jQuery এর – AJAX এর ভূমিকা
মোঃ আরিফুল ইসলাম
পুরো পৃষ্ঠা রিলোড না করে সার্ভারের সাথে তথ্য বিনিময় করা এবং সেটি ওয়েব পেজ এর একটি অংশে আপডেট করা AJAX এর কাজ।
AJAX কি?
AJAX =JavaScript এবং XML এর সমন্বয়।
সংক্ষেপে, AJAX ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা লোড করে এবং সেটি ওয়েব পেজ এ প্রদর্শন করে। পুরো ওয়েব পেজকে রিলোড না করে।
AJAX ব্যবহার করে তৈরি করা কিছু ওয়েব অ্যাপ্লিকেশন এর উদাহরণ- Gmail, Google Maps, Youtube, and Facebook
JQuery এবং Ajax
Ajax এর ফাংশন Jquery এর কিছু মেথড ব্যাবহার করে।
jQuery AJAX মেথড থেকে আমরা যেকোন রিমোট সার্ভার ব্যাবহার করে যেকোন text, HTML, XML, অথবা JSON ফাইল কল করতে পারি। এছাড়াও বহিরাগত কোন নির্বাচিত HTML এলিমেন্টকে লোড করিয়ে ওয়েব পেজ এ প্রদর্শন করাতে পারি।
JQuery ছাড়া কি, AJAX এর কোডিং সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে
সচরাচর AJAX এর যে কোড লেখা হয় সেগুলিতেই AJAX এর কোডিং সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে। কারণ, বিভিন্ন ব্রাউজার এ AJAX এর সিনট্যাক্স ইমপ্লিমেন্ট করা আছে।
jQuery AJAX মেথড
পরবর্তী টিউটোরিয়াল এ আমরা jQuery AJAX মেথড সম্পর্ক এ জানবো।