অর্থ-বছর ২০১৫- ভালো কাটে নি টুইটারের । Twitter’s Fiscal 2015: Up, Flat, And Down

 অর্থ-বছর ২০১৫- ভালো কাটে নি টুইটারের

(Twitter’s Fiscal 2015: Up, Flat, And Down)

 

২০১৫ সালটি খুব ভালো কাটাতে পারেনি টুইটার। এবছর বিশ্বের বিখ্যাত সামাজিক কোম্পানিটি প্রথমে অর্থনৈতিক উন্নতি, পরে নিম্নগামিতা এবং বছরের শেষের দিকে শেয়ার মূল্যমানের পতনের মুখোমুখি হয়।

কোম্পানিটি তাদের শক্ত আর্থিক সক্ষমতা ধরে রাখতে পারে নি। ব্যবহারকারী বাড়ানোর প্রয়াসও তেমন সফল হয় নি। নতুন সি ই ও নিয়োগ দেয়া হলেও প্রত্যাশা মাফিক উন্নতি সম্ভব হয় নি; বিশেষ করে অডিয়েন্স বাড়ানোর ক্ষেত্রে।

কোম্পানির শেয়ার মূল্যমানের অবনতি, টুইটারকে সকল সময়ের চেয়ে খারাপ অবস্থানে নিয়ে এসেছে।

টুইটারের আর্থিক অবস্থাঃ

২০১৫ সালের আর্থিক সক্ষমতা এক নজরেঃ

  • প্রথম কোয়ার্টার ২০১৫- ৪৩৬ মিলিয়ন ডলার, যা আগের বছর একই সময়ের ৭৮ শতাংশ।
  • দ্বিতীয় কোয়ার্টার ২০১৫- ৫০২ মিলিয়ন ডলার, যা আগের  বছর একই সময়ের ৬১ শতাংশ।
  • তৃতীয় কোয়ার্টার ২০১৫- ৫৬৯ মিলিয়ন ডলার, যা আগের বছর একই সময়ের ৫৮ শতাংশ।

টুইটারের ব্যবহারকারীতে নিম্নগামিতাঃ

২০১৫ এর দ্বিতীয় কোয়ার্টারে, টুইটারের নতুন সি ই ও জ্যাক ডোরসে একটি ছোট বিবৃতিতে তাদের চ্যালেঞ্জের কথা বলেন, “ আমাদের কিউ২ রেজাল্ট আর্থিক দিক দিয়ে ভালো প্রগ্রেস দেখাচ্ছে। কিন্তু  অডিয়েন্স গ্রোথ নিয়ে আমরা সন্তুষ্ট নই।“

সি ই ও’র এক বক্তব্যে, টুইটারের একটা গুরুত্বপূর্ণ দিক  উঠে এসেছে। তা হলো – অর্থনৈতিক অবস্থা ভালো দেখা গেলেও টুইটারে লগিন করা ব্যবহারকারীর সংখ্যা আশানুরূপ বাড়েনি। কোম্পানিটির মাসিক রিপোর্টে ববং দেখা গেছে আরো নিম্নগতি। কোম্পানির সক্ষমতা আর্থিক পারফর্মেন্স যেহেতু এর অডিয়েন্সের উপর নির্ভর করে, তাই এ অবস্থা ইনভেস্টরদের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে দেখা যায়।

টুইটার নতুন নতুন প্রডাক্ট নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে- কীভাবে ব্যবহারকারীর এঙ্গেইজমেন্ট বাড়ানো যায়। আরো কিছু পদক্ষেপ নেয়া যায় এর বটম লাইনের উন্নতির জন্য। কোম্পানিটি তাদের এডভারটাইজিং প্রোডাক্টের উন্নতি করতে পারে, অথবা নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারে কিংবা এডভারটাইজিং এর জন্য নতুন ভেন্যু বেছে নিতে পারে। এসবই শেষটায়, ব্যবহারকারী বাড়াবে এটাই প্রত্যাশা।

http://techcrunch.com/2015/12/24/twitters-fiscal-2015-up-flat-and-down/

 

 

চীন ছাড়ছে লিঙ্কডইন (LinkedIn) এর প্রতিদ্বন্দ্বী Viadeo. (LinkedIn Rival Viadeo Exits China)

চীন ছাড়ছে লিঙ্কডইন (LinkedIn) এর প্রতিদ্বন্দ্বী Viadeo

(LinkedIn Rival Viadeo Exits China)

LinkedIn  এর প্রতিদ্বন্দ্বী Viadeo চীন থেকে তাদের গুটিয়ে নিচ্ছে। ফ্রান্স- ভিত্তিক এই প্ল্যাটফর্মটি চীন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এটি লাভজনক না হওয়ায়। শুধু তাই নয়, খরচ কমানোর অংশ হিসেবে তারা ক্যালিফোর্নিয়াতে তাদের ডাটা সেন্টার  বন্ধ করে দিচ্ছে। ক্লাউড-বেইজড করছে তারা সেই ডাটা সেন্টার।

কোম্পানিটি চীনে এসেছিলো আট বছর আগে যখন তারা স্থানীয় পেশাদার সামাজিক নেটওয়ার্ক () Tianji.com এর মালিকানা দখলে নেওয়ার সময়। Viadeo দাবি করে যে, Tianji.com এর প্রায় ২৫ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। কিন্তু এটি উন্নয়ন রিসোর্স আকর্ষণ করতে সংগ্রাম করে যাচ্ছে। Viadeo পরিকল্পনা করেছিলো ২০১৪ সালের আই পি ও থেকে এক তৃতীয়াংশ তারা Tianji.com এর উন্নয়নে ব্যয় করবে। কিন্তু তারা পর্যাপ্ত মূলধন সংগ্রহ করতে ব্যর্থ হয় ইনভেস্টরদের কাছ থেকে।

এক বিবৃতিতে Viadeo জানায়, “ ২০১৫ এর প্রথমার্ধে কোম্পানিটি ইনভেস্টর, ক্রেতা বা পার্টনার খোঁজে বের করার চেষ্টা করে যারা প্রয়োজনীয় সাপোর্ট দিতে সক্ষম। কিন্তু চীনের পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা ও সংকটের জন্য সে আশা পূরণ হয় নি।“

Viadeo কতৃপক্ষ জানিয়েছে, চীন থেকে সরে যাবার পর তারা তাদের স্বদেশ ফান্সে ফোকাস করে ব্যবসা করবে। এছাড়া, ফ্রেঞ্চ ভাষাভাষী দেশসমূহে তারা তৎপরতা চালাবে এবং এতে তাদের প্রধান টার্গেট থাকবে বি২বি সেলস মডেল (B2B sales model)।

Viadeo’s foray into China খুব চমৎকার ছিল। অনেকের কাছে প্রিয় ছিলো এটি। কোম্পানিটির দ্বৈত কার্যক্রম- আন্তর্জাতিক সাইট (Viadeo.com) এবং স্থানীয় অপারেশন সাইট (Tianji.com) একটি মডেল হিসেবে পরিগণিত হয়েছিলো। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সামাজিক নেটওয়ার্কে জনপ্রিয় হয়ে উঠেছিলো।

চীনে লিঙ্কডইনের (LinkedIn) অবস্থা আবার অন্যরকম। Viadeo এর যেখানে অর্থনৈতিক খারাপ অবস্থা, সেখানে লিঙ্কডইন (LinkedIn) দেখছে নতুন সফলতা। মার্কিন যুক্তরাষ্ট্র গতবছর চীনে জয়েন্ট ভেঞ্চারে নতুন সামাজিক নেটওয়ার্ক চালু করে । এর নাম Sequoia.

http://techcrunch.com/2015/12/27/linkedin-rival-viadeo-exits-china/

 

পাসওয়ার্ড ছাড়া লগিন বিষয়ে গুগলের পরীক্ষামূলক কার্যক্রম শুরু । Google Begins Testing Password-Free Logins

পাসওয়ার্ড ছাড়া লগিন বিষয়ে গুগলের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

(Google Begins Testing Password-Free Logins)

 

সম্প্রতি গুগল (Google) জানিয়েছে, তারা পাসওয়ার্ড ছাড়া গুগল একাউন্টে () লগিন করার ব্যাপারে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে। নতুন এই আপডেট অনুযায়ী ব্যবহারকারীগণ পাসওয়ার্ড ছাড়াই তাঁদের একাউন্ট ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডের পরিবর্তে স্মার্টফোনে এক ধরনের নোটিফিকেশন পাঠানো হবে। এটা অনেকটা ইয়াহু’র সাম্প্রতিক “একাউন্ট কী” (Yahoo’s recently launched Account Key) এর মতো।

পাসওয়ার্ড ব্যবহারের সবচেয়ে দুর্বল দিক হলো এর নিরাপত্তার বিষয়টি। কারণ অনেকেই জটিল পাসওয়ার্ড ব্যবহার করেন না কিংবা একই পাসওয়ার্ড বিভিন্ন একাউন্টে ব্যবহার করে থাকেন। এতে নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বৈকি।

Two-factor authentication সিস্টেম, যেখানে একটি গোপনীয় টোকেন টেক্সট আকারে মোবাইল ফোনে পাঠিয়ে যাচাই করা হয়- তা নিরাপত্তার বিষয়টি অনেকটা শক্ত করে। কিন্তু অনেকেই এটাকে এক ধরনের অতিরিক্ত বিড়ম্বনা মনে করেন।

গুগল জানায় তাদের নতুন এই লগিন সিস্টেম সহজ ও দ্রুত কাজে সহায়ক হবে। ব্যবহারকারীকে শুধু ইমেইল এড্রেস লিখতে হবে এবং সাথেসাথেই সংশ্লিষ্ট ব্যবহারকারীর ফোনে  একটি নোটিফিকেশন চলে আসবে –“আপনি কি একাউন্টে লগিন করতে চাচ্ছেন?” শুধু “ইয়েস” বাটন চেপেই ইমেইলে লগিন করা যাবে।

যারা তাদের ফোন সব সময় কাছে রাখেন  এবং যাদের যাদের খুব জটিল ও লম্বা পাসওয়ার্ড তাদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। এই সিস্টেম একাউন্টের নিরাপত্তা জোরদার করবে, ফিশিং প্রতরোধ করবে।

গুগল জানায়, এই সিস্টেম এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে।

ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে ফোনের স্ক্রীন লক সিস্টেম একাউন্ট লগিন থেকে বিরত রাখবে। অথবা, অন্য কোনো ডিভাইস থেকে একাউন্ট লগিন করে একাউন্ট রিমোভ করে দিতে হবে।

নতুন এই সিস্টেম চালু হলেও পাশাপাশি পাসওয়ার্ডের ব্যবহারও সচল থাকবে। কেউ ইচ্ছে করলে সেটিও ব্যবহার করতে পারবেন।

 

গুগল ইনবক্স নিয়ে এলো ছবি এটাচমেন্টের উন্নত সুবিধাসহ ভ্রমণ বান্ধব ফিচার। Google Inbox Gets Sharable Trip Bundles, Improved Photo Attachments

গুগল ইনবক্স নিয়ে এলো ছবি এটাচমেন্টের উন্নত সুবিধাসহ ভ্রমণ বান্ধব ফিচার

(Google Inbox Gets Sharable Trip Bundles, Improved Photo Attachments)

 

গুগলের জিমেইল (Gmail from Google) খুব জনপ্রিয় বিশ্বব্যাপী। জিমেইলের ইনবক্সকে (Inbox by Gmail)আরো উন্নত ও ব্যবহার বান্ধব করতে গুগল পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে, ভ্রমণ প্রিয় মানুষের চাহিদাকে সামনে রেখে গুগল তার জিমেইল ইনবক্সকে সাজিয়েছে নতুন রূপে। ওয়েব  ও মোবাইল – উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই সুবিধা। ট্রিপ বান্ডলের (Trip Bundle.)আওতায় ব্যবহারকারীগণ তাঁদের আসন্ন ট্রিপের ব্যাপারে বান্ডল  ইমেল পাঠাতে পারবেন এখন।

জিমেইল ইনবক্সের নতুন এই ফিচার থেকে সহজেই একাধিক (multiple) ছবি এটাচ করার সুবিধা পাওয়া যাবে। জিমেইল ব্যবহারকারীর সব ট্রিপের ইমেল একসাথে এই সুবিধার আওতায় আনতে পারবেন।

এর আগ পর্যন্ত, জিমেইলের ইনবক্সে ট্রিপ বান্ডল (Trip Bundle) থাকলেও- তা দিয়ে তেমন  কিছু করা যেতো না। এখন থেকে, আপনি এই বান্ডল নিতে পারেন এবং যে কাউকে ইমেইলে শেয়ার করতে পারেন। তাই এখন পাঁচটি ইমেইল পাঠানোর পরিবর্তে এখন একটি মাত্র ইমেইলের মাধ্যমেই কাজ করে ফেলতে পারছেন। তা হোক আপনার ফ্লাইট ডিটেল সম্পর্কে, হোটেল বা কার রিজার্ভেশন সম্পর্কে অথবা অন্যকিছু নিয়ে। এর মাধ্যমে আপনি আপনার বিজনেস ট্রিপ সম্পর্কে সহজেই আপনার বন্ধু-বান্ধব ও পরিবারকে আপডেটেড রাখতে পারেন।

এখন আপনি খুব সহজেই আপনার ট্রিপে ইমেইল যোগ করতে পারছেন।

মোবাইলে এই ইম্প্রোভড এটাচমেন্ট ফিচারের জন্য জিমেইল ইনবক্স এখন আপনাকে আপনার ফোন থেকে এক বা একাধিক ছবি দ্রুত এটাচ করার সুবিধা দিচ্ছে। ব্যবহারকারীগণের মধ্যে জিমেইল ইনবক্সের এই ফিচারটি nice little addition হিসেবেই দেখছেন অনেকে।

 

নতুন ড্রোন উড্ডয়নের আগে জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ বিষয় (5 things you need to know before flying your new drone)

নতুন ড্রোন উড্ডয়নের আগে জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ বিষয়

(5 things you need to know before flying your new drone)

 

আপনার স্বপ্নের ড্রোনটি ফ্লাই করার আগে জেনে নিন কিছু জরুরি বিষয় যাতে শখ পূরণ করতে গিয়ে আবার আইন ভঙ্গ করার অপরাধে জেলের ঘানী টানতে না হয়।

(১) ড্রোনটির রেজিস্ট্রেশন করে নিন (Register your drone)

আপনি জানেন কি সকল ড্রোনের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ২১ ডিসেম্বর ২০১৫ এর পরে ক্রয় করা ০৫৫ পাউন্ড থেকে ৫৫ পাউন্ড ওজনের সব সব ড্রোনের রেজিস্টেশন করতে হবে এটি প্রথম উড্ডয়নের আগেই। আর যেসব ড্রোন কেনা হয়েছে ২১ ডিসেম্বর ২০১৫ এর পূর্বে, সেগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আগামি  ১৯ ফেব্রুয়ারির মধ্যে।

(২) পড়ে নিন নির্দেশনা ম্যানুয়েল (Read the instruction manual)

ড্রোন উড্ডয়নের আগে  নির্দেশনা ম্যানুয়েল ভালো করে পড়ে নিন। জেনে নিন কীভাবে ড্রোন ফ্লাই করতে হয়। কী করা যাবে আর কী করা যাবে না ড্রোন চালনার সময়। এতে আপনি একজন দক্ষ ড্রোন চালক হতে পারবেন এবং আপনার ড্রোনটি সহজে নষ্ট হবে না বা ক্রাশ করবে না।

(৩) অস্বাভাবিক কিছু করবেন না (Don’t be creepy with it)

ক্যামেরা সহ ড্রোন আকাশে  ছবি তোলার জন্য সত্যি দারুণ। কিন্তু এসব ড্রোন দিয়ে উপর থেকে অন্য লোকজনের উপর স্পাইং করাও খুব সহজ। প্রতবেশীদের সম্মান করুন- তাঁদের উঠান বা সুইমিংপুলের উপর উড্ডয়ন থেকে বিরত থাকুন।

(৪) আপনার ড্রোনকে কুরিয়ার বানাবেন না (Don’t make your drone a courier)

আপনার ড্রোন দিয়ে কুরিয়ারের কাজ করানো থেকে বিরত থাকুন। এতে দুর্ঘটনা এবং আইন ভঙ্গ সহ অনেক জটিলতায় পড়বেন আপনি। আপনার সাধের ড্রোন নিশ্চয়ই ডেলিভারি ভ্যান নয়।

(৫) উড্ডয়ন আইন জানুন (Know the rules)

আপনি যদি বড় সড়কের উপর ড্রোন চালান, তাহলে হয়তো উদ্বিগ্ন হবার তেমন কিছু নেই। কিন্ত সীমা অতিক্রম করতে গেলেই যতো সমস্যা! আপনাকে জানতে হবে আইন সম্পকে।  Know Before You Fly  ড্রোন অপারেটরদের জন্য একটি ভালো রিসোর্স । পড়ে নিন আজই। আপনি কি জানেন, ৪০০ ফুটের বেশি উচ্চতায় ড্রোন উড্ডয়ন করা নিষেধ? কিংবা ড্রোনকে সব সময় দৃষ্টি গোচর রাখতে হবে? এ রকম আরো অনেক বিষয় আছে আপনার জানার।

নিয়ম জানুন, আইন জানুন  এবং নিরাপদ ও স্মার্ট ড্রোন চালান।

 

মেডিকেলের ইন্টার্নশিপ ২ বছর করার পরিকল্পনাঃ Govt plans internship of MBBS for two years

চিকিৎসাবিদ্যার স্নাতক পর্যায়ের পড়ালেখা সমাপ্তির জন্য ১ বছর ইন্টার্নশিপ করতে হত শিক্ষার্থীদের। হাতেকলমে প্রয়োগের জন্য অর্জিত জ্ঞান প্রয়োগের জন্য বিশ্বের প্রায় সব দেশেই এই ইন্টার্নশিপকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আর সেই ইন্টার্নশিপকে বাড়িয়ে দুই বছর করার চিন্তাভাবনা করছে সরকার।

১৯ ডিসেম্বর শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক সার্জন অফ বাংলাদেশের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দুই বছরের ইন্টার্নশিপের বিষয়ে সম্ভবনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃমোঃ আব্দুল আজিজ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন প্রমুখ।

নতুন নিয়মে শিক্ষার্থীদের একবছর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আর একবছর নিজ গ্রামে ইন্টার্নশিপ করতে হবে।

 

বিভিন্ন জাতীয় দৈনিক অবলম্বনে

নবকুমার ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন Celebrating 100 years of Nobokumar institute Dhaka

বিশ্বের প্রাচীন শহরগুলোর অন্যতম হল ঢাকা, আর ঢাকার ঐতিহ্যবাহী অনেক প্রতিষ্ঠান, স্থাপনা ও ঐতিহাসিক স্থান সমৃদ্ধ করেছে এর ইতিহাসকে। ঢাকার সেই ঐতিহ্যকে ধারণ করে ১০০ বছর ধরে জ্ঞানের আলোয় নাগরিক জীবনকে উদ্ভাসিত করেছে যে শিক্ষাপ্রতিষ্ঠান সেটি হল নবকুমার ইন্সটিটিউট। আর এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১০০ বছর পূর্তি উদযাপন হয়ে গেল গত ১৯ ডিসেম্বর শনিবার।

শনিবার সকাল ৯টায় বর্ণীল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। সকাল ১১ টায় ছিল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এসময় স্কুলের পতাকা উত্তোলন করেন খাদ্যমন্ত্রী ও স্কুলের সাবেক শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য ও স্কুলের সাবেক শিক্ষার্থী হাজি সেলিম এমপি, বুয়েট উপাচার্য খালেদা একরাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, সাবেক মন্ত্রী ও স্কুলের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার নাজমুল হুদা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও স্কুলের সাবেক শিক্ষার্থী ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, নবকুমার ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিম প্রমুখ।

জমিদার নবকুমার বাবু যে প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছিলেন ১৯১৬ সালে, সেই প্রতিষ্ঠানে ১৯৭৩ সালে যুক্ত হয় ডঃ মোঃ শহিদুল্লাহ কলেজ। সেই নবকুমার ইন্সটিটিউট থেকে পাশ করা দেশবরেণ্য বিখ্যাত ব্যাক্তি অনেক। তাঁদের আলোচনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্ণীল ও উচ্ছল এই উৎসবের সমাপ্তি ঘটে।

 

কালের কণ্ঠ ২০ ডিসেম্বর ২০১৫
‘শতবর্ষের গৌরব’ নিবন্ধ ও অন্যান্য জাতীয় দৈনিক অবলম্বনে

চুয়েটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ঃ CUET, USA university signed deal.

বিশ্বায়নের সাথে সাথে বাংলাদেশের উচ্চশিক্ষা অর্জন করছে বৈশ্বিক মান, আর এদেশের শিক্ষার্থীরা বিশ্বের নানা দেশে তাঁদের দক্ষতা ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখছেন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) ও যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত হয়ে গেল সমঝোতা স্মারক চুক্তির।

১৫ ডিসেম্বর মঙ্গলবার চুয়েটের পুরকৌশল বিভাগে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ হযরত আলী, এবং অনুষদের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে চুয়েটের ভিসি প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম বলেন, সমঝোতা স্মারকের ফলে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হাওয়াই ইউনিভার্সিটির সাথে চুয়েটের শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হল। এটি চুয়েটের শিক্ষা গবেষণার চলমান অগ্রযাত্রার নতুন মাইলফলক হিসেবে থাকবে। সমঝোতা স্মারক অনুসরণে শিক্ষা গবেষণার বিনিময়ের অংশ হিসেবে আজ থেকেই হাওয়াই ইউনিভার্সিটির দুইজন খ্যাতনামা প্রফেসর চুয়েটের শিক্ষার্থীদের পাঠদান শুরু করেছেন। আগামী দিনে চুয়েট থেকেও শিক্ষক-গবেষক-শিক্ষার্থী হাওয়াই ইউনিভার্সিটিতে গিয়ে গবেষণা ও শিক্ষা বিনিময়ে অংশ নিতে পারবেন।

বিশ্বায়নের এই যুগে সারা পৃথিবীর উচ্চশিক্ষা ও গবেষণা পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল, আর তথ্য ও পদ্ধতির আদানপ্রদান এই উন্নয়নমুখী স্রোতকে করেছে আরও বেগবান। আর সেই সহযোগিতা ও বিনিময়ের মহান উদ্দেশেই এই চুক্তি অনুষ্ঠিত হল, যা দেশের শিক্ষা ব্যাবস্থাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Campuslive24 ও বিভিন্ন জাতীয় দৈনিক অবলম্বনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থা চালু করল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকঃ First security bank issued scholarship for DU students

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল আবাসিক ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে তিনি এই বৃত্তি প্রদানের জন্য বৃত্তিদাতা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ১২ লক্ষ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয় মেধাবী ও অসচ্ছল আবাসিক ছাত্রীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে।

বিভিন্ন জাতীয় দৈনিক অবলম্বনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল উইকিপিডিয়ানদের আড্ডা Get together of Wikipedians from RU

তথ্যউপাত্ত ও মৌলিক বিশ্লেষণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, আর বিশ্বের সব দেশের মত বাংলাদেশেও উইকিপিডিয়ার তথ্য সংযোজন ও বিশ্লেষণের ক্ষেত্রে অংশগ্রহণ করছে এমন উইকিপিডিয়ান আছেন অনেকেই। সেরকমই সদস্যদের স্বতঃস্ফূর্ত আড্ডা অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

১১ ডিসেম্বর বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যাওয়া এই আড্ডার আয়োজন করে উইকিমিডিয়া বাংলাদেশ, আর এ আয়োজনের সহযোগিতায় ছিল রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। এই আড্ডার মূল আলোচ্য বিষয় ছিল এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনের বিভিন্ন দিক, আর এর পাশাপাশি স্কুল ও কলেজগুলোতে নিয়মিত অনুষ্ঠান আয়োজন আর শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়েও আলোচনা করা হয় এই আড্ডায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এই আড্ডায় বিভিন্ন নিবন্ধ বিশ্লেষণ করে ভাল নিবন্ধ নির্বাচন করা হয়। এছাড়াও আলোচকরা বিষয়ভিত্তিক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করা, জেলাভিত্তিক উৎসাহমূলক প্রতিযোগিতা ইত্যাদি নিয়মিত আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।

উইকিপিডিয়া নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্বসেরা মুক্ত বিশ্বকোষ, এই বিশ্বকোষের তথ্য সমৃদ্ধিতে যদি আমাদের তরুণ প্রজন্ম এমন স্বতঃস্ফূর্তভাবে অবদান রাখতে পারে, আর নিজেদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে এমনভাবে নিজেদের ভাষাকে সমৃদ্ধ ও বিশ্বজুড়ে প্রচলিত রাখতে পারে, তা হবে আমাদের সবার প্রাপ্তি। তাই এধরণের অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হোক, এটিই সংশ্লিষ্ট সবার প্রত্যাশা।

 

Campuslive24 ও বিভিন্ন জাতীয় দৈনিক অবলম্বনে