জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট (JavaScript Math Object)

জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট (JavaScript Math Object)

ম্যাথ অবজেক্টের সাহায্যে সংখা ও ম্যাথমেটিকাল টার্ম নিয়ে কাজ করা যায়।

 

ম্যাথ অবজেক্ট

ম্যাথ অবজেক্টের সাহায্যে ম্যাথমেটিকাল টার্ম নিয়ে কাজ করা যায়।

ম্যাথ অবজেক্টে অনেকগুলো ম্যাথমেটিকাল মেথড অন্তর্ভুক্ত রয়েছে।

ম্যাথ অবজেক্টের একটি সাধারণ কাজ হলো রেন্ডম নাম্বার তৈরি করা:


Math.random();        // returns a random number

 

 

Math.min() ও Math.max() মেথড

Math.min() ও Math.max() মেথড সর্বচ্চো ও সর্বনিম্ন নাম্বার বের করার জন্য বেবহৃত হয়:
উদাহরণ ১:


Math.min(0, 150, 30, 20, -8);        // returns -8

উদাহরণ ২:


Math.max(0, 150, 30, 20, -8);        // returns 150

 

 

Math.random() মেথড

Math.random() মেথড ০ এবং ১ এর মধ্যে যে কোনো একটি নাম্বার নেয়ার জন্য বেবহৃত হয়।
উদাহরণ:


Math.random();           // returns a random number

 

 

Math.round() মেথড

Math.round() মেথড এর সাহায্যে একটি সংখ্যার রাউন্ডঅফ ভেলু বের করা যায়।
উদাহরণ:


Math.round(4.7);       // returns 5
 Math.round(4.4);      // returns 4

 

 

Math.celi() মেথড

Math.celi() মেথড এর সাহায্যে একটি সংখ্যাকে নিকটস্ত সর্বচ্চো সংখ্যাতে রাউন্ড করা হয়।
উদাহরণ:


Math.ceil(4.4);       // returns 5

 

 

Math.floor() মেথড

Math.floor() মেথড এর সাহায্যে একটি সংখ্যাকে নিকটস্ত সর্বনিম্ন সংখ্যাতে রাউন্ড করা হয়।
উদাহরণ:


Math.floor(4.7);      // returns 4

Math.floor() এবং Math.random() মেথড একত্রে বেবহার করে ১ থেকে ১০ এর মধ্যে রেন্ডম নাম্বার তৈরী করা যায়।
উদাহরণ:


Math.floor(Math.random() * 11);       // returns a random number between 0 and 10

 

 

ম্যাথ কন্সটেন্টস

ম্যাথ অবজেক্ট হিসেবে বেবহার করার জন্য জাভাস্ক্রিপ্টে ৮টি ম্যাথমেটিকাল কন্সটেন্ট রয়েছে।

 Math.E;         // returns Euler's number
 Math.PI         // returns PI
 Math.SQRT2      // returns the square root of 2
 Math.SQRT1_2    // returns the square root of 1/2
 Math.LN2        // returns the natural logarithm of 2
 Math.LN10       // returns the natural logarithm of 10
 Math.LOG2E      // returns base 2 logarithm of E
 Math.LOG10E     // returns base 10 logarithm of E

 

ম্যাথ অবজেক্ট মেথডস

 

মেথড বর্ণনা
abs(x) x এর এবসুলেট ভেলু বের করে
acos(x) x এর arccosine রেডিয়ানে বের করে
asin(x) x এর arcsine রেডিয়ানে বের করে
atan(x) x এর arctangent রেডিয়ানে বের করে
atan2(y,x) x এর arctangent বের করে
ceil(x) x কে নিকটস্ত সর্বচ্চো সংখ্যাতে রাউন্ড করে
cos(x) x এর cosine রেডিয়ানে বের করে
exp(x) Ex এর মান বের করে>/td>
floor(x) x কে নিকটস্ত সর্বনিম্ন সংখ্যাতে রাউন্ড করে
log(x) x এর লগারিদম বের করে
max(x,y,z,…,n) সর্বচ্চো নাম্বার বের করে
min(x,y,z,…,n) সর্বনিম্ন নাম্বার বের করে
pow(x,y) x এর উপর y এর পাওয়ার বের করে
random() ০ এবং ১ এর মধ্যে যে কোনো একটি রেন্ডম নাম্বার নেয়ার জন্য বেবহৃত হয়
round(x) নিকটস্ত পূর্ণসংখাতে রাউন্ড অফ করে
sin(x) x এর sine রেডিয়ানে বের করে
sqrt(x) x এর স্কয়াররুট বের করে
tan(x) x এর tangent এর মান বের করে

জাভাস্ক্রিপ্ট স্কোপ (JavaScript Scope)

জাভাস্ক্রিপ্ট স্কোপ (JavaScript Scope)

স্কোপ হচ্ছে একসেস করা যায় এরকম ভেরিয়েবল।
জাভাস্ক্রিপ্টে অবজেক্ট এবং ফাংশনও ভেরিয়েবল হিসেবে বেবহৃত হয়, এখানে স্কোপ হচ্ছে ভেরিয়েবল, অবজেক্ট এবং ফাংশনের সেট যেখানে একসেস করা যায়।

লোকাল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল

জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভেতরে যেসব ভেরিযবল ডিক্লেয়ার করা হয় তা ঐ ফাংশনেগুলো লোকাল ভেরিযবল এবং এর স্কোপ লোকাল। এই ভেরিযবল শুধুমাত্র ঐ ফাংশনে ব্যবহার করা যাবে।
উদাহরণ:


// code here can not use carName
 
 function myFunction() {
     var carName = "Volvo";
 
     // code here can use carName
 
 }

যেহেতু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনে ব্যবহৃত হয় তাই একই নামের ভেরিয়েবল বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যাবে। একটি ফাংশন কল করা হলে লোকাল ভেরিয়েবল তৈরী হয় এবং ফাংশন শেষে ধ্বংশ হয়ে যায়।

গ্লোবাল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল

ফাংশনের বাহিরে যেসব ভেরিযবল ডিক্লেয়ার করা হয় সেগুলো গ্লোবাল ভেরিযবল। গ্লোবাল ভেরিযবলের স্কোপ গ্লোবাল থাকে, ওয়েবপেজের সকল স্ক্রিপ্ট এবং ফাংশন থেকে তা একসেস করা যায়।
উদাহরণ:


var carName = " Volvo";
 
 // code here can use carName
 
 function myFunction() {
 
     // code here can use carName 
 
 }

 

 

অটোমেটিক গ্লোবাল

আপনি যদি কোন ভেরিয়েবল এর মান নির্ধারণ করে দেন যা আগে ডিক্লেয়ার করা হয়নি এটি সয়ংক্রিয়ভাবে গ্লোবাল ভেরিয়েবল এ পরিণত হয়।

এই  উদাহরণ এ carName কে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে।


// code here can use carName
 
 function myFunction() {
     carName = "Volvo";
 
     // code here can use carName
 
 }

 

 

জাভাস্ক্রিপ্ট ভেরিযবলের লাইফটাইম

কোন ভেরিযবল ডিক্লেয়ার করার সময় থেকেই জাভাস্ক্রিপ্ট ভেরিযবলের লাইফটাইম শুরু হয়।

কোন ফাংশন কমপ্লিট হওয়ার পর লোকাল ভেরিযবলের লাইফটাইম শেষ হয়ে যায়।

পেজ ক্লোজ করার পর গ্লোবাল ভেরিযবলের লাইফটাইম শেষ হয়ে যায়।

 

ফাংশনাল আর্গুমেন্ট

ফাংশনাল আর্গুমেন্ট ফাংশনের ভেতরে লোকাল ভেরিযবল হিসেবে কাজ করে।

 

HTML এ গ্লোবাল ভেরিযবল

HTML এ গ্লোবাল ভেরিযবল বলতে উইন্ডো অবজেক্টকে বোঝানো হয়, সকল গ্লোবাল ভেরিযবল উইন্ডো অবজেক্টের অন্তর্গত।
উদাহরণ:


// code here can use window.carName
 
 function myFunction() {
     carName = "Volvo";
 }

 

 

নোট: গ্লোবাল ভেরিয়েয়েবল বা ফাংশন, আপনার উইন্ডোজ ভেরিয়েবল বা ফাংশনকে অভাররাইট করতে পারে।

 

C হেডার ফাইল

C হেডার ফাইল

 

Mir Rasel

Jahangirnagar University, Dhaka, Bangladesh.

হেডার ফাইল হলো এক্সটেনশন সমৃদ্ধ ফাইল .h যা C ফাংশন এর ঘোষণা বহন করে এবং দীর্ঘ সংজ্ঞাও বহন করে যা কয়েকটি আলাদা সোর্স ফাইলের মধ্যে শেয়ারকৃত থাকে। দুই ধরণের হেডার ফাইল আছেঃ একটি হলো যা প্রোগ্রামাররা লিখে এবং অন্যটি সংকলিত হয়ে আসে।

 

আপনি হেডার ফাইল ব্যবহার করার জন্য আপনার প্রোগ্রামকে অনু্রোধ করতে পারেন যাকিনা C ফাইলকে পূর্ব প্রক্রিয়াজাতকরণের নির্দেশ দিতে পারে যা হেডার ফাইলে .h আকারে আপনি দেখতে পাবেন, যা আপনার সঙ্কলকের সাথে আসবে।

হেডার ফাইলের সাথে সংযুক্ত করা হেডার ফাইল কন্টেন্টকে কপি করার সমান, কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারিনা কারণ এটাতে অনেক ভুল হওয়ার প্রবণতা থাকে এবং এটি হেডার ফাইল থেকে সোর্স কপি করার জন্য ভালো ধারণা নয়, বিশেষ করে যখন আমাদের বেশ কয়টি সোর্স ফাইলের প্রোগ্রাম গঠিত থাকে।\

একটি সাধারণ C অথবা C++ চর্চার ফাইলে আমরা সকল কন্সন্যান্টস, ম্যাক্রোস, সিস্টেমে বিস্তীর্ণ থাকা গ্লোবাল ভ্যারিয়েবলস এবং হেডার ফাইলের ফাংশন গুলোর নমুনা এবং হেডার ফাইল যেখানে আমাদের এটি দরকার হয় তা রাখি।

অন্তর্ভূক্ত শব্দবিন্যাস

ঊভয় ব্যবহারকারী এবং সিস্টেমের হেডার ফাইল #include  ডাইরেক্টিভে পূর্ব প্রক্রিয়াজাত হয়। এটি দু’ ধরণের ফরম অনুসরণ করে।

#include “file”

এই ফরমটি আমদের নিজেদের প্রোগ্রামের হেডার ফাইলে ব্যবহৃত হয়। এটি ডাইরেক্টেরিতে ফাইল নেইম খুঁজতে পারে যা কারেন্ট ফাইল বহন করে। আপনি যখন  আপনার সোর্স কোড লিখবেন তখন ডাইরেক্টরি ফাইলকে এই তালিকায় প্রিপেন্ড করতে পারেন যা –I অপশনে থাকবে।

.

সংযুক্ত অপারেশন

#include দ্বারা সংযুক্ত ডাইরেক্টিভ C পূর্বপ্রক্রিয়াজাতকরণ দ্বারা কাজ করে যা নির্দেশিত ফাইল স্ক্যান করতে পারে যা কারেন্ট সোর্স ফাইল সংযুক্ত করার পূর্বেই ইনপুট হয়। আউটপুট ফরমটি পূর্ব পূর্বপ্রক্রিয়াজাতকৃত ফাইল যা ইতিমধ্যেই জেনারেটেড হয়েছে, যা আউটপুট অনুসরণ করেছে যা টেক্সট লেখার আগে #include ডাইরক্টিভে আছে। যেমন উদাহরণঃ আপার যদ .h ওয়ালা একটি হেডার ফাইল থাকে, যা নিচের মতঃ

 

এবং একটি প্রধান প্রোগ্রাম যা program.c নামে ডাকা হয়

 

char *test (void); program.c that uses the header file, like this:int x;#include “header.h” int main (void){   puts (test ());}

the compiler will see the same token stream as it would if program.c read

int x;char *test (void); int main (void){   puts (test ());}

 

Source: http://www.tutorialspoint.com/cprogramming/c_header_files.htm

জাভাস্ক্রিপ্ট পরিচিতি (JavaScript Introduction)

জাভাস্ক্রিপ্ট পরিচিতি

পৃথিবীর জনপ্রিয় প্রোগ্রামিং লেঙ্গুয়েজ গুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম। নিচে জাভাস্ক্রিপ্টের বৈশিষ্ঠ্যসহ কিছু উদাহরণ দেয়া হয়েছে।

জাভাস্ক্রিপ্ট HTML এর কন্টেন্টকে পরিবর্তন করতে পারে

একটি অন্যতম HTML মেথড হল document.getElementById()
এই উদাহরণের সাহায্যে HTML কন্টেন্ট থেকে আইডি (id=”demo”) এর সাহায্যে কোনো কন্টেন্ট খুঁজে বের করা যায় এবং তা পরিবর্তন করা যায় (innerHTML)।
উদাহরণ:


document.getElementById(“demo”).innerHTML = “Hello JavaScript”;


 

জাভাস্ক্রিপ্ট HTML এর এট্রিবিউটকে পরিবর্তন করতে পারে

যেমন কোনো HTML <img> কন্টেন্টের সোর্স পরিবর্তন করে ইমেজ পরিবর্তন করা।

যেমন:


<h1>JavaScript Can Change Images</h1>

<img id="myImage" onclick="changeImage()" src="pic_bulboff.gif" width="100" height="180">

<p>Click the light bulb to turn on/off the light.</p>

<script>
function changeImage() {
    var image = document.getElementById('myImage');
    if (image.src.match("bulbon")) {
        image.src = "pic_bulboff.gif";
    } else {
        image.src = "pic_bulbon.gif";
    }
}
</script>

 

ফলাফলঃ


JavaScript Can Change Images

pic_bulboff

Click the light bulb to turn on/off the light.


 

জাভাস্ক্রিপ্ট HTML এর স্টাইলকে(CSS) পরিবর্তন করতে পারে

HTML এর স্টাইলকে পরিবর্তন করা অনেকটা HTML এর এট্রিবিউটকে পরিবর্তন করার মতোই।
উদাহরণ:


document.getElementById(“demo”).style.fontSize = “25px”;


 

জাভাস্ক্রিপ্ট ডাটার ভেলিডিটি চেক করতে পারে

ডাটা টাইপ এবং অন্যান্য ডাটা ভেলিডেশনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট বেবহার করা হয়।

জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আরো তথ্য

জাভাস্ক্রিপ্ট এবং জাভা কনসেপ্ট ও ডিজাইন সকল দিক থেকে সম্পূর্ণ আলাদা দুইটি লেঙ্গুয়েজ
১৯৯৫ সালে ব্রেন্দেন ইক নামক একজন বেক্তি এই লেঙ্গুয়েজ আবিষ্কার করেন এবং ১৯৯৭ সালে এটি ECMA স্ট্যান্ডার্ড লাভ করে
এর অফিসিয়াল নেম হচ্ছে ECMA-262 এবং ECMAScript 5 (JavaScript 1.8.5 – July 2010) হচ্ছে লেটেস্ট স্ট্যান্ডার্ড

উইন্টোজ 8.1 টিউটোরিয়াল: অনড্রাইভ (OneDrive)

উইন্টোজ টিউটোরিয়াল 11 এর 11

আপনার জীবনের সবকিছু এক জায়গায়

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ, আপনি সহজেই আপনার সকল ফাইল OneDrive এ রেখে দিতে পারেন এবং যেকোন ডিভাইস থেকে তাদের সংগ্রহ করতে পারেন, যেমন আপনার পিসি, টেবলেট বা ফোন।

অনড্রাইভ হচ্ছে বিনা মূল্যে প্রাপ্ত অনলাইন স্টোরেজ (ইন্টারনেট এ প্রয়োজনীয় সকল ফাইল বা যেকোন কিছু জমা করে রাখার স্থান), যা মাইক্রোসফট অ্যাকাউন্ট এর সাথে আসে। এটি একটি বাড়তি হার্ড ড্রাইভ এর মত যা আপনি যেকোন ডিভাইস থেকেই ব্যবহার করতে পারেন। আপনার নিজে নিজেকে ইমেইল করার প্রয়োজন নেই বা USB flash drive (পেন ড্রাইভ) ব্যবহার করে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনার ল্যাপটপে যা কিছু আছে এবং প্রেজেন্টেশন এর উপর কাজ করার জন্য, আপনার নতুন ট্যাবলেট এ পরিবারের সাথে শেষ ছুটি কাটানোর ছবি দেখা, বা আপনার ফোনে শপিং লিস্ট দেখা ইত্যাদি করার পরিবর্তে আপনি আপনার ফাইল অনড্রাইভ এ রেখে দিতে পারেন।

OneDrive ব্যবহার করা খুবই সহজ। আপনি কপি বা মুভ করা ছাড়াই আপনার পিসি থেকে ফাইল OneDrive এ রেখে দিতে পারেন। যখন আপনি নতুন ফাইল সংরক্ষণ করবেন, আপনি OneDrive নির্বাচন করে দিতে পারেন, যাতে আপনি যেকোন ডিভাইস থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং অন্য লোকেদের সাথে তা শেয়ার করতে পারেন। এবং আপনার পিসিতে যদি ক্যামেরা থাকে, তাহলে সয়ংক্রিয়ভাবে ক্যামেরায় তোলা ছবি OneDrive এ সংরক্ষণ করতে পারেন। সুতরাং আপনার ডাটার সমসময়ই একটি ব্যাকআপ থাকছে।

 

 

OneDrive এ ফাইল যোগ করা

OneDrive এ ফাইল সংরক্ষণের ভিন্ন ভিন্ন পন্থা রয়েছে। প্রথমে সিদ্ধান্ত নিন যে আপনি আপনার মূল ফাইল পিসিতে রেখেদিবেন কিনা এবং একটি কপি OneDrive এ রাখবেন কিনা। বা পিসি থেকে মুছে (মুভ করে) OneDrive এ সংরক্ষণ করবেন কিনা।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল OneDrive এ কপি করা

Add Fileধাপ 1: Start Screen এ OneDrive অ্যাপ্লিকেশন খোলার জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

One Driveধাপ 2: টোকা দিয়ে বা ক্লিক করে OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল রাখতে চান সেখানে যান।

 

 

 

 

 

 

 

 

 

 

Add Filesধাপ 3: অ্যাপ কমান্ড খোলার জন্য সুইপ করে পর্দার উপরের বা নিচের প্রান্তে যান বা ডান-ক্লিক করুন এবং তারপর Add files এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

Add Filesধাপ 4: আপনি যে ফাইল আপলোড করতে চান ব্রাইজ করে সেই ফাইল এ যান, তাদের সিলেক্ট (নির্বাচন) করার জন্য টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Copy to OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল OneDrive এ মুভ করা

যখন আপনি কোন ফাইল মুভ করবেন তখন আপনার ফাইল পিসি থেকে মুছে OneDrive এ যোগ হবে।

ধাপ 1: OneDrive এ নেক্সট চিহ্নিত তীর এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 2: আপনি যে ফাইল আপলোড করতে চান ব্রাইজ করে সেই ফাইল এ যান, তাদের সিলেক্ট (নির্বাচন) করার জন্য টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Copy to OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 3: Cut এ টোকা দিন বা ক্লিক করুন।

ধাপ 4: This PC এ যেতে নেক্সট চিহ্নিত তীর এ টোকা দিন বা ক্লিক করুন, এবং OneDrive এর ফোল্ডার ব্রাউজ করার জন্য OneDrive নির্বাচন করুন।

ধাপ 5: অ্যাপ কমান্ড খোলার জন্য পর্দার উপর বা নিচের দিকের প্রান্তে সুইপ করে যান বা ডান-ক্লিক করুন এবং তারপর Paste এ টোকা দিন বা ক্লিক করুন।

File Explorer এর মাধ্যমে OneDrive এর ফাইল মুভ করা

যখন আপনি কোন ফাইল মুভ করবেন তখন আপনার ফাইল পিসি থেকে মুছে OneDrive এ যোগ হবে। ডান পাশের প্যানেল থেকে ফাইল চেপে ধরে বাম পাশের OneDrive প্যানেলে ছেড়ে দিন।

File Explorer

কোন অ্যাপ্লিকেশন থেকে OneDrive এ ফাইল সংরক্ষণ করা

আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ফাইল OneDrive এ সংরক্ষণ করতে পারেন। আপনি আপনার পিসি সহ OneDrive বা অন্য কোন স্থানে ফাইল সংরক্ষণ পছন্ন করতে পারেন। আপনি কোথায় সংরক্ষণ করতে চান তার স্থান পরিবর্তন করতে OneDrive এর উপরের দিকের বাম প্রান্তের তীর চিহ্নে টোকা বা ক্লিক করতে পারেন (যদি এটি ইতোমধ্যেই নির্বাচন করা না থাকে)।

Using App

তারপর OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল সংরক্ষণ করতে চান তা নির্বাচন করুন, ফাইলের একটি নাম লিখুন এবং তারপর Save এ টোকা দিন বা ক্লিক করুন।

ডেস্কটপ এর কোন অ্যাপ্লিকেশন থেকে OneDrive এ কোন ফাইল সংরক্ষণ করা

যখন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, যেমন- মাইক্রোসফট অফিস বা পেইন্ট, আপনি এখান থেকেও সরাসরি OneDrive এ ফাইল সংরক্ষণ করতে পারেন। আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সেটি থেকে Save এ ক্লিক করুন। এবং তারপর বাম পাশের প্যানেল থেকে OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন।

Desktop App

তারপর OneDrive এর কোন ফোল্ডার এ ফাইল সংরক্ষণ করতে চান তা নির্বাচন করুন, ফাইলের একটি নাম লিখুন এবং তারপর Save এ টোকা দিন বা ক্লিক করুন।

সয়ংক্রিয়ভাবে OneDrive এ ফাইল সংরক্ষণ করা

অধিকাংশ পিসিতে আপনি যখন মাইক্রোসফট অফিস ফাইল, PDF এবং অন্যান্য ডকুমেন্ট সংরক্ষণ করেন তখন OneDrive প্রস্তাবিত স্থান হিসেবে দেখা যায় (যেমন- ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কশীট)। আপনার পিসিতে যদি ক্যামেরা সংযুক্ত থাকে, আপনি সয়ংক্রিয়ভাবে ছবি তোলার সাথে সাথে একটি কপি OneDrive এ সংরক্ষণ করে রাখতে পারেন, সুতরাং আপনার সবসময়ই একটি ব্যাকআপ থেকে যাবে। আপনার পিসিতে সয়ংক্রিয়ভাবে সংরক্ষণ সেট করা আছে কিনা তা দেখার জন্য OneDrive এর সেটিংস খুজে দেখুন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. ডকুমেন্ট এর জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Save documents to OneDrive by default চালু করুন।
3. ছবির এর জন্য OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Upload photos at good quality পছন্দ করুন বা বেশি resolution এর ছবির জন্য Upload photos at best quality পছন্দ করুন।

OneDrive এ আপনার ফাইল এর নিরাপত্তা সম্পর্কিত তথ্যের জন্য দেখুন “OneDrive এ আপনার ফাইল এর নিরাপত্তা”।

টিপস: আপনি OneDrive এ বিনা মূল্যে স্টোরেজ পান, কিন্তু আপনার যদি আরো বেশি স্টোরেজ এর প্রয়োজন হয় তাহলে আপনি তা ক্রয় করতে পারেন। PC settings খুলুন, OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Buy more storage এ টোকা দিন বা ক্লিক করুন।

যেকোন স্থান থেকে আপনার ফাইল দেখা এবং সংগ্রহ করা

যখন আপনার ফাইল OneDrive এ আছে, আপনি যেকোন ডিভাইস থেকে এটি পেতে পারেন, এমনকি আপনার পিসিতে কোন সমস্যা দেখা দিলেও। আপনি OneDrive এর ওয়েব সাইটে যেতে পারেন বা এনড্রয়েড, আইওএস বা উইন্ডোজ ফোনের যেকোন একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।

যখন আপনি অফলাইন এ থাকবেন তখন ফাইলগুলো পেতে

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ, আপনি যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবেন না তখনও আপনার সকল ফাইল ব্রাউজ করতে পারবেন। আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকবে না তখন যদি আপনি ফাইলগুলো খুলতে এবং সম্পাদনা করতে চান তাহলে আপনাকে ঐ ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করে রাখতে হবে। ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করার জন্য OneDrive অ্যাপ্লিকেশন বা File Explorer ব্যবহার করতে পারেন।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইলগুলো অফলাইনে ব্যবহারযোগ্য করা

ফাইলটি নির্বাচন করতে সুইপ করে নিচের দিকে যান বা এর উপর ডান-ক্লিক করুন, তারপর Make offline এ টোকা দিন বা ক্লিক করুন। যদি আপনি আপনার পিসিতে খুব বেশী স্থান দখল হয়ে যাওয়া সম্পর্কে উদ্বিগ্ন হন তাহলে কিছু সংখ্যক ফাইলকে অফলাইনে ব্যবহারযোগ্য বানান অথবা যদি কিছু ফাইল অফলাইনে ব্যবহারের কোন প্রয়োজন না হয়, তাহলে এদেরকে online-only হিসেবে পরিবর্তন করুন।

যদি আপনার পিসির space কোন উদ্বেগের বিষয় না হয়, তাহলে আপনি আপনার সম্পূর্ণ OneDrive অফলাইনে ব্যবহারযোগ্য করে রাখতে পারেন:

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Options এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Access all files offline চালু করুন।

File Explorer ব্যবহার করে ফাইলগুলোকে অফলাইনে ব্যবহারযোগ্য করা

ফাইলের উপর চাপ দিন এবং ধরে রাখুন বা ডান-ক্লিক করুন এবং তারপর Make available offline পছন্দ করুন। আপনার OneDrive অফলাইনে ব্যবহারযোগ্য বানাতে বাম পাশের প্যানেল এ OneDrive এর উপর চাপ দিন এবং ধরে রাখুন বা ডান-ক্লিক করুন এবং তারপর Make available offline পছন্দ করুন।

ফাইল শেয়ারিং

OneDrive এ ফাইল শেয়ার করা এবং হোম নেটওয়ার্ক এ ফাইল শেয়ার করার সেটিং করা প্রায় সাদৃশ্যপূর্ণ, এবং ইমেইল এ ফাইল পাঠানো বা একটি USB ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করা থেকে আরো বেশি সংগঠিত এবং দক্ষ ।

OneDrive অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফাইল এবং ফোল্ডার শেয়ার করা

1. ফাইল বা ফোল্ডার নির্বাচন করার জন্য সুইপ করে নিচের দিকে যান বা ডান-ক্লিক করুন।
2. Share এ টোকা দিন বা ক্লিক করুন।
3. নির্দিষ্ট ব্যক্তি বা দলের সাথে শেয়ার করার জন্য Invite people পচন্দ করুন। আপনি ব্যক্তিগতভাবে জানেন না এমন প্রচুর সংখ্যক লোকর সাথে শেয়ার করার জন্য Get a link পছন্দ করুন। শেয়ারিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন “OneDrive এ আমি কিভাবে আমার ফাইল এবং ফোল্ডার শেয়ার করতে পারি?

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল: পিসিকে নিজের পছন্দ মতো সাজানো (Personalize your PC)

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল 11 এর 10

আপনার পছন্দসমূহ সমন্বিত করা (Featuring your favorites)

উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 দিয়ে বিভিন্নভাবে আপনি আপনার পিসিকে পছন্দের অ্যাপ্লিকেশন, ব্যক্তি, ছবি, রং ইত্যাদি দিয়ে নিজের মতো করে সাজাতে পারেন।

যদি আপনি আপনার পিসিতে মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করে থাকেন, আপনি যতকিছু দিয়ে আপনার পিসিকে নিজস্বতা দান (personalize) করেছেন তার সবটাই সবসময় আপনার সঙ্গেই থাকবে। আপনি যদি এই একই মাইক্রোসফট একাউন্ট দিয়ে অন্য পিসি বা ডিভাইস এ Sign in করেন, তাহলে আপনার একই ছবি, কন্টাক্ট এবং সেটিংস উক্ত পিসিতে দেখতে পারবেন। এবং যদি অন্য কেউ আপনার পিসি ব্যবহার করে, তারা তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করতে পারবে, সুতরাং তারা তাদের পছন্দের অ্যাপ্লিকেশন, ব্যক্তি, ছবি এবং রং দিয়ে নিজের মতো করে পিসিকে সাজাতে পারবে (আপনার কোনকিছু পরিবর্তন না করেও)।

পিকচার পাসওয়ার্ড (Picture Password) ব্যবহার করে Sign in করা

Picture Password এর সাহায্যে, একটি মনে রাখা কষ্টকর পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার পছন্দের কোন ছবি দিয়ে পিসিতে Sign in করতে পারবেন। আপনি একটি ছবি নির্বাচন করেছেন, যা ইঙ্গিত করে – বৃত্ত, সোজা লাইন, বা ফোটার সমন্ময় – আপনি ব্যবহার করুন এবং ছবিটি যেখানে আছে তা ট্রেস করুন। আপনি একটি Picture Password অঙ্কন করতে পারেন সরাসরি টাচ স্ক্রিণের উপরে আঙ্গুলের সাহায্যে, অথবা আপনি ছবি (কোন আকৃতি) আকার জন্য মাউস ব্যবহার করতে পারেন। আপনার পিসিতে যাদের মাইক্রোসফট একাউন্ট আছে তাদের সবাই তাদের নিজস্ব Picture Password তৈরি করতে পারে।

Picture Password তৈরি করার জন্য

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Sign-in options এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Picture password এর অধীনে Add এ টোকা দিন বা ক্লিক করুন।
4. আপনার মাইক্রোসফট একাউন্ট এর তথ্য দিয়ে Sign in করুন, এবং তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

 

টিপস: সাধারণ পাসওয়ার্ড এর থেকে Picture Password অনেক বেশি নিরাপদ, কেননা এগুলো অনুমান করা কঠিন।

 

 

 

Sign in করার পর আপনি কোথায় যেতে চান

ডিফল্ট হিসেবে, অধিকাংশ মানুষ যখন তাদের পিসিতে Sign in করে তখন ডেস্কটপ এ যায়, কিন্তু আপনি আপনি যখন আপনার পিসিতে Sign in করবেন তখন Desktop, Start Screen, বা App View এর মধ্যে যেকোনটি পছন্দ করতে পারেন, এক্ষেত্রে আপনি কি ধরনের যন্ত্র (ডিভাইস) ব্যবহার করছেন তা কোন বিবেচ্য বিষয় নয়।

ডেস্কটপ এ বুট করার জন্য

1. প্রথমে, পর্দার ডান পাশে সুইপ করার মাধ্যমে টাস্কবার ও নেভিগেশন প্রোপার্টিজ খুলুন, Search এ টোকা দিন, সার্চ বক্স এ Taskbar লিখুন, এবং তারপর ফলাফল থেকে Taskbar and Navigation এ টোকা দিন বা ক্লিক করুন।

2. Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন করুন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন ডেস্কটপ দেখা যাবে।

স্টার্ট এ বুট করার জন্য

1. প্রথমে, পর্দার ডান পাশে সুইপ করার মাধ্যমে টাস্কবার ও নেভিগেশন প্রোপার্টিজ খুলুন, Search এ টোকা দিন, সার্চ বক্স এ Taskbar লিখুন, এবং তারপর ফলাফল থেকে Taskbar and Navigation এ টোকা দিন বা ক্লিক করুন।
2. Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন উঠিয়ে দিন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন ডেস্কটপ এর বদলে Start Screen দেখা যাবে।

 

 

একাউন্ট পিকচার পরিবর্তন করার জন্য

Microsoft accountআপনার অ্যাকাউন্ট পিকচার আপনার মাইক্রোসফট একাউন্ট এর সাথে সংযুক্ত, সুতরাং আপনি পিসিতে এবং Start Screen এ Sign in করলে উক্ত ছবি দেখতে পারবেন। সেইসাথে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার যারা পরিচিত হিসেবে তালিকাভুক্ত আছে (আপনার কন্টাক্ট লিস্ট এ আছে) তারা আপনার ছবি দেখতে পারবে।

অ্যাকাউন্ট পিকচার হিসেবে আপনার নিজের ছবিগুলো থেকে একটি পছন্দের ছবি ব্যবহার করতে পারেন, বা কোন অ্যাপ্লিকেশন এর সাহায্যে ছবি তৈরি বা সম্পাদনা করে ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার ওয়েব ক্যাম থাকে তাহলে একটি ছবি তুলতে পারেন বা একটি ভিডিও ক্লিপ তৈরি করতে পারেন।

 

 

 

 

অ্যাকাউন্ট পিকচার পরিবর্তন করার জন্য

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Your account এ টোকা দিন বা ক্লিক করুন
3. নিচের যেকোন একটি পন্থা অনুসরণ করুন:

একটি পছন্দের ছবি খুজে বের করা। যদি আপনি একটি পছন্দের ছবি খুজতে চান তাহলে Browse এ টোকা দিন বা ক্রিক করুন। আপনি আপনার পিসিতে বা অনড্রাইভে ফটো নেভিগেট করতে পারেন। একটি ছবি নির্বাচন করার জন্য টোকা দিন বা ক্লিক করুন, তারপর Choose Image এ টোকা দিন বা ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা। আপনি যদি ছবি তৈরি বা সম্পাদনা করার জন্য কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন, তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশনা অনুসরন করুন। আপনার পিসিতে ইনস্টল করা ছবি সম্পাদনা করা যায় এমন সকল অ্যাপ্লিকেশন এর তালিকা এখানে দেখা যাবে। আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তা যদি এখানে দেখা না যায় তাহলে কিভাবে একটি সংগ্রহ করবেন তা জানতে দেখুন “পিসির জন্য অ্যাপ্লিকেশন সংগ্রহ”।

একটি ছবি তোলা বা একটি ভিডিও ক্লিপ তৈরি করা। যদি আপনি একটি ছবি তুলতে চান বা একটি ভিডিও ক্লিপ তৈরি করতে চান তাহলে Camera এ টোকা দিন বা ক্লিক করুন। তারপর একটি ছবি তুলুন বা ভিডিও ক্লিপ তৈরি করার জন্য video mode এ সুইচ করুন।

 

 

 

স্টার্টকে নিজের পছন্দ অনুসারে সাজানো

আপনি Start Screen এ টাইলস, রং এবং ছবি বাছাই করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো সাজাতে পারেন। যদি অন্যেরা আপনার পিসি ব্যবহার করে, তাহলে নিশ্চিত হয়ে নিন যে তারা সকলে তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে কিনা। এভাবে তারা প্রত্যেকের তাদের নিজস্ব কাস্টমাইজড Start Screen থাকতে পারে। আরো জানতে দেখুন “স্টার্ট স্ক্রিণ”।

ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য

Backgraund1. স্টার্ট খোলার জন্য সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Start এ টোকা দিন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।
3. Personalize এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর background, background Colour এ টোকা দিন বা ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ড কালার, এবং আপনার প্রয়োজন অনুসারে রঙ অ্যাকসেন্ট করুন। ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনি যে রঙ অ্যাকসেন্ট করেছেন তা অন্য কিছু জায়গাতেও দেখা যাবে, যেমন- চার্ম এবং সাইন ইন স্ক্রিণ।

 

 

 

 

স্টার্ট এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেখার জন্য

আপনি ডেস্কটপ ব্যাকগ্রাইন্ড পিকচার কে Start Screen এর ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। যখন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হবে তখন স্টার্টও সয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

1. স্টার্ট খোলার জন্য সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Start এ টোকা দিন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।
3. Personalize এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এর প্রিভিউ থেকে আপনার পছন্দমত একটিকে টোকা দিন বা ক্লিক করুন।

 

 

যেসকল অ্যাপলিকেশন আপনি প্রায়ই ব্যবহার করেন সেগুলোকে পিন করে রাখা

দ্রুততার সাথে খোলার জন্য আপনি আপনার পছন্দের অ্যাপলিকেশনগুলোকে Start Screen বা টাস্কবার এর সাথে পিন করে রাখতে পারেন এবং টাইলস এ এক নজরে আপডেটগুলো দেখতে পারেন।

ধাপ 1 App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো Arrow এ ক্লিক করুন।

ধাপ 2 যে অ্যাপলিকেশন কে পিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। আপনি একাধিক অ্যাপলিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে পিন করতে পারেন।

ধাপ 3 টোকা দিন বা ক্লিক করুন Pin to Start অথবা Pin to taskbar এর উপর। যে অ্যাপলিকেশনগুলো পিন করেছেন তা Start Screen এর শেষে বা ডেস্কটপ টাস্কবারে দেখা যাবে।

স্টার্ট থেকে অ্যাপলিকেশন আনপিন করা

আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার Start Screen এ একটি টাইল আর থাকবে না, আপনি একে স্টার্ট থেকে আনপিন করতে পারেন। অ্যাপলিকেশন আনপিন করা, অ্যাপলিকেশন আনইনস্টল করা থেকে ভিন্নতর – যদি আপনি একটি অ্যাপলিকেশন কে Start Screen থেকে আনপিন করেন, অ্যাপলিকেশনটি সার্চ করলে (খোজা হলে) তখনও দেখা যাবে এবং এটি অ্যাপলিকেশন ভিউ এও দেখা যাবে।

স্টার্ট থেকে একটি অ্যাপ আনপিন করা

1. শুরুর পর্দায় যে টাইলস কে আনপিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন।
আপনি একাধিক অ্যাপলিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে আনপিন করতে পারেন। আপনার নির্বাচন বাদ দেওয়ার জন্য Start Screen এর উপর অথবা App View ফাঁকা এর স্থানে এ টোকা দিন বা ক্লিক করুন, অথবা Customize এ টোকা দিন বা ক্লিক করুণ।

2. Unpin from Start এ টোকা দিন বা ক্লিক করুন।
আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে বাছাই করেছিলেন তা Start Screen থেকে মুছে যাবে, কিন্তু তখনও App View এ দেখা যাবে এবং সার্চ (খোঁজা হলে) করলে পাওয়া যাবে।

Start Screen এর একটি টাইল সরাতে
1। শুরুর পর্দায় যে টাইলস কে সরাতে চান তার উপর চাপ দিন বা ক্লিক করুন এবং ধরে রাখুন।
2। যেখানে এটিকে রাখতে চান সেখানে এটিকে টেনে নিয়ে যান।

টাইলস কে ছোট বড় করা
1। শুরুর পর্দায় যে টাইলস কে ছোট বড় করতে চান তার উপর চাপ দিন বা ক্লিক করুন এবং ধরে রাখুন।
2। Resize এ টোকা দিন বা ক্লিক করুন।
3। আপনার চাহিদামত সাইজ পছন্দ করুন।

 

 

 

আপনার লক স্ক্রিন কাস্টমাইজ করা

Lock Screen হচ্ছে এমন একটি স্ক্রিণ যা আপনার পিসিকে যখন লক (তালাবদ্ধ) করবেন তখন দেখতে পারবেন (অথবা কিছু সময় পিসি ব্যবহার না করার ফলে যখন এটি সয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে)। আপনি আপনার পছন্দের বাচ্চাদের, পোষা প্রাণী, এবং অবকাশ উৎযাপনের ছবি, বা এমনকি একটি আবর্তিত স্লাইড শো তৈরি করে সংযুক্ত করতে পারেন।

যদি আপনি কিছু বিনামূল্যে প্রাপ্ত ছবি ব্যবহার করতে চান, তাহলে Personalization Gallery থেকে ছবি ডাউনলোড করতে পারেন।

Lock Screen

Lock Screen এ ছবি যোগ করতে

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. যদি আপনি শুধুমাত্র একটি ছবিকে Lock Screen এ ব্যবহার করতে চান তাহলে Browse এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনার চাহিদামত ছবি পছন্দ করুন (আপনি আপনার পিসি বা অনড্রাইভ থেকে ছবি পছন্দ করতে পারেন)।
4. যদি আপনি একটি স্লাইড শো কে আপনার পিসির Lock Screen এ দেখতে চান তাহলে এটি চালু করার জন্য Play a slide show on the lock screen টোকা দিন বা ক্লিক করুন।
5. Add a folder এ টোকা দিন বা ক্লিক করুন এবং আপনার পিসি বা অনড্রাইভ এ একটি ফোল্ডার কে ব্রাউজ করুন।
6. এটি নির্বাচন করার জন্য ফোল্ডারটির উপর টোকা দিন বা ক্লিক করুন এবং OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি দশটি পর্যন্ত ফোল্ডার নির্বাচন করতে পারবেন।

Lock Screen এর নিচে অ্যাপ্লিকেশন আনার জন্য

Lock Screen AppLock Screen এর নিচে স্থাপনের জন্য আপনি কিছু সংখ্যক অ্যাপ পছন্দ করতে পারেন যাতে আপনি পিসি লক থাকা সত্ত্বেও আপনার পিসিতে কি ঘটছে তা দেখতে পারেন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Lock screen apps এ মধ্যে plus button Plusএ টোকা দিন বা ক্লিক করুন। তারপর তালিকা হতে নির্বাচনের জন্য একটি অ্যাপ এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

Lock Screen এ কোন অ্যাপ্লিকেশনের বিস্তারিত তথ্য দেখার জন্য

Lock Screen এ আপনি একটি অ্যাপ নিতে পারেন যাতে Lock Screen এ অবস্থান করেও কোন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন যেমন- আপনার ক্যালেন্ডারের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট বা স্কাইপিতে কে আপনাকে কল করছে তা জানতে পারেন।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. PC and devices এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Lock screen এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Choose an app to display detailed status এর অধীন plus button Plusএ টোকা দিন বা ক্লিক করুন। তারপর তালিকা হতে নির্বাচনের জন্য একটি অ্যাপ এ টোকা দিন বা ক্লিক করুন।

 

টিপস: ডিফল্ট হিসেবে উইন্ডোজ সেইসকল ছবি লক স্কিণের স্লাইড শো এ ব্যবহার করে যেগুলো পর্দার সাথে ভালভাবে ফিট হয়। কিন্তু যদি আপনি আপনার নির্বাচিত ফোল্ডার এর সকল ছবি স্লাইড শো এ ব্যবহার করতে চান তাহলে Only use the pictures that will fit best on my screen এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

আপনার সেটিংস সিঙ্ক (Sync) করা।

যদি আপনি একটি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করতে থাকেন, আপনি আপনার lock screen এর ছবি, Start screen এবং themes সিঙ্ক করতে পারবেন। এভাবে আপনি যখন অন্য পিসি বা ডিভাইস এ Sign in করবেন, তখন আপনার ব্যক্তিগতকৃত (personalized) সব কিছুই সেখানে দেখতে পারবেন।

সেটিংস সিঙ্ক (Sync) করতে

1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
(আপনি যদি মাউস ব্যবহার করতে চান তাহলে মাউস পয়েন্টার পর্দার ডান পাশের নিচের দিকে নিয়ে যান, একটু উপরের দিকে উঠুন, Settings এ ক্লিক করুন এবং তারপর Change PC settings এ ক্লিক করুন।)
2. OneDrive এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Sync settings এ টোকা দিন বা ক্লিক করুন।
3. এটি অন করতে Sync your settings on this PC এ টোকা দিন বা ক্লিক করুন।
4. Personalization settings এর অধীনে আপনি যেভাবে সিঙ্ক করতে চান সেভাবে সেটিংস পছন্দ করুন।

নোট: আপনি সেখানে Sign in করেছেন সেখানকার Start Screen এ আপনার সকল অ্যাপ্লিকেশন এর টাইলস দেখতে পারবেন। কিন্তু একটি অ্যাপ্লিকেশন অন্য ডিভাইস এ ব্যবহার করার জন্য উক্ত ডিবাইস এ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে।। আরো জানার জন্য দেখুন “একাধিক পিসিতে অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করুন”।

 

 

ডেস্কটপ কাস্টমাইজ করা

ডেস্কটপ কাস্টমাইজ করতে আপনি থিম, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, উইন্ডো কালারস এবং স্ক্রিণ সেভার ব্যবহার করতে পারেন। আপনি বিনামূল্যে কিছু থিম এবং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান তাহলে Personalization Gallery এ বিশাল সংখ্যয় এগুলো পাবেন। ডেস্কটপ ব্যক্তিগতকৃতকরণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন Get started with themes.

Random Short Notes on Project Management (PMI)

ব্যবস্থাপনার উপর কিছু সংক্ষিপ্ত নোটঃ
রিদওয়ান বিন শামীম

প্রকল্পের সুযোগ ব্যবস্থাপনার পরিকল্পনাঃ

সুযোগ ব্যবস্থাপনার পরিকল্পনা হল মূলত নির্দিষ্ট করে কীভাবে প্রকল্পের সম্ভাব্য সুযোগের বিভিন্ন উত্থান পতনগুলো নিয়ন্ত্রণ করা যায় ও কীভাবে সুযোগের ক্ষেত্র গুলো নির্ধারণ করা যায়।এজন্যপ্রথমেই যা করতে হবে তা হল প্রকল্প শুরু করা।

একটি প্রকল্প শুরু করাঃ

একটি প্রকল্প শুরু করার সাথে মূলত দুই ধরণের উপাত্ত জড়িত থাকে, প্রথমটি হল প্রকল্পের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য গড়ে তোলা এবং দ্বিতীয়টি হল সম্ভাব্য প্রাথমিক সুযোগগুলোর একটি খসড়া গঠন করা।প্রকল্প ব্যবস্থাপকদের এক্ষেত্রে সরাসরি ও সততার সাথে আচরণ করতে হয়। যেকোনো পরিস্থিতিতে কোন সমস্যা এলে তাকে সোজাসুজি সেই সমস্যা মোকাবেলা করতে হয়। প্রকল্পের বৈশিষ্ট্য, যা অফিসিয়ালি একটি প্রকল্পের ভিত্তি, সেগুলো ব্যবসায়িক চাহিদা মেনে গঠন করতে হয়, সবসময় মাথায় রাখতে হয়, কেন প্রকল্পটি করা হচ্ছে অর্থাৎ প্রকল্পটির উদ্দেশ্য কি। সুযোগের খসড়া হয়ে যাওয়ার পর ও টিমের কর্মীদের কাজ শুরু হয়ে যাওয়ার পর সাধারণত প্রকল্পের যে ধারাটি শুরু করতে হয় তা হল ডবলুবিএস প্রসেস (WBS process) যা মূলত কাজের খণ্ডিত অংশগুলোর আউটপুট বা ফলাফল নির্ধারণ করে। এই আউটপুট গুলো কয়েকটি বিষয়ের সমন্বয়ে হয়ে থাকেঃ মূল্যবান সাংগঠনিক প্রক্রিয়া, প্রকল্পবিধি ও প্রাথমিক সুযোগগুলোর খসড়া ইত্যাদি।

প্রকল্পের কর্ম প্রণালীর নিষ্ঠার ক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপককে সব সময় খেয়াল রাখতে হয় সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহনের দিকে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহনের এই বিষয়গুলো ব্যবস্থাপককে একা দেখতে হয়, এগুলো টিম ওয়ার্ক নয়। এবিষয়ে কাজের ধারার বিবরণী পাওয়া যাবে ডবলুবিএস ডিকশনারিতে(in WBS dictionary)। সুযোগের গুরুত্ব নিশ্চিতকরণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা ও অর্থ বিনিয়োগকারী যাচাই করতে চায় চূড়ান্তভাবে প্রাপ্ত পণ্য পূর্বের ধারণা করা পণ্যের মানের মতন হয়েছে কিনা।স্টেটমেন্ট অফ ওয়ার্ক বা কাজের বিবৃতিঃ স্টেটমেন্ট অফ ওয়ার্ক বা কাজের বিবৃতি প্রকল্পের খণ্ডিত অংশের বিবরণ দেয় যাতে অনেক সময় বাইরের বিক্রেতাদের অনেক বিষয়ও জড়িত থাকে।কোড অফ কন্ডাক্টের শর্তে প্রকল্প ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও বলা থাকে প্রকল্পের লাভ বা লভ্যাংশ নিয়ে যেকোনো ধরণের কোন্দল এড়িয়ে চলতে।

ডবলুবিএস সার্ভের উদ্দেশ্যঃ

ডবলুবিএস সার্ভে পুরো বিষয়টি চূড়ান্ত ভাবে খতিয়ে দেখে, এই ডবলুবিএস সার্ভের কয়েকটি উদ্দেশ্য আছে। সেগুলো হলঃ পূর্বে নিরুপিত সম্ভাব্যতা কতটুকু নির্ভুল তা জানা, নিয়ম নিষ্ঠা ও দায়িত্ববোধ মেনে চলাকে সহজ করা, প্রকল্পের সফলতার একটি মানদণ্ড তৈরি করা ইত্যাদি। এভাবেই প্রকল্প ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলে।
তথ্যসুত্রঃ (Andy Crowe, the PMP Exam.)

পিএইচপি ৫ কন্সট্যান্ট (PHP 5 Constants)

আক্তারুজ্জামান
Department of CSE,University of Chittagong

 

কনস্টান্ট হচ্ছে এমন একটি identifier যেইটা ভেরিয়েবলের মতই কাজ করে তবে ডিফারেন্স হচ্ছে ভেরিয়েবলের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় কিন্তু কনস্টান্ট একবার ডিফাইন করা হলে পুরো স্ক্রিপ্টে আর পরিবর্তন হয় না।

একটি ভ্যালিড কনস্টান্টের নাম আরম্ভ করতে হয় লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে কনস্টান্টের নামের আগে কোন $ সাইন ব্যাবহার করা হয় না। প্রচলিত নিয়ম অনুযায়ী কনস্টান্ট লিখতে হয় আপারকেস লেটার দিয়ে।
একটি কনস্টান্ট বানানোর জন্য পিএইচপির define() ফাংশন ব্যাবহার করা হয়। নিচে উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।

define() ফাংশনটি দেখতে নিচের মত


define(name, value, case-insensitivity)


প্যারামিটারগুলুর বর্ণনা নিচে দেওয়া হল

  • name: এইটি কনস্টান্টের নামে নির্দেশ করে।
  • value: এইটি কনস্টান্টের মান নির্দেশ করে।

case-insensitivity

এইটি নির্দেশ করে কনস্টান্টের মান কেস সেনসিটিভ কিনা। এইটা ডিফল্ট হিসেবে false থাকে।
উদাহরণ


< ?php
 define("GREETING", "Welcome to PHP!");
 echo GREETING;
 ?>

এই কোডটি GREETING নামের একটি কন্সটান্ট তৈরি করে যার মান হচ্ছে “Welcome to PHP!”।
কনস্টান্ট অটোমেটিক্যালি গ্লূবাল অর্থাৎ এইটি পুরো স্ক্রিপ্টে ব্যাবহার করা যেতে পারে। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হয়েছে।


 < ?php
 define("GREETING", "Welcome to PHP!");
function showGreeting() {
 echo GREETING;
 }
showGreeting();
 ?>

উপরের উদাহরণে GREETING কনস্টান্টটি showGreeting() ফাংশনের বাইরে সংজ্ঞায়িত করার পরেও, ফাংশনের ভিতরে এইটি ব্যবহার করা যাচ্ছে।

 

এইচটিএমএল শিরোনাম (HTML Headings)

HTML Headings

HTML Documents এর ক্ষেত্রে Headings খুবই গুরুত্বপূর্ণ। <h1> থেকে <h6> tags দ্বারা Heading কে তুলে ধরা হয়।

<h1> tag দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও <h6> tag দ্বারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ Heading কে তুলে ধরা হয়।

 

উদাহরণস্বরূপঃ

<h1> এই হল একটি শিরোনাম </h1>

<h2> এই হল একটি শিরোনাম </h2>

<h3> এই হল একটি শিরোনাম </h3>

<h4> এই হল একটি শিরোনাম </h4>

<h5> এই হল একটি শিরোনাম </h5>

<h6> এই হল একটি শিরোনাম </h6>


 

 

ফলাফল:

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম

এই হল একটি শিরোনাম
এই হল একটি শিরোনাম

 

বিশেষ দ্রষ্টব্যঃ প্রত্যেক Heading এর আগে ও পরে browser স্বয়ংক্রিয়ভাবে কিছু empty space যোগ করে দেয়।

 

শিরোনাম (Heading) খুব গুরুত্বপূর্ণ

HTML Headings কে কেবল Heading এর জন্য ব্যবহার করতে হবে, কোন Text কে বড় (big) অথবা Bold করার জন্য Heading কে ব্যবহার করা যাবে না। আপনার web page গুলোর structure এবং content এর সূচি বানানোর জন্য সার্চিঞ্জিনগুলো আপনার headings কে ব্যবহার করে। User রা Heading এর দ্বারা আপনার web page এর সারমর্ম বুঝে নেয়। Document এর structure দেখানোর জন্যও Heading ব্যবহার করা গুরুত্বপূর্ণ। <h1> Heading হল প্রধান শিরোনাম, <h2> অপেক্ষাকৃত গৌন, <h3> তার চেয়ে কম গুরুত্বপূর্ণ এভাবেই ক্রমান্বয়ে ব্যবহৃত হয়।

 

HTML Horizontal Rules (আনুভূমিক নিয়ম)

HTML page এ <hr> tag আনুভূমিক রেখা তৈরি করে। বিষয়বস্তুকে চিহ্নিত করার জন্য <hr > element ব্যবহার করা হয়।

যেমনঃ


<!DOCTYPE html>
<html>
<body>

<p>The hr tag defines a horizontal rule:</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>
<hr>
<p>This is a paragraph.</p>

</body>
</html>


 

 

ফলাফল

 

 

The hr tag defines a horizontal rule:


This is a paragraph.


This is a paragraph.


This is a paragraph.

 

 


 

 

 

HTML এর <head> element

HTML এর <head> element টির HTML Headings এর সাথে কিছু করার নেই। <head> element meta data ধারণ করে। আর meta data web page এ দৃশ্যায়িত হয় না। <html> tag ও <body> tag এর মধ্যখানে HTML element অবস্থান করে।

উদাহরণস্বরূপঃ

<!DOCTYPE html>
<html>

<head>

<title>My First HTML</title>
<meta charset=”UTF-8″>

</head>

<body>

<p>The HTML head element contains meta data.</p>

<p>Meta data is data about the HTML document.</p>

</body>
</html>


 

 

ফলাফল

The HTML head element contains meta data.

Meta data is data about the HTML document.


 

 

 HTML এর title element

HTML এর title element হল meta data। এটা HTML Documents এর title হিসেবে চিহ্নিত হয়। Document এ title কখনও প্রদর্শিত হয় না।

 

HTML এর meta element

HTML এর <meta> element ও আরেকটি meta data। HTML Document এর অন্যান্য তথ্য ও চরিত্র সেটকে তুলে ধরতে এটি ব্যবহৃত হয়।

এইচটিএমএল এট্রিবিউট (HTML Attributes)

HTML Attributes এইচটিএমএল এট্রিবিউট

নয়ন চন্দ্র দত্ত

 

এট্রিবিউট হচ্ছে ট্যাগ এর বৈশিষ্ট বা মান। এট্রিবিউট এইচটিএমএল উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।

এইচটিএমএল এট্রিবিউট

• এইচটিএমএল এলিমেন্টে বা উপাদানের এট্রিবিউট বা বৈশিষ্ট্যাবলী থাকতে পারে।

• এট্রিবিউট একটি উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।

• এট্রিবিউট সবসময় শুরু ট্যাগ এ উল্লেখ করা হয়।

• এট্রিবিউট নাম/মান জোড়ায় জোড়ায় আসে। যেমনঃ name=”value”

lang এট্রিবিউট

ডকুমেন্টের ল্যাংগুয়েজ <html> ট্যাগে declare করা যেতে পারে। ল্যাংগুয়েজ lang এট্রিবিউটে declare করা হয়।

একটি ল্যাংগুয়েজ declare করা বিশেষ ব্যবহারকারীদের জন্য ( accessibility) তৈরি অ্যাপ্লিকেশন( স্ক্রিন রিডার ) এবং সার্চ ইঞ্জিন এর জন্য খুব গুরুত্বপূর্ণ।

উদাহরণঃ


<!DOCTYPE html>
<html lang=”en-US”>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>


 

প্রথম দুটি অক্ষর ভাষা নির্ধারণ করে (en) । যদি উপভাষা থাকে, তবে আরো দুটি অক্ষর (US) ব্যবহার করুন।

Title Attribute শিরোনাম অ্যাট্রিবিউট

এইচটিএমএল অনুচ্ছেদ <p> ট্যাগ দিয়ে নির্দেশিত হয়। এই উদাহরণে, <p> এলিমেন্ট এর একটি টাইটেল অ্যাট্রিবিউট আছে। টাইটেল অ্যাট্রিবিউটের মান হচ্ছে “About bangla learning school” ।

উদাহরণঃ


<p title=“About bangla learning school”>
salearningschoolis a web developer’s site.
It provides tutorials and references covering
many aspects of web programming,
including HTML, CSS, JavaScript, XML, SQL, PHP, ASP, etc.
</p>


 

 

ফলাফল


salearningschool is a web developer’s site.
It provides tutorials and references covering
many aspects of web programming,
including HTML, CSS, JavaScript, XML, SQL, PHP, ASP, etc.


[আপনি যখন element এর উপর দিয়ে মাউসকে move করাবেন তখন টাইটেল একটি tooltip হিসাবে প্রদর্শন করবে। ]

 

 

href অ্যাট্রিবিউট

এইচটিএমএল লিঙ্ক <a> ট্যাগ দিয়ে নির্ধারিত। লিঙ্ক এড্রেস href অ্যাট্রিবিউটে উল্লেখ করা হয়।

যেমনঃ-


<a href=”http://bangla.salearningschool.com”>This is a link</a>


 

 

ফলাফল


This is a link


 

আপনারা লিঙ্ক এবং <a> ট্যাগ সম্পর্কে এই টিউটোরিয়ালে পরবর্তীতে আরো জানতে পারবেন।

 

Size বা আকার অ্যাট্রিবিউট

এইচটিএমএল ইমেজ <img> ট্যাগ দিয়ে নির্ধারিত। উৎস ফাইলের নাম (src) এবং ইমেজের আকার (width এবং height) সব অ্যাট্রিবিউট হিসেবে নির্দেশিত হয়। যেমনঃ-

<img src=”http://bangla.salearningschool.com/wp-content/uploads/2015/04/bangla.salearning.png” width=”960″ height=”198″>

ছবির আকার পিক্সেলে উল্লেখ করা হয়েছে। width=”960″ এর মানে পর্দা 960 পিক্সেল চওড়া।

আপনারা ইমেজ এবং <img> ট্যাগ সম্পর্কে এই টিউটোরিয়ালে পরবর্তীতে আরো জানতে পারবেন।

 

Alt অ্যাট্রিবিউট

যখন একটি এইচটিএমএল উপাদান প্রদর্শন করা যায় না তখন Alt অ্যাট্রিবিউট নির্দিষ্ট একটি বিকল্প টেক্সট ব্যবহার করতে সাহায্য করে। “screen readers” দ্বারা অ্যাট্রিবিউটের মান পড়া যায়।

উদাহরণঃ


<img src=”http://bangla.salearningschool.com/wp-content/uploads/2015/04/bangla.salearning.png” alt=”salearningschool.com” width=660″ height=”150″>


 

 

ফলাফল


salearningschool.com


 

 

আমার সুপারিশ: সর্বদা ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন।

এইচটিএমএল ৫ স্ট্যান্ডার্ড এর ছোট হাতের অ্যাট্রিবিউট নাম প্রয়োজন হয় না। টাইটেল অ্যাট্রিবিউট ছোট বা বড় হাতের লেখা যেতে পারে, যেমন- Title বা TITLE ।

ছোট হাতের সবচেয়ে কমন এবং ছোট হাতের অক্ষর লেখাও সহজ।

আমার সুপারিশ : সর্বদা Quote Attribute মান ব্যবহার করবেন।

এইচটিএমএল ৫ স্ট্যান্ডার্ড এ অ্যাট্রিবিউট মান এ Quote দেওয়ার প্রয়োজন হয় না। উপরে প্রদর্শিত href অ্যাট্রিবিউট, এভাবেও লেখা যেতে পারেঃ


<a href=http://salearningschool.com>


 

 

এইচটিএমএল 4 Quote ব্যবহারের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে এবং এক্সএইচটিএমএল (XHTML) এর মত ডকুমেন্ট Quote ব্যবহারের দাবি রাখে।


<p title=About bangl learnings chool>


 

 

[quote এর ব্যবহার করাটা খুবই সাধারণ ব্যাপার। quotes বাদ দিয়ে লিখলে ত্রুটি তৈরী হতে পারে। ]

 

সিঙ্গেল বা ডাবল quote ?

ডাবল quote এর ব্যবহার এইচটিএমএল এ খুবই সাধারণ, কিন্তু একক quote ও ব্যবহার করা যেতে পারে।

অনেকসময়, যখন অ্যাট্রিবিউট মান নিজেই ডাবল quotes (উদ্ধৃতি চিহ্ন) ধারণ করে তখন একক সিঙ্গেল quotes (উদ্ধৃতি চিহ্ন) ব্যবহার করা প্রয়োজন হয়ে পরে।

যেমনঃ-


<p title=’John “ShotGun” Nelson’>


 

 

বা উলটাভাবে


<p title=”John ‘ShotGun’ Nelson”>


 

 

 

অধ্যাযয়ের সারমর্ম

১। সমস্ত এইচটিএমএল উপাদানের অ্যাট্রিবিউট থাকতে পারে।

২। এইচটিএমএল টাইটেল অ্যাট্রিবিউট অতিরিক্ত “টুল – টিপ” তথ্য প্রদান করে।

৩। এইচটিএমএল href অ্যাট্রিবিউট লিঙ্কের জন্য ঠিকানা ও তথ্য প্রদান করে।

৪। এইচটিএমএল width এবং height অ্যাট্রিবিউটন ইমেজের জন্য আকার বিষয়ক তথ্য প্রদান করে।

৫। এইচটিএমএল Alt অ্যাট্রিবিউট পাঠকদের জন্য টেক্সট প্রদান করে।

৬। এইচটিএমএল এট্রিবিউট নামে সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করা ভাল।

৭। quote এট্রিবিউট এ সবসময় ডাবল quote ব্যবহার করা ভাল।

 

এইচটিএমএল এট্রিবিউট

নীচে এইচটিএমএল এ প্রায়ই ব্যবহৃত হয় এমন কিছু এট্রিবিউট এর একটি বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হল:

এট্রিবিউটঃ alt
ব্যাখ্যাঃ ইমেজের জন্য একটি বিকল্প টেক্সট উল্লেখ করে

এট্রিবিউটঃ disabled
ব্যাখ্যাঃ একটি ইনপুট উপাদান নিষ্ক্রিয় করা হবে উল্লেখ করে

এট্রিবিউটঃ href
ব্যাখ্যাঃ লিঙ্ক এর জন্য URL (ওয়েব ঠিকানা) উল্লেখ করে

এট্রিবিউটঃ id
ব্যাখ্যাঃ একটি উপাদানের জন্য একটি unique আইডি উল্লেখ করে

এট্রিবিউটঃ src
ব্যাখ্যাঃ ইমেজের জন্য URL (ওয়েব ঠিকানা) উল্লেখ করে

এট্রিবিউটঃ style
ব্যাখ্যাঃ একটি উপাদানের জন্য ইনলাইন সিএসএস স্টাইল উল্লেখ করে

এট্রিবিউটঃ title
ব্যাখ্যাঃ একটি উপাদান সম্পর্কে ( টুল টিপ হিসেবে প্রদর্শিত) অতিরিক্ত তথ্য উল্লেখ করে

এট্রিবিউটঃ value
ব্যাখ্যাঃ ইনপুট উপাদানের জন্য মান ( টেক্সট কন্টেন্ট ) উল্লেখ করে করে