HTML 5

Author- MD.HABIBUR RAHMAN
ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য HTML ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। HTML ভাষা না জেনে কোন ভাবেই ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করা যায় না। আবার HTML5 হচ্ছে HTML এর নতুন সংস্করণ। এজন্য আজ আমি HTML5 সম্পর্কে কিছু উদাহরণসহ ধারণা দেব।

HTML5 সাধারণত কিছু কোড এর mgš^q| যেমনঃ-

<!DOCTYPE HTML>
<html>
<body>

<video width=”320″ height=”240″ controls>
<source src=”movie.mp4″ type=”video/mp4″>
<source src=”movie.ogg” type=”video/ogg”>
Your browser does not support the video tag.
</video>

</body>
</html>

এখানে <!DOCTYPE html> দ্বারা ডকুমেন্টের প্রকারকে বোঝানো হয়েছে। আবার,এখানে html দ্বারা শুরু হয়েছে এবং html দ্বারা শেষ হবে এভাবে body দ্বারা শুরু হলে body দ্বারা শেষ হবে। অর্থ্যা কোড যেটি দ্বারা শুরু হবে সেটার দ্বারাই শেষ করতে হবে।

Input Type: date
Birthday: <input type=”date” name=”bday”>

HTML Audio – Using <object>
<object height=”50″ width=”100″ data=”horse.mp3″></object>

Playing Videos in HTML
<video width=”320″ height=”240″ controls>
<source src=”movie.mp4″ type=”video/mp4″>
<source src=”movie.ogg” type=”video/ogg”>
<source src=”movie.webm” type=”video/webm”>
<object data=”movie.mp4″ width=”320″ height=”240″>
<embed src=”movie.swf” width=”320″ height=”240″>
</object>
</video>

Image In HTML

<!DOCTYPE html>
<html>
<body>

<img src=”w3schools.jpg” alt=”W3Schools.com” width=”104″ height=”142″></body>
</html>

HTML5 Compliant
<!–…–> Defines a comment
<!DOCTYPE> Defines the document type
<a> Defines a hyperlink
<area> Defines an area inside an image-map
<body> Defines the document’s body
<center> Defines centered text
<font> Defines font, color, and size for text
<footer> Defines a footer for a document or section
<head> Defines information about the document
<html> Defines the root of an HTML document
<input> Defines an input control
<li> Defines a list item
<p> Defines a paragraph
<span> Defines a section in a document
<td> Defines a cell in a table
<textarea> Defines a multiline input control (text area)

অসাধারন গেমস Thief

অসাধারন গেমস Thief

ছুরি এবং চোর এ বিষয়টির সাথে আমরা পরিচিত নই এরকম খুবই কম সংখ্যক লোক পাব। আর চোরের চুরির নানন কারসাজি ধরতে সব সময় যিনি থাকেন তিনি হল পুলিশ। আর চোর-পুলিশের বিশয় টি যদি গেমস তাহলে তো গেমস খেলোয়াড় গন হঠাৎ করে অবাক হয়ে যাবে তাই নয় কি! অবাক হওয়ার কিছুই নেই। তাই Ubisoft আপনাদের জন্য নিয়ে এলো অসাধারণ গেমস Thief (থিফ)। আসুন এবার জেনে নিই এই গেমসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। একজন আদর্শ মানের খেলোয়াড় গেমটি খেলার সময় বিশেষ কিছু চাঞ্চল্যকর দৃশ্য দেখতে পাবেন। গেমসটিতে আপনি উপভোগ করতে পারবেন চুরি করার বিভিন্ন কৌশল। আর বৃদ্ধি করতে পারবেন আপনার চুরি বিদ্যার কিছু success rate. আর চুরি করার বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছে key profile. যা আপনাকে গেমসটি খেলতে সহায়তা করবে। গেমসটি তে আপনি আরও দেখতে পাবেন একটি শহরে আকর্ষণীয় চুরি কৌশল। অসাধারণ দৃশ্য প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়েছে 33D এবং 44D মানের গ্রাফিক্স ডিজাইন। এছাড়া আপনি উপভোগ করবনে ব্যস্ততম একটি শহর যেখানে প্রতিনিয়ত ঘটছে অসাধার সব চুরি। আর ও আছে গ্রেটিং সিস্টেটম কিভাবে আদর্শ মানের চুরি বিদ্যা লাভ করে পরিস্থিতি তৈরি ও মোকাবেলা করা যায়। সাধারণত একজন খেলোযার গেমস টি পরিচালনা করতে পারবে। আর গেমসটির শেষ লেভেলে অসাধার চোর পুলিশ খেলা যেখানে চোরকে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে। অসাধারণ সব ব্যবস্থা যেটা জানতে হলে আপনা খেলতে হবে অসাধারণ এই গেমসটি। তাই বলতে চাই Try করুন একবার।
2. Rakib Hasan, Satkhira

সফল ব্লগ তৈরীর চারটি স্তম্ভ

Fuad Ahmed

সফল ব্লগ তৈরীর চারটি স্তম্ভ:

1. কনটেন্ট
সফল ব্লগের কনটেন্টই প্রধান অস্ত্র। ব্লগকে পাঠকের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে কনটেন্ট বৃদ্ধির বিকল্প নেই। আর এজন্য বেশি বেশি করে মানসম্মত পোস্ট লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। উন্নতমানের কনটেন্ট হল সফল ব্লগের প্রথম অবলম্বন। উন্নতমানের পোস্ট লেখার পদ্ধতি নিয়ে এই লেখাটি পড়তে পারেন।

2. কমিউনিটি গঠন

ব্লগের অন্যতম সব লক্ষ্যবস্তু অর্জনের মধ্যে কমিউনিটি গঠন করা কঠিনতম একটি কাজ। প্রথমত কমিউনিটি সম্পর্কে কয়েকটি কথা বলে রাখা ভালঃ
কমিউনিটি ব্লগ বলা হবে তখনইঃ
# যখন পাঠকরা নিয়মিত তাদের মূল্যবান বক্তব্য মতামতের মাধ্যমে জানাতে থাকবে।
# যখন একজন পাঠক নিয়মিত গেস্ট ব্লগিং এর মাধ্যমে ব্লগকে কন্ট্রিবিউট করবে।
# যখন ব্লগের প্রচুর বিশ্বস্ত পাঠক থাকবে।

3. মৌলিকত্ব
নিজেকে প্রশ্ন করে দেখুন পাঠক কেন আপনার ব্লগ পড়তে আসবে? কি বিশেষত্ব আছে আপনার ব্লগে? কেন পাঠক আপনার ব্লগের লেখা পড়বে যদি আপনার ব্লগের লেখা অন্য দশটি ব্লগের সাথে মিলে যায়? সব প্রশ্নের এক উত্তর মৌলিকত্ব। মৌলিক বিষয় নিয়ে ব্লগ লিখুন তাহলেই আপনি প্রত্যাশা মাফিক পাঠক পাবেন।

4. বিশ্বাস
পাঠকের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমান করা দুইটি বিষয়ের ওপর নির্ভর করেঃ
# বিশেষ জ্ঞান ও দক্ষতা
# মৌলিকত্ব

– পাঠকের বিশ্বাস পেতে হলে পাঠকের চাওয়া পাওয়ার দিকে নজর দিতে হবে।
– পাঠকগণ যেসব বিষয়ে আগ্রহী সেই সমস্ত বিষয়ে বেশি করে লিখতে হবে।
– পাঠকের প্রতিটি জিজ্ঞাসার উত্তর দেওয়া ব্লগারের জন্য ফরয।
– বেশি বিস্তারিত আলোচনায় জেতে চায় নি। অল্প কথায় মূল বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে সফল ব্লগ তৈরীর ক্ষেত্রে আলোচ্য বিষয়গুলোর ওপর অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

জেনে নিন এনড্রয়েড এর ইতিহাস

জাহাঙ্গীর আলম
ইমেইল: jahangiralam92@gmail.com
“জেনে নিন এনড্রয়েড এর ইতিহাস”

বর্তমান বিশ্ব একটি গতিশীল সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে। দিনের পর দিন এ বিশ্ব নতুন থেকে নতুনত্বর হচ্ছে। নতুন নতুন সব আবিষ্কারের ছোঁয়ায় আরও বিকশিত হচ্ছে। মানুষ গুলো সব যান্ত্রিকতার ছোঁয়ায় যেন যান্ত্রিক হয়ে উঠছে। কারও যেন কোন দিকে তাকানোর সময় নেই। সব সময় মানুষ গুলো ছুটছে যেন কোন এক আবিষ্কারের নেশায়। কিভাবে সে নতুন একটি আবিষ্কার করতে পারে, কিভাবে সে তার জীবনকে আরও সহজ, সাবলীল, স্বাচ্ছন্দময়, সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল করতে পারে, সেজন্য সে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ বর্তমান বিশ্বের দৈনন্দিন ব্যবহারের জন্য বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স সামগ্রী বের হয়েছে। আর এগুলো আমাদের জীবনকে করে তুলেছে সহজ ও স্বাচ্ছন্দময়। মানুষ হাতে-কলমে কাজ করার চেয়ে এসব ইলেকট্রনিক্স সামগ্রীর দ্বারা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। আর এ কারণেই বর্তমান বিশ্বকে বলা হয় ‘ডিজিটাল বিশ্ব’। এ ডিজিটাল বিশ্বের প্রধান উপাদান হল ‘ইন্টারনেট’। ইন্টারনেটের মাধ্যমে মানুষ ঘরে বসে তার যাবতীয় কাজ সম্পাদন করছে। আর এ ইন্টারনেটকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য লাগে একটা উপযুক্ত মাধ্যম। অর্থাৎ, একটি অপারেটিং সিস্টেম। আর সে অপারেটিং সিস্টেমটি হল ‘এনড্রয়েড’।

বর্তমান বিশ্বে এনড্রয়েড একটি বহুল পরিচিত নাম। যার মাধ্যমে মানুষ মোবাইল ফোনকে তার নিজের যাবতীয় প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে। ‘এনড্রয়েড’ এর জনক ‘অ্যানড্রইড লিনাক্স কার্নেল’। যিনি এ অপারেটিং সিস্টেমটি তৈরি করেছেন। যা প্রাথমিকভাবে স্মার্ট ফোন এবং ট্যাবলেট কম্পিউটার হিসাবে Touch Screen মোবাইল ডিভাইসের জন্য পরিকল্পিত। এর হার্ডওয়্যার, সফটওয়্যার এবং খোলা আগুয়ান অনুগত টেলিযোগাযোগ কোম্পানির একটি সাহচর্য। প্রাথমিকভাবে গুগলের অর্থায়নে এবং পরবর্তীতে 2005 সালে এ সিস্টেমটি কিনে নেয় যা এনড্রয়েড Inc দ্বারা বিকশিত। এনড্রয়েড ওপেন হ্যান্ড সেট এলায়েন্স এর প্রতিষ্ঠাতা পাশাপাশি 2007 সালে উন্মোচিত হয় মোবাইল ডিভাইসের জন্য স্ট্যান্ডার্ড। এনড্রয়েড এইচটিসি ড্রিম চলমান প্রথম সার্বজনীন রূপে উপলব্ধ স্মার্ট ফোন 2008 অক্টোবর 22 মুক্তি পায়। এনড্রয়েড এর সোর্স কোড এ্যাপাচি লাইসেন্সের অধীন থেকে Google দ্বারা মুক্তি লাভ করে। এই অনুমতিসূচক লাইসেন্স সফটওয়্যার অবাধে পরিবর্তন এবং ডিভাইস নির্মাতা, বেতার বাহক এবং উত্সাহী ডেভেলপারদের দ্বারা বিতরণ করা সম্ভব হয়েছে। অধিকাংশ এনড্রয়েড ডিভাইস গুলোর সফটওয়্যার ওপেন সোর্স এবং মালিকানার সংমিশ্রণে তৈরি। জরিপে দেখা গেছে যে জুলাই 2013-তে গুগল প্রকাশিত এনড্রয়েড 1 মিলিয়নের উপর Apps বিনামূল্যে ডাউনলোড হয়েছে। যা ইন্টারনেট অ্যাপ্লিকেশন ডাউনলোডের বৃহত্তম সংখ্যা এবং 50 বিলিয়ন ডাউনলোড হয়েছে এপ্রিল-মে 2013 সালে।

আসলেই এনড্রয়েড আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেটি আমাদের জীবনকে করে তুলেছে আরও সহজ, সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল। আমরা ঘরে বসেই দেশ বিদেশের যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারছি। আমাদের কাজ ও যোগাযোগ চালিয়ে দুটোই চালাতে পারছি। তাই আমাদের জীবনে ‘এনড্রয়েড’ এর প্রয়োজনীয়তা অপরিসীম।

আপনার Windows 8 PC কে নিরাপদ করুন

My name : Rakib Alam
Article name : আপনার Windows 8 PC কে নিরাপদ করুন

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আপনাদের হইত অনেকেই Windows 8 ব্যবহার করেন। এখন পর্যন্ত Microsoft এর release হউয়া সর্বশেষ সংস্করন হল Windows 8.1 . Microsoft দাবি করছে যে এই Windows 8 হল তাদের সবচেয়ে বেশি secure বা নিরাপদ Operating System.

 
তো যাই হোক, সবাই চাই নিজের PC টা কে একটু বেশি নিরাপদ করতে। তো চলুন দেখে আশা যাক কি করে আপনি আপনার Windows 8 কে আরেকটু বেশি নিরাপদ বা safe বা secure করবেন।

 
যেহেতু Windows 8 তৈরি করা হয়েছে UEFI (Unified Extensible Firmware Interface) এর উপর, ফলে আপনি নিরাপদ boot এর সুবিধা নিতে পারবেন। আপনার PC boot করার আগে scan করে দেখে নিতে পারেন কম্পিউটার এর যাবতীয় hardware ও অন্যান্য components গুলো ঠিক আছে কি না।

নোটপ্যাড ব্যাবহার করে সহজেই কোন ইংরেজি লেখার উচ্চারণ শোনা ।

রিংকু

নোটপ্যাড ব্যাবহার করে সহজেই কোন ইংরেজি লেখার উচ্চারণ শোনা ।

ধাপ:1
১. নোটপ্যাড খুলুন
২. নিচের কোডটি কপি-পেস্ট করুন।

Dim msg, sapi
msg=InputBox(“Enter your text for conversion–crescentpeace.blogspot.com”,”converts text to audio”)

Set sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak msg
৩. Save as এ ক্লিক করে সেভ করুন .vbs ফাইল আকারে যেমন Text-To-Audio.vbs
৪. ফোল্ডারে গিয়ে এবার ফাইল খুলুন।

যেকোন কথা, শব্দ বা বাক্য লিখুন। এন্টার চাপুন বা ok তে ক্লিক করুন।
নোটপ্যাড ব্যাবহার করে সহজেই কোন ইংরেজি লেখার উচ্চারণ শোনা যায়।
when you say anything then this program repet the same voice…..it just a surprise…

Extra Note _ (আপনার নাকের দৈর্ঘ্য ও বুড়ো আঙুলের দৈর্ঘ্য মিলে গেছে? যদি মিলে যায় তবে আপনি স্বাভাবিক। আর যদি না মেলে তবে আর কী করা? এমন ব্যতিক্রম খুব কমই হয়।)

দ্যা বেস্ট গেমস দ্যা ইয়ার Watch Dogs

দ্যা বেস্ট গেমস দ্যা ইয়ার Watch Dogs
আপনি কি গেমস চ্যালেন্জ নিতে ভালবাসেন। আর সব সময় ভাবছেন পারস্য কাহিনী ও হান্টার ধরনের যুদ্ধ ও সংঘর্ষ ময় গুপ্ত ঘাতক ধরনের গেম হলে চ্যালেঞ্জ নিবেন। অপেক্ষা করছেন এরকম নতুন কিছু গেমসের জন্য । আপনাকে বলছি আপনার অপেক্ষার আর দরকার নেই। শুধু তৈরি হন আপনার গেমসরে জন্য। আপনার জন্য Ubisoft এবার নিয়ে এলো Watch Dogs গেমস। গেমসটি খেলার জন্য প্রস্তুতি নেওয়ার আগে এর ব্যবহারিক কোশল গুলো making জেনে নিন।
আমেরিকাতে অনেক ধরনের মারাত্মক গুপ্তচর ও অপরাধীরা প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ সংঘটিত করছে, একারণে ক্ষতি গ্রস্থ হচ্ছে আমেরিকার সম্পদ সহ মানুষের জীবন। আর এরকম কিছু খুঁটি নাটি বিষয় নিয়ে সংঘটিত হচ্ছে যুদ্ধ। আর এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শ্বাসরুদ্ধ কর প্রচেষ্টা।
আর এরকম অনেক ধরনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে Watch Dogs.
গেমসটিতে আপনি দেখতে পাবেন আমেরিকার বিখ্যাত শহর গুলো ধংসাস্তুপে পরিণত হচ্ছে।
এছাড়া এতে ব্যবহার করা হয়েছে 3D সাউন্ড সিস্টেম। আর অসাধারন সব দৃশ্যস্পট নিয়ে।
আর অসাধারন সব ক্ষেপনাস্ত্র বাহী যান।
এছাড়া গেমসটির বিশেষ চমক টা বেশ চান্চল্যকর। যেটা উপভোগ করতে গেমস আপনাকে খেলতে হবে। তাই বলতে চাই Try to Watch Dogs.

Rayhan Kabir, From Satkhira,

ওয়েব সেবা

ওয়েব সেবা:
ওয়েব সেবা একটি সংযোগ প্রযুক্তি । এটি পরিষেবা ভিত্তিক আর্কিটেকচারের মধ্যে একসঙ্গে সেবা সংযুক্ত হওয়ার একটি উপায় । ওয়েব পরিষেবাগুলির প্রাথমিক উপাদান:

(ক) ভাণ্ডার
(খ) মেসেজিং
(গ) সেবা

অবশ্যই, ওয়েব সেবা আরো আছে. নীচে তালিকাবদ্ধ নিবন্ধ একটি ওভারভিউ প্রদান.

**ওয়েব সেবা সংজ্ঞা
– সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার (SOA) সংজ্ঞা
– ব্যাখ্যা ওয়েব সেবা
– এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (API গুলি)
– ওয়েব সেবা বিশেষ উল্লেখ
– মডেল ও Metmodels
– বিজনেস প্রসেস মডেলিং ভাষা (BPML)
– বিজনেস প্রসেস মডেলিং স্বরলিপি (BPMN)
– প্রচলিত ওয়্যারহাউস Metamodel (CWM)
– মডেল চালিত স্থাপত্য (MDA)
– ওয়েব সেবা কম্পোনেন্ট মডেল (WSCM)
– ওয়েব সেবা রিসোর্স ফ্রেমওয়ার্ক (WSRF)

** ভাণ্ডার
– ডিরেক্টরি সেবা মার্কআপ ল্যাঙ্গুয়েজ (DSML)
– ebXML রেজিস্ট্রি
– ইউনিভার্সাল বর্ণনা, আবিষ্কার, এবং ইন্টিগ্রেশন (UDDI)

** মেসেজিং
– মেসেজিং সামগ্রী
– মেসেজিং বিশেষ উল্লেখ
– লেনদেন বিশেষ উল্লেখ

**সেবা
– ওয়েব সেবা বর্ণনা ভাষা (WSDL)
– ওয়েব সেবা পলিসি ফ্রেমওয়ার্ক (WS-নীতি)
– ওয়েব সেবা ডায়নামিক আবিষ্কার (WS-আবিষ্কার)
– ওয়েব সেবা মেটাডেটা এক্সচেঞ্জ (WS-MetaDataExchange)
– ওয়েব সেবা এন্ডপয়েন্ট ভাষা (WSEL)

** নিরাপত্তা ও অনুমোদন
-প্রসার্য এক্সেস কন্ট্রোল মার্কআপ ল্যাঙ্গুয়েজ (XACML)
– এক্সটেনসিবল রাইটস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (XrML)
-নিরাপত্তা কথন মার্কআপ ল্যাঙ্গুয়েজ (SAML)
-সার্ভিস Provisioning মার্কআপ ল্যাঙ্গুয়েজ (SPML)
-ওয়েব সেবা সিকিউরিটি (WSS)
-এক্সএমএল প্রচলিত বায়োমেট্রিক ফরমেট (XCBF)
-এক্সএমএল বিশেষ বিশেষ ম্যানেজমেন্ট স্পেসিফিকেসন (XKMS)

**Federated নেটওয়ার্ক আইডেন্টিটি

-পরিচয়পত্র ফেডারেশন ফ্রেমওয়ার্ক (আইডি-FF)
-পরিচয়পত্র সার্ভিস ইন্টারফেস বিশেষ উল্লেখ (আইডি-sis)
-পরিচয়পত্র ওয়েব সার্ভিসেস ফ্রেমওয়ার্ক (আইডি-WSF)

**ইউজার ইন্টারফেস
-ইউজার ইন্টারফেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (UIML)
-ওয়েব সেবা অভিজ্ঞতা ভাষা (WSXL)
-ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন দ্বারা জন্য ওয়েব সার্ভিসেস (WSIA)
-রিমোট Portlets জন্য ওয়েব সার্ভিসেস (WSRP)
-ওয়েব সেবা ইউজার ইন্টারফেস (WSUI)

**কর্মপ্রবাহ
-ব্যবসা সেন্ট্রিক পদ্ধতি (BCM)
-বিজনেস প্রসেস এক্সেকিউশন ভাষা (BPEL)
-বিজনেস প্রসেস অনুসন্ধান ভাষা (BPQL)
-বিজনেস প্রসেস স্পেসিফিকেসন স্কিমা (BPSS)
-প্রচলিত সতর্ক প্রোটোকল (ক্যাপ)
-ব্যবসায় লেনদেন প্রোটোকল (BTP)
-সম্পৃক্ততা প্রোটোকল প্রোফাইল / এগ্রিমেন্ট (CPP / এ)
-বিষয়বস্তু পরিষদ ব্যবস্থাসমূহ (CAM)
-RosettaNet বাস্তবায়ন ফ্রেমওয়ার্ক (RNIF)
-সাথি ইন্টারফেস প্রক্রিয়া (হত্যা করা)
-ওয়েব সেবা ফ্লো ভাষা (WSFL)
-WF-এক্সএমএল
-WS নৃত্যপরিকল্পনা বর্ণনা ভাষা (CDL)
-XLANG

**অ্যাপ্লিকেশন সার্ভারের
– J2EE
-dot নেট

**অবজেক্ট প্রোগ্রামিং ভাষাসমূহ
-সি + +
-সি #
-জাভা

এর আগে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার বিশেষ উল্লেখ
-DCOM
-CORBA
-অবজেক্ট অনুরোধ Broker (ORB)
-ঈশ্বর ইন্টারফেস সংজ্ঞা ভাষা (IDL)

**বিভিন্ন সংস্থা
-Consortia
-ক্রস শিল্প Consortia
-শিল্প Consortia
**ব্যক্তিগত অবদান প্রতিষ্ঠান
-একাডেমিয়া Sinica কম্পিউটিং সেন্টার (ASCC)
-BEA (ওরাকল দ্বারা অর্জিত)
-রসায়ন শিল্প তথ্য বিনিময় (CIDX)
-হিউলেট প্যাকার্ড
-আইবিএম
-MathWeb.org
-মাইক্রোসফট
-নাসা
-NetSuite
-OpenMath সোসাইটি
-OpenWDDX.org
-থাই ওপেন সোর্স সফটওয়্যার সেন্টার
-WSUI ওয়ার্কিং গ্রুপ
-www.xml-cml.org

**স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান
-স্বীকৃত স্ট্যান্ডার্ড কমিটি (উচ্চক্রমে) X12
-ECMA
-স্বাস্থ্য শ্রেনী সাত (HL7)
-তথ্য প্রযুক্তি স্ট্যান্ডার্ড জন্য আন্তর্জাতিক কমিটি (INCITS)
-আন্তর্জাতিক ইমেজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (I3A)
-বাণিজ্য সুবিধা ও বৈদ্যুতিন ব্যবসা জন্য জাতিসংঘের সেন্টার (জাতিসংঘের /CEFACT)
– সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার (SOA) শাসন

ফোরাম পোষ্টে ব্যাক লিংক করবেন যেভাবে

Name: আল মুতাসিম বিল্লাহ
Email: sumon47@ymail.com

ফোরাম পোষ্টে ব্যাক লিংক করবেন যেভাবে:

তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের মনের ভাব প্রকাশের জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। বর্তমান সময়ে সাধারণের মনের ভাব বা মতামত প্রকাশের জন্য ব্লগ একটি আধুনিক পরিভাষা, তবে এর বাইরেও মত প্রকাশের আরেকটি মাধ্যম রয়েছে আর সেটি হচ্ছে ফোরাম। বর্তমান সময়ে ফোরাম বেশ জনপ্রিয় এবং এর চাহিদা দিন দিন ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। ফোরামে সাধারণত বিভিন্ন শ্রেণী বিভাগে আলোচনা করা হয়। যেমন বিজ্ঞাপন, প্রযুক্তি, অর্থ ইত্যাদি। তবে প্রত্যেক ফোরামে সাধারণ আলোচনার জন্য একটি বিশেষ শ্রেণী থাকে। ফোরামে আবার অনেক সময় শব্দের বিপরীতে লিংক ব্যবহার করা হয় যাকে বলা হয় ব্যাকলিন্ক। ফোরামে পোস্ট বা কমেন্ট করার সময় এটি ব্যবহার করা যায়। আজকে আমরা জানবো কিভাবে ফোরামে ব্যাকলিন্ক ব্যবহার করতে পারি।
ফোরামে ব্যাক লিংক ব্যবহার করতে হলে আপনাকে একটি Code ব্যবহার করতে হবে। যাকে বলা হয় BB Code. প্রথমে আপনি আপনার ফোরাম পোস্টটি পরিপূর্ণভাবে লিখে নিন, এবার আপনি কোন শব্দ বা লাইনটি কোড করতে চান সেটি নির্বাচন করুন। অন্য একটি পাতায় আপনি এই BB Code টি লিখুন

 

[url=http://www.******.org]********* [/url]
এই কোড লাইনটি লেখার পরে [url= এর পরে আপনি যে লিংকটি ব্যাক লিংক করতে চান সেটি বসান এই ] চিহ্নের পূর্ব পর্যন্ত, এবার এই ] চিহ্নের পরে আপনি আবার ব্যাক শব্দ বা লাইনটি বসান এই [ চিহ্নের পূর্ব পর্যন্ত। ব্যাস আপনার কাজ শেষ, এবার যে শব্দ বা লাইনটিতে ব্যাক লিংক করবেন সেটিকে মুছে তার পরিবর্তে এই BB Code বসিয়ে লেখা পোস্ট করুন। দেখবেন আপনার শব্দের বিপরীতে ব্যাক লিংক দেখাচ্ছে। মনে রাখবেন আপনি যদি BB Code বসানোর সময় বা তৈরির সময় সামান্যতম ভুল অক্ষর টাইপ করেন তবে আপনার ব্যাক লিংক কাজ করবে না।
আশাকরি এই পোস্টটি আপনাদের ভাল লেগেছে। আপনি এই পদ্ধতি অনুসরণ করে ফোরামে কমেন্ট করার সময়ও ব্যাক লিংক ব্যবহার করতে পারবেন।

VBScript দিয়ে কম্পিউটার এর সাথে চ্যাট ।

chatbot by anwar jahid

VBScript দিয়ে কম্পিউটার এর সাথে চ্যাট । এই চ্যাট মেশিন তৈরি করে বন্ধুদের বলতে পারবেন যে আপনি কম্পিউটার এর সাথে আড্ডা দিচ্ছেন বা চ্যাট করছেন। কিন্তু কিভাবে? লজিকটা একদম সিম্পল সেটা হচ্ছে যে, আমরা কিছু প্রশ্ন এবং উত্তর আগে থেকে কম্পিউটার প্রোগ্রাম টিতে ইনপুট করে রাখব তাহলে আপনি যখনি কিছু জিজ্ঞাশ করবেন মানে প্রশ্ন করবেন কম্পিউটার তখন সেই উত্তর গুলো একে একে করে দিয়ে যানে। আসলে এটা শুধু মজার করার একটি প্রোগ্রাম ছাড়া কিছুই নয়।
1

শুরুতেই আপনার notepad ওপেন করুন
2

এবার নিচের কোডিং গুলো নোটপ্যাড এ পেস্ট করে দিন।

dim fname
fname=inputbox(Bhaijan What is ur name”)
fname=inputbox(“How are you feeling ” & fname)
fname=inputbox(“Moja paisen ” & fname)
fname=inputbox(“NIrshartho Valobasha”)
fname=inputbox(“Akhon Bye”)
এই লিখা গুলোর সাথে আরো কিছু সেম ফরম্যাট ব্যাবহার করে যুক্ত করে দিতে পারেন।
3

এবার এটি Save As দিয়ে সেভ করুন।

“Save as type” অবশ্যই “All Files” দিবেন
“chatbot.vbs” নামে সেভ করুন
4

এবার প্রোগ্রামটি ওপেন করে কম্পিউটার এর সাথে আড্ডা দিন :p