এইচটিএমএল টেবিল (HTML Table)

HTML Table

মো: আশিকুজ্জামান আশিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

HTML টেবিল ব্যবহার করে আমরা কোন web পেজে বিভিন্ন ধরনের পরিসংখ্যানমূলক ডেটা পাঠকের নিকট আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবো।

HTML টেবিলের উদাহরন

এই পর্যায়ে আমরা একটি HTML টেবিলের উদাহরন দেখব:

সিরিয়াল নাম্বার নামের প্রথম অংশ নামের শেষ অংশ নাম্বার
১. আল আমিন ৯০
২. মেহেদি হাসান ৮৫
৩. রোজিনা আক্তার ৭৭
৪. মাহফুজুর রহমান ৭৬
৫. তানজিলা আক্তার ৬৯

 

এই টেবিলটি তৈরি করার জন্য আপনি নিচের কোডটি কপি করে আপনার ব্লগে ব্যবহার করতে পারেন।


<table style="width:100%">
 <tr>
<th> সিরিয়াল নাম্বার </th>
 <th> নামের প্রথম অংশ </th>
 <th> নামের শেষ অংশ </th>
 <th>  প্রাপ্ত নাম্বার </th>
 </tr>
 <tr>
 <td> ১.</td>
 <td> আল</td>
 <td> আমিন</td>
<td> ৯০</td>
 </tr>
<tr>
 <td> ২.</td>
 <td> মেহেদি</td>
 <td> হাসান</td>
<td> ৮৫</td>
 </tr>
 </table>

 

এইভাবে আপনি <tr> থেকে </tr> পর্যন্ত অংশ পর্য়ন্ত অংশটুকু বার বার ব্যবহার করে টেবিলের সাইজ বাড়াতে পারেন।

এবার এই টেবিলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্যাগ এর ব্যবহার সম্পর্কে কিছু তথ্য জানি।

<table> এবং </table> ট্যাগ দ্বারা কোন টেবিলের শুরু এবং শেষ চিহ্নিত করা হয়।

<tr> এবং </tr> ট্যাগ দ্বারা কোন টেবিলে ব্যবহৃত row বা সারির শুরু এবং শেষ নির্দেশ করা হয়।

<td> এবং </td> ট্যাগ দ্বারা কোন টেবিলের row বা সারিগুলোকে ছোট ছোট সেলে বিভক্ত করা হয়।

<th>  এবং </th> ট্যাগ দিয়ে কোন টেবিলের হেডিংকে চিন্হিত করা হয়। [সাধারনত এই ট্যাগ ব্যবহার করলে লেখাগুলো ‘Bold’ বা মোটা হয়ে web-পেজে দেখাবে।]

 

HTML টেবিলে Border ট্যাগ এর ব্যবহার

HTML টেবিলকে আকর্ষনিয় করতে আমরা অনেক সময় Border ট্যাগ ব্যবহার করে থাকি। এই ট্যাগ ব্যবহার করে টেবিলের বর্ডার প্রয়োজন অনুযায়ি মোটা এবং চিকন করে উপস্থাপন করতে পারবেন।

 

উদাহরন:


<table border="1" style="width:100%">
 <tr>
 <td>হাসান</td>
 <td>জামিল</td>
 <td>৫০</td>
 </tr>
 <tr>
 <td>কবির</td>
 <td>খান</td>
 <td>৯১</td>
 </tr>
</table>

এখানে “<table border=”1″ style=”width:100%”>” দ্বারা একই টেবিলের Border মোটা বা চিকন ভাবে উপস্থাপন করতে পারবেন। “1” এর মান ইচ্ছে মত পরিবর্তন করে বর্ডার পরিবর্তন করতে পারবেন।

 

জাভা সম্পর্কে প্রাথমিক তথ্যসমূহ

জাভা সম্পর্কে প্রাথমিক তথ্যসমূহ

মৃত্যুঞ্জয় বিশ্বাস (mrityunjoy.suvra13@gmail.com)

জাভা একটি শক্তিশালী প্রোগ্রাম ল্যাঙ্গুএজ। এটি ক্রস প্লাটফর্মকে সাপর্ট করে। সান মাইক্রোসিষ্টেম ৯০ এর দশকের শুরুর দিকে এটি তৈরি করে। এটি পৃথিবীর যেকোন অপারেটিং সিষ্টেমে রান করার ক্ষমতা রাখে। এটির ইউজার ইন্টারফেজ ব্যবহারকারীদের জন্য যথেষ্ঠ মনানসই। তবে এর ব্যবহারকারীদের সি প্রোগ্রামিং সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হয়। জাভা জনপ্রিয়তার অন্যতম কারনগুলো হলো-
১) পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল প্লাটফর্ম আন্ড্রয়েড জাভা সাপর্টেড।
২) ৩০ কোটির বেশী ডিভাইসে জাভা চলে।
৩) ক্রস প্লাটফর্ম হওয়ার কারনে যে কোন ডিভাইসে এটি চালান যায়।
জাভা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের অবশ্যই জাভা ডেভলপমেন্ট কিট থাকতে হবে।
সাধারণ ডাটা টাইপ:
লংগার টাইপ
বাইট ৮ বিট
সর্ট ১৬ বিট
আইএনটি ৩২বিট
লং ৬৪বিট

ফ্লোটিং পয়েন্ট টাইপ:
ফ্লোট ৩২বিট
ডাবল ৬৪বিট

পিএইচপি

পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট জন্য নির্মিত হলেও এটি প্রোগ্রামিং ভাষা হিসাবে ব্যবহার করা হয়। পিএইচপি এখন প্রায় ২৪৪ মিলিয়ন ওয়েবসাইট এবং ২.১ মিলিয়ন ওয়েব সার্ভারে ইনস্টল করা আছে। পিএইচপি লাইসেন্সের অধীনে একটি মুক্ত সফটওয়্যার।প্রতিটি অপারেটিং সিস্টেম ও প্ল্যাটফর্মে স্বতন্ত্র শেল হিসাবে পিএইচপি স্থাপন করা যায় এবং ওয়েব পাতা লোড হওয়ার আগে পিএইচপি কোড এইচটিএমএল রুপান্তরিত হয়। পিএইচপি এর সিনট্যাক্স অনেক যেমন সি, জাভা ইত্যাদি। পিএইচপি ওয়েব ডেভেলপারদের দ্রুত এবং সহজে পরিবর্তনশীল ওয়েব পাতা উত্পন্ন করতে সাহায্য করে। যা ইন্টানেট শিল্পের একটি বিশাল বিপ্লব। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজে পিএইচপির গুরুত্ব অপরিসীম।

ব্ল্যাকবেরী অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Blackberry Application Development)

ব্ল্যাকবেরী অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

Rahim Ullah

আপনি আপনার ব্ল্যাকবেরি ডিভাইসে ব্ল্যাকবেরি অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য ব্ল্যাকবেরি ডেস্কটপ ম্যানেজার ব্যবহার করতে পারেন। এছাড়াও , ওয়েব সাইট থেকে ব্ল্যাকবেরী অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য ব্ল্যাক বেরি ওয়েব ডেস্কটপ ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেনঃ http://na.blackberry.com/eng/support/downloads/#tab_tab_web_desktop

ব্ল্যাকবেরী অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান? আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান? ঘাবড়াবেন না – এটা সব সময়ে কঠিন না, যা আপনার প্রথম দর্শনে মনে হতে পারে – যদি আপনি সাধারণ প্রোগ্রামিং ভাল হন। যদি আপনার জাভা প্রোগ্রামিং সম্পর্কে দক্ষতা থাকে, আপনি এক দিনের কম সময়ে তা শিখতে পারবেন। ওয়েবসাইটে ব্ল্যাকবেরী সম্পর্কিত স্বল্প নোটগুলো পড়েন, J2ME এর একটি বই নেন। তারপর সঠিক কোড লেখা শুরু করেন।
আইফোন উন্নয়নের জন্য, আপনার অনুরূপ SDK সফ্টওয়্যার থাকতে হবে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম কোন আলাদা বিষয় না। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এর জন্য এখানে ক্লিক করুন: http://developer.android.com/

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1083

জাভা বীনঃ সাধারন ধারণা (Java Beans)

জাভা বীনঃ সাধারন ধারণা

জাভা বীন কি?
এটি এক ধরনের প্রযুক্তি। জাভা ব্যবহার করে আপনি একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন।

জাভা বীন সম্পর্কে কিছু বিশেষ বিশেষ ধারণা:

১. অন্তর্দর্শন: অন্তর্দর্শন বীন এর মাধ্যমে তাদের প্রপারটিজ, পদ্ধতি এবং ইভেন্ট প্রকাশ করা যায়। বীন দুটি পদ্ধতিতে অন্তর্দর্শন সমর্থন:
১.১: ডিজাইন প্যাটার্নস: ইন্ট্রস্পেচটর ক্লাস বীনের বৈশিষ্ট্য আবিষ্কারের জন্য তাদের ডিজাইন প্যাটার্ন পরীক্ষা করে।

১.২: বীনইনফো ক্লাসের মাধ্যমে বীনইনফো ইন্টারফেস কার্যকর করে।

২. প্রোপার্টিজ: এটি হল বীনের উপস্থিতি এবং আচরণ বৈশিষ্ট্য যা ডিজাইনের সময় পরিবর্তন করা যায়।

৩. বীন অন্যান্য বীনের সাথে যোগাযোগের জন্য ইভেন্ট ব্যবহার করে।

৪. পারসিস্টেন্স সেরিয়ালাইজেশন ব্যবহার করে বীণকে সংরক্ষণ এবং উদ্ধার করতে সক্ষম।

৫. বীন এমন পদ্ধতি প্রদান করে যা অন্যান্য বীন থেকে আনা যায়।

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=667&title=Java%20Bean%20:%20Basic%20Idea

কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজে পিএইচপির গুরুত্ব অপরিসীম।

পিএইচপি

পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট জন্য নির্মিত হলেও এটি প্রোগ্রামিং ভাষা হিসাবে ব্যবহার করা হয়। পিএইচপি এখন প্রায় ২৪৪ মিলিয়ন ওয়েবসাইট এবং ২.১ মিলিয়ন ওয়েব সার্ভারে ইনস্টল করা আছে। পিএইচপি লাইসেন্সের অধীনে একটি মুক্ত সফটওয়্যার।প্রতিটি অপারেটিং সিস্টেম ও প্ল্যাটফর্মে স্বতন্ত্র শেল হিসাবে পিএইচপি স্থাপন করা যায় এবং ওয়েব পাতা লোড হওয়ার আগে পিএইচপি কোড এইচটিএমএল রুপান্তরিত হয়। পিএইচপি এর সিনট্যাক্স অনেক যেমন সি, জাভা ইত্যাদি। পিএইচপি ওয়েব ডেভেলপারদের দ্রুত এবং সহজে পরিবর্তনশীল ওয়েব পাতা উত্পন্ন করতে সাহায্য করে। যা ইন্টানেট শিল্পের একটি বিশাল বিপ্লব। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাগুয়েজে পিএইচপির গুরুত্ব অপরিসীম।

কোড কনভেনশন কেন প্রয়োজন?: Why do you need code convention?

লেখকঃ নাদিম ইমন
কোড কনভেনশন কেন প্রয়োজন?
একটি সফটওয়্যারের জীবনচক্রের ৮০% সময়ই রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয়। খুব কম সময়য়েই মূল লেখক এই রক্ষণাবেক্ষণের কাজটি করে থাকেন। তাই কোড পাঠযোগ্য হওয়া একান্ত প্রয়োজন। কোড কনভেনশন সফ্টওয়্যারকে পাঠযোগ্য করে তুলে।
জাভা কোড কনভেনশন
• একটি স্টেটমেন্টে একই মান বিভিন্ন ভেরিয়েবল এর জন্য নির্ধারণ করা যাবে না।
• একটি ক্লাসের মেথড বা ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য অবজেক্ট এর পরিবর্তে ক্লাস এর নাম ব্যাবহার করতে হবে।
• উপযুক্ত কারণ ছাড়া কোনো ইনস্ট্যান্সের বা ক্লাস ভেরিয়েবলকে পাবলিক করা যাবে না। যখন ক্লাসটি একটি ডাটা স্টাকচার গঠন করবে, তখন পাবলিক ভেরিয়েবল ব্যবহার করা যাবে।
• দুটি ফাঁকা লাইন: একটি সোর্স ফাইলের বিভাগের মধ্যে, ক্লাস এবং ইন্টারফেস এর মধ্যে।
• একটি ফাঁকা লাইন: মেথডের মাঝে, মেথডের মাঝে লোকাল ভেরিয়েবল এবং প্রথম স্টেটমেন্ট এর মাঝে, একটি ব্লক অথবা লাইন এর পূর্বে, মেথডের ভিতর লজিকাল সেকশন এর মাঝে।
• ফাঁকা জায়গা: কীওয়ার্ড এবং বন্ধনী মধ্যে, যুক্তি তালিকায় কমার পরে , কাস্ট পরে।
• প্রতিটি লাইনে একটি স্টেটমেন্টে থাকা উচিত ।
• প্রতি লাইনে একটি ডিক্লারেশন থাকা বাঞ্ছনীয়।
• লোকাল ভেরিয়েবল যেখানে ডিক্লেয়ার করা হয় সেখানেই ইনিশিয়ালাজ করা উচিত।
• শুধুমাত্র ব্লক এর শুরুতে ডিক্লারেশন রাখা উত্তম।
• একটি মেথডের নাম এবং বন্ধনীর মধ্যে কোন ফাঁকা স্থান রাখা যাবে না।
• মেথড গুলু একটি ফাঁকা লাইন দ্বারা বিভক্ত করতে হবে।
• কোডের মাঝে কমেন্ট করার জন্য চার প্রকার পদ্দতি: ব্লক, একক লাইন, ,ট্রেইলিং এবং লাইনের শেষে।
• ডকুমেন্টেশন কমেন্ট জাভা ক্লাস, ইন্টারফেস , কন্সট্রাকটর , মেথড এবং ফিল্ডের ক্ষেত্র বর্ণনা করা হয়। ডকুমেন্টেশন কমেন্ট করার জন্য /*…*/ ব্যাবহার করা হয়।
• ডকুমেন্টেশন কমেন্ট: প্রতিটি ক্লাস, ইন্টারফেস ও মেম্বারের জন্য একটি কমেন্ট থাকবে। একটি শ্রেণীর প্রতি মন্তব্য , ইন্টারফেস , অথবা সদস্য
• ডকুমেন্টেশন কমেন্ট: শুধু ডিক্লারেশনের আগে প্রদর্শিত হওয়া উচিত।
• প্রতিটি লাইনে ৮০ অক্ষরের বেশী ব্যাবহার করা যাবে না।
• এই লিঙ্কে http://www.oracle.com/technetwork/java/codeconvtoc-136057.html জাভা কোড কনভেনশনের বিস্তারিত পাওয়া যাবে।

Reference:
http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=742&title=Code%20Conventions%20for%20the%20Java%20Programming%20Language

জাভা JDK 1.0.x এর সাহায্যে ফাইল খোলা এবং পড়া

জাভা JDK 1.0.x এর সাহায্যে ফাইল খোলা এবং পড়া
——————————————————————

১। ফাইল ক্লাস অনুযায়ী ফাইল খুলুন।

২। ফাইল অবজেক্ট ব্যাবহার করে একটি FileInputStream তৈরি করুন।

৩। FileInputStream কে BufferedInputStream এ রুপান্তর করুন যা আপনার ফাইল পড়ার গতিকে অনেক বাড়িয়ে দেবে।

৪। BufferedInputStream কে DataInputStream কনভার্ট করুন যা আপনাকে ফাইল পড়ার ক্ষেত্রে যথেষ্ট স্বাচ্ছন্দ্য প্রদান করবে।

৫। শেষ পর্যন্ত ফাইলটি পরুন।

নিচে প্রক্রিয়াটি দেখান হলঃ

File f = new File(“mydata.txt”);
FileInputStream fis = new FileInputStream(f);
BufferedInputStream bis = new BufferedInputStream(fis);
DataInputStream dis = new DataInputStream(bis);
String record = null;

try {

while ( (record=dis.readLine()) != null ) {
//
// put your logic here to work with “record”
//
}

} catch (IOException e) {
//
// put your error-handling code here
//
}

Ref: http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=652&title=Opening%20and%20reading%20files%20with%20Java%20JDK%201.0.x

জাভার নিয়মাবলী : Some important Java stuff

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=787&title=Java%20Rules

জাভার নিয়মাবলী
জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী প্রোগ্রাম লিখতে গেলে কিছু অবশ্য পালনীয় নিয়ম মেনে লিখতে হয়। কিছু জিনিস আছে যেগুলো করা যাবে না, আবার কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই মানতে হবে ; এই দুইয়ে মিলেই তৈরি হয়েছে জাভার নিয়মাবলী। নিচে জাভার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেয়া হলঃ

 
• অবজেক্ট (Object) এর ব্যবহার ছাড়া কোনভাবেই একটা ইন্সটান্স ভ্যারিএবল (Instance Variable) অথবা, একটা কোড ব্লককে (Code Block) একীভূত (Synchornize) করা যাবে না – জাভা প্রোগ্রামিং নিয়মমতে এটা পুরোপুরি নিষিদ্ধ।

 
• একটা ওভাররিডেন মেথড (Overriden Method) এর সাথে একটা যাচাই করা এক্সেপ্সন (Checked Exception) যুক্ত করা যাবে না।
• একটা সুপারক্লাস এর শ্রেণীকরণ (Seriallization) সবসময় সম্ভব নাও হতে পারে; কিন্তু, ওই সুপারক্লাস এর যে কন্সট্রাক্টর (Constractor) গুলি আছে তারা অবশ্যই একটা শ্রেণীকরণযোগ্য সাবক্লাস ইন্সটান্স (Seriallizable Subclass Instance) শ্রেণীমুক্ত (Desiriallized)করা হলেও রান করবে।
• লুয কাপলিং (Losse Coupling) – অন্য ক্লাসগুলোকে কোনরকম পরিবর্তন করা ছাড়াই, একটা ক্লাস এর বাস্তবায়ন পদ্ধতি (Implementation ) পরিবর্তন করা সম্ভব। যেমনঃ যদি ক আর খ যদি দুইটি ক্লাস হয় এবং তারা একে অন্যকে একেবারেই ব্যবহার (Use) না করে তাহলে বলা হবে যে তারা কাপল্ড নয়। এখন, যদি ক ক্লাসটি খ কে ব্যবহার করে কিন্তু, খ ক ক্লাসকে ব্যবহার না করে তাহলে বলা হবে তারা লুযলি কাপল্ড (Loosely Coupled)। আর, যদি ক আর খ দুজনেই দুজনকে সমানভাবে ব্যবহার করে তাহলে বলা হবে তারা টাইটলি কাপল্ড (Tightly Coupled)।
এখন, লুয কপলিং এর ক্ষেত্রে আশা করা হয় যে একটা ক্লাস তার সব মেম্বার (Member) গুলোকে প্রাইভেট (Private) রাখবে, আর অন্যটা গেটারস (getters) আর সেটারস (Setters) পদ্ধতিতে সেগুলোকে ব্যাবহার করতে পারবে।
মোটামুটি, এগুলই জাভার গুরুত্বপূর্ণ নিয়মাবলী। এগুলোর হেরফের হলে, প্রোগ্রাম রান করার পর এরর দেখাবে।

By:
Mohammad Saidur Rahman Akanda
Khulna University of Engineering & Technology (KUET)
Department of EEE
Email: sfahim113@gmail.com

এখন আপনিও পারবেন জাভা সফটওয়্যার এডিট করতে ও মাল্টিমিডিট বানাতে : Java and Multimedia

এখন আপনিও পারবেন জাভা সফটওয়্যার এডিট করতে ও মাল্টিমিডিট বানাতে
তনু রহমান

আসস্লামুয়ালাইকুম সবাই কে । অন্য প্রসঙ্গে না গিয়ে আসুন শুরু করা যাক
প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন : http://vube.com/Walter+Alexandre+ONE+MAN+BAND/nhZzKVEQU1/L/vote?t=p&p=ggo
আপনি যদি মোবাইল ব্যাবহারকারী হন তাহলে এখান থেকে: http://www.mediafire.com/download/pgnuzbr7aqk6ca6/Blue_ftp_v60.jar
এবার সফটওয়্যার টি ওপেন করে উপরের ফাইল টা এক্সট্রাক্ট করুন ,যদি নোকিয়া মোবাইল হয় তাহলে যে কোন অ্যাপ্লিকেশান এরOption>application access> data access> read user data > ask first time এবং Option>application access> data access>add and edit data > ask first time K‡i w`b এটা করলে বারবার yes চায়না। কোন কোন নোকিয়া সেটে ask first time নাও হতে পারে আমার নোকিয়া X2-00 হয়েছে।
এবার নিচের ধাপ অনুসরন করুন
ধাপ 1 : প্রথমে আমি যেসব সফটওয়্যার দিয়েছি সেখান থেকে minihalo নামক সফটওয়্যার টি open করুন। আপনি যে জাভা সফটওয়্যার এডিট করতে চান তার extention আগে থেকে যেন .zip থাকে মানে .jar থেকে .zip। আপনি blueftp সফট এর মাধ্যমে .zip করে দেবেন ব্যাস এবার minihalo এর মাধ্যমে জাভা সফটওয়্যার টি ভাঙ্গুন। দেখুন ঐ সফটওয়্যার এর নামে একটা ফোল্ডার তৈরি হবে। আপনি চাইলে ucweb টা দিয়ে সফটওয়্যার ডাউনলোড করে কাজ করতে পারেন এটা দিয়া আপনি snapshoot ও নিতে পারবেন। আপনি আরেকটি পদ্ধতিতে জাভা সফটওয়্যার ভাঙ্গতে পারেন .zip extention দেয়ার blueftp ওপেন করে জিপ ফোল্ডার টিতে ঢুকে সব ফাইল সিলেক্ট করে আনজিপ করলে ও হবে ।

ধাপ ২: আপনি যদি ঐ সফটওয়্যার এর নাম পরিবর্তন করতে চান তাহলে moby explorer নামক যে সফট তা আছে সেটা ওপেন করুন। এবার ঐ সফটওয়্যার এর META-INF ফোল্ডার এ MANIFEST.MF নামক যে ফাইল টি আছে তা option থেকে text editor এর মাধ্যমে এডিট করুন ব্যাস ২য় ধাপের কাজ শেষ।
ধাপ ৩: আপনি ইচ্ছা করলে সফটওয়্যার বিভিন্ন picture বা ইমেজ পরিবর্তন করতে পারেন blueftp এর মাধ্যমে। আপনি ঐ সব পরিবর্তন করার সময় যেটাকে পরিবর্তন করবেন সেটার নাম এবং আপনারটির নাম একই করে দিন তারপর আপনার পিকচার টি replece করে দিন আর দেখুন মজা। সফটওয়্যার class পরিবর্তন করতে চাইলে class_translator দিয়ে করুন। class পরিবর্তন করার পর save করলে leave a backup file অপশন টা আসলে no করে দিন কাজ শেষ ।
ধাপ ৫: সবকিছু করা শেষ হলে blueftp এর মাধ্যমে ঐ ফোল্ডার ভেতর থাকা সব কিছু সিলেক্ট করে compress to jar করুন তারপর _jar কেটে দিয়ে .jar করে অ্যাপ্লিকেশান টা চালান। আর উপভোগ করুন আপনার এডিট করা অ্যাপ্লিকেশান গুলোর।
Multimidlet ধাপ : আপনি প্রথমে যে সব সফটওয়্যার Multimidlet বানাবেন তার শেষে .zip extention দিন । এবং আপনার মেমোরি কার্ড এর root এ অর্থাৎ e:\ তে icon.png নামক একটা পিকচার দিয়ে রাখতে হবে । এরপর Multimidlet.jar নামক যে সফটওয়্যার টি আছে সেটা ওপেন করুন । এবার আপনার .zip এর অ্যাপ্লিকেশান গুলো সিলেক্ট করে view list থেকে start Merge করুন । নাম পরিবর্তন করবেন না । তারপর আবার start Merge এ ক্লিক করুন শেষ হলে মেমোরি কার্ড এর ভেতর Multimidlet নামক ফোল্ডার এর ভেতর দেখুন আপনার করা Multimidlet টি আছে । নাম হতে পারে test.jar_jar blueftp এর মাধ্যমে test.jar করে দিন আর উপভোগ করুন মজা । তবে আপনাকে একটু সাবধান থাকতে হবে, আপনার সফটওয়্যার গুলার মধ্যে যদি কনো সমস্যা থাকে তাহলে Multimidlet টিতে সমস্যা দেখা দেবে।

http://salearningschool.com/index.php?table=Articles&categoryID=32&category=Java