ইলেক্ট্রনিক্স কিনুন

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১৪ (সংক্ষেপে প্রস্ততির জন্যঃ) | BCS Written Exam Guide – 14 (In Short, How to Prepare)

সংক্ষেপে প্রস্ততির জন্যঃ

হাতে যদি ৩০-৪৫ দিন সময় থাকে তবে আত্মবিশ্বাসী হোন, প্রিলিতে উতরে যাবার জন্য এটা পর্যাপ্ত সময় । আমি ৩৩, ৩৪ , ৩৫ তম প্রিলি তিনটা তেই অংশ নিয়েছিলাম এবং উত্তীর্ণ হই সবগুলোতেই আল্লাহর রহমতে । আমার অভিজ্ঞতা থেকে লিখছিঃ

 

এই সময় টাতে আপনি যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করবেনঃ

  1. বিগত বছরের প্রশ্ন সম্ভার ( নীলক্ষেতে গেলেই পাবেন, সেগুলো সল্ভ সহ পাবেন, ৩০-৫০ টাকা নিবে দাম)
  2. এসিউরেন্স/ ওরাকল/MP3 এদের  যেকোন টার শর্ট একটা ডাইজেস্ট ৮০-১২০ টাকা নেবে, ১৫০-২০০ পৃষ্ঠার ছোট একটা বই, এখানে মূলত সাম্প্রতিক বছর গুলোতে পিএসসি র পরীক্ষার প্রশ্ন প্রণয়নের উপর ভিত্তি করে সবগুলো বিষয় নিয়েই প্রশ্নোত্তর থাকে … বড় ডাইজেস্ট গুলো র মতন কিংবা সাবজেক্ট ওয়াইজ আলাদা বই গুলোর মতন অত ডিটেইল না। যারা অলরেডি সাবজেক্ট ওয়াইজ আলাদা বই কিনে পড়েছেন তাদের এটা না কিনলেও চলবে …
  3. প্রফেসর্স প্রকাশনী প্রিলির আগ দিয়ে একটা বই বের করে, স্পেশালি বিসিএস ক্যান্ডিডেট দের জন্য, এইটা খুব খুব খুব উপকারি …আমি ৩৫ তম প্রিলিতে কেবল মাত্র এটা পড়ে প্রিলি র প্রিপারেশন নিয়েছিলাম। কারণ একই সময়ে ৩৪ তম র ভাইভা চলছিল, ভাইভার প্রিপারেশন নিতে গিয়ে আলাদা করে ৩৫ এর প্রিলির জন্য পড়তে পারি নি । তবে কেউ এটা পড়েই প্রিলিতে টিকে যাবেন সেই আশা করবেন না । আমার ক্ষেত্রে ভাগ্য এবং আগের দুই প্রিলির হালকা পাতলা প্রিপারেশন এর কারণে আমি কেবল এটার ভরসা করে গিয়েও উতরে যেতে পেরেছিলাম ।

    দাম নিবে ৫০ টাকা, তবে এটার চাহিদা প্রচুর থাকে বিধায়, ক্রাইসিস ক্রিয়েট হলে অনেক বেশি দামেও কেনা লাগতে পারে…

  4. যে মাসে পরীক্ষা হবে সে মাস সহ তার আগের ৩-৪ মাসের কারেন্ট এফেয়ার্স/ কারেন্ট ওয়ার্ল্ড …
  5. আমি ৩৫ তম দিতে গিয়ে সবচেয়ে খারাপ করেছি ইংরেজি লিটারেচার এ । এর থেকে আমার মনে হয়েছে এর জন্য আলাদা করে একটু প্রিপারেশন নেয়া টা উচিত । নীলক্ষেতে বিসিএস/ ব্যাংক কিংবা আরও এই জাতীয় পরীক্ষাগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়/ জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের স্যারদের ইংরেজি সাহিত্যের উপর সামারি টাইপ ছোট ছোট বুকলেট টাইপ বই পাওয়া যায় , ৩০-৫০ টাকা নিবে । এগুলোতে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কাল, কে কোন কালের সাহিত্যিক, কার লিখা কী ধর্মী, বিখ্যাত বই কে কি লিখে গেছেন এসব পাওয়া যাবে … আর ইংরেজি শব্দার্থ, বিপরীতার্থ এসব নিয়ে যাদের দুর্বলতা তারা সাইফুর্স/মেন্টর্স কিংবা বিসিএস+ব্যাংক প্রিপারেশনের জন্যেই কমন কিছু শব্দের বই পাওয়া যায়, সংগ্রহে রাখতে পারেন। ঘাবড়াবেন না বিসিএস এ আপনাকে GRE স্ট্যান্ডার্ড  Vocabulary দিতে যাবে না ।

 

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১৩ (বইপত্র ) । BCS Written Exam Guide – 13 (General Knowledge: Books)

বইপত্রঃ

এই টপিকের জন্য সবথেকে বড় উৎস হলঃ সংবাদ পত্র । তবে আপনি তো সেখানেই সব পাবেন না বা তার সব মনে রাখতে পারবেন না, বাজারে পাওয়া যেকোন প্রকাশনীর একটা বই কিনে পড়তে শুরু করুন । অনেক কিছুই আছে, বাজারে ডাইজেস্ট আকারে পাবেন আবার সিঙ্গেল কপি ও পাবেন … যারা ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়েছেন বা মেডিকেল/ভার্সিটি ভর্তির জন্য পড়তেন তাদের কাছে অলরেডি সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব নামে বই থাকার কথা (একাধিক রাইটার ও একাধিক প্রকাশনীর)। এছাড়া MP3/ ওরাকল এগুলো দেখতে পারেন …

এই বিষয়ের জন্য আপনার সবথেকে বড় সহায়ক হবে কারেন্ট এফেয়ার্স, এইটা খুব ভাল করে পড়ুন …

আর হ্যা, ডেইলি প্রধান যে সংবাদ পত্র, যেগুলোতে আন্তর্জাতিক নিয়েই এক টা পাতা থাকে সেগুলো পড়বেন অবশ্যই …

আর আমার আরেকটা সাজেশন যখন পড়বেন সাথে ডায়েরি বা প্যাড বা খাতা , নিদেন পক্ষে আপনার স্মার্ট ফোন টা রাখবেন, যে জিনিস টি আপনি মনে করবেন যে আসার ভাল চান্স আছে কিন্ত আপনি ভুলে যাবেন সেগুলো ডায়েরিতে বা মোবাইলে নোট করে রাখবেন, যদি ভাই লিখতে খুব ই কষ্ট লাগে (আমার মতন অলস) তারা মোবাইল ছবি তুলে রাখবেন, বাসে জ্যামে বসে বসে প্রেমিক/প্রেমিকার/ক্রাশের ছবির সাথে সাথে সেই ছবিগুলোও দেইখেন, মনে পড়বে:P

 

আমি বিসিএস এর জন্য সবাইকে সাজেস্ট করি  গতবাধা রুম আটকে দিনভর চেয়ার টেবিলে আটকে না পড়ে বুদ্ধি খাটিয়ে পড়ুন, এফেক্টিভ পড়াশোনা করুন । যাদের সুযোগ আছে তারা দু-চারজন মিলে গ্রুপ স্টাডি করে পড়ুন, পড়াটাকে নিজের মধ্যে না রেখে আলোচনা করে পড়ুন । অনেক কঠিন জিনিস আছে যেগুলো ছন্দ করে মিলিয়ে কিংবা এক বাক্যে মনে রাখার অনেক টেকনিক অনেকে এপ্লাই করে পড়ে, যদি আপনার স্টাডি সার্কেল করা সম্ভব বয় তবে এই কাজ গুলো আরও সুন্দর হবে । শুধু তাইই না, একজনে দায়িত্ব নিন সংবাদ পত্রের উল্লেখযোগ্য তথ্যগুলো সে ডেইলি নোট ডাউন করবে আবার আরেকজনে বই এর খুটি নাটি জরুরি বিষয়গুলো তাকে জানিয়ে দিন । আপনি যদি মএন করেন একা একা পড়ে সেই পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে আজকের এই মিনা ট্র্যাজেডি পর্যন্ত তাবত জিনিস পড়ে তামাতামা করে ফেলবেন, আপনার জন্য সেটা যেমন প্রায় অসাধ্য তেমনি সেটা গাধার খাটনি হবে … এর চেয়ে আগের বছরের প্রশ্ন গুলো দেখুন , কমন পড়বে তা বলছি না অন্তত প্যাটার্ন টের পাবেন । আর এই পরীক্ষা (প্রিলি বিশেষ করে) সিজিপিএ বাড়াবার পরীক্ষা না, তবে আপনার যদি এই প্রিলি পড়তে গিয়ে সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) নিয়ে ভাল ধারণা মনে বদ্ধমূল হয় তবে আপনি তার ভাল ফল তুলবেন রিটেন ও ভাইভা তে …

একটা কথা বলি, আজ ই শুরুতেই আপনার খাটে শুয়ে যে দেয়ালে চোখ পড়ে সেখানে একটা বাংলাদেশ আর বিশ্বের মানচিত্র সেটে নিন , নাহলে আপনার পড়ার টেবিলে। সত্যি বলছি আপনার ভৌগলিক জ্ঞান বাড়লে আপনার জন্য বিসিএস দেয়াটা অনেক সহজ হবে ।

একটা উদাহরণ দিয়ে শেষ করি, যারা ভাইভা দেবেন, তাদের কাছে প্রশ্ন করে অনেক সময় ই, সমূদ্র পথে বাংলাদেশ হতে ইংল্যান্ড/ স্পেইন যাবার পথ টা দেখাও কিংবা বলতে পারে বাংলাদেশের দুইটা জায়গা দেখাও যাদের নাম ফরিদপুর (একটা তো সবাইই জানেন? আরেকটা কোথায় ? খুঁজুন বাংলাদেশের ম্যাপেই ।

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১2 (সাধারণ জ্ঞানঃ আন্তর্জাতিক ) । BCS Written Exam Guide – 12 (General Knowledge: International)

আন্তর্জাতিক বিষয়াবলিঃ

এই জিনিস টাতেই আমাদের ভয় থাকে সর্বোচ্চ, প্রথমেই মনে হয় এতো এতো দেশের রাজধানী , মুদ্রা, জাতীয় ফল ফুল পাখি এসবের নাম মনে রাখব কী করে ?

আসলে এটা ভুল কনসেপ্ট …

কারণ আপনি যদি বিসিএস এর প্রশ্ন গুলো যাচাই করে দেখেন দেখবেন বিভিন্ন দেশের এই সব ফুল ফল রাজধানী মুদ্রা এসব থেকে প্রশ্ন আসার পরিমাণ অনেক কম । স্ট্র্যাটেজিক্যালি সেসব ই আসতে পারে যেগুলো ব্যতিক্রম , যেমন কোন কোন দেশ আছে যাদের দেশের নাম আর রাজধানীর নাম একই । আবার কিছু বিশেষ বিশেষ রাষ্ট্র পরীক্ষা চলাকালীন সময়ে যুদ্ধে লিপ্ত কিংবা অর্থনৈতিক/ রাজনৈতিক/ খেলাধূলা এসবের কারণে আলোচিত, সেসব থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি ।

 

আবার কিছু দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভাল/ মন্দ । সম্প্রতি যদি কোন দেশের সাথে বিশেষ কোন চুক্তি প্রধান মন্ত্রীর ঐতিহাসিক সফর এসব হয়ে থাকে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে …

আমি আন্তর্জাতিক বিষয়াবলি কে কয়েকটা ভাগে ভাগ করে ফেলিঃ

ভৌগলিক জ্ঞানঃ

কোন দেশ কোন মহাদেশে অবস্থিত, এইটা আপনার এস এস সি লেভেলেই মোটামুটি রপ্ত হয়ে যাবার কথা, শুধু তাই না, মহাসাগর কোন গুলো কোন মহাদেশ গুলো কে কানেক্ট করেছে, কোন বিশেষ পর্বত শ্রেণী কোন দেশে অবস্থিত, কোন বিশেষ নদী কোন দেশ বা জনপদের বিশেষ কিছু অবদান রেখে থাকলে (যেমন মিসরের নীল নদ) সেগুলোর নাম… অবস্থান (এদের দৈর্ঘ্য/গভীরতা মনে রাখার দরকার ই নাই) ইত্যাদি জানা থাকা দরকার । বিশেষ বিশেষ জলপ্রপাত গুলো, মরুভূমি বা মালভূমি , বন, বিশেষ সাগর যেমন লোহিত সাগর, মৃত সাগর এগুলোর অবস্থান,এগুলো কোন কারণে বিখ্যাত …এসব জেনে রাখুন।

এদের সাথে আপনাকে জানা থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসঃ তা হল কোন মহাদেশের মধ্যেও কিছু কিছু দেশ মিলে এক এক টা বিশেষ অঞ্চল হতে পারে (যেমন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র গুলো কী কী ), আবার ধরেন জাপান আপনাকে প্যাসিফিক রিজনের দেশ গুলো বললে কোন দেশ গুলো কে বুঝবেন এসব জানা থাকা দরকার (প্রিলি, ভাইভা দুই এর জন্যই)।

যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন ছোটবেলায়, তারা পড়ে আসছেনঃ বাতাসের শহর শিকাগো, নিশিথ সূর্যের দেশঃ নরওয়ে… এরকম আলোচিত ও প্রসিদ্ধ ২০-২৫ টা জায়গার নাম আপনাকে কেন তা বিখ্যাত বা আলোচিত জানা থাকতে হবে ।

 

 

আন্তর্জাতিক সংস্থাঃ

এইটা প্রশ্নের আঁধার, এবং আপনাকে এখানের থেকে প্রিলি, রিটেন, ভাইভা তিন জায়গাতেই প্রশ্ন আসবেই আসবে । সো, এইটা পড়বেন সবথেকে গুরুত্ব দিয়ে …

প্রথমেই কোন সংস্থার সদরদফতর কোথায়ঃ এগুলো কে টেকনিক্যালি মনে রাখতে ট্রাই করবেন, যেমন মার্ক করে ফেলুন W দিয়ে শুরু হওয়া গুলো, বা U দিয়ে শুরু হওয়া … আবার এভাবেও আলাদা করতে পারেনঃ নিউ ইয়র্কে কোন গুলো প্যারিসে কোন গুলো , রোমে কী কী …

আপনাকে জানা থাকতে হবে এদের পূর্ণাং নাম, তাতেই অনেক কিছু জেনে যাবেন, যেমন OPEC এর পূর্ণ নাম আপনি জানলেই বুঝতে পারবেন এটিতে সেই সব দেশ ই জড়িত যেখানে তেল আছে এবং যারা তেল বিশ্ববাজারে এক্সপোর্টের সাথে জড়িত …।

কোন সংস্থা কত সালে স্থাপিত তা আপনি সব মনে রাখতে পারবেন না, তবে জাতিসঙ্ঘ , সার্ক এগুলোর ব্যাপারে আদ্যোপান্ত জানুন । জাতিসংঘের মহাসচিব এর নাম, সার্কের মহাসচিব এর নাম, সদর দফত্র, মূল নীতি এগুলো আপনাকে জানা থাকতে হবে । রিস্ক নিতে না চাইলে আপনি বাংলাদেশ এক্টিভলি জড়িত এমন সব সংস্থাগুলোর নাম, তাদের সংক্ষিপ্ত পরিচিয় টয় জেনে নিন …

প্রশ্ন গুলো অনেক সময় এভাবে আসে, যে নিচের কোন টি অমুক এর অন্তর্গত নয়, এখানে আপনাকে বুদ্ধি খাটিইয়ে প্রসেস অফ ইলিমিনেশনে যাওয়া লাগবে, অর্থাৎ আপনাকে OIC র দেশ ভূক্ত নয় কোন দেশ বললে আপনি খুজবেন কোন টি মুসলিম দেশ নয় (একটা ব্যতিক্রম আছে, কোন টি সেটা ? সার্চ দিন তো :P)

আবার যদি বলে কোন টি কমনওয়েলথ ভূক্ত নয়, এখানে আপনাকে জানতে হবে যে কোন গুলো আগে বৃটিশ কলোনী ভূক্ত ছিল … তবে এটুকুই যথেষ্ট নয়, জেনে নিন বৃটিশ কলোনীভূক্ত থাকা সত্ত্বেও কোন কোন দেশে কমনওয়েলথ এ নেই …

 

আন্তর্জাতিক রাজনীতি ও সংশ্লিষ্ট জ্ঞানঃ

এইজন্যে আপনি যেটা করবেন তা হল উল্লেখযোগ্য দেশগুলোর সরকার প্রধান ও পারলে তাদের রাজনৈতিক দলপ্রধান দের নাম জেনে রাখুন, তাদের পার্টির নাম ও (ভাইভাওয়ালাদের জন্য)। কোন কোন দেশে সামরিক শাসক আছে, সেগুলোর আইডিয়া রাখুন । এটা নিয়ে ভয় পাবেন না, আপনাকে ধুম ধাম নিকারাগুয়ার প্রেসিডেন্ট নিয়ে জিজ্ঞাসা করবে না । আলোচিত, বাংলাদেশের সাথে সম্পর্ক আছে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ন কিংবা সংবাদ মাধ্যমের বহুল আলোচিত দেশ গুলো নিয়ে জ্ঞান রাখলেই চলবে ।

এর মধ্যেঃ ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, পাকিস্তান, ইসরাইল, সিরিয়া, ইয়েমেন, সুদান, তুরস্ক, গ্রীস, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড , সার্ক ভূক্ত বাকি দেশ গুলো এসব খুব ই গুরুত্বপূর্ণ …

এদের নির্বাচন ব্যবস্থা সরকারের আইন সভা কেমন , সংবিধান কেমন এগুলো জানা থাকা আপনাকে বাড়িত আত্মবিশ্বাস দেবে, ভাইভা যারা দেবেন তারা এসব প্রশ্ন ফেইস করতে পারেন যদি আপনার প্রথম পছন্দ ফরেন এফেয়ার্স হয়ে থাকে …

যুদ্ধ সংঘাতঃ

আগের টপিক টির সাথে জড়িত যদিও , তার পরেও বলি, ইতিহাসের উল্লেখযোগ্য যুদ্ধ গুলোর পক্ষ বিপক্ষ, যুদ্ধের ফলাফল, গত শতকের উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ, সেসবের কারণ, পক্ষ-বিপক্ষ, রাষ্ট্রসমূহের কার কী অবস্থান, সেগুলোর প্রভাবে কী কী ক্ষতি হয়, কোন বিশেষ অস্ত্র ব্যবহার হয় এইসব আপনার জানা থাকা লাগবে । আবার মনে করেন আরব ইসরাইল সংঘাত, ফিলিস্তিনিদের উপরে ইসরাইলিদের আগ্রাসন, আফগান যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ ,আমাদের মহান মুক্তিযুদ্ধ এগুলোর ব্যাপারেও প্রশ্ন আসে ও আসতেই পারে ।

আবার ধরেন শেষ কয়েক দশকের যেসব যুদ্ধ কিংবা সংঘাত সমূহ ছিল বা এখনও চলছে সেসব সম্পর্কেও আপনি জেনে রাখুন, প্রশ্ন চলে আসতেই পারে … (আমাকে ভাইভা তে সুদান নিয়ে প্রশ্ন করেছে ) ।

(ভাইভাতে অনেক সময় আপনাকে বলবে আপনি কোন পক্ষের সমর্থনে আছেন, এসব প্রশ্ন খুব ই স্ট্র্যাটেজিক ওয়েতে উত্তর দিতে হবে, এ নিয়ে ভাইভা র আলোচনাতে বলব আশা রাখি …)

আন্তর্জাতিক ইভেন্টসঃ

এবারে বলব বিশেষ বিশেষ আয়োজন কিংবা উপলক্ষ্য নিয়েঃ যেমন ধরেন বিশ্বকাপ, অলিম্পিক গেমস, অস্কার/কান চলচ্চিত্র পুরষ্কার এগুলো থেকেও প্রশ্ন আসে । সব না জানলেও চলবে, শুধু হাইলাইটেড ইভেন্টস গুলোর ব্যাপারে জ্ঞান থাকলেই চলবে ।

নোবেল পুরষ্কার যদিও তেমন ঘটা করে প্রদান করা হয়না, তবু যে বছর পরীক্ষা দেবেন সেবছরের ও আগের বছরের নোবেল পুরষ্কার প্রাপ্তদের নাম ও কেন – কোন ক্যাটাগরিতে নোবেল পেয়েছেন সেগুলো মনে রাখুন ।

আন্তর্জাতিক দিবস সমূহঃ

এটা খুব ই গুরুত্বপূর্ণ, বিশেষ দিবস গুলো যেমন আন্তর্জাতিক পরিবেশ দিবস, কন্যাশিশু দিবস, পানি দিবস, শিক্ষক দিবস এসব দিবস গুলো মনে রাখুন । যারা সব পারবেন না তারা যখন পরীক্ষা দিচ্ছেন সেই মাস, তার আগের ও পরের মাসের দিবস গুলো মনে রাখবেন অবশ্যই । আবার ভাইভা পরীক্ষার্থীরা তাদের জন্মদিনে কোন দিবস থাকলে তা নিয়ে ভাল করে পড়াশোনা করে যাবেন অবশ্যই ।

বিখ্যাত ব্যক্তিত্ত্বঃ

রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক অংগনের বিশ্ব আলোচিত ব্যক্তিত্ত্ব যারা তাদের সংক্ষিপ্ত পরিচিতি, তারা কেন বিখ্যাত এ বিষয়ে জ্ঞান রাখার চেষ্টা করুন , যেমন আপনাকে প্রশ্ন করতেই পারে যে নেলসন ম্যান্ডেলা কে কোন দ্বীপে কারারুদ্ধ রাখা হয়েছিল কিংবা শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচ কার বিরুদ্ধে ?এগুলো যারা নিয়মিত খুব এভারেজ লেভেলে সাধারণ জ্ঞান চর্চা করেন বা পত্র পত্রিকা পড়েন টরেন তাদের জন্য কিচ্ছু না , সো, ঘাবড়াবেন না ।

এগুলো ছাড়াও আসলে আন্তর্জাতিকে অনেক ‘বিবিধ’ শ্রেণীভূক্ত প্রশ্ন থাকে । সেগুলো নিয়ে ঘাবড়াবেন না । এতো বিশাল পরিমন্ডলের সব যে আপনি জানবেন তা কিন্তু না । আর প্রিলিতে আপনি প্রতিটা প্রশ্নই যে পারবেন সে আশা তে গিয়ে মানসিক চাপের তৈরি করবেন না নিজে নিজে … বিবিধ শ্রেণীর প্রশ্ন গুলো অনেক টা আনপ্রেডিক্টেবল, যেমন জিজ্ঞাসা করা হল বিশ্বের সর্বোচ্চ টাওয়ার কোন টি আবার ধরেন বলা হল পরবর্তী শীতকালীন অলিম্পিকের আসর কোথায় বসবে … এসবের জন্য আমার সাজেশন কারেন্ট এফেয়ার্স প্রতি মাসের টা পড়ুন … জমিয়ে রেখে একবারে পড়ে হাফেজ হবেন এ আশা করবেন না। এগুলোর কোন শেষ নাই, আপনাকে পড়তে হবে এবং জেনে রাখুন আপনি সব মনে রাখতে পারবেন না, কিছু ভুলে যাবেন ই … যে যত বড় গলাতেই কথা বলুক, বিসিএস এ যারা অংশ নেয় তাদের ৭০ ভাগ ই চাকরি কিংবা অন্য পড়াশোনার সাথে সাথে পড়ে… সুতরাং গতবাধা কারও ফরমুলা অনুসরণ করে রাস্তার টোকাই থেকে ক্যাডার বনে যাওয়ার ফরমুলা বাদ দিয়ে , নিজে কীভাবে মনে রাখতে পারেবন কিংবা কী করলে আপনার পারপাস ফুলফিল হবে সেদিকে মনোনিবেশ করুন …

ধূমপায়ীদের মেডিকেলে ভর্তি নয় : স্বাস্থ্যমন্ত্রী No smoker allowed for MBBS admission

২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে চিকিৎসা শিক্ষায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদেরকে অধূমপায়ীর প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসক হতে চাইবেন, এমন কেউ ধূমপান করেন, এটা কখনোই ভাবা যায় না- এমনটিই বললেন মন্ত্রী।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ধূমপানবিরোধী আন্দোলনকারী সংগঠনের নেতারা। তখন মন্ত্রী এসব কথা বলেন।এ ঘোষণার ফলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সাধুবাদ জানিয়েছে ধূমপানবিরোধী আন্দোলনকারী বেশ কয়েকটি সংগঠন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, নাটাবের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন আহম্মেদ,বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্যবৃন্দ,অ্যাকশন এইড ইন ডেভেলপমেন্ট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের প্রতিনিধিরা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমপানকে নিরুৎসাহিত করতে এধরণের উদ্যোগ অনেক তরুণ জীবনকে তামাক ও মাদকের ছোবল থেকে রক্ষা করবে, সেই সাথে সুন্দর জীবনের প্রতি আমাদের তারুণ্যকে উজ্জীবিত করবে, এটিই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১১ (সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ) । BCS Written Exam Guide – 11 (General Knowledge)

সাধারণ জ্ঞানঃ

বিসিএস এর কথা মাথায় আসলেই অনেকের মাথায় আসে এটা একটা সাধারণ জ্ঞান পরীক্ষা, দেশ-রাজধানী-মূদ্রা র নাম, প্রেসিডেন্টের শ্যালক-শ্যালিকার নাম ইত্যাদি ইত্যাদি …

আমরা ক্যাটরিনার কোমরে মাপ, জোলির হাইট কিংবা ওয়ারেন বাফেটের টাকা পয়সার হিসাব জানলেও অনেক ব্যাসিক জিনিস জানি না । খুব সাদামাটা ভাবে বলতে গেলে আপনি চট করে চিন্তা করে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবেন ? কিংবা বাংলাদেশ কত সালে জাতিসংঘে সদস্য পদ লাভ করে ?

হ্যা, এই পরীক্ষায় (প্রিলি এবং ভাইভা উভয়েই) প্রচুর উদ্ভট সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, যেসব দেখে সাধারণ শব্দ টা কেই মনে হবে অপমান করা হচ্ছে …

 

যাহোক, আমি সাধারণ জ্ঞান বলতে আসলে কী বোঝাচ্ছি?

আমার সাধারণ জ্ঞানের মধ্যে অন্তর্ভূক্ত থাকবে দুইটি ধাপঃ

১) বাংলাদেশ বিষয়াবলি ২) আন্তর্জাতিক বিষয়াবলি …

প্রথমেই দেশ নিয়ে শুরু করিঃ

বাংলাদেশ বিষিয়ে আপনি যদি কম জানেন তো আপনার বিসিএস এ একটা না একটা পর্যায়ে বাদ পড়ার সম্ভাবনা প্রবল, তাই নিজ দেশ সম্মন্ধে বিসিএস প্রিলি র জন্য কী কী জানবেন আসুন লিস্ট করিঃ

১) ভৌগলিক অবস্থানঃ অক্ষাংশ দ্রাঘিমাংশ, আশপাশে কোন রাষ্ট্রের কোন রাজ্য, কতটি জেলা/ বিভাগের সাথে সীমান্ত আছে, এর পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে কী কী আছে, সামূদ্রিক জলসীমার আয়তন ইত্যাদি

২) দেশের অভ্যন্তরীন ভৌগলিক অবস্থান, ভূপ্রকৃতি , নদ নদীঃ যেমন ধরেন দেশের পাহাড় কোথায় কোথায়, সুন্দরবন কোন কোন জেলা নিয়ে অবস্থিত, প্রধান নদী, উৎপত্তি / প্রবেশ স্থল, মিলনস্থল, কোন শহর (প্রধান গুলো) কোন নদ/নদীর তীরে অবস্থান করছে, দেশের উচ্চতা মাফিক কোন জেলার ভূপ্রকৃতি কেমন , নদীগুলোর মোট দৈর্ঘ্য, সমূদ্র বিজয়, আয়তন প্রাপ্তি, সেখানের মামলার দিন তারিখ ইত্যাদি ইত্যাদি ।।

৩) দেশের ইতিহাসঃ এটা আপনার জানা উচিত বৃটিশ আমল এর ইমিডিয়েট আগ থেকে, অনেক বইতে রাজা শশাংক , গৌড় গোবিন্দ কিংবা পাল রাজাদের কাহিনী বলা আছে, আমার সাজেশন হল এতো পড়তে গেলে খেই হারিয়ে ফেলবেন, খুব বিখ্যাত কোন রাজা (যেমন শশাংক)র আমলের উল্লেখযোগ্য এক দুইটা বিখ্যাত ঘটনা ছাড়া না জানলেও চলবে …

আপনাকে জোর দিয়ে পড়তে হবে ৪৭ এর পর থেকে প্রায় প্রতিটা ঘটনা প্রবাহ, বিশেষত মুক্তিযুদ্ধ ও তার পূর্বেকার রাজনৈতিক ঘটনাবলি, এখানে কার কী অবদান, বিশেষ দিন তারিখ, বাংলাদেশ কে স্বীকৃতি , ১১ টি সেক্টর তাদের কমান্ডার দের নাম ( ভাইভা প্রার্থীরা কোন সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত তাও পড়ুন, চট করে আপনাকে জিজ্ঞাসা করে বসবে আপনার এলাকা কোন সেক্টরের অধীনে ছিল)…

মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের সরকার গঠন, সেই সরকারের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ তাদের মন্ত্রণালয় বন্টন ইত্যাদি তথ্যগুলো আপনাকে শিখতে হবে নির্ভুল ভাবে।

৪) এরপর আসেন আমরা কিছু বিশেষ সংগঠণে কবে আমরা অন্তর্ভূক্ত হই, জাতিসংঘে কবে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন, আমাদের প্রথম প্রতিনিধি কে? এরপর OIC, SAARC, UNESCO, UNISEF, BIMSTEC এই জাতীয় প্রতিষ্ঠানে কবে বাংলাদেশ অন্তর্ভূক্ত হয়, এদের কোন টার সাধারণ অধিবেশন বাংলাদেশে সম্প্রতি হয়েছে কিনা, হলে সেটার প্রতিপাদ্য কী ছিল …

৫) বাংলাদেশ সম্মন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আপাতত বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক জীবন, শেখ হাসিনার সংক্ষিপ্ত জীবনী, তাদের দুজনের উল্লেখযোগ্য গ্রন্থাবলি …

৬) আপনার জন্য বাংলাদেশের প্রশাসনিক কাঠামো টা জানা খুব ই জরুরি , এর সাথে দেশের বিভাগ, জেলা, উপজিলা, ইউনিয়ন সংখ্যা এসব মনে রাখুন, এগুলো যেহেতু বাড়ে তাই কারেন্ট এফেয়ার্স থেকে রিসেন্ট তথ্য টা নিবেন… আরও বলি, সরকারি ওয়েবসাইট বাতায়ন আপনাকে এই ব্যাপারে আপডেটেড তথ্য দিতে পারে

৭) এরপর আপনাকে দেশের বরেণ্য ব্যাক্তিদের নিয়ে হালকা পাতলা জানা থাকা দরকার, তবে খুব বেশি না হলেও চলবে, একবার শামসুর রাহমানের জন্মস্থান নিয়ে একটা প্রশ্ন এসছিল, অপশন গুলো ছিল সব ভুল।

এই বিষয়ে তাই হাফেজ হয়াব্র দরকার নাই, তবে সম্প্রতি কে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মাননা পেলেন, ক্রিকেট-ফুটবল কিংবা কোন খেলাধূলায় যশ কুড়ানো লোকজনের সাম্প্রতিক তথ্যগুলোর ব্যাপারে ওয়াকিবহাল থাকবেন, তাই বলে ভাববেন না প্রশ্ন আসবে তামিম ইকবালের বউ এর সাথে তার কত বছরের প্রেম ছিল কিংবা সাকিব আল হাসানের রেস্টুরেন্টের নাম কী 😛

৮) এবারের পালা দেশের সম্পদ সমূহ… প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা কোথায় কোথায় পাওয়া যায়, আইডিয়া রাখুন … সাথে কোন প্ল্যান্ট বা গ্যাস কারখানা কীসে চলে সেটার খোঁজ ও রাখা চাই …বিদ্যুৎ কারখানা গুলো কোথায় অবস্থিত, দেশের বর্তমানে বিদ্যুৎ উতপাদনের হালনাগাদ তথ্য, বিশেষ কোন পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত, এই তথ্যগুলো জানা উচিত (যেমন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র)

৯) দেশের বন সম্পদ, পাহাড়ি এলাকা, সেখানের উল্লেখযোগ্য বনরাজি, পশু পাখি কী পাওয়া যায় তা ছোটবেলা ত্থেকে পড়ে মাথায় থাকার কথা …এখন যেটা একটু বেশি জানবেন তা হল উল্লেখযোগ্য কৃষিজ সম্পদ, কোন বিশেষ জাত উদ্ভাবন হলে তা, কোন বিশেষ গবেষণা হলে কিছু নিয়ে সেগুলোর হাল নাগাদ তথ্য সম্ভার …

১০) আর কী জানা যায় বলেন তো ? হ্যা, উল্লেখযোগ্য কীর্তিসমূহ কোন জেলায় কী অবস্থিত, শুধু তাইই না মসজিদ, মন্দির, উল্লেখযোগ্য  বিশেষ ভাস্কর্য গুলো তাদের ভাস্করিকের নাম, অবস্থান …

১১) স্বাধীনতা কিংবা একুশে পদক শেষ বছরে কে পেয়েছেন, কোন বিশেষ চলচ্চিত্র বা কোন বই পত্র পুরষ্কার পেল কীনা …এগুলো নিয়েও আপডেটেড থাকবেন…আমি জানি এতোকিছু আপনি মুখস্ত রাখবেন না, একটা ডায়েরি রাখবেন, প্রতিদিন ৩-৪ টা তথ্য (যা আপনার মনে থাকবে না কিছুদিন পরে আপনি শিউর) লিখে রাখুন, পরীক্ষার আগে দেখবেন এগুলো কেমন কাজে আসে …তখন অনেক অল্প পরায় কিংবা চোখের দেখায় আপনার মাথায় ঢুকবে …

বাংলাদেশ নিয়ে জানার শেষ পাচ্ছেন না তো? হ্যা, আপনি এভাবে করে এতোক্ষন যা জানলেন তা হল ব্যাসিক… আরও জানতে হলে আমি সাজেস্ট করব প্রতিদিন বাংলাদেশের কোন একটা ভাল সংবাদ পত্র পড়ুন, জানুন কোন বিশেষ চুক্তি হচ্ছে কিনা… জিএসপি সুবিধার এদিক ওদিক, ট্রাঞ্জিট, রাশিয়া/আমেরিকা/চীনের সাথে চুক্তি, ভারতের সাথে কোন বিশেষ চুক্তি বা শর্ত আরোপ এগুলোও আপনাকে জানা থাকা লাগবে নিয়মিত …

 

 

এখন ম্যাটেরিয়ালস বলিঃ

সাধারণ জ্ঞান তা বাংলাদেশ ই হোক আর আন্তর্জাতিক ই হোক, আপনি কারেন্ট এফেয়ার্স/ওয়ার্ল্ড এগুলো অবশ্যই অবশ্যইই পড়বেন, ভাব্বেন না যে মাসে পরীক্ষা সে মাসের টা কিনলেই হয়ে যাবে …

আমি নিজে ওরাকলের একটা বই কিনেছিলাম, বাংলাদেশ বিষয়াবলি, ওখান থেকে বাংলাদেশ বিষয়ে ব্যাসিক গুলো পড়ে নিয়েছিলাম ৩৩ তম র প্রিলির আগে …আমার ঐটা বেশ কাজে দিয়েছে, এতোদিন বইএর নাম বলি নি কিছুর কারণ আমি খুব কম ই বই পড়েছি…আমি ওরাকলের নাম বললাম তাই বলে এটাই ফলো করতে বলছি না, আপনি সময় করে দোকানে গিয়ে Assurance, professors, Mp3, Confidenceযেটা ভাল লাগে সে বইই কিনে আনতে পারেন …

যারা সময় নিয়ে পড়তে চান তারা পার্ট বাই পার্ট কিনতে পারেন,আবার যারা চান ১-২ মাস সময় নিয়ে পড়তে তারা একটা ডাইজেস্ট কিনে ফেলুন … আর হ্যা, ডেইলি সংবাদ পত্র টা পড়ুন, অনলাইনে পড়লে সাথে একটা ওয়ার্ড ফাইল খোলা রাখুন, গুরুত্বপূর্ণ তথগুলো সেখানে কপি পেস্ট করে দিবেন ।

আর সাধারণ জ্ঞান বিষয়ের তথ্যগুলো কিন্ত মনে থাকতে চাইবে না, ফেসবুকের গ্রুপগুলোতে ঢু মারুন, কয়েকজন মিলে গ্রুপ করে রেগুলার তথ্য শেয়ার করুন, একে অন্যকে প্রশ্ন করুন … কার্পণ্য করবেন না, এখানে বন্ধু সিজিপিএ ৪ পেয়ে যাবার ভয় নাই, আর এতো তথ্য যে আপনি কিপটামি করেও লাভ নাই, যত বেশি আলোচনা করবেন, তত আপনার মাথায় থাকবে, সব কিছু মুখস্ত করে আপনার স্মরণে থাকবেনা, বলে দিলাম …

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১০ (বিষয়ভিত্তিকঃ গণিত ) । BCS Written Exam Guide – 10 (Subject Based: Math)

Mathematics:

আমি একটা ম্যাথ না করে গিয়েও প্রিলি/ রিটেনে সব শুদ্ধ ম্যাথ করেছি, আপনিও পারবেন ।

এইকথা বলে শেষ করে দেয়া যেত, কিন্তু বাস্তবতা হল আমার মতন সবাইই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, সবাইই ছাত্রজীবনে টিউশনি করান নাই, কিংবা সবাইই সায়েন্স ব্যাকগ্রান্ডের না।

ভয় পাবার কারণ নাই । বাজারে অনেক বই আছে বিসিএস ম্যাথের জন্য, আমি যদিও কিনি নাই বা লাগে নাই, এরপর ও বলি, যারা আসলেও গণিত চর্চার থেকে অনেক দূরে আছেন, প্র্যাক্টিস করুন । আগে ক্লিয়ার হয়ে নিন আপনি কিসে দুর্বলঃ পাটিগণিত/ বীজগণিত না জ্যামিতিতে এরপর প্র্যাক্টিস করুন ।

প্র্যাক্টিস এর উপরে ভাইটামিন নাই, যদি আপনি আসলেও ম্যাথে দুর্বল হয়ে থাকেন ।

এসব ব্যাক গ্রাউন্ড কিংবা কোথা থেকে এসছেন এসব কথাবার্তা বলে নিরাশ করতে চাই না আদতে ।

আমি যখন ছোট বেলায় খেলা দেখতাম, শোয়েব/ লি দের বোলিং যখন কিমি তে দেখাতো ট্রাই করতাম সংখ্যাটাকে .62 দিয়ে ভাগ করে মাইলে আনতে আবার মাইলে থাকলে ১.৬১ দিয়ে গুণ করে কিমিতে । আমিই না অনেকেই তাই করে, কোথাও ফুটে আছে কিছু শুনলে সেটা কত সেমি কিংবা গজে শুনে মিটারে এভাবে অনেকেই চর্চা করে মনে মনে  । অনেকে বর্গ করে মনে মনে, দুই –তিন অংক বিশিষ্ট সংখ্যার গুণ ভাগ করে, যারা সারাদিন টাকা গোণার চাকরি করেন তারা তো হিসেবে ভালই হবার কথা 😛

এখন কথা হল কেন বলছি, পিএসসি হুট করে ক্যালকুলেটর নিষিদ্ধ করে দিয়েছে । সো, কিছু গণনাতে আপনাকে স্মার্ট হতে হবে । হাতে কলমে করার সময় নাও পেতে পারেন, তাই ছোট খাটো হিসেব গুলো মনে মনে বা মুখে মুখে করার ট্রাই করুন ।

এখন কথা হল আপনাকে কী কী জিনিসের প্রিপারেশন না নিলেই না ?

প্রথমত ত্রিকোণমিতির ব্যাসিক ধারণা টা কী ভুলে গেছেন ? একটু দেখে আসুন ।

পাটিগণিতে চৌবাচ্চার অংকগুলোর জন্য অনেক সোজা সোজা টেকনিক বাজারের বইগুলোতে আছে। বুদ্ধিমানেরা এই বয়সে একটা অংক করলেই ধরে ফেলার কথা J ।সরল সুদকষার অংকগুলো ছোটবেলাতে একবার ভুল করার পর একটা জিনিস মাথায় ঢুকাইছিলাম যে টাকা বাড়বে কখন, কমবে কখন … একই ভাবে কোন কাজ করতে ক খ এর এতো এতো দিন লাগবে সেখানে চিন্তা করেছিলাম কাজ করতে সময় বেশি বা কম লাগে কখন , এরপর থেকে ঐকিক নিয়মে আর ভুল হয় নি । আপনিও একটু মাথা খাটান।

স্মার্টলি পড়বার জন্য এখানেও সার্কেল করে নিন, যে জ্যামিতি ভাল বোঝে , তার থেকে জ্যামিতি, ঘনজ্যামিতি বা পরিমিতি টা পড়ে আসুন । যারা এখনও টিউশনি করায় এমন কাউকে ধরুন বিন্যাস সমাবেশ টা একটু বুঝিয়ে দেবে, কখন কোন টা হয় …

পৌণপুনিকের কথা মনে আছে ? সেই যে ক্লাস ৮ এ শেষ করেছিলেন, আরেকবার দেখুন, মনে পড়বে একবারেই । এরপর ২/৩ চলকের সমীকরণ সমাধান গুলো প্র্যাক্টিস করুন ।

পরিমিতি/ভেক্টর বা ঘনজ্যামিতির কিছু যদি আটকে যান, চট করে ছবি একে করার চেষ্টা করুন ।

সময় অ নদীর স্রোতের অংকগুলোর জন্য ২-৩ টা শর্ট কাট সূত্র আছে, ছাত্র ছাত্রী পড়ান যারা তারা তো পারবেন, বাকিরাও নাহয় ছবি একে পাশে লিখে মনে রাখুন ।

আর হ্যা, কাল থেকে আপনি ট্রাই করবেন যোগ বিয়োগ গুণ ভাগ গুলো মুখে মুখে করতে , আমি অফিস করতে গিয়ে দেখেছি আমরা রোবট এর মতন হয়ে যাচ্ছি, অনেক কে দেখেছি তারা এক্সেলে যোগ না করলে আত্মবিশ্বাস পায় না, মনে করে ভুল করছে কোথাও …

মনে রাখবেন , বিসিএস এ গিয়ে আপনি কিন্তু ছোট বাচ্চা হয়ে যাচ্ছেন কোনরকম যন্ত্রের ব্যবহারহীন হয়ে পড়ছেন ।তাই আগে থেকে অভ্যস্ত হয়ে নিন ।

আপনার প্র্যাক্টিসের জন্য অনেক ওয়েবসাইট পাবেন, মোবাইলের জন্য এপ্স পাবেন , জাস্ট খুজুন।

যেমনঃ http://www.questionpapers.net.in

কিংবা http://www.readbd.com

(বলে রাখি, আমি কোন ওয়েবসাইট কিংবা অর্থকরী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত নই কিংবা কারও বিজ্ঞাপণের কাজেও না, আমার চোখে পড়া কিছু জিনিস আমি সাজেস্ট করছি মাত্র, এর থেকে ভাল কিংবা এ জাতীয় আরো ওয়েবসাইট আপনি খুঁজে পেতে পারেন । আমার এগুলো উল্লেখের উদ্দেশ্য পড়া কিংবা চর্চা করার নতুন উৎসের সন্ধান দান মাত্র )

ম্যাথ সেকশনে যে কথা বলে শুরু করেছিলাম তার উল্টোটা দিয়ে শেষ করি, আপনি সায়েন্সের, আপনি ইঞ্জিনিয়ার, তাই বলে ম্যাথ কে হেলা ফেলা করে ওভার কনফিডেন্স হতে গিয়ে ধরা খাবেন না জনাব ।

আপনার ওভার কনফিডেন্সে আপনার পচা শামুকে পা কাটতে পারবে  । আপনি ইংলিশ লিটারেচার কম পারেন/জানেন, বাংলায় ও তাই … ধরেই নিয়েছিলেন ম্যাথে তো ফুল মার্ক্স … সেখানে কয়েকটা সিলি মিস্টেক কিংবা একটু না দেখা বা সূত্রটা ভুলে যাবার খেসারত কিন্তু আপনাকে পরে ভালই কষ্ট দিবে, যখন আপনি জানবেন আপনি .5  কিংবা ১ মার্ক্স এর জন্য প্রিলিতে টিকেন নাই, কিংবা রিটেনে সবাইই (আপনার সম ব্যাকগ্রাউন্ডের) ফুল মার্ক্স অথচ আপনি সরল অংকটায় ভুল করে এসছেন , চৌবাচ্চার ম্যাথ টায় হিসেবে একটু ভুলে আপনার রেজাল্ট অন্য আসছে …

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ৯ (বিষয়ভিত্তিকঃ গণিত ও ইংরেজি – ৩ – সাহিত্য ) । BCS Written Exam Guide – 9 (Subject Based: Math and English – 3 – English Literature)

এবারে আসি Literature এ …

এইটা ভাই আমার নিজের জন্যেও টাফ ছিল । আমি নিজে খুব বেশি ইংরেজি সাহিত্যের পাঠক ছিলাম না ।

কিছু বহুল প্রচলিত বই পত্রের নাম ধাম জানতাম , আর বাকিটা পড়ে শিখতে ট্রাই করেছি ।

আপনার জন্য আমার সাজেশন হল নীল ক্ষেতে ৫০-৬০ টাকায় বেশ কিশু ছোট ছোট বই পাওয়া যায় যেখানে ইংরেজি লেখিয়েদের সংক্ষিপ্ত জীবনী, উল্লেখযোগ্য সাহিত্য কর্ম এবং তারা কোন যুগের সাহিত্যিক ছিলেন তা সামারি করে দেয়া আছে । আপনাকে আরেকটু জানতে হবে কোন বিখ্যাত বই কোন বিশেষ পুরষ্কার পাওয়া কিনা । প্রশ্ন যদি খুব কঠিন ই হয় আপনাকে কোন চরিত্র দিয়ে বলতে পারে এটা কার কোন বই এর বা নাটকের । আমার কথা হল ভাই আপনি ২০০ তে ২০০ পেতে পরীক্ষা হলে যাচ্ছেন না, সো, কিছু জিনিস নিয়ে অনেক বেশি পরিশ্রম করে লাভ নাই, বিশেষত যা ২-৩ টার বেশি থাকবে না ।

তবে হ্যা, খোদ এই ইংরেজি লিটারেচারে মার্ক্স থাকবে কিন্তু ১৫ । তাই প্রিপারেশন ছাড়া এখান থেকে মার্ক্স বেশি আশা না করাই ভাল ।

আমি একটা ওয়েব সাইটের এড্রেস দিই, এখান থেকে আপনারা খুব সংক্ষেপে বিভিন্ন সাহিত্যিকের কাজ গুলো নোট করে নিতে পারেনঃ http://www.thefamouspeople.com

তবে আবারও বলি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন দেখেন, একটু জাজ করার চেষ্টা করেন কেমন প্রশ্ন , কাকে নিয়ে বা কী ধরণের প্রশ্ন বেশি আসে , সে অনুযায়ী আপনার প্রস্তুতি সাজান , ভাল করবেন ।

 

আর হ্যা আপাতত সামনে রিটেন নাই, তবে প্রিলিমিনারি তে গ্রামার কিংবা ভোকাবুলারি মোটামুটি ভাল হয়ে থাকলে আপনার রিটেনে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং টা লাগে । ইংরেজি নিয়ে দুঃচিন্তা অনেকাংশেই কমে যাবে ।

সামনের ভাইভা পরীক্ষার্থীদের জন্য বলি, নিজেরা নিজেরা ইংরেজি তে কথা বলার লোক খুঁজে বের করেন। কথা বলার বাচন ভংগি, নিজের ব্যাপারে , নিজের লক্ষ্যের ব্যাপারে ইংরেজি তে আয়নার সামনে দু চার মিনিট বলার অভ্যাস করেন । ট্রাস্ট মি আপনি ইংরেজি ভাল পারলে, ভাইভার ২০০ মার্ক্স এ আপনার মার্কিং শুরুই হবে ১০০ র পর থেকে 😉 মানে আপনি বিষয় ভিত্তিক জিনিস গুলো কম পারলেও ভাল মার্ক্স আশা করতে পারবেন । ওখানে তোতলালে কিংবা বেশি ভুলভাল বললে, মুখস্ত কথা বললে আপনি যতই বিদ্যার জাহাজ হোন, লাভ নাই ।

আর হ্যা, ইংরেজি তে প্রিপারেশন টা কিন্তু একটা এক্টিভ-প্যাসিভ দুই এর সামেশন ।

আপনার উচিত সপ্তাহে অন্তত একদিন ইংরেজি পত্রিকা পড়া, সেখান থেকে চলমান ও বহুল ব্যবহৃত Vocabulary, Idioms and Phrases মার্ক করে রাখা । যারা রেগুলার পড়তে  পারেন তারা অনেক এগিয়ে থাকবেন । আমি পরামর্শ দিব ৩-৪ জন মিলে একটা স্টাডি সার্কেল করুন বা অনলাইনে গ্রুপ গুলোতে একটু সময় দিন, একজন দায়িত্ব নিন যিনি রেগুলার সম্প্রতি ব্যবহৃত Vocabulary/phrases গুলো টুকে রাখবেন, আরেকজন কে দায়িত্ব দিন সে কারেকশন এর দিক গুলো তুলে ধরবে, আরেকজন Transformation/ Voice/ Narration এর উদাহরণ দিবে ৫-১০ টা করে । দেখবেন সবাইই উপকৃত হচ্ছেন ।

 

আমি প্রথম থেকেই বলে আসছি আপনাকে পড়তে এবং প্রিপারেশন নিতে হবে স্মার্টলি, এটা মেট্রিক/ইন্তার কিবা ভার্সিটির টার্ম ফাইনাল না । আপনার মাথায় অনেক সোজা জিনিস ঘড়ি ধরে তেবিল চেয়ারে পড়ে চেষ্টা করে ঢুকতে চাইবে না, কিন্তু অনলাইনে কিংবা পত্রিকার পাতায় কিছু একটা দেখলে দেখবেন মনে গেথে আছে … যারা চলতে ফিরতে ভকাবুলারি ট্রাই করতে চান, পড়তে চান, হাতে স্মার্ট ফোন থাকলে প্লে স্টোরে সার্চ দিয়ে এপ্স নামিয়ে নিন, আমি কোন নাম বলব না, শত শত এপ্স আছে, ভোকাবুলারি লার্নিং এর জন্য ।

বাসে যেতে যেতে সময় কে কাজে লাগাতে পারেন । অফিসে কাজের ফাঁকে ফাঁকে একটু দেখতে পারেন , গ্রামারের ও এপ্স আছে, সেগুলোও দেখেন । আর যাদের এই সুযোগ নেই, ঘাবরাবেন না । এর মানে এই না যে আপনি পিছিয়ে গেলেন । আপনি আপনার কাছে যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোর সর্বচ্চ ব্যবহার করুন । কোন বই থেকে প্রশ্ন আসবে সেই চিন্তা ভাবনা অবান্তর । আপনাকে গ্রামারের ব্যাসিক জানতে হবে, ভোকাবুলারি সমৃদ্ধ করতে হবে, এখন সেটা আপনি active/ passive যে পদ্ধতিতেই করে স্বস্তি পান না কেন …

ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ৮ (বিষয়ভিত্তিকঃ গণিত ও ইংরেজি – ২) । BCS Written Exam Guide – 8 (Subject Based: Math and English – 2)

আমি আজ ইংরেজি আর ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

ইংরেজিঃ

আবারও বলি প্রিলিমিনারি হোক আর রিটেন/ ভাইভা হোক আপনি ইংরেজি তে গুরুত্ব দিন ।

আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্সের পড়াশোনা করার পরও হয়ত দেখবেন Sentence Transformation , Voice Change, Narration change, Use the right form of verbs এগুলো ভুলে গেছেন । কোথায় পার্টিসিপল বসবে কোথায় জিরান্ড, কোথায় ing যোগ করবেন , কোথায় To ? এমন কি আমরা আর্টিকেলের ব্যবহার ও অনেক সময় ভুলে যাই, BCS এ নেগেটিভ মার্কিং থাকায় ওভার কনফিডেন্ট হয়ে এই ভুল গুলো করার মাশুল গুণতে হবে আপনাকে ।

তাই আমি বলি, যারা ইংরেজিতে ভাল তারাও এক ঝলক একটু দেখে নিন গ্রামারের নিয়ম কানুন ।

অনেকে অনেক রকম বই পুস্তক সাজেস্ট করবেন গ্রামারের জন্য, ভাই এতো কিছুর কথা আমি বলতে চাই না , যে ছোট বেলায় যে বই থেকে গ্রামার শিখেছেন সেটাই দেখুন , বাসায় না থাকলে কালেক্ট করে নিন কোনভাবে, নিউ মার্কেটে পুরাত্ন চৌধুরি হোসেন কিংবা খলিলুল্লাহ সাহেবের বই যেমন পাওয়া যায়, রেন এন্ড মার্টিনের বই ও তেমন পাওয়া যায় । যার যেটা পড়তে ভাল লাগে কিনতে পারেন ।এখন কথা হল টপিক কী কী পড়বেন ?

আবারও বলি বিসিএস প্রস্তুতি শুরু করবেন প্রাক্তন বিসিএস গুলোর প্রশ্ন দেখে, এটা আপনার মাথায় একটা ম্যাপ ক্রিয়েট করে দেবে কী কী আসে, আপনি কী কী পারেন আর কী ই বা ভুল করেন ।

মোটামুটি যে টপিক গুলো আপনার লাগবেঃ

  1. A) Parts of Speech: Noun, Pronoun, Verb ( তার মধ্যে আবার Finite: transitive, intransitive; Non-finite: participles, infinitives, gerund; The Linking Verb, Phrasal Verb, Modals),Adjective, Adverb, Preposition, Conjunction. Determiner, Gender, Number
  2. B) Words: Meanings, Synonyms, Antonyms, Spellings, Usage of words as various parts of speech, Formation of new words by adding prefixes and suffixes. এগুলোর জন্য বাজারে MBA ভর্তির যে বই গুলো আছে সেগুলো দেখলে ভাল করবেন। সেখানে বিসিএস উপযোগী শব্দ সম্ভার বেশি পাবেন
  3. C) Corrections: সব ধরণের কারেকশন, সেটা Tense, Subject Verb agreement, Number, Gender, Sentence এর মারপ্যাচ যাইই হোক
  4. D) Sentences & Transformations: Simple Sentence, Compound Sentence, Complex Sentence, Positive Degree, Comparative Degree, Superlative Degree.
  5. E) Voice change, Narration
  6. F) Clauses: এটায় হাফেজ হওয়া লাগবে না, জাস্ট জানা থাকলেই পারবেন
  7. G) Idioms & Phrases: এগুলোর বাক্যে প্রয়োগও দেখে রাখবেন ।

আমি ছোটবেলায় ইংলিশ গ্রামারে কঠিন কিছু দেখতাম সেটার সাথে বাংলা ব্যকরণের কোন মিল খুঁজে পেতে ট্রাই করতাম। এতে করে দেখতাম অনেক কঠিন জিনিস সোজা হয়ে গেছে ।যারা ইংরেজিতে দুর্বল তাদের প্রতি আমার অনুরোধ কঠিন লাগে যেটা সেটা বাংলাতে বুঝতে চেষ্টা করুন । একবারে সব ই যদি ভুলে গিয়ে থাকেন তো বাংলা দিয়ে লিখা একটি ইংলিশ গ্রামার বই থেকে শিখতে ট্রাই করুন । অনেক মনিষী আপনাকে ইণ্ডিয়ান গ্রামার বই ধরিয়ে দিতে চাইবে , আল্টিমেটলি আপনি শিখতে না পারলে বই এর রাইটারের ওজনে বিসিএস এ মার্ক্স বেশি পাবেন না ।

DNN – Dot Net Nuke CMS : Admin menu options for common settings : ডট নেট নিউক ঃ কনফিগার করা।

DNN – Dot Net Nuke CMS : এর উপর ভিত্তি করে বানানো ওয়েব সাইট/অ্যাপলিকেশন কিভাবে কনফিগার করবেন তা এখানে দেখানো হয়েছে।