HTML হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়।

নাভিদ তাসনিম

HTML 5

HTML হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়।একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভলপার হতে গেলে অবশ্যই HTML সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।এখন প্রশ্ন হতে পারে HTML ছাড়াই তো Microsoft Frontpage, Adobe Dreamweaver, Webpage Maker,Wordpress, Joomla ব্যবহার করে সুন্দর ওয়েব পেজ তৈরি করা যায়,HTML এর প্রয়োজন কি তাহলে? প্রয়োজনটা হল এটাই যে HTML জানা বাদে একজন নিজের মতো পুরোপুরি ওয়েব পেজ কাস্টমাইজেশন করতে পারে না।তাছাড়া সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর জন্যও HTML জানা অতীব গুরুত্বপূর্ণ।

HTML এ সাধারনত তিন প্রকার ট্যাগ থাকে।
যথা- HEAD ট্যাগ,HTML ট্যাগ এবং BODY ট্যাগ।

HTML এর সর্বশেষ সংস্করন হল HTML 5।পরিবর্তন হিসেবে HTML 5 এ কিছু নতুন ট্যাগ সংযোজন করা হয়েছে।নিম্নে সেগুলো দেয়া হল:

<audio>
<video>
<source>
<embed>
<datalist>
<keygen>
<output>
<article>
<aside>
<command>
<wbr>
<time>
<section>
<details>
<figure>
<summary>
<footer>
<header>
<figcaption>
<mark>
<ruby>
<rt>
<rp>
<progress>
<nav>
<hgroup>
<mark>
<meter>