আপনার ওয়েব পেজ এ যেভাবে jQuery যোগ করবেন । Installing JQuery Library

আপনার ওয়েব পেজ এ যেভাবে jQuery যোগ করবেন
Name: Md. Ariful Islam
============================================
আপনার ওয়েব সাইটে jQuery ব্যবহার করার জন্য বেশ কিছু উপায় আছে।যেমন:
*JQuery.com থেকে jQuery লাইব্রেরি ডাউনলোড করে ব্যবহার করা।
*অথবা, CDN থেকে jQuery ব্যবহার করা।যেমন: গুগল, মাইক্রোসফট

jQuery ডাউনলোড করে ব্যবহার-
…………………………………………………
ডাউনলোড করার জন্য jQuery এর দুটি সংস্করণ পাওয়া যায়।সেগুলি হল:
১. Production সংস্করণ।-এটা minified version এটাকে সংকুচিত করা হয়েছে, কারণ এটা আপনার লাইভ ওয়েবসাইট এ ব্যবহার করার জন্য।এটা জায়গা কম নেয়।
২. Development সংস্করণ।-এটা পরীক্ষামূলক ব্যবহার করার জন্য এবং এটা একটা পাঠযোগ্য কোড।এটার বিস্তারিত আমরা পরবর্তীতে জনবো।

দুটি সংস্করণই jQuery.com থেকে ডাউনলোড করা যাবে।

JQuery লাইব্রেরি একটি একক জাভাস্ক্রিপ্ট ফাইল এবং এটা এইচটিএমএল “

আপনার ডাউনলোড করা jQuery ফাইলটি পেজ এর একই ডিরেক্টরির মধ্যে রাখুন।

আপনি কি আশ্চর্য হচ্ছেন কেন আমরা

Microsoft CDN:

গুগল বা মাইক্রোসফট থেকে হোস্ট থেকে jQuery ব্যবহার করার বড় সুবিধা হল:
CDN থেকে call করলে net connection থাকতে হবে আর website দ্রুত load হবে।ব্যবহারকারী অন্য সাইট ভিজিট করার সময় যখন গুগল বা মাইক্রোসফট থেকে jQuery ডাউনলোড করে তখন তা তার browser এর cache তে থাকে । পরবর্তীতে অন্য কোন jQuery সাইট ভিজিট করলে website টি cache থেকে jquery ডাটা নিয়ে খুব দ্রুত লোড হয়।