শুরু হল প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাঃ

শুরু হল প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাঃ

 

গত ২২নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হল বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সাড়া দেশের মোট ২ হাজার ৬২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

 

এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন যাদের মধ্যে ছাত্র ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী রয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন।আর ইবতেদায়ী বিভাগে পরীক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে  ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন ।

 

এবার সপ্তমবারের মত এই পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হল।প্রাথমিক পর্বের শিক্ষা সমাপ্ত করে দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় বসবে কোমলমতি এই শিশুরা। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের জন্য আর ২০১০ সাল থেকে ইবতেদায়ী বিভাগে অধ্যয়নরত শিশুদের জন্য এই পরীক্ষার প্রবর্তন হয়। প্রথম দুই বছর এই পরীক্ষায় বিভাগভিত্তিক ফল দেয়া হত, পরে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে এর ফলাফল দেয়া হচ্ছে।

 

২২নভেম্বর ২০১৫, রবিবার সকাল ১১টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।  হরতালের কারণে ২৩ নভেম্বরের পরীক্ষা ৩০ নভেম্বরে পিছানোয় এই পরীক্ষার সময়সূচী দীর্ঘায়িত হল।

হাল্ট পুরস্কারের কোয়ার্টার ফাইনাল বিজয়ী হল বুয়েটের ‘লিটল উইনস’ . BUET little Wins won Hult Prize Quarter Final

হাল্ট পুরস্কারের কোয়ার্টার ফাইনাল বিজয়ী হল বুয়েটের লিটল উইনস

 

 

হাল্ট পুরস্কার সারা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা তরুণ ও সম্ভবনাময় উদ্যোক্তাদের মেধার এক বিশাল স্বীকৃতি, যাকে ‘ছাত্রদের নোবেল পুরস্কার’ বলেও অভিহিত করা হয়।

 

এবার বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে হাল্ট পুরস্কারের কোয়ার্টার ফাইনাল পর্বের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হল গত ১২ নভেম্বর ২০১৫।চূড়ান্ত এই ধাপের আগে অংশগ্রহণকারীদের পার হয়ে আসতে হয়েছিল বেশ কটি ধাপ। প্রায় ৮০০ নিবন্ধিত অংশগ্রহণকারীর জন্য প্রাইমারী গ্রুমিং ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সামাজিক উদ্যোক্তা ও উদ্যোগ, ব্যবসা সংক্রান্ত বিষয় ও নগরায়নসংশ্লিষ্ট বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা ও অনুপ্রাণিত করা হয়।এরপর অংশগ্রহণকারীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিকল্পনাপ্রসূত ‘আরবান ক্রাউডেড স্পেস’ সংক্রান্ত সামাজিক ব্যবসায় পরিকল্পনার সম্পাদনগত পরিকল্পনা উপস্থাপন করেন। সেই সম্পাদনগত পরিকল্পনার ভিত্তিতে ৩২টি দলকে অক্টোবরের ২০ তারিখে অনুষ্ঠিত ‘প্রাইমারী পিচঅফ’ রাউন্ডে তাদের আইডিয়া উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল। সেখান থেকে ১২ টি টিমকে নির্বাচন করা হয় অক্টোবরের ২৯ তারিখে ‘সেকেন্ডারি পিচঅফ’ রাউন্ডে অংশগ্রহণের জন্য আর সবশেষে ৬টি দল গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পায়।চ্যাম্পিয়ন ‘লিটল উইনস’এর পরের স্থান পেয়েছে প্রথম রানার্স আপ এলিজির(”Elixir”) আর দ্বিতীয় রানার্স আপ আগন্তুক। বুয়েটের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে হাল্ট পুরস্কারের কোয়ার্টার ফাইনাল পর্বের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে।

 

হাল্ট পুরস্কার বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট কেস কম্পিটিশন, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এটির আয়োজক।  এই আয়োজনের সহআয়োজক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তাঁর সংগঠন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’। বিজয়ী দল মোট ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবেন।

 

http://www.hultprize.org/

স্মার্টফোন ও ট্যাবলেট শিশুদের জন্য সবসময় মন্দ নয়! Tablets and Smart Phones are not always bad for kids

স্মার্টফোন ও ট্যাবলেট শিশুদের জন্য সবসময় মন্দ নয়!

স্মার্টফোন বা ট্যাবলেট নিয়ে বেশি সময় কাটালে তা কি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে? এর উত্তর নির্ভর করে আপনি কোন বিশেষজ্ঞকে প্রশ্নটি করেছেন, তার ওপর।

এতোকাল পর্যন্ত, প্রভাবশালী অ্যামেরিকান একাডেমি অব পেডিয়াটডিয়াট্রিকস (এএপি) শিশুদের ডিজিটাল স্ক্রীনে সময় কাটানোর বিষয়ে কঠিন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিলো। তবে, গ্রুপটি তাঁদের এই মতামতে অনেকটা নমনীয় হয়েছে। একাডেমির সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পত্রে বলা হয়েছে- “ডিজিটাল মিডিয়া নির্বাহী কার্যক্রমকে (বিচারবোধ ও সমস্যা সমাধানের মতো) ত্বরান্বিত করে, আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধান দক্ষতা যোগায় এবং শিশুর নির্দেশনা অনুসরণ করার ক্ষমতা বাড়ায়।“

শিশু এবং ডিজিটাল ডিসপ্লেঃ পরিবর্তনের নতুন সুর

গবেষণাপত্রটি যদিও শিশুদের ডিজিটাল গ্যাজেট ব্যবহারের ব্যাপারে কোনো উচ্ছ্বসিত মত দেয় নি; কিন্তু স্পষ্টতই এটি এ বিষয়ে পূর্বে প্রকাশিত এএপি’র বহুল প্রচারিত মত ও প্রকাশনা থেকে সরে এসেছে। ২০১৩ সালে প্রকাশিত অ্যামেরিকান একাডেমি অব পেডিয়াটডিয়াট্রিকস (এএপি)-এর গবেষণা পত্রে বলা উল্লেখ করা হয়, “এটা পরিষ্কার যে, তারা (মিডিয়া) স্পষ্টতই বিভিন্ন ঝুঁকি ও স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে এবং মিডিয়া থেকে শিশু ও টিন-এজাররা যা শেখে তা তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।“ এরপর পত্রটি পিতামাতাকে নিম্নরূপ পরামর্শ দেয়ঃ

  • সারাদিনে শিশুদের বিনোদন স্ক্রীন বেশি হলে দুই ঘণ্টার মধ্যে সীমিত রাখতে হবে;
  • দুই বছরের কম শিশুদের জন্য স্ক্রীন মিডিয়া নিরুৎসাহিত করা;
  • টেলিভিশন ও ইন্টারনেট সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইস শিশুদের শোবার ঘরে না রাখা।

তাহলে গবেষণায় নতুন মত কীভাবে এলো? কেনো? ২০১৩ সালের গবেষণাপত্রের মাত্র দু’বছর পর, স্মার্টফোন ও ট্যাবলেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

২০১৫ সালের মে মাসে পরিচালিত গবেষণায় বলা হয়, “পিতামাতার উচিত শিশুদেরকে মিডিয়া সম্পর্কে শিক্ষা দেয়া এবং শিশুদের কাছে জিজ্ঞেস করে তাদেরও মতামত নেয়া। মিডিয়াকে হাতিয়ার (Tool) বা শিক্ষার মাধ্যম হিসেবে নেয়া; বেবিসিটার, পুরস্কার বা শাস্তি হিসেবে নয় কোনোমতে।

শিশুদের ওপর স্মার্টফোন, ট্যাবলেটের দীর্ঘমেয়াদি প্রভাব এখনো পরিস্কার নয়ঃ

অন্য অনেক বিশেষজ্ঞ এখনো এই মত পোষণ করেন যে, ডিজিটাল স্ক্রীন ছোট বাচ্চাদের জন্য সমস্যার হতে পারে। এক গবেষণা পত্রে বলা হয়- প্রচলিত খেলনা- যেমন, “ব্লক বিল্ডার” যেকোনো ইলেকট্রনিক খেলনার চেয়ে ভালো।

পরিশেষে, গবেষকগণ একমত হয়েছেন যে, এ বিষয়ে আরো বিশদ গবেষণা প্রয়োজন।

Affiliate Marketing Bangla Tutorial Part 3 Movie traffic sources

https://www.youtube.com/watch?v=PA9IrNFgH9A

Affiliate Marketing Bangla Tutorial Part-2 (বাংলায় অ্যাফিলিয়েট মার্কেটিং)

https://www.youtube.com/watch?v=Xcg4t_IMTKw

Affiliate Marketing Bangla Video Tutorial Part -1

অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল

https://www.youtube.com/watch?v=XLnMiUZdUaM

ডিএনএন ৭.৪ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৭.২ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের ডিএনএন ৭.৪.০ এর সর্বশেষ সুবিধাদি পেতে সাহায্য করে।

 

ডিএনএন প্লাটফর্ম ৭.৪এর ভূমিকা

জো ব্রিঙ্কম্যানের Introducing DNN Platform 7.4 blog এ৭.৪এর নতুন সংযোজনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর কয়েকটি হল,

  • Workflow & Versioning API
  • Multi-language settings
  • Improved HTML5 support

এখান থেকে hereডিএনএন হ্যাংআউটের একটি ভিডিও দেখতে পারেন যেখানে ৭.৪এর কিছু সংযোজন, বিশেষ করে Workflow API সম্পর্কে আলোচনা করা হয়েছে।

 

বাড়তি রেফারেন্স

Implementing Workflow in a Custom DNN Module

 

ডিএনএন ৭.৪.০ তে কীভাবে ইউজার সার্চ ইনডেক্সিং ডিজেবল করা যায়

আস প্রাসাদের How to disable User Search Indexing in 7.4.0 blogতে ডিএনএন ৭.৪.০ তে ইউজার সার্চ ইনডেক্সিং ডিজেবল করার ধাপগুলো সহজভাবে দেখানো হয়েছে। এবিষয়ে আরও জানতে দেখা যেতে পারে, https://dnntracker.atlassian.net/browse/DNN-5055

 

আপগ্রেডকৃত 51 degrees লাইব্রেরি

51 degrees এর লাইব্রেরীর ইউজ ভার্সন 3.1.9.3 তে আপগ্রেড হয়েছে

লাইব্রেরীর লিঙ্ক, library

 

ইভেন্ট লগে স্ট্রাকচার যোগ করা যাতে সমস্যার গভীরে যাওয়া সহজ হয়

ইভেন্ট লগ আরও বেশি ব্যবহারযোগ্য করার জন্য পিটার ডঙ্কার এতে কিছু কন্ট্রিবিউট করেছেন। তাঁর ব্লগ পড়ে দেখতে পারেন এখানে, here

  • Added table Exceptionsঃ এটি কোনও ব্যতিক্রমী ক্ষেত্রের ম্যাসেজ, stacktrace, ইত্যাদি স্টোর করে।
  • Added table ExceptionEventsঃBasePortalException ক্লাসে পাওয়া ব্যতিক্রমী ক্ষেত্র স্টোর করে।
  • এছাড়াও উপরের দুটি টেবিলের EventLog এর সমন্বয়ের একটি ব্যবস্থা আছে

 

PortalSettings এপিআইএর উন্নতি সাধন

IPortalSettingsController যোগ করে ইন্টারফেসের প্রয়োগের দিকে নজর দিতে হয় যেন PortalSettings ক্লাস সচল হওয়ার সাথে সাথে বিজনেস লজিক সম্পৃক্ত হয়।

এটি আমাদের এসব মেথড পরীক্ষা করে দেখার সুবিধাও দেয়।

 

সার্চ এনহেন্সমেন্টে বাড়তি উপায় সংযোজন

  • লুসেনা সার্চে ইউজারনেম, ইমেইল ও IsSuperUser সংযোজন
  • এটি নিশ্চিত করা যে এডমিনিস্ট্রেটর ও সুপারইউজারদের মাধ্যমে সার্চযোগ্য
  • সার্চের জন্য অতিরিক্ত কিছু পন্থা ব্যবহার
  • এডভান্সড সার্চের জন্য অতিরিক্ত কোয়েরিস্ট্রিং প্যারামিটার সংযোজন

 

ডিএনএনকে এইচটিএমএল৫এর অনুবর্তী করা ও অপ্রচলিত মেটা ট্যাগ বর্জন করতে কিছু কাজ

অপ্রচলিত মেটা ট্যাগ বর্জন করতে এখানে দেখুন, Removed obsolete meta tags আর ডিএনএনকে এইচটিএমএল৫এর অনুবর্তী অবস্থায় পেতে দেখা যেতে পারে, Ensure DNN is HTML 5 compliant

 

সাইট সেটিংএর জন্য মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্ট যোগ করা

মাল্টিল্যাঙ্গুয়েজ সাইট তৈরির সময় সম্প্রতি নির্বাচিত ভাষার টেক্সট প্রয়োজন। ডিএনএন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক পেজের (এলএসপি) জন্য স্পেশাল পেজ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকও হতে হয়। এবিষয়ে দেখতে পারেন এখানে, https://dnntracker.atlassian.net/browse/DNN-6137

 

নিচের সেটিং লোকালাইজেশন সাপোর্ট করে,

Portallocalization টেবিলে স্টোরকৃত, ডিএনএন ৫.৫ সংস্করণ থেকে লোকালাইজেশন সাপোর্ট করে আসছে।

  • Title
  • Description
  • Keywords
  • Copyright
  • Logo
  • Body Background
  • Splash Page
  • Home Page
  • Login Page
  • Registration Page
  • Search Results Page
  • 404 Error Page
  • 500 Error Page

 

SiteSettings টেবিলে স্টোরকৃত, ডিএনএন ৭.৪ সংস্করণ ও এর পরবর্তী সংস্করণে লোকালাইজেশন সাপোর্ট করে।

  • Site Skin
  • Site Container
  • Edit Skin
  • Edit Container
  • Icon Set
  • Redirect After Registration
  • Redirect After Login
  • Redirect After Logout

 

পার্সিয়ানের জন্য সাপোর্ট সংযুক্তি

এএসপি ডটনেটের কিছু ব্যাপার আছে যা পার্সিয়ানের সাথে কাজ করে। কমিউনিটির একজন সদস্য এবিষয়ে কিছু কোড কন্ট্রিবিউশন এটি সমাধান করেছে, এখান থেকে contribution বিষয়টি দেখা যেতে পারে। আর পুরো বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে এখানে, https://dnntracker.atlassian.net/browse/DNN-6148

 

বিবিধ পারফর্মেন্স পরিবর্ধন

এবিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন,

 

এইচটিএমএল মডিউল ইউএক্স অপটিমাইজেশন

এইচটিএমএল মডিউলের জন্য ইউএক্স রিফ্যাক্টরড হয়েছে, মূলত কমিউনিটির অবদানে। কিছু গুরুত্বপূর্ণ অবদান হল,

  • বাটনকে নিচের নির্ধারিত স্থানে স্থাপন করা হয়
  • পপআপের স্ক্রলবার কখনো দেখানো হয় না
  • পাবলিক ইনফরমেশনকে “Direct publish” এর জন্য লুকিয়ে রাখা হয়
  • রিভিউ ও ভার্সন হিস্টোরি সেকশনকে কিছু বাটন দ্বারা প্রতিস্থাপন করা হয়
  • Basic / rich টেক্সট বো রেডিওস বাটনকে combox এর মত বাটন লাইনে রাখা হয়।

 

আরও বিস্তারিত তথ্য ও কিছু স্ক্রিনসটের জন্য দেখুন এখানেঃ jira issue

 

নাল স্ট্রিংকে সাপোর্ট দেয়ার জন্য HtmlUtils মেথড

ConvertToText(), ConvertToHtml() এসব মেথড নাল স্ট্রিংকে প্যারামিটার হিসাবে গ্রহণ করে। ক্লাসকে আপগ্রেড করা হয়েছে তাই সব মেথড নাল স্ট্রিংকে সমর্থন করে।

 

পরিবর্তিত ডিফল্ট ট্রাষ্ট লেভেল ফুল

মাইক্রোসফট এখন আর ট্রাষ্ট লেভেলের উপর জোড় দেয়না তাই ডিএনএন ৭.৪ এর ইন্সটলেশনে এটি ডিফল্ট করা হয়েছে।

ClientAPI সোর্স সংযুক্তিঃ ClientAPI এর এরর সংশোধনের জন্য প্রজেক্টে সোর্স সংযুক্ত করা হয়েছে।

 

পেজ সেটিংএর মাধ্যমে রোবট মেটাট্যাগ ওভাররিড করা

পেজ সেটিংএর মাধ্যমে রোবট মেটাট্যাগ ওভাররিড করার জন্য সাপোর্ট সংযুক্ত করা হয়েছে,

এবিষয়ে বিস্তারিত জানতে দেখুন here

 

বেটার ড্রাগ এন্ড ড্রপের জন্য এইচটিএমএল মডিউল ব্যবহার

ফায়ারফক্স, ক্রোম, অপেরার জন্য এইচটিএমএল মডিউল ড্রাগ এন্ড ড্রপ সাপোর্ট করছে।

 

কোডমিরর এর ভার্সন ৪.৮ পর্যন্ত আপডেট হয়েছে

প্লাটফর্মের বিভিন্ন ক্ষেত্রে কোডমিরর ব্যবহৃত হয়, যেমন হয় থার্ড পার্টি মডিউলগুলোতে। এর প্লাটফর্ম ভার্সন ৪.৮ পর্যন্ত আপডেট হয়েছে।

 

দেশ ও অঞ্চল নিয়ন্ত্রণের উপর ভাল দক্ষতা

  • অটোকমপ্লিটের উপর ভিত্তি করে নতুন কান্ট্রি কন্ট্রোলের এডিশন
  • নিউ ইন্সটলেশনের জন্য ডিফল্ট হল নতুন কন্ট্রোল
  • নতুন রেজিওন কন্ট্রোল যাতে ড্রপডাউন ও টেক্সটবক্স দুটিই আছে, অর্থাৎ প্রয়োজনে তাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রূপান্তরিত করা যাবে।
  • নতুন কৌশল ব্যবহারের ফলে রেজিওন লিস্ট পোস্টব্যাক ব্যতীত রিফ্রেশ হবে।

 

মডিউল ইন্সটলারে xsl ও xsltফাইল এক্সটেনশন এলাউ করা হয়

মডিউল ইন্সটলার কোডে xsl ও xsltফাইল এক্সটেনশন যোগ করা হয়েছে

“Use Email Address as Username” ম্যাসেজ উন্নত করা

এবিষয়ে বিস্তারিত জানা যাবে এখান থেকে, here

 

ডিএনএন ৭.৩ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৭.৩ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের সর্বশেষ সংস্করণের (ডিএনএন ৭.৩.০) সুবিধাদি পেতে সাহায্য করে।

 

প্লাটফর্মের পারফর্মেন্স বৃদ্ধি পাওয়া

ব্রুস চ্যাপম্যানের ব্লগ (http://www.dnnsoftware.com/blog/evoq-content-73-speed-and-performance/evoq-content-7-3-speed-and-performance) ডিএনএন ৭.৩.০তে পারফর্মেন্স বৃদ্ধির উপর অনেক কাজ করেছে। যদিও পারফর্মেন্স বৃদ্ধি সবসময়ই ভাল তবুও এটি সাধারণত স্বয়ংক্রিয়ভাবেই হয়ে থাকে, ডেভলপারকে এটি নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। যাই হোক, আমাদের পরামর্শ হল মডিউল ডেভলপারদের উচিৎ ডিএনএন ৭.৩.০ এর প্রেক্ষিতে তাদের কোড পর্যবেক্ষণ করে নেয়া, যাতে ভুলক্রমেও কোনও সাব অপটিমাল প্লাটফর্ম কোডের উপর নির্ভর করে না থাকেন।

যদি কোনও মডিউল ডেভলপার জেকোয়েরি এপিআই ব্যবহারের পরিবর্তে ক্রুটিপূর্ণ রেজিস্ট্রেশনের উপর নির্ভর করে থাকে, তাহলে সেই মডিউল কাঙ্খিত ফলাফল নাও দিতে পারে। এধরনের ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রেজিস্ট্রেশনের জন্য জেকোয়েরি এপিআই ব্যবহার করা যেতে পারে।

 

ডিএনএনপ্যানেলস বৃদ্ধি

Vicenç Masanas এর কোড কন্ট্রিবিউশন এর মাধ্যমে ডিএনএনপ্যানেলস জেকোয়েরি প্লাগিন সমৃদ্ধ হয়েছে। বর্তমানে এটি

  • চ্যানেলের ইনিশিয়াল স্ট্যাটাস সেটিংএ সাহায্য করে,
  • কুকিজের স্ট্যাটাস সেটিং ডিজেবলের অপশন সাপোর্ট করে,
  • প্রয়োজনে ব্যবহারের জন্য expand() ও collapse() পদ্ধতি প্রয়োগের সুবিধা দেয়।

 

স্কিন প্যান হিসেবে এইচটিএমএল৫

স্কিনার ইঞ্জিনকে হিডার, ফুটার, মেইন, আর্টিকেল ও সংশ্লিষ্ট এইচটিএমএল৫ ট্যাগকে স্কিন প্যানের ভ্যালিড ট্যাগ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সহায়তার উপযুক্ত করে পরিবর্ধিত করা হয়।পূর্বে কেবল div, p, ও td ট্যাগগুলোকে স্কিনে প্যান হিসেবে থাকত।

 

পোর্টাল লেভেল এসএমটিপি

পোর্টাল লেভেল এসএমটিপির জন্য সাপোর্ট সংযুক্ত হয়েছে Oliver Hine এর অবদানে। এই নতুন সক্ষমতার সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য এপিআইকে আপডেট করা হয়েছে।

 

ডিসপ্লে এডভারটাইজিং সাপোর্টের জন্য গুগল এনালাইটিক্স ট্র্যাকিং কোডকে সাপোর্ট করাঃ Will Strohl added নতুন display analytics Demographics and Interest reportsকে সাপোর্ট করে।

 

সেটিং/ কন্টেন্ট সহ সেভ/ রিস্টোর মডিউল

Torsten Weggenঅবদান রেখেছেন সেই সমৃদ্ধিতে, যা কিনা নিশ্চিত করে মডিউলের “settings”ও “content”এক্সপোর্টেড ও ইম্পোরটেড ।

 

ডিডিআর মেন্যু সল্যুশনের সাথে সংযুক্ত

Mark Allan (DDRMenu এর আবিস্কারক ও প্রধান ডেভলপার)এঁর সাথে আলোচনা করে আমরা সল্যুশনে সর্বশেষ ডিডিআর মেন্যু সংযোজন করেছি। এটি যেমন সহজ ডিবাগিংএর জন্য উপযোগী তেমনি Github এর মাধ্যমে বাগ স্থাপনও পরিবর্তন সাধনের ক্ষেত্রেও ব্যবহারকারীদের সুবিধা দেবে। Oliver Hine and Brian Dukes এঁরা ডিডিআর মেন্যুতে পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

এপিআই ক্লিনআপঃ ক্লিনআপের অন্তর্ভুক্ত বিষয় হল,

  • TestableXXXController থেকে XXXController class এ কপি মেথড।
  • নিশ্চিত করা যে XXXController, ServiceLocator প্যাটার্ন ব্যবহার করেছে।
  • নিশ্চিত করা যে সকল মেথড IXXXController ইন্টারফেসে এক্সট্র্যাক্ট করা হয়েছে
  • TestableXXXXontroller এর সকল ব্যবহারকে XXXController দ্বারা প্রতিস্থাপিত করা
  • TestableXXXController ক্লাসকে অপ্রচলিত রাখা

 

Log4Net ডায়গনোস্টিক বৈশিষ্ট্য

বিদ্যমান log4net সক্ষমতাকে পরিবর্ধন করা হয়েছে জটিল বিষয় সমাধানের “processid” and “appdomain”কে সাপোর্ট দেয়ার জন্য।

ডাইনামিক ইনভোকেশন সাপোর্ট করার জন্য dnnConfirm বৃদ্ধি করা

পূর্বে থাকা dnnConfirm জেকোয়েরি প্লাগিন পরিবর্ধন করা হয়েছে, এখন এটি যেসব বিষয় সাপোর্ট করে তা হল,

$.dnnConfirm(); //only show the confirm box with default content;

$.dnnConfirm({actionUrl:’http://www.dnnsoftware.com’}); //will redirect to dnn site if click yes button;

$.dnnConfirm({text: ‘Hello World’}); //show custom text;

$.dnnConfirm({callbackTrue: function(){alert(‘click yes button’);}}); //show the alert when click yes button.

 

আপডেট করা সাইট টেম্পলেটঃ

ডিফল্ট সাইট টেম্পলেট কিছু আপডেট করার মাধ্যমে উন্নত করা হয়েছে, যা এই সাইটগুলো থেকে আমরা জানতে পারব, https://dnntracker.atlassian.net/browse/DNN-5127

https://dnntracker.atlassian.net/browse/DNN-5219

 

51 Degrees

ডিভাইস সনাক্তকরণ বাই ডিফল্ট হবে নাঃ ৭.৩ভার্সনের ৫১ ডিগ্রিজ পূর্বের সংস্করণের চেয়ে অনেকগুন দ্রুত ও ছোট।

 

ওয়েব ডিজাইনার নির্বাচনে গুরুত্বপূর্ণ ৫ টি টিপস । Five tips to select a web designer

ব্যবসার জন্য আপনার ওয়েব সাইটটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়েব সাইটটি যদি সুন্দর ও প্রফেশনাল না হয়, ব্যবসায়িক লক্ষ্য পূরণে অনেকাংশেই ব্যর্থ হবেন আপনি। এই গুরুত্ব উপলব্ধি করে আপনার উচিত হবে একজন যোগ্য ও পেশাদার ওয়েব ডিজাইনার দিয়ে আপনার সাইটটি বানানো।

আপনার জন্য উপযুক্ত ওয়েব ডিজাইনার কে হবেন, কীভাবে বেছে নেবেন একজন দক্ষ ডিজাইনার- তা জানতে দেখে দিন নিচের টিপসঃ

(১) আপনি কী চান, এবং কী চান না তা আগে ঠিক করুন

ওয়েব ডিজাইনার খোঁজ করার আগে ভালো করে জেনে নিন- আসলে আপনি কী চান আপনার ওয়েব সাইট নিয়ে, কী আপনার লক্ষ্য। আপনি অত্যাধুনিক উচ্চমানের ট্রেন্ডি ও ভিজুয়াল সাইট চান? নাকি আপনি ট্রাডিশনাল ও গতানুগতিক একটি ওয়েব সাইট চান? আপনি কি এমন কন্টেন্ট যোগ করতে চান যা প্রতিনিয়ত সম্পাদনা বা আপডেট দরকার হবে? নাকি কালেভদ্রে ডেভেলপারকে দিয়ে করালেই চলবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনার ওয়েব সাইট ডিজাইনার নির্বাচনে ভূমিকা রাখবে।

(২) ডিজাইনারের পোর্টফলিও ও আগের কাজ দেখে নিন

ওয়েব ডিজাইনারের রুচিবোধ, দক্ষতা ও পেশাদারিত্ব বুঝতে তার প্রোফাইল ও পূর্বের কাজ দেখে নিতে হবে আপনার। এতে সহজেই আপনার পছন্দের সাথে একটা তুলনামূলক চিত্র আপনি পেয়ে যাবেন, যা সিদ্ধান্ত নিতে অনেক সহায়ক হবে।

(৩) বাস্তবভিত্তিক বাজেট ঠিক করুন

ওয়েব সাইটের ডিজাইন খরচ নির্ভর করবে আপনার প্রজেক্টের প্রয়োজনের ওপর। আর প্রজেক্টের প্রয়োজনীয়তা ঠিক করে দেবে ওয়েব সাইটটি কতোটা জটিল ফর্মেটের হবে, কতো পৃষ্ঠার হবে এবং বিশেষ কোনো ফাংশন যোগ করতে হবে কি না। এসবই আপনার বাজেট নির্ধারণে পয়েন্ট হিসেবে কাজ করবে।

(৪) ঠিক সময়ে কাজ শেষ করার নিশ্চয়তা জেনে নিন

ওয়েব ডিজাইনার কে কাজ দেবার আগে ভালো করে জেনে নিন যে সে নির্ধারিত সময়ে আপনার কাজ শেষ করে দিতে পারবে কি না। এই প্রশ্নটা সরাসরি করুনঃ “আপনি কি আমার প্রজেক্ট, আমার দেয়া সময়ে করে দিতে পারবেন?” আরো আলোচনা করে নিন – কাজের সুযোগগুলো (Scope of work) এবং কতোটা পরিবর্তনের অনুরোধ (Change Requests) আপনি করতে পারবেন।

(৫) ঠিক করে নিন ডিজাইন ও কন্টেন্ট স্বত্ব বিষয়টি

আপনার ওয়েব সাইটের জন্য ডিজাইনার বেছে নেবার আগেই নিশ্চিত করে নিন- ডিজাইন ও কন্টেন্ট স্বত্ব (property rights) কার হবে, কীভাবে হবে? এ ব্যাপারে লিখিত দলিল করে নিন। পরবর্তীতে যে কোনো জটিলতা এড়াতে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।

 

ডিএনএন ৭.২ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৭.২ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের ডিএনএন ৭.২.০ এর সর্বশেষ সুবিধাদি পেতে সাহায্য করে।

 

ম্যাসেজিং ডিসপ্যাচ সিডিউলার

এই সিডিউলার টাস্ক ইউজারদের সেইসব ম্যাসেজ এবং নোটিফিকেশন সম্পর্কে মনে করিয়ে দেয় যাদের পড়া হয়নি। এখন, নতুন ভার্সনে আমরা এই সিডিউলারকে আরও বেশি কাস্টমাইজেবল ও লোকালাইজড করার মত করে পরিমার্জিত করেছি। এবিষয়ে আরও জানতে এখানে দেখা যেতে পারে, http://www.dnnsoftware.com/wiki/message-dispatch-scheduler

 

সাবস্ক্রিপশন এপিআই

সাবস্ক্রিপশন এপিআই খুব সরল ধরনের এপিআই যা ব্যবহারকারীদের কিছু নির্দিষ্ট উপাদান ও কনসেপ্ট সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করার সুবিধা দিয়ে থাকে। আরও জানতে দেখতে পারেন এখানে, http://www.dnnsoftware.com/wiki/subscription-api

 

জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী

জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী একটি নতুন এক্সটেনশন টাইপ, যা জাভাস্ক্রিপ্ট ফাইলকে প্যাকেজ করে। লাইব্রেরী এক্সটেনশনকে ডুপ্লিকেট স্ক্রিপ্ট ও ভার্সন কনফ্লিক্ট এড়িয়ে একটি সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরীতে রেফারেন্স করার সুবিধা দেয়। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী সম্পর্কে আরও জানতে দেখা যেতে পারে, http://www.dnnsoftware.com/wiki/javascript-libraries