আপনার উইন্ডোজ ৮ (Windows 8) পিসি এর সুরক্ষা

আপনার উইন্ডোজ ৮(Windows 8) পিসি এর সুরক্ষা

মাইক্রোসফট এর দাবি মতে উইন্ডোজ ৮, মাইক্রোসফটের সবচেয়ে নিরাপদ অপারেটিং সিস্টেম।

চলুন আমরা দেখে নেই আপনার উইন্ডোজ ৮ পিসি নিরাপদ করার জন্য কিছু উপায়।

যেহেতু উইন্ডোজ ৮ UEFI (ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস) উপর নির্মিত হয়, তাই আপনি নিরাপদ বুট সুবিধা গ্রহণ করতে পারেন; এমনকি উইন্ডোজ ৮ আপনার সিস্টেম এ বুট করার আগেই স্ক্যান করতে পারেন এবং নিশ্চিত করতে পারেন সিস্টেম উপাদান গুলো ঠিক আছে কিনা।

পিন/ পাসওয়ার্ড ব্যবহার:

যথারীতি আপনি কম্পিউটার এ লগইন করতে একটি পিন / পাসওয়ার্ড সেট করতে পারেন।

এছাড়াও আপনি একটি ছবি পাসওয়ার্ড বা পিকচার পাসওয়ার্ড সেট করতে পারেন. প্রথমে একটি ছবি নির্বাচন করুন, ছবিটিতে কিছু ভঙ্গি/ইঙ্গিত (Gesture) আঁকুন বা আকৃতি তৈরি করুন যা উইন্ডোজ ৮ সংরক্ষণ করবে। লগইন এর সময়ে আপনাকে একই অঙ্গভঙ্গি অঙ্কন করতে হবে। আপনি পিকচার পাসওয়ার্ড সেট করতে পারেন যথাক্রমে PC settings->user তারপর create picture password বাটন এ ক্লিক করে, বাকিটা উপরের বর্ণনা মত অনুসরণ করুন।
এছারা উইন্ডোজ ৮ এ মুখ সনাক্তকরণ (Face Detection) এবং স্বয়ংক্রিয় লগইন / লগ অফ বৈশিষ্ট্য বা অপশন ও রয়েছে।

উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার:

আপনি স্পাইওয়্যার ও মালওয়ার থেকে আপানার পিসি সুরক্ষারতে উইন্ডোজ ডিফেন্ডার ইনস্টল করতে পারেন ।
এটা করতে স্টার্ট স্ক্রীন এ ডিফেন্ডার টাইপ করলেই অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, এটি যদি নিষ্ক্রিয় করা থাকে তবে আপনাকে প্রথমে অন্যান্য অ্যান্টিভাইরাস আনইন্সটল বা ফেলে দিয়ে ডিফেন্ডার সক্রিয় করতে হবে এবং তারপর আবার অন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার পুনরায় ইনস্টল করতে হবে।

ফায়ারওয়াল ব্যবহার :

ফায়ারওয়াল বাইরের অবাঞ্ছিত প্রবেশাধিকার থেকে আপনার পিসিকে রক্ষার্থে সর্বদাই নিয়োজিত থাকে।
আপনি ব্যক্তিগত নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কের জন্য নিয়ম নির্ধারণ করতে পারবেন. পাবলিক নেটওয়ার্ক সেটিংস আরো কঠোর হওয়া উচিত. আপনি আগত সকল রিকোয়েস্ট ব্লক করার জন্য কনফিগার করতে পারেন; অথবা আপনি সব ইনকামিং এক্সেস রিকুয়েস্ট এর জন্য নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কনফিগার করতে পারেন এবং তারপর পৃথকভাবে অনুমতি দিতে পারেন।ফায়ারওয়াল চালু করুন।

অ্যাকশান সেন্টার ব্যবহার :

সিকিউরিটি সেটিংস্‌ পরীক্ষা ও পরিবর্তন করতে কন্ট্রোল প্যানেল এর অ্যাকশান সেন্টার (Action center) ব্যবহার করুন। অ্যাকশান সেন্টার এর অধিনস্ত ‘User Account Control Settings’ কনফিগার করুন। আপনি আপনার সিস্টেমের সকল পরিবর্তনের জন্য বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান পেতে যাতে সবচেয়ে কঠোর সেটিংস ব্যবহার করুন। অ্যাকশান সেন্টার এর অপশন গুলো দেখে নিন এবং এগুলোকে উপযুক্তভাবে কনফিগার করুন যেমন Alert বা সতর্কবার্তা এবং সিস্টেম নোটিফিকেশান চেকিং বা পরীক্ষন, সংরক্ষিত মেসেজ গুলোকে পরীক্ষা ও পরিচালনা করা ,অচেনা কোন অ্যাপ্লিকেশন এবং অনুরূপ অ্যাপ্লিকেশন গুলোর সাথে কি করতে হবে তা কনফিগার করা।

প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন;

আপনি আপনার অবস্থান সম্পরকিত তথ্য অ্যাক্সেস করার অনুমতি না দিতে চাইলে কনফিগার করতে পারেন,আবার আপনি কেবল বেছে বেছে অনুমতি দিতে পারেন।
ব্যবহার করুন PC Settings->Privacy।

জিটিএ গেমের কয়েকটি প্রয়োজনীয় চিট কোড

1. জিটিএ গেমের কয়েকটি প্রয়োজনীয় চিট কোড

বর্তমান সময়টি তথ্য ও প্রযুক্তির সময়। প্রযুক্তি আমাদের কাজ কর্মকে যেমন সহজ করেছে ঠিক তেমনি এটি আবার আমাদের পৃথিবীকে ছোট করে দিয়েছে। প্রযুক্তির কল্যাণে আমরা এখন যেকোনোও কাজ খুব সহজে এবং দ্রুত করতে পারি। তথ্য প্রযুক্তির মধ্যে যেসকল বিষয় সবচেয়ে বেশী আলোচিত হয় গেমস তাদের মধ্যে অন্যতম। কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করে কখনও গেমস খেলেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। গত কয়েক বছর আগেও গেমের বাজার তেমন চাঙ্গা না থাকলেও বর্তমানে এটি খুবই জনপ্রিয়। বাজারে যে সকল গেমস গুলো দেখতে পাওয়া যায় জিটিএ তাদের মধ্যে অন্যতম। এই গেমসটি ছোট-বড় সবার কাছেই খুবই জনপ্রিয়। যারা জিটিএ গেম খেলে থাকে চিট কোড তাদের কাছে একটি উপকারী বিষয়। আজ আমি আপনাদের জিটিএ গেমের কয়েকটি প্রয়োজনীয় চিট কোড জানাবো।
তাহলে আসুন জানা যাক:
• বিপদ জনক গাড়ি চালানো : YLTEICZ
• সকল গাড়িকে বিধ্বস্ত করা : allcarsgoboom
• সব গাড়িকে নেটে দেয়া : COXEFGU অথবা SPEEDFREAK
• সকল সবুজ বাতি জ্বালানো : ZEIIVG
• সর্বদা মধ্যরাত : NIGHTPROWLER অথবা XJVSNAJ
• বীচ পার্টি : CIKGCGX
• ব্ল্যাক ট্রাফিক চালনা : IOWDLAC
• বোট শূন্যে উড়ানো : AFSNMSMW অথবা FLYINGFISH
• গাড়ি উড়ানো : RIPAZHA
• ওয়ান্টেড লেবেল পরিষ্কার করা : ASNAEB
• কুয়াশাচ্ছন্ন আবহাওয়া : CFVFGMJ
• লম্বা লম্বা লাফ : KANGAROO অথবা LFGMHAL
• নো ওয়ান্টেড লেভেলে আসা : TESTEDUCATIONALSKILLS
• বৃষ্টি মুখর আবহাওয়া : AUIFRVQS
• অস্ত্র বৃদ্ধি করা : guns guns guns
• বালু ঝড় তৈরি : CWJXUOC
• সিক্স স্টার লেভেল : BRINGITON অথবা LJSPQK

আজ এই পর্যন্ত, সামনের পর্বে আরও নতুন কিছু কোড সম্পর্কে জানানোর চেষ্টা করবো। আশাকরি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।

মাই স্পেস এর মাধ্যমে টাকা উপার্জন

লেখকঃ শামিম অভি

মাই স্পেস এর মাধ্যমে টাকা উপার্জন করার অনেকগুলু উপায় আছে, পন্নের বিজ্ঞাপন করা এদের মধ্যে সবচেয়ে ভাল।

এ মাধ্যমে আয় করার কয়েকটি উপায় হলঃ
আফিলিএত মারকেতিংঃ মাই স্পেচে-এ সুবিধাজনক পন্নের বিজ্ঞাপন করে আফিলিএত মারকেতিংঃ করা সম্ভব,যার মাধ্যমে ভাল আয় করা যায়।

মাল্টি লেভেল মারকেতিংঃএ পদ্ধতিতে পণ্যকে কয়েক ধাপ মার্কেটিং এর খরচ কমিয়ে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেয়া হয়।

সরাসরি মার্কেটিং ঃএভাবে ক্রেতা ইন্তেরনেতে সরাসরি অর্ডার দিয়ে পণ্য কেনেন।
এগুল ছাড়া আরও কতগুলো উপায়ে মাই স্পেস ব্যাবহার করে অর্থ উপার্জন করা যায়।
ব্লগ, সাইট ইত্যাদির ভিসিতর সৃষ্টি করেও অর্থ উপার্জন করা যায়।

ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ছাড়া পোষ্ট ভিউ কাউন্টার যুক্ত করবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ছাড়া পোষ্ট ভিউ কাউন্টার যুক্ত করবেন যেভাবে।

যেভাবে আপনার সাইটে যুক্ত করবেন।

প্রথমে আপনার সাইটে লগিন করুন।এরপর Dashboard থেকে Appearance>Editor এ যান।এরপর বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর নিচের কোড টুকু কপি করে ?> আগে যুক্ত করুন।আপনি চাইলে নতুন একটা পি.এইচ.পি ব্লকের মধ্যেও কোড টুকু যুক্ত করতে পারেন।

// function to display number of posts.
function getPostViews( $postID ){
$count_key = ‘post_views_count’ ;
$count = get_post_meta( $postID , $count_key , true);
if ( $count == ” ){
delete_post_meta( $postID , $count_key );
add_post_meta( $postID , $count_key , ‘0’ );
return “0 View” ;
}
return $count . ‘ বার পড়া হয়েছে’ ;
}

// function to count views.
function setPostViews( $postID ) {
$count_key = ‘post_views_count’ ;
$count = get_post_meta( $postID , $count_key , true);
if ( $count == ” ){
$count = 0;
delete_post_meta( $postID , $count_key );
add_post_meta( $postID , $count_key , ‘0’ );
}
else {
$count ++;
update_post_meta( $postID , $count_key , $count );
}
}

// Add it to a column in WP-Admin
add_filter( ‘manage_posts_columns’ , ‘posts_column_views’ );
add_action( ‘manage_posts_custom_column’ , ‘posts_custom_column_views’ ,5,2);
function posts_column_views( $defaults ){
$defaults [ ‘post_views’ ] = __( ‘Views’ );
return $defaults ;
}

function posts_custom_column_views( $column_name , $id ){
if ( $column_name === ‘post_views’ ){
echo getPostViews(get_the_ID());
}
}

এবার আপনার থিমের single.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং নিচের কোড টুকু খুজে বের করুন।

<?php if(have_posts()) : ?>
<?php while(have_posts()) : the_post(); ?>

কোড টুকু খুজে পেলে তার নিচে,নিচের কোডটুকু যুক্ত করুন।

<?php setPostViews(get_the_ID());?>

এবার আপনার থিমের index.php/loop.php এডিটরে ওপেন করুন এবং নিচের কোডটুকু খুজে বের করুন।

<?php if(have_posts()) : ?>
<?php while(have_posts()) : the_post(); ?>

কোডটুকু খুজে পেলে তার নিচে যেখানে আপনি পোষ্ট ভিউ কাউন্টার দেখাতে চান সেখানে নিচের কোডটুকু যুক্ত করুন।

<?php echo getPostViews(get_the_ID());?>

উপরের কাজ টুকু ঠিকঠাক ভাবে করতে পারলে,আপনার সাইটের হোমপেজ রিফ্রেশ করে দেখুন পোষ্ট ভিউ কাউন্টার যুক্ত হয়েছে।

আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার।

আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার। বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কারের ফলে আমরা আইফোন, ৩জি, ৪জি ব্যবহার করতে পারছি। এর ফলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অ্ন্যা প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি অতি সহজে। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে। এর ফলে আমরা ঘরে বসেই শিক্ষা অর্জন করতে পারছি। আইফোন ব্যবহার করে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের তাপমাত্রা, সময়, অর্থনৈতিক অবস্হা সম্বন্ধে জানতে পারি। আইফোন আবিষ্কারের ফলে আমরা বিজ্ঞানের অজানা সহস্যকে জানতে পারি অতি সহজেই। আমরা আইফোনের মাধ্যমে টেলিফ্লিম, গান শুনতে পারি। যেটি আগে কখনো সম্ভব ছিল না। আইফোনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। তাই বিজ্ঞানের এই অন্যতম আবিষ্কারের কথা বলে শেষ করা যাবে ন।

কম্পিউটার বিজ্ঞান এক অবিস্মরণীয় আবিষ্কার

কম্পিউটার বিজ্ঞান এক অবিস্মরণীয় আবিষ্কার। এই আবিষ্কারের ফলে আমরা ঘরে বসেই অনেক কিছু করতে পারি। ।আমরা এখন ঘরে বসেই টাকা উপার্জন করতে পারি বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে। কম্পিউটার আমাদের জীবনকে অনেক গতিময় করে দিয়েছে। এটি কাজ করে দ্রুত গাতিতে যা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। কম্পিউটারের পক্ষে যা করা সম্ভব মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। কম্পিউটার উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে কিন্তু মানুষ তা করতে পারে না। কম্পিউটারের মাধ্যমে আমরা গান, ছবি, টেলিভিশন, খবর, ম্যাগাজিন ইত্যাদি সম্বন্ধে জানতে পারি অতি সহজেই। কম্পিউটার আবিষ্কারের ফলে অনেক দুরারোগ্য ব্যধি দূর হয়েছে অনেক সহজেই। কম্পিউটার আমাদের বিরক্তিকর জীবন দূর করতে সাহা্য্য করে। কম্পিউটার আবিষ্কারের ফলে মানুষের সময়, শ্রম, টাকা ই্ত্যাদি অনেক বেঁচে গিয়েছে। তাই বিজ্ঞানের এই অসামান্য আবিষ্কারের কথা বলে শেষ করা যাবে না।

প্রতিরোধী যক্ষ্মার জন্য একটি নতুন ড্রাগ (MDR TB)

1. Md Siddiqur Rahman,

http://www.sportsmedicalteam.com/

প্রতিরোধী যক্ষ্মার জন্য একটি নতুন ড্রাগ (MDR TB)

যক্ষ্মা কি?

যক্ষ্মা একটি প্রাণঘাতী রোগ এবং বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কারন যক্ষ্মার ওষুধ সীমিত সংখ্যক পাওয়া যায়। এটি প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস্ নামক ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক ব্যাধি, যা বাতাসের মাধ্যমে একজন থেকে আরেক জনের শরীরে ছড়ায়।

প্রতিরোধী যক্ষ্মা ( MDR টিবি ) কি?

আজ পর্যন্ত যক্ষ্মার মাত্র দুইটি কার্যকর ওষুধ পাওয়া যায় Isoniazid এবং Rifampin, রোগীদের দীর্ঘদিন পর্যন্ত এই ওষুধ সেবন করে যেতে হয়। যদি কোনো রোগী ওষুধের কোর্স শেষ হওয়ার আগেই সুস্থ বোধ করে এবং ওষুধ খাওয়া ছেড়ে দেয়, তাহলে সম্ভাবনা আছে যে, ব্যাক্টেরিয়া পূনরায় আক্রমন করবে এবং সে ক্ষেত্রে Isoniazid এবং Rifampin খুব একটা কাজ করে না, যক্ষ্মার এই অবস্থাকে প্রতিরোধী যক্ষ্মা বা MDR টিবি বলা হয়.

প্রতিরোধী যক্ষ্মা জন্য নতুন ড্রাগ ( MDR টিবি )

Rifampin ১৯৭০ সালে TB এর জন্য একমাত্র অনুমদিত ড্রাগ ছিল, তার ৪০ বছর পর FDA প্রতিরোধী যক্ষ্মা বা MDR টিবি এর জন্য নতুন ওষুধ Bedaquiline অনুমোদন করেছে। Bedaquiline যক্ষ্মার MDR পরিস্থিতির ক্ষেত্রে একটি কার্যকর ওষুধ।

2. http://sitestree.com/2013/01/09/a-new-drug-in-the-world-for-multidrug-resistant-tuberculosis-mdr-tb/

স্মার্ট/বুদ্ধিমান ঘড়ি । Smart Watch

রাশেদা ইয়াসমিন নিপা, সাইদ আহমেদ

স্মার্ট ওয়াচ যন্ত্রটি সম্পূর্ণ নতুন। ওয়াচ/ঘড়ি প্রায় অপ্রচলিত একটি পরিনত হয়েছে, সেই ওয়াচই এখন প্রয়োজনের চেয়ে অধিক ফ্যাশনে পরিণত হতে চলেছে। স্মার্ট ওয়াচ যেসব কার্যক্রম সম্পাদন করতে পারে-

১। সময় দেখা।

২। কল অ্যালার্ট, মিসকল অ্যালার্ট পাওয়া যায়।

৩। ফেসবুক, টুইটার অ্যালার্ট পাওয়া।

৪। ভাইভ্রেশন অ্যালার্ম (ঘুম থেকে জাগার জন্য) এর ব্যবস্থা রয়েছে।

৫। এর দারা স্মার্টফোন কন্ট্রোল করা যাবে।

৬। ছবি তোলা এবং ভিডিও করা যেতে পারে।

৭। হৃৎস্পন্দন এর ট্র্যাক রাখা যায়।

৮। ইউ এস বি স্টিকের ফাংশন থাকতে পারে।

সাম্প্রতিক যেসব স্মার্ট ওয়াচ এর নাম পাওয়া যায়-

১। স্যামসাং গ্যালাক্সি গিয়ার।

২। প্যাব্যল।

৩। সনি স্মার্ট ওয়াচ।

এছাড়া গুগল এবং অ্যাপল ও একে নিয়ে কাজ করছে।

 

ইংরেজিতে বিস্তারিত পরতে নীচের লিঙ্ক এ যান।

http://sitestree.com/2013/11/03/smart-watch-and-smart-watch-for-programmers/

WordPress এর Plugins যা আমি ব্যবহার করেছি; অন্ততপক্ষে install করেছি ।

Akismet: http://akismet.com/

amr users: http://wordpress.org/plugins/amr-users/

Captcha: http://bestwebsoft.com/plugin/:

Facebook: http://wordpress.org/plugins/facebook/

Jetpack by WordPress.com:http://www.cozmoslabs.com/2011/04/12/wordpress-profile-builder-a-front-end-user-registration-login-and-edit-profile-plugin/

Profile Builder: http://www.cozmoslabs.com/2011/04/12/wordpress-profile-builder-a-front-end-user-registration-login-and-edit-profile-plugin/

WP Super Cache: http://ocaoimh.ie/wp-super-cache/

All in one Facebook Plugins for WordPress: http://www.w3xperts.com/all-in-one-facebook-plugins-for-wordpress/

 

Always Remember Me: http://ozh.org/

 

WP-Member:  http://rocketgeek.com/

 

Categories to Tags Converter Importer: http://wordpress.org/extend/plugins/wpcat2tag-importer/

Category Checklist Tree:http://scribu.net/wordpress/category-checklist-tree

 

Custom Contact Forms: http://taylorlovett.com/wordpress-plugins

 

DB-Toolkit: http://dbtoolkit.co.za/

Email Login: http://dentedreality.com.au/projects/wp-plugin-email-login/

 

Email Users: http://wordpress.org/extend/plugins/email-users/

 

Event Espresso Lite – Event Registration and Management: http://eventespresso.com/

Global Hide/Remove Admin Bar Plugin: http://fischercreativemedia.com/wordpress-plugins/global-hide-admin-bar-plugin/

 

Gravity Forms Toolbar:http://genesisthemes.de/en/wp-plugins/gravity-forms-toolbar/

 

Job Manager:http://pento.net/projects/wordpress-job-manager-plugin/

 

User Switching:http://lud.icro.us/wordpress-plugin-user-switching/

 

Viper’s Video Quicktags: http://www.viper007bond.com/wordpress-plugins/vipers-video-quicktags/

 

WordPress MU Domain Mapping: http://ocaoimh.ie/wordpress-mu-domain-mapping/

PHP এর কিছু লাইব্রেরী function. random নাম্বার বানানো

By Sayed Ahmed:

int rand ( void ) : একটা random নাম্বার দিবে । mt_rand() ও একটা random নাম্বার দিবে কিন্তু তুলনামুলক ভাবে ভালো এলগরিদম ব্যবহার করবে।

int rand ( int $min , int $max ) : একটা random নাম্বার দিবে কিন্তু min এবং max এর ভিতরে ।

int getrandmax(void) — সর্বোচ্চ random নাম্বার দিবে. কিছু কিছু প্লাটফরমে সর্বোচ্চ হচ্ছে 32767

void srand ([ int $seed ] ) random নাম্বার এর বীজ সেট করার জন্য ব্যবহার হয় ।

—-
int mt_rand ( void ) : একটা random নাম্বার দিবে যা rand() এর চাইতে চার গুন দ্রত উৎপন্ন হবে । সবসময় এই ফাংশন টা ব্যবহার করাটাই আসলে ভালো ।

int mt_rand ( int $min , int $max ) : একটা random নাম্বার দিবে যা min এবং max এর ভিতরে ।

mt_rand () এর ক্ষেত্রে mt_getrandmax () — সর্বোচ্চ random নাম্বার উৎপন্ন করবে ।

string openssl_random_pseudo_bytes ( int $length [, bool &$crypto_strong ] ) ঃ ফাংশন টি random ওয়ার্ড/ডাটা দিবে $length এর সমান । সাথে সাথে বলবে যে random নাম্বার উৎপন্ন করার জন্য কোন শক্তিশালী লজিক/এলগরিদম ব্যবহার করা হয়েছে কিনা ।

অন্য কিছু সম্পর্কিত ফাংশন

bin2hex() –
crypt() –
mt_rand() –
uniqid() –

উদাহরণ :

for ($i = -1; $i <= 4; $i++) {
$bytes = openssl_random_pseudo_bytes($i, $cstrong);
$hex = bin2hex($bytes);

echo “Lengths: Bytes: $i and Hex: ” . strlen($hex) . PHP_EOL;
var_dump($hex);
var_dump($cstrong);
echo PHP_EOL;
}
?>

Output:

Lengths: Bytes: -1 and Hex: 0
string(0) “”
NULL

Lengths: Bytes: 0 and Hex: 0
string(0) “”
NULL

Lengths: Bytes: 1 and Hex: 2
string(2) “42”
bool(true)

Lengths: Bytes: 2 and Hex: 4
string(4) “dc6e”
bool(true)

Lengths: Bytes: 3 and Hex: 6
string(6) “288591”
bool(true)

Lengths: Bytes: 4 and Hex: 8
string(8) “ab86d144”
bool(true)

Ref: php.net