কম্পিউটার স্ক্রীন এবং ওয়েবক্যাম থেকে কিভাবে স্ক্রীন শট নিবেন অথবা কিভাবে ভিডিও টিউটরিয়াল বানাবেন ?

1. MD. ANISUR RAHMAN EMON
কম্পিউটার স্ক্রীন এবং ওয়েবক্যাম থেকে কিভাবে স্ক্রীন শট নিবেন অথবা কিভাবে ভিডিও টিউটরিয়াল বানাবেন ?

আপনি হয়তো কোন বিষয়ে অভিজ্ঞ এবং চাইছেন বিষয়টার উপর একটা ভিডিও টিউটরিয়াল তৈরি করবেন অথবা আপনি কোন একটা অনলাইন কাজ শেষ করার পর তার একটা ডকুমেন্ট রাখতে চাইছেন। এই কাজ গুলো আপনি খুব সহজেই করতে পারবেন Greenshot এবং dvdvideosoft নামক দুইটি সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার দুটি দিয়ে আপনি ডেস্কটপ এবং ওয়েবক্যাম দুই জায়গা থেকেই স্ক্রীনশট নিতে পারবেন। এই সফটওয়্যার এর ভিডিও এডিটিং ফিচার গুলোও চমৎকার।

নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হলঃ
১। ফ্রী স্ক্রীনশট সফটওয়্যার ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
http://sourceforge.net/projects/greenshot/?source=pdlp#screenshots

২। ফ্রী স্ক্রীন ভিডিও রেকর্ডার ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Screen-Video-Recorder.htm#.UwxXN_vLGe0
৩। যারা ল্যাপটপ ব্যাবহার করেন তারা windowskey+Fn এক সাথে চেপে ধরে PrntScr চাপুন। তাহলেই আপনার স্ক্রীন শট পেয়ে যাবেন।

2. http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1362

আসুন খেলি চ্যালেঞ্জিং গেম DJ Hero-2

রাসেল বাবু
ঠিকানা: কাটিয়া সরকার পাড়া, সাতক্ষীরা।

“আসুন খেলি চ্যালেঞ্জিং গেম DJ Hero-2”

বর্তমান সময়ে ভিডিও গেম একটি উৎকৃষ্ট বিনোদনের মাধ্যম। সব বয়সের মানুষের কাছে ভিডিও গেম একটি আনন্দ দায়ক বস্তু। বিশেষ করে ছোট ছেলে-মেয়েরাই সবচেয়ে বেশি আসক্ত এই বিনোদন মাধ্যমে। শিশু থেকে শুরু করে বয়স্করাও এই ভিডিও গেমের প্রতি দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন ওয়েবসাইট ও দোকান গুলোতে বিভিন্ন প্রকার গেমের সন্ধান পাওয়া যায়। DJ Hero-2 তার মধ্যে অন্যতম। আসুন এখন এ গেম সম্পর্কে আমরা কিছু জানি।

DJ Hero-2 একটি ছন্দময় ভিডিও গেম। DJ Hero-2, গিটার হিরো সিরিজের একটি Spinoff একটি নতুন গেম। DJ Hero-2 টার্নট্যাবলিজম অনুকরণে তৈরি করা হয়েছে। একটি বিশেষ টার্নটেবিল-নিয়ামক, ডিজে হিরো চালু হিসাবে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে রেকর্ড খেলোয়াড় এবং শব্দের ইফেক্ট জেনারেটর। যা ব্যবহার করে এক বা একাধিক পূর্বে রেকর্ডকৃত গান থেকে নতুন বাদ্যযন্ত্র কাজ তৈরি করার কাজ। খেলা Freestyle Games দ্বারা বিকশিত হয় এবং Activision দ্বারা প্রকাশিত হয় এবং অক্টোবর 2010 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়।

ডিজে হিরোর অনুরূপ করে ডিজে হিরো 2 খেলোয়াড়দের সঠিকভাবে, সময়ের মধ্যে কর্ম সঞ্চালনের জন্য পয়েন্ট আদায় করতে হবে। খেলার সময় পর্দায় চিহ্নিত স্ক্রলিং সূচক করার সময় টার্নটেবিল নিয়ামক নির্দিষ্ট কর্ম অনুসরণ করুন। খেলায় প্লেয়ার অবাধে ট্র্যাক মধ্যে ক্রসফেড সুযোগ দেবার একটি মিশ্রণ একটি অধ্যায় স্ক্র্যাচ বা চিহ্নিত বিভাগে সময় নমুনা প্রভাব যুক্ত একটি নতুন ফ্রিস্টাইল মোড রয়েছে। খেলা ডাউনলোডযোগ্য কন্টেন্ট হিসাবে উপলব্ধ আরও দ্রবণ সঙ্গে 100 টি বিভিন্ন গান গঠিত ডিস্ক 83 দ্রবণ বৈশিষ্ট্য। সর্বাধিক দ্রবণ Freestyle Games দ্বারা একত্র করা হয়েছে। কিন্তু ডেভিড গেটা, Deadmau5, ডিজে Qbert, Tiësto এবং RZA সহ অন্যান্য পেশাদারী DJs খেলার জন্য তাদের মিক্সিং দক্ষতা ও চরিত্র অবতার উভয় প্রদান করে থাকেন।

খেলোয়াড় যে কোন সময়ে একক প্লেয়ার সাম্রাজ্যের মোডে চ্যালেঞ্জ নিতে পারে। তারা বিভিন্ন মোডে খেলতে পারে। যেমন- Quickplay মোডে, অফলাইন এবং অনলাইন খেলা মোড মধ্যে একটি দ্বিতীয় ব্যবহারকারীর সঙ্গে প্রতিযোগিতা করে খেলতে পারেন। এছাড়াও তৃতীয় প্লেয়ার মিশ্রণ কণ্ঠ গাওয়া মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।

তাই আর দেরি না করে আজই এই চ্যালেঞ্জিং গেমে অংশ গ্রহণ করুন, আর উপভোগ করুন দারুণ দারুণ সব Adventure প্রতিদিন-প্রতিবার।

সফটওয়্যার আর্কিটেকচার হল প্রযুক্তিগত কৌশল থেকে ব্যবসায়িক কৌশল অনুবাদ

সফটওয়্যার আর্কিটেকচার হল প্রযুক্তিগত কৌশল থেকে ব্যবসায়িক কৌশল অনুবাদঃ
সফটওয়্যার আর্কিটেকচার প্রযুক্তিগত বিবরণ স্থপতি মধ্যে গভীর নিদরশন হয়। একটি সফটওয়্যার স্থপতির প্রযুক্তিগত নকশা। সফটওয়্যারের প্রযুক্তি উন্নয়ন ও প্রজুক্তি স্থাপনার ক্ষেত্রে তাকে অনেক জানতে হবে। এ ছারাও তাকে অনেক ক্ষেত্রে কডিং জানতে হবে। সে সফটওয়্যার উন্নয়ন নেভিগেশন প্রযুক্তিগত সিদ্ধান্ত নিতে হয় এবং তার ভাল উন্নয়ন সম্পরকে জানা থাকতে হবে জেন যেকোনো সমস্যা হলে তাহা সমাধান করতে পারে জেন সে উচ্চ পর্যায়ের আলগোরিদিম প্রদান করতে পারে। স্থপতি তার বাবস্থা ছবি এর মাধমে বিস্লেশন করতে সক্ষম হতে হবে। সফটওয়্যার এর মাঝে কি উপাদান আছে এবং তার কাজ কি , ও অই উপাদান ডিজাইন করে সনাক্ত করতে সক্ষম হতে হবে।

জেনে নিন ফ্যান্টাসি গেমসের কিছু বিষয়

বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। দিন দিন এ পৃথিবী নতুন নতুন সব আবিষ্কারের ছোঁয়ায় আরও বিকশিত হচ্ছে। আর এ পরিবর্তনের এ সময়ে ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে আমাদের বিশ্ব। বর্তমান পৃথিবী হচ্ছে প্রযুক্তির বিশ্ব, আর এই প্রযুক্তির বিশ্বে সব কিছু আমরা হাত বাড়ালেই পেয়ে যাই যে কোন মূহুর্তে যে কোন স্থানে। তাই এই বর্তমান পৃথিবীকে আরেক নামে ডাকা হয় ‘ডিজিটাল পৃথিবী’ বলে। ডিজিটাল পৃথিবীর সবচেয়ে প্রধান অংশটির নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমস্ত বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে।

বর্তমান সময়ে প্রযুক্তির ধারাবাহিকতায় গেইমস হল সব বয়সের মানুষের জন্য অন্যতম মজা-দায়ক বিনোদনমূলক মাধ্যম। আর বর্তমান সময়ে গেইমস এর অনেক পরিবর্তন এসেছে। যা শিশু থেকে শুরু করে বয়স্করা সব বয়সের লোকরাই পছন্দ করে। আর এ ক্ষেত্রে গেমস গুলোর মধ্যে ফ্যান্টাসি গেমস গুলো সবার মনকেড়ে নিয়েছে। এগুলো চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য খুব উপযোগি। এসব গেমসরে মধ্যে Avatar Game অন্যতম। এখন এ বিষয়ে আমরা কিছু জানব।

Avatar Game অন্য সকল প্রকারের গেমস থেকে আলাদা। এ গেমে আছে নতুন সব চেলেঞ্জের অধ্যায়, যা আপনাকে করে তুলবে একজন ভয়ঙ্কর ও দুর্দর্ষ অভিযাত্রি। যার কাজ হল পৃথিবীর মানুষকে অন্য গ্রহের প্রাণীর ভয়ঙ্কর থাবা থেকে মুক্ত করা। এ গেমে আপনাকে প্রতি পদে পদে লড়াই করতে হবে। আপনি হবেন একজন লড়াকু সৈনিক। এ গেমে আছে বিশটি Stage, যে গুলো আপনাকে খুব দায়িত্বশীলতার সাথে অতিক্রম করতে হবে। প্রতি পদে পদে আছে নতুন সব চেলেঞ্জ। এগুলো কাঠিয়ে আপনাকে ‘বস’ এর সাথে এক ভয়াবহ এ দুর্ধর্ষ লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। আর এ লড়াই জয়লাভ করতে পারলে আপনি হবেন বিজয়ী। এ পৃথিবী এবং প্রথিবীর মানুষ অন্য গ্রহের প্রাণীর ভয়ঙ্কর থাবা থেকে মুক্তি পাবে।

বর্তমানে এই গেমসটি 2D এবং 3D বিভিন্ন মাপের বাজারে এসেছে। খেলোয়াড়দের মন কাড়ার জন্য বিশেষ কিছু ডিজাইন ব্যবহার করা হয়েছে। গেমসটিতে বিশেষ কিছু মিশন যা একজন খেলোয়াড়ের খেলার ইচ্ছাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। একজন খেলোয়াড় যাতে সুন্দর ভাবে নড়াচড়া ও লাফ দিতে পারে সেজন্য বিভিন্ন ধরনের বর্ণ কি ওয়ার্ড ব্যবহার করা হয়। আর ফাইটিং এর জন্য বিশেষ সীমাবদ্ধ কী ব্যবহৃত হয়েছে। পরিষ্কার চিত্র প্রদর্শনের জন্য উন্নত গ্রাফিক্স দ্বারা গেমটি প্রস্তুত কর হয়েছে।

আশা করি শ্বাস রুদ্ধ করা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটি হবে সব বয়সের খেলোয়াড়দের জন্য সেরা অসাধারণ গেম। তাই আর দেরি না করে, আজই আপনার নিকটস্থ গেমের দোকান থেকে আপনার কপিটি সংগ্রহ করুন। আর উপভোগ করুন আপনার সেরা গেমস। আর চ্যালেঞ্জ গ্রহণ করুন বারবার।

HTML হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়।

নাভিদ তাসনিম

HTML 5

HTML হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়।একজন দক্ষ ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভলপার হতে গেলে অবশ্যই HTML সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।এখন প্রশ্ন হতে পারে HTML ছাড়াই তো Microsoft Frontpage, Adobe Dreamweaver, Webpage Maker,Wordpress, Joomla ব্যবহার করে সুন্দর ওয়েব পেজ তৈরি করা যায়,HTML এর প্রয়োজন কি তাহলে? প্রয়োজনটা হল এটাই যে HTML জানা বাদে একজন নিজের মতো পুরোপুরি ওয়েব পেজ কাস্টমাইজেশন করতে পারে না।তাছাড়া সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর জন্যও HTML জানা অতীব গুরুত্বপূর্ণ।

HTML এ সাধারনত তিন প্রকার ট্যাগ থাকে।
যথা- HEAD ট্যাগ,HTML ট্যাগ এবং BODY ট্যাগ।

HTML এর সর্বশেষ সংস্করন হল HTML 5।পরিবর্তন হিসেবে HTML 5 এ কিছু নতুন ট্যাগ সংযোজন করা হয়েছে।নিম্নে সেগুলো দেয়া হল:

<audio>
<video>
<source>
<embed>
<datalist>
<keygen>
<output>
<article>
<aside>
<command>
<wbr>
<time>
<section>
<details>
<figure>
<summary>
<footer>
<header>
<figcaption>
<mark>
<ruby>
<rt>
<rp>
<progress>
<nav>
<hgroup>
<mark>
<meter>

ম্যাশিনের সাথে ভালবাসা

Zillur Rahim
zillukekar@gmail.com

আপনি হয়ত প্রথমেই ভাববেন যে ম্যাশিনের সাথে ভালবাসা (?!) সম্ভব? তবে এক্সপার্টরা বলছেন যে হ্যাঁ এটাই সম্ভব। আর শুধু সম্ভব নয়, রোবটের ভালবাসা হবে নিখুঁত এবং একদম ঠিক আপনার মনের মত।

আসলে দিন দিন রোবটকে মানুষের মত করার কাজ চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হচ্ছে আরও উন্নত। দিন দিন রোবটকে আরও বেশী মানুষের কাজে আসবার জন্য প্রস্তুত করা হচ্ছে।

সেই দিন দুরে নয় যখন বাসা বাড়ির সব কাজের জন্য রোবটকেই রাখা হবে। হয়ত আপনার সংসারের সব কাজই রোবটেই করবে।

ইতিমধ্যেই বিভিন্ন রোবোট বাড়ি পরিস্কার করা, একটা পোশা প্রাণীরমত আচরণ করা, বিভিন্ন গ্রহে গবেষণা চালান এবং সার্জারিতে সহযোগীতা করবার মত কাজ করে যাচ্ছে। আর তাই এর ভবিষ্যতকে সবাই উজ্বল দেখছে বলা যায়।

আবার এদিকে জাপানের দিকে তাকালে দেখা যাবে তাদের নতুন প্রতিটি রোবট যেন আরও বেশী বেশী করে মানুষের মত হচ্ছে। নড়াচড়া, বাইরের রূপ, কথাবার্তা ইত্যাদি সব কিছুতেই মানুষের মত কিছু করবার চেষ্টায় আছেন তারা। আবার বেশ অনেক আগে থেকেই পশ্চিমা দেশ গুলিতে মানুষ সেক্সটয় হিসাবে বিভিন্ন পুতুল ব্যবহার করলেও বর্তমানে একজন বিজ্ঞানী তৈরী করেছেন একটি সেক্স রোবট! তিনি তার এই টয় রোবট নিয়ে বেশ সিরিয়াস!

তবে মানুষের মধ্যে এখনই এটা নিয়ে কৌতুহল যে রোবট যদি ভালবাসার অনুভুতি পায়, তাহলে তারাতো ঘৃণা বা রাগের অনুভুতিও পাবে, আবার তার ফলে একটা রিলেশন ব্রেকআপ হওয়াও খুব একটা অযৌক্তিক কিছু হবে না। এটা যথেষ্ট হাস্যকর শোনা গেলেও অনেকেই এটি নিয়ে এখনই উদ্বিগ্ন! আবার অনেকেই বিষয়টিকে নাকচ করে দেন।

sex_robot

বিজ্ঞানীরা আশা করছেন যে আগামি ২০৩০ সাল বা তার কিছু পরবর্তি সময়ের মধ্যে তারা এমন রোবট তৈরী করতে পারবেন, যা মানুষের কোন রকম পরিচালনা ছাড়াই নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে। আর তার পরবর্তি ১০ বছরের মধ্যেই তারা হয়ত এমন রোবট তৈরী করতে পারবেন যা মাংস-চামড়ার রোবট হবে, আরও বেশী মানুষের মত হবে। পারবে ভালবাসতে।

David Levy, Love and Sex with Robots এর লেখক ভবিষ্যত বাণী করেন যে, যেহেতু রোবট গুলি আরও বাস্তব বুদ্ধি সম্পন্ন (sophisticated) হচ্ছে, তাই উত্তেজনা পছন্দ করা মানুষদের কেউ কেউ হয়ত রোবটের সাথে প্রেম করলেও করে বসতে পারে।

তিনি আরও বলেন, একটা রোবট পার্টনার হতে পারে পারফেক্ট সঙ্গি, যে আপনাকে কখনই বিরক্তি দেখাবে না, কখনই আপনার বিষয়ে কোন নেগেটিভ আচরণ করবে না। সব সময়ই আপনি তার মনোযোগের কেন্দ্র বিন্দু হয়ে থাকবেন। আর আপনার কখনই তাকে সন্দেহ করতে হবে না, কারণ তার সফটওয়্যারের মধ্যেই বিস্বশ্ততা এবং সততা ঢুকিয়ে দেওয়া হবে।

David Levy এর লেখার পর এটি নিয়ে সব খানে বেশ সাড়া পড়ে গেছে, আর মানুষের আগ্রহই বলে দেয় যে আপনি নিজে পছন্দ করেন বা না করেন, এটা একসময় সত্য হবে, আর মানুষও এটা ব্যবহার করবে।

তবে এটার বাস্তবায়ন হতে আমাদের বেশ অপেক্ষা করতে হবে এটা নিশ্চিত করে বলা যায়।

Hyper Text Markup Language 5 : HTML5 হলো এইচটিএমএলের নতুন সংস্করণ

Hyper Text Markup Language 5

—————————————————–

HTML5 কি?

HTML5 হলো এইচটিএমএলের নতুন সংস্করণ এইচটিএমএল৫। HTML 4.01 এর পূর্ববর্তী সংস্করণ 1999 সালে প্রকাশিত হয়েছিল। তারপর থেকে অনেক পরিবর্তন হয়েছে। HTML5 এর কাজ এখনও চলছে। কিন্তু অনেক ট্যাগ বিভিন্ন ব্রাউজারে এখন কাজ করে।

HTML5 কিভাবে কাজ শুরু করেছে?

HTML5 এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাথে (W3C) এবং ওয়েব হাইপারটেক্সট অ্যাপ্লিকেশন প্রযুক্তি ওয়ার্কিং গ্রুপ (WHATWG) মধ্যে সহযোগিতা করে তৈরির কাজ চলছে। WHATWG ওয়েব ফর্ম এবং অ্যাপ্লিকেশন তৈরির কাজ করছে এবং W3C এক্সএইচটিএমএল 2.0 নিয়ে কাজ করছিল। 2006 সালে তারা HTML-এর একটি নতুন সংস্করণ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

HTML5 এর জন্য কিছু নিয়ম প্রতিষ্ঠিত হয়:
নতুন বৈশিষ্ট্য সমূহ এইচটিএমএল, সিএসএস, DOM এবং জাভাস্ক্রিপ্ট উপর ভিত্তি করে তৈরি করা উচিত
আলাদা প্লাগিনের ব্যবহার কমানোর কথা বলা হয়েছে (যেমন: ফ্ল্যাশ)
উন্নত ত্রুটি পরিচালনার ব্যবস্থা
আরও একাধিক স্ক্রিপ্টিং প্রতিস্থাপন করার সুবিধা যুক্ত করা
HTML5 এর স্বাধীন ডিভাইস হতে হবে
উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের কাছে দৃশ্যমান হবে
************************************************************
আমার Microworker ইমেল:skmdrony@yahoo.com

HTML 5

Author- MD.HABIBUR RAHMAN
ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য HTML ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। HTML ভাষা না জেনে কোন ভাবেই ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করা যায় না। আবার HTML5 হচ্ছে HTML এর নতুন সংস্করণ। এজন্য আজ আমি HTML5 সম্পর্কে কিছু উদাহরণসহ ধারণা দেব।

HTML5 সাধারণত কিছু কোড এর mgš^q| যেমনঃ-

<!DOCTYPE HTML>
<html>
<body>

<video width=”320″ height=”240″ controls>
<source src=”movie.mp4″ type=”video/mp4″>
<source src=”movie.ogg” type=”video/ogg”>
Your browser does not support the video tag.
</video>

</body>
</html>

এখানে <!DOCTYPE html> দ্বারা ডকুমেন্টের প্রকারকে বোঝানো হয়েছে। আবার,এখানে html দ্বারা শুরু হয়েছে এবং html দ্বারা শেষ হবে এভাবে body দ্বারা শুরু হলে body দ্বারা শেষ হবে। অর্থ্যা কোড যেটি দ্বারা শুরু হবে সেটার দ্বারাই শেষ করতে হবে।

Input Type: date
Birthday: <input type=”date” name=”bday”>

HTML Audio – Using <object>
<object height=”50″ width=”100″ data=”horse.mp3″></object>

Playing Videos in HTML
<video width=”320″ height=”240″ controls>
<source src=”movie.mp4″ type=”video/mp4″>
<source src=”movie.ogg” type=”video/ogg”>
<source src=”movie.webm” type=”video/webm”>
<object data=”movie.mp4″ width=”320″ height=”240″>
<embed src=”movie.swf” width=”320″ height=”240″>
</object>
</video>

Image In HTML

<!DOCTYPE html>
<html>
<body>

<img src=”w3schools.jpg” alt=”W3Schools.com” width=”104″ height=”142″></body>
</html>

HTML5 Compliant
<!–…–> Defines a comment
<!DOCTYPE> Defines the document type
<a> Defines a hyperlink
<area> Defines an area inside an image-map
<body> Defines the document’s body
<center> Defines centered text
<font> Defines font, color, and size for text
<footer> Defines a footer for a document or section
<head> Defines information about the document
<html> Defines the root of an HTML document
<input> Defines an input control
<li> Defines a list item
<p> Defines a paragraph
<span> Defines a section in a document
<td> Defines a cell in a table
<textarea> Defines a multiline input control (text area)

অসাধারন গেমস Thief

অসাধারন গেমস Thief

ছুরি এবং চোর এ বিষয়টির সাথে আমরা পরিচিত নই এরকম খুবই কম সংখ্যক লোক পাব। আর চোরের চুরির নানন কারসাজি ধরতে সব সময় যিনি থাকেন তিনি হল পুলিশ। আর চোর-পুলিশের বিশয় টি যদি গেমস তাহলে তো গেমস খেলোয়াড় গন হঠাৎ করে অবাক হয়ে যাবে তাই নয় কি! অবাক হওয়ার কিছুই নেই। তাই Ubisoft আপনাদের জন্য নিয়ে এলো অসাধারণ গেমস Thief (থিফ)। আসুন এবার জেনে নিই এই গেমসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। একজন আদর্শ মানের খেলোয়াড় গেমটি খেলার সময় বিশেষ কিছু চাঞ্চল্যকর দৃশ্য দেখতে পাবেন। গেমসটিতে আপনি উপভোগ করতে পারবেন চুরি করার বিভিন্ন কৌশল। আর বৃদ্ধি করতে পারবেন আপনার চুরি বিদ্যার কিছু success rate. আর চুরি করার বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছে key profile. যা আপনাকে গেমসটি খেলতে সহায়তা করবে। গেমসটি তে আপনি আরও দেখতে পাবেন একটি শহরে আকর্ষণীয় চুরি কৌশল। অসাধারণ দৃশ্য প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়েছে 33D এবং 44D মানের গ্রাফিক্স ডিজাইন। এছাড়া আপনি উপভোগ করবনে ব্যস্ততম একটি শহর যেখানে প্রতিনিয়ত ঘটছে অসাধার সব চুরি। আর ও আছে গ্রেটিং সিস্টেটম কিভাবে আদর্শ মানের চুরি বিদ্যা লাভ করে পরিস্থিতি তৈরি ও মোকাবেলা করা যায়। সাধারণত একজন খেলোযার গেমস টি পরিচালনা করতে পারবে। আর গেমসটির শেষ লেভেলে অসাধার চোর পুলিশ খেলা যেখানে চোরকে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে। অসাধারণ সব ব্যবস্থা যেটা জানতে হলে আপনা খেলতে হবে অসাধারণ এই গেমসটি। তাই বলতে চাই Try করুন একবার।
2. Rakib Hasan, Satkhira

সফল ব্লগ তৈরীর চারটি স্তম্ভ

Fuad Ahmed

সফল ব্লগ তৈরীর চারটি স্তম্ভ:

1. কনটেন্ট
সফল ব্লগের কনটেন্টই প্রধান অস্ত্র। ব্লগকে পাঠকের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে কনটেন্ট বৃদ্ধির বিকল্প নেই। আর এজন্য বেশি বেশি করে মানসম্মত পোস্ট লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। উন্নতমানের কনটেন্ট হল সফল ব্লগের প্রথম অবলম্বন। উন্নতমানের পোস্ট লেখার পদ্ধতি নিয়ে এই লেখাটি পড়তে পারেন।

2. কমিউনিটি গঠন

ব্লগের অন্যতম সব লক্ষ্যবস্তু অর্জনের মধ্যে কমিউনিটি গঠন করা কঠিনতম একটি কাজ। প্রথমত কমিউনিটি সম্পর্কে কয়েকটি কথা বলে রাখা ভালঃ
কমিউনিটি ব্লগ বলা হবে তখনইঃ
# যখন পাঠকরা নিয়মিত তাদের মূল্যবান বক্তব্য মতামতের মাধ্যমে জানাতে থাকবে।
# যখন একজন পাঠক নিয়মিত গেস্ট ব্লগিং এর মাধ্যমে ব্লগকে কন্ট্রিবিউট করবে।
# যখন ব্লগের প্রচুর বিশ্বস্ত পাঠক থাকবে।

3. মৌলিকত্ব
নিজেকে প্রশ্ন করে দেখুন পাঠক কেন আপনার ব্লগ পড়তে আসবে? কি বিশেষত্ব আছে আপনার ব্লগে? কেন পাঠক আপনার ব্লগের লেখা পড়বে যদি আপনার ব্লগের লেখা অন্য দশটি ব্লগের সাথে মিলে যায়? সব প্রশ্নের এক উত্তর মৌলিকত্ব। মৌলিক বিষয় নিয়ে ব্লগ লিখুন তাহলেই আপনি প্রত্যাশা মাফিক পাঠক পাবেন।

4. বিশ্বাস
পাঠকের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমান করা দুইটি বিষয়ের ওপর নির্ভর করেঃ
# বিশেষ জ্ঞান ও দক্ষতা
# মৌলিকত্ব

– পাঠকের বিশ্বাস পেতে হলে পাঠকের চাওয়া পাওয়ার দিকে নজর দিতে হবে।
– পাঠকগণ যেসব বিষয়ে আগ্রহী সেই সমস্ত বিষয়ে বেশি করে লিখতে হবে।
– পাঠকের প্রতিটি জিজ্ঞাসার উত্তর দেওয়া ব্লগারের জন্য ফরয।
– বেশি বিস্তারিত আলোচনায় জেতে চায় নি। অল্প কথায় মূল বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে সফল ব্লগ তৈরীর ক্ষেত্রে আলোচ্য বিষয়গুলোর ওপর অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।