- jQuery একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী।
- jQuery জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কে অনেক সহজ করে।
- jQuery শেখা সহজ।
jQuery এর উদ্দেশ্য হচ্ছে ওয়েবে জাভাস্ক্রিপ্টকে সহজ করা।
jQuery শেখা শুরু করার আগে আপনার কিছু বিষয়ের মৌলিক (সাধারণ) জ্ঞান থাকতে হবেঃ
- এইচটিএমএল
- সিএসএস
- জাভাস্ক্রিপ্ট
আপনি যদি উক্ত বিষয়গুলো বিশদভাবে অধ্যয়ন করতে চান, তাহলে আপনি আমাদের এইচ টি এম এল, সি এস এস এবং জাভা স্ক্রিপ্ট এর আলোচনাগুলো দেখতে পারেন।
JQuery কি?
jQuery একটি লাইটওয়েট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। JQuery এর উদ্দেশ্য হচ্ছে সহজভাবে আপনার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা।
জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে যে কাজ অনেকগুলো লাইন এর কোড বসিয়ে এবং মেথড এর মধ্যে নিয়ে এসে করতে হয় তা JQuery একটিমাত্র লাইনের কোড এর মাধ্যমেই করতে পারে।
জাভাস্ক্রিপ্ট এ যা অনেক জটিল সেখানে jQuery অনেক সহজসাধ্য, যেমন- AJAX কল এবং DOM ম্যানিপুলেশন।
JQuery লাইব্রেরি এর নিম্নলিখিত আরও কিছু বৈশিষ্ট্য রয়েছেঃ
- এইচটিএমএল / DOM ম্যানিপুলেশন
- সিএসএস এর ম্যানিপুলেশন
- এইচটিএমএল ইভেন্ট মেথড
- ইফেক্ট এবং অ্যানিমেশন
- AJAX
- ইউটিলিটি
JQuery কেন?
জাভাস্ক্রিপ্ট এর অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, কিন্তু jQuery কে সবচেয়ে জনপ্রিয়, এবং সবচেয়ে বৃদ্ধিযোগ্য মনে করা হয়।
ওয়েব এর অনেক বড় বড় কম্পানী jQuery ব্যবহার করে, যেমন-
- গুগল
- মাইক্রোসফট
- আইবিএম
- Netflix
- ইতাদি আরও সাইট রয়েছে…
এখন প্রশ্ন হলো JQuery কি সকল ব্রাউজারে কাজ করবে?
jQuery টিম ক্রস ব্রাউজার সমস্যা সম্পর্কে অবগত এবং তারা তাদের জ্ঞান jQuery লাইব্রেরি প্রয়োগ করেছে। তাই jQuery ইন্টারনেট এক্সপ্লোরার 6 সহ সকল প্রধান ব্রাউজারগুলোতে একইভাবে কাজ করবে।