কোনো animation বা effect শেষ হবার পূর্বেই সেটাকে থামানোর ক্ষেত্রে jQuery stop() method ব্যবহার করা হয়।
Sliding, fading এবং custom animation সহ সকল jQuery effect ফাংশনের ক্ষেত্রে stop() method ব্যবহার করা হয়।
সিনট্যাক্স
$(selector).stop(stopAll,goToEnd);
stopAll parameter একটি optional parameter যা animation queue টি clear হয়েছে কি না তা নির্দেশ করে। এর Default মান হলো False, যা শুধুমাত্র active animation কে stop করে এবং সারির পরবর্তী animation গুলোকে চলতে দেয়।
goToEnd parameter একটি optional parameter যা current animation কে complete করবে কি না তা নির্দেশ করে। এর Default মান হলো False.
সুতরাং Default মান যখন অপরিবর্তিত থাকে তখন stop() method টি কোনো Selected element এর current animation কে চলতে বাধা প্রদান করে।
নিম্নোক্ত উদাহরণের সাহায্যে stop() method এর একটি ব্যবহার দেখানো হলো যেখানে কোনো parameter ব্যবহার করা হয় নি।
$("#stop").click(function(){ $("#panel").stop(); });
ফলাফল : stop()
অনুবাদক: ফয়সাল রকি