যাশামত সফটওয়ার পাওয়া যায়।

• নিয়মিত কাজ রিভিউ করা

নিয়মিত কাজ রিভিউ করলে টিম জানতে পারে কীভাবে আরও বেশি দক্ষ হওয়া যায় ও সেই অনুযায়ী বিহেভিয়ার সমন্বয় করতে পারে।

 

Node.js – কলব্যাক এর ধারণা। কলব্যাক কি? (Callbacks Concept)

মোহাম্মদ আব্দুল্লাহ

 

Callback কি ?

Callback একটি ফাংশনের জন্য একটি asynchronous সমতূল্য । একটি কলব্যাক ফাংশন একটি নির্দিষ্ট কাজের শেষে সাধারনত কল করা হয়ে থাকে । Node.js এ callback ফাংশন প্রচুর পরিমানে ব্যবহার হয়ে থাকে । Node.js এর সকল API গুলি এমনাভাবে তৈরী করা হয়েছে যাতে করে তারা callbacks সমর্থন করে ।

উদাহরণস্বরূপ, একটি ফাইল পড়ার ফাংশন ফাইল পড়ার পর আবার আগের জায়গায় ফিরে আসে যাতে করে পরবর্তী নির্দেশ execute করতে পারে । ফাইলটি পড়ার পর ফাইলের কন্টেন্ট প্যারামিটার হিসেবে callback ফাংশন এ আসবে । এই কারনেই Node.js এত জনপ্রিয় কারন এটি কোন ধরনের ফাংশন call ছাড়াই অনেক request প্রক্রিয়া করতে পারে ।

 

উদাহরণ (Blocking Code)

input.txt নামে একটি ফাইল তৈরী করুন এবং তাতে নিম্নের text টি copy/paste করে দিন ।


Tutorials Point is giving self learning content
to teach the world in simple and easy way!!!!!


একটি javascript (main.js) এ নিম্নের কোড copy/paste করে দিন


 var fs = require("fs");

 var data = fs.readFileSync('input.txt');

 console.log(data.toString());
 console.log("Program Ended");

এখন main.js ফাইলটি রান করান


$ node main.js


নিম্নের আউটপুট দেখুন


Tutorials Point is giving self learning content
to teach the world in simple and easy way!!!!!
Program Ended


 

 

উদাহরণ (Non-Blocking Code)

.txt নামে একটি ফাইল তৈরী করুন এবং তাতে নিম্নের text টি copy/paste করে দিন ।


Tutorials Point is giving self learning content
to teach the world in simple and easy way!!!!!


 

 

main.js এ নিম্নের কোড copy/paste করে দিন


var fs = require("fs");

 fs.readFile('input.txt', function (err, data) {
        if (err) return console.error(err);
        console.log(data.toString());
 });
console.log("Program Ended");

 

 

এখন main.js ফাইলটি রান করান


$ node main.js


নিম্নের আউটপুট দেখুন


Program Ended
Tutorials Point is giving self learning content
to teach the world in simple and easy way!!!!!


 

 

এই দুটি উদাহরণ Blocking এবং Non-Blocking Code ধারণার ব্যাখ্যা করে । প্রথম উদাহারনে, প্রথমে ফাইল পড়ে এবং ফাইল পড়া শেষ হলে বাকি কোড execute করে । অন্যদিকে দ্বিতীয় উদাহারনে ফাইল পড়া শেষ হওয়ার আগেই অন্যান্য কোড execute করে ফেলে । এইভাবেই Blocking কোড sequencely program রান করে থাকে অন্যদিকে Non-Blocking Code sequencely program রান করে না ।

http://www.tutorialspoint.com/nodejs/nodejs_callbacks_concept.htm

এজাইলের বৈশিষ্ট্য (Features of Agile)

রিদওয়ান বিন শামীম

 

বেশিরভাগ এজাইল ডেভলাপমেন্ট পদ্ধতি কোনও সমস্যা সমাধানের সময় এটিকে ছোট ছোট টাস্কে ভাগ করে নেয়।

কোনও প্রকল্পের জন্যই সরাসরি কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে না।

পুনরাবৃত্তিমূলক বিষয়গুলো স্বল্পমেয়াদী যেমন ১ থেকে ৪ সপ্তাহের মেয়াদে পরিকল্পনা করা হয়।

প্রতিটা পুনরাবৃত্তিমূলক বিষয়ের জন্য একটি করে ক্রস ফাংশনাল টিম তৈরি করা হয় যা সফটওয়ার ডেভলাপমেন্টের সকল ধাপ যেমন পরিকল্পনা, রিকোয়ারমেন্ট বিশ্লেষণ, ডিজাইন, কোডিং, ইউনিট টেস্টিং এবং এক্সেপটেন্স টেস্টিং করে থাকে।

তাই প্রতিটা পুনরাবৃত্তিমূলক বিষয়ের ফলাফল হয় ওয়ার্কিং প্রোডাক্ট, এবং প্রতিটা পুনরাবৃত্তিমূলক ধাপের পর অংশীদারদের এর অবস্থান বুঝিয়ে দেয়া হয়।

এর পরে রিভিউ কমেন্ট গ্রহণ করা হয় এবং কর্মক্ষম সফটওয়ারের জন্য এর সংশ্লিষ্টতা যাচাই করে দেখা হয়।

 

মুখোমুখি যোগাযোগ

প্রত্যেকটি এজাইল টিমের একজন করে গ্রাহক প্রতিনিধি(যেমন,পণ্যের মালিক)থাকেন, তিনি অংশীদারদের প্রতিনিধি, এবং প্রতিটা পুনরাবৃত্তিমূলক ধাপের পর ডেভলপারদের অনুসন্ধানমূলক প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন।

একটি ইনফরমেশন রেডিয়েটর যা কিনা একটি ফিজিকাল ডিসপ্লে, অফিসে সুস্থিতভাবে বসানো থাকে, যার মাধ্যমে যে কেউ এজাইল টিমের অগ্রগতি সম্পর্কে জানতে পারে। এই ইনফরমেশন রেডিয়েটর প্রকল্পের সর্বশেষ অবস্থা নির্দেশ করে থাকে।

 

ফিডব্যাক লুপ

ডেইলি স্ট্যান্ডআপ এজাইল ডেভলাপমেন্টের একটি কমন ধারা, এটি ডেইলি স্কাম নামেও পরিচিত। এখানে প্রত্যেক সদস্য সংক্ষিপ্ত সেশনে নিজেদের সম্পন্ন করা কাজের অগ্রগতি, ভবিষ্যৎ ও এক্ষেত্রে কিসের মোকাবেলা করতে হচ্ছে তা নিয়ে আলোচনা করে।

 

এজাইলঃ ডেইলি স্ট্যান্ডআপ । Agile Daily Stand Up

রিদওয়ান বিন শামীম

 

ডেইলি স্ট্যান্ডআপ হল এজাইল টিমের সকল সদস্যদের মধ্যে দৈনিক স্ট্যাটাস মীটিং। এটি কাজের রেগুলার আপডেটই কেবল দেয় না বরং সব সদস্যের সমস্যাগুলোকে সামনে আনে যার ফলে এগুলো সমাধান করা সহজ হয়। ডেইলি স্ট্যান্ডআপ এজাইল টিমের একটি অবশ্য করনীয় কাজ, এবং সবসময় এর চর্চা দরকার, তা যেভাবেই এজাইল টিমের গঠন হয়ে থাক না কেন।

 

ডেইলি স্ট্যান্ডআপ আসলে কী

এটি মূলত এজাইল টিমের সকল সদস্যদের মধ্যে দৈনিক স্ট্যাটাস মীটিং আর সাধারণত ১৫ মিনিট স্থায়ী হয়। প্রত্যেক সদস্যকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হয়,

  • আমি গতকাল কী করেছি?
  • আগামীকাল কী করছি?
  • কোনও বাধা বিপত্তি আছে কিনা

ডেইলি স্ট্যান্ডআপ মূলত স্ট্যাটাস আপডেটের জন্য, এতে আলোচনা তেমন হয় না। আলোচনার জন্য ভিন্ন সময়ে ভিন্ন মীটিঙের ব্যবস্থা করতে হয়। সাধারণত অংশগ্রহণকারীকে দাঁড়িয়ে কথা বলতে হয়, এজন্য মোটামুটি দ্রুতই এই মীটিং শেষ করা হয়।

 

ডেইলি স্ট্যান্ডআপ কেন গুরুত্বপূর্ণ

এজাইল ডেইলি স্ট্যান্ডআপের কিছু সুবিধা আছে,সেগুলো হল,

  • টিম দৈনন্দিন অগ্রযাত্রা সম্পর্কে অবহিত থাকে, পর্যায়বৃত্তিক ধাপের প্ল্যানমত কাজ এগুচ্ছে কিনা তা জানা যায়
  • প্রত্যেক সদস্য তার লক্ষ্য সম্পর্কে বাকিদের জানায়
  • কোনও বিলম্ব বা বাধা থাকলে তা দৃশ্যমান হয়

 

ডেইলি স্ট্যান্ডআপে কে কে থাকেন

  • স্কাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেলিভারি টিম দৈনিক ভিত্তিতে উপস্থিত থাকেন
  • অংশীদার ও গ্রাহকদের উপস্থিত থাকতে উৎসাহিত করা হয়
  • প্রত্যেক সদস্যের অনুসন্ধান ও সমস্যার বিষয়ে নোট নেয়ার দায়িত্ব স্কাম মাস্টারের

 

ভৌগলিকভাবে বিচ্ছুরিত টিমের ক্ষেত্রে

ডেইলি স্ট্যান্ডআপ বিভিন্নভাবে হতে পারে, ভিন্ন টাইম জোনে অবস্থিত সদস্যদের জন্য যা করনীয়ঃ

  • রোটেশনভিত্তিক একজন সদস্য নির্বাচন করতে হবে যে ভিন্ন টাইম জোনে অবস্থিত সদস্যদের নিয়ে মীটিং করতে পারবে
  • প্রতি টিমের জন্য ভিন্ন স্ট্যান্ডআপ মীটিঙের আয়োজন করা এবং রেলি, শেয়ার পয়েন্ট বা উইকির মত মাধ্যমে স্ট্যাটাস আপডেট রাখা,
  • অনেক ধরনের কমুনিকেশন টুল প্রস্তুত রাখা ইত্যাদি।

 

jQuery শুরু করা

আপনার ওয়েব পেজ এ jQuery যোগ করা

আপনার ওয়েব পেজ এ jQuery শুরু করার জন্য বেশ কিছু উপায় রয়েছে:

  • jQuery.com ওয়েব পেজ থেকে jQuery লাইব্রেরি ডাউনলোড করে
  • CDN যেমন-Google থেকে jQuery অন্তর্ভুক্ত করে।

 

jQuery ডাউনলোড করা

ডাউনলোড করার জন্য jQuery এর দুটি ভার্সন রয়েছে:

  • উৎপাদন সংস্করণ – এটি আপনার লাইভ (ওয়েবে সচল) ওয়েব সাইটের জন্য ছোট (সংক্ষিপ্ত) এবং সংকুচিত (compressed)
  • উন্নয়ন সংস্করণ এটি ওয়েব সাইট পরীক্ষা এবং উন্নয়ন করার জন্য (সংকুচিত নয় এবং পাঠযোগ্য কোড)।

দুটি ভার্সনই jQuery.com থেকে ডাউনলোড করা যাবে।

JQuery লাইব্রেরি একটি একক জাভাস্ক্রিপ্ট ফাইল এবং আপনি এটি HTML <script> ট্যাগ দ্বারা প্রকাশ করতে পারবেন। (<script> ট্যাগ <head> এর ধারা ভিতরে হওয়া উচিত)


<head>
<script src="jquery-1.11.3.min.js"></script>
</head>

 

টিপস: ডাউনলোড করা ফাইলটি আপনার পেজের একই ডাইরেকটরি (ফোল্ডার) এ রাখুন।

 

আপনি কি ভয় পাচ্ছেন যে কেন <script> ট্যাগ এর ভিতরে type=”text/javascript” টাইপ করি না!

HTML5 এ এর কোন প্রয়োজন নেই। HTML5 এ জাভাস্ক্রিপ্ট ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং সকল আধুনিক ব্রাউজারে।

 

jQuery CDN

যদি আপনি JQuery ডাউনলোড এবং হোস্ট করতে না চান, তাহলে আপনি CDN (কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) jQuery অন্তর্ভুক্ত করে দিতে পারেন।

Google এবং Microsoft উভয়ই jQuery হোস্ট করে।

Google অথবা Microsoft থেকে হোস্ট করতে চাইলে নিচের যেকোন একটি প্রয়োগ করুন :

Google CDN:


<head>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.3/jquery.min.js">
</script>
</head>

 

Microsoft CDN:


<head>
<script src="http://ajax.aspnetcdn.com/ajax/jQuery/jquery-1.11.3.min.js"></script>
</head>

 

 

Google অথবা Microsoft এ হোস্ট করার একটি বড় সুবিধা হচ্ছে:

এতোমধ্যে প্রচুর সংখ্যক ব্যবহারকারী Google অথবা Microsoft থেকে jQuery ডাউনলোড করেছে। ফলে আপনার সাইট দেখার সময় এটি এটা ক্যাশ থেকে লোড হবে, যা দ্রুত লোড হওয়ার সময় এর উপর প্রভাব ফেলে। অধিকাংশ CDN নিশ্চিত করে যে, যখন কোন ব্যবহারকারী কোন ফাইল এর জন্য অনুরোধ করবে তখন তা সবচেয়ে কাছের সার্ভার থেকে লোড হবে, যা দ্রুত লোড হওয়ার সময় এর উপর প্রভাব ফেলে।