সি এস এস বর্ডার (CSS Border)

CSS border properties এলিমেন্ট এর border এর style, size, and color নির্ধারণ করতে সাহায্য করে ।

 

বর্ডার স্টাইল

Border-style property নির্ধারণ করা হয় কি ধরনের border প্রদর্শিত হবে।
বি: দ্র: Border properties এর কোন প্রভাব কাজ করবে না যদি না border-style property নির্ধারণ করা হয়।

 

বর্ডার স্টাইল মান

none কোন border না থাকা নির্দেশ করে
dotted dotted border নির্দেশ করা হয় এটি দ্বারা
dashed dashed border নির্দেশ করা হয় এটি দ্বারা
solid solid border নির্দেশ করা হয় এটি দ্বারা
double দুইটি border একত্রে নির্দেশ করা হয় এটি দ্বারা। দুটি border এর ব্যাপকতা একই থাকে যেমনটি border-width value তে দেয়া হয়।
groove 3D grooved border নির্দেশ করা হয় এটি দ্বারা। এর প্রভাব border এর color value এর উপর নির্ভর করে ।
ridge 3D ridged borderনির্দেশ করা হয় এটি দ্বারা। এর প্রভাব border এর color value এর উপর নির্ভর করে ।
inset 3D inset border নির্দেশ করা হয় এটি দ্বারা। এর প্রভাব border এর color value এর উপর নির্ভর করে ।
outset 3D outset border নির্দেশ করা হয় এটি দ্বারা। এর প্রভাব border এর color value এর উপর নির্ভর করে ।

 

বর্ডার এর প্রসস্থতা

”Border-Width” property ব্যাবহার করা হয় border এর width নির্ধারণ করার জন্য ।

Width ব্যাবহার করা হয় pixels এককে অথবা তিনটি পূর্ব নিরধারিত values: thin, medium, or thick দ্বারা।

বি: দ্র: “border-width” property একাকী ব্যাবহার করলে ইহা কাজ করবে না । তাই প্রথমে “border-style” ব্যাবহার করে border নির্ধারণ করে নিতে হয়।

উদাহরনঃ


p.one {
    border-style: solid;
    border-width: 5px;
}

p.two {
    border-style: solid;
    border-width: medium;
}

 

বর্ডার এর রঙ

Border-color property ব্যাবহার করা হয় border এর color নির্ধারণ করার জন্য। Color নির্ধারণ করার উপায়ঃ

name color value নির্ধারণ , like “red”
RGB RGB value নির্ধারণ , like “rgb(255,0,0)”
Hex shex valueনির্ধারণ, like “#ff0000”

আপনি চাইলে border color কে “transparent” হিসেবে নির্ধারণ করতে পারেন।

যদি না border color নির্ধারণ করা হয় inherited from “the color property of the element”।

বি: দ্র: “border-color” property একাকী ব্যাবহার করলে ইহা কাজ করবে না । তাই প্রথমে “border-style” ব্যাবহার করে border নির্ধারণ করে নিতে হয়।

উদাহরনঃ


p.one {
    border-style: solid;
    border-color: red;
}

p.two {
    border-style: solid;
    border-color: #98bf21;
}

 

বর্ডার স্বতন্ত্র সাইড

CSS এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন border ভিন্ন ভিন্ন পাশে ব্যাবহার করা সম্ভবঃ
উদাহরনঃ


p {
    border-top-style: dotted;
    border-right-style: solid;
    border-bottom-style: dotted;
    border-left-style: solid;
}

উপরে দেয়া উদাহরণ টি একটি একক property দিয়েও নির্ধারণ করা যায়ঃ

উদাহরনঃ


p {
    border-style: dotted solid;
}

 

border-style property এর একটি থেকে চারটি values হতে পারেঃ

  • border-style: dotted solid double dashed;
    • top border is dotted
    • right border is solid
    • bottom border is double
    • left border is dashed
  • border-style: dotted solid double;
    • top border is dotted
    • right and left borders are solid
    • bottom border is double
  • border-style: dotted solid;
    • top and bottom borders are dotted
    • right and left borders are solid
  • border-style: dotted;
    • all four borders are dotted

Border-style property উপরোক্ত উদাহরণে ব্যবহার করা হয়। যাইহোক, এটি border-width and border-color এর সাথে কাজ করতে সক্ষম।

 

Border – সংক্ষিপ্ত property

এতক্ষন আপনি উপরের উদাহরন দেখেছেন যেখানে যখন borders নির্ধারণ করতে হয় তখন অনেকগুলি properties consider করতে হয় ।

Individual border properties কে একটি property তে রুপান্তর করে code কে ছোট করা সম্ভব। একেই shorthand property বলে।

Borde property টি একটি individual border properties এর জন্য shorthand এ লিখা হয়ে থাকেঃ

  • border-width
  • border-style (required)
  • border-color

উদাহরনঃ


p {
     border: 5px solid red;
 }

 

CSS এর সকল Border Properties

প্রোপার্টি

বর্ণনা

border সকল border properties একটি declaration দ্বারা নির্ধারণ
border-bottom সকল bottom border properties একটি declaration দ্বারা নির্ধারণ
border-bottom-color bottom border এর color নির্ধারণ
border-bottom-style bottom border এর style নির্ধারণ
border-bottom-width bottom border এর width নির্ধারণ
border-color চারটি borders এর color নির্ধারণ
border-left একটি declaration দ্বারা সকল left border এর properties নির্ধারণ
border-left-color Left border এর color নির্ধারণ
border-left-style Left border এর style নির্ধারণ
border-left-width Left border এর width নির্ধারণ
border-right একটি declaration দ্বারা সকল right border এর properties নির্ধারণ
border-right-color right border এর color নির্ধারণ
border-right-style right border এর style নির্ধারণ
border-right-width right border এর width নির্ধারণ
border-style চারটি borders এর style নির্ধারণ
border-top একটি declaration দ্বারা সকল top এর properties নির্ধারণ
border-top-color top border এর color নির্ধারণ
border-top-style top border এর style নির্ধারণ
border-top-width top border এর width নির্ধারণ
border-width চারটি borders এর style নির্ধারণ

সি এস এস বক্স মডেল (CSS Box Model)

সব HTML উপাদানগুলোকে বক্স হিসাবে বিবেচনা করা যেতে পারে । CSS এ “ বক্স মডেল” শব্দটি ব্যবহার করা হয় যখন নকশা এবং বিন্যাস নিয়ে আলোচনা করা হয়।

সিএসএস বক্স মডেল মূলত চারপাশে HTML উপাদানে ঘেরা একটি বক্স, এবং এতে রয়েছে মার্জিন, সীমানা, প্যাডিং, এবং প্রকৃত বিষয়বস্তু।

বক্স মডেল আমাদেরকে উপাদানের কাছাকাছি একটি সীমানা, এবং উপাদানের মধ্যে স্থান নির্ধারণ করতে দেয়।
নীচের ইমেজটি বক্স মডেল প্রকাশ করেঃ

Box Model

বিভিন্ন অংশের ব্যাখ্যাঃ

  • বিষয়বস্তু – বক্সের বিষয়বস্তু, যেখানে টেক্সট এবং ইমেজ থাকে
  • প্যাডিং – বিষয়বস্তুর আশেপাশের এলাকা পরিস্কার করে। প্যাডিং সচ্ছ হয়
  • সীমানা – সীমানা হলো সেটা যেটা বিষয়বস্তু এবং প্যাডিং কে চারপাশ থেকে ঘিরে রাখে
  • মার্জিন – সীমানার চারপাশের এলাকা পরিস্কার করে। মার্জিন সচ্ছ

উদাহরণ


div {
    width: 300px;
    padding: 25px;
    border: 25px solid navy;
    margin: 25px;
}

 

উপদানের প্রস্থ এবং উচ্চতা

সব ব্রাউজারে একটি উপদানের পস্থ এবং উচ্চতা সঠিকভাবে সেট করার জন্য, কিভাবে বক্স মডেল কাজ করে সেটা জানতে হবে।

গুরুত্বপূর্ণঃ আপনি যখন CSS দিয়ে একটি উপদানের প্রস্থ এবং উচ্চতা সেট করবেন, আপনাকে শুধু বিষয়বস্তুর এলাকার প্রস্থ এবং উচ্চতা সেট করতে হবে। উপদানের সম্পূর্ণ আকার পরিমাপের জন্য, আপনাকে পাডিং, সীমানা এবং মার্জিনও যোগ করতে হবে।

মোট 350px প্রস্থের একটি <div>  উপাদানের স্টাইল করা যাকঃ


div {
    width: 320px;
    padding: 10px;
    border: 5px solid gray;
    margin: 0;
}

চলো অংকটা করা যাকঃ
320px (প্রস্থ)
+ 20px (বাম + ডান প্যাডিং)
+10px (বাম + ডান সীমানা)
+ 0px (বাম + ডান মার্জিন)
= 350px
উপাদানের মোট প্রস্থ এভাবে গননা করা উচিতঃ
মোট উপাদানের প্রস্থ = প্রস্থ + বাম প্যাডিং + ডান প্যাডিং + বাম সীমানা + ডান সীমানা + বাম মার্জিন + ডান মার্জিন
উপাদানের মোট প্রস্থ এভাবে গননা করা উচিতঃ
মোট উপাদানের উচ্চটা = উচ্চতা + শীর্ষ প্যাডিং + নীচের প্যাডিং + শীর্ষ সীমানা + নীচের সীমানা + শীর্ষ মার্জিন + নীচের মার্জিন

ব্রাউজার সামঞ্জস্যের ইস্যু

ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং তার আগের সংস্করণে প্রস্থ প্রপার্টিতে প্যাডিং এবং সীমানা যোগ করতে হয়।

এই সমস্যা দূর করার জন্য, HTML পেইজে < !DOCTYPE html> যোগ করতে হয়।

 

সি এস এস টেবিল (CSS Tables)

একটি HTML টেবিলকে CSS এর সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। নিম্নে একটি টেবিলের উদাহরণ দেয়া হলো:

Table

 

টেবিল বর্ডার (Borders)

CSS এ টেবিল বর্ডার যোগ করার জন্য border property ব্যবহার করতে হবে।
নিম্নে উদাহরণে <table>, <th>, এবং <td> এলিমেন্টে কালো (black) বর্ডার যোগ করা হয়েছে:


table, th, td {
   border: 1px solid black;
}

উপরোক্ত উদাহরণে টেবিলটিতে double border যুক্ত হয়েছে, কেননা টেবিল এবং <th>/<td> এলিমেন্টে উভয়ের অলাদা বর্ডার রয়েছে।

এখন, টেবিলটিতে single border দেখাতে চাইলে border-collapse property যোগ করতে হবে।

 

Collapse Borders

border-collapse property এর সাহায্যে টেবিলের বর্ডার single অথবা separated হবে তা নির্ধারণ করা হয়। নিম্নের উদাহরনে টেবিলে single বর্ডার দেখানো হয়েছে:


table {
    border-collapse: collapse;
}

table, th, td {
    border: 1px solid black;
}

 

টেবিলের Table Width এবং Height

width এবং height properties এর সাহায্যে টেবিলের Width ও Height নির্দিষ্ট করা যায়।
নিম্নের উদাহরণে টেবিলের Width 100% এবং <th> এলিমেন্টের Height 50px নির্দিষ্ট করা হয়েছে:


table {
    width: 100%;
}

th {
    height: 50px;
}

 

Horizontal Text Alignment

text-align property এর সাহায্যে Text এর Alignment left, right বা center নির্দিষ্ট করা যায়।

সাধারণত, <th> এলিমেন্টের ক্ষেত্রে Text এর Alignment থাকে center Align, <td> এলিমেন্টের ক্ষেত্রে Text এর Alignment থাকে left Align.

নিম্নের উদাহরণে <th> এলিমেন্টের ক্ষেত্রে Text এর Alignment, left এ নির্দিষ্ট করা হয়েছে:


th {
    text-align: left;
}

 

Vertical Text Alignment

vertical-align property এর সাহায্যে টেবিলে সেলের vertical alignment নির্ধারণ করা হয়।

এক্ষেত্রে সেলের Text Alignment top, bottom অথবা middle নির্ধারণ করা হয়। (<th> এবং <td> উভয় এলিমেন্ট এর জন্য)

নিম্নের উদাহরণে <td> এলিমেন্টের এর জন্য Text এর vertical Alignment, bottom এ নির্দিষ্ট করা হয়েছে:


td {
    height: 50px;
    vertical-align: bottom;
}

 

টেবিল Padding

টেবিল বর্ডার এবং content এর মাঝখানের space নির্ধারণ করার জন্য <td> and <th> এলিমেন্টে padding property ব্যবহার করা হয়।


td {
    padding: 15px;
}

 

টেবিল Color

নিচের উদাহরণে টেবিলের বর্ডার Color যোগ করার জন্য “border:” property ব্যবহার করা হয়েছে।

<th> এলিমেন্টে background color যোগ করার জন্য “background-color:” property ব্যবহার করা হয়।


table, td, th {
    border: 1px solid green;
}

th {
    background-color: green;
    color: white;
}

 

সি এস এস লিস্ট (CSS Lists)

সিএসএস লিস্ট প্রোপার্টি আপনাকে অনুমতি দেবে:

  • তালিকার ক্রম (ordered lists) এর জন্য বিভিন্ন আইটেম তালিকা চিহ্নিতকারী নির্ধারণ
  •  Unordered তালিকা এর জন্য বিভিন্ন আইটেম তালিকা চিহ্নিতকারী নির্ধারণ
  • আইটেম তালিকা চিহ্নিতকারী হিসেবে image (স্টিল ছবি) নির্ধারণ করা

 

তালিকা (list)

এইচটিএমএল এ লিস্ট তৈরীর জন্য দুই ধরনের এলিমেন্ট আছে।

  • unordered lists (<ul>) – লিস্ট আইটেম বুলেট প্রতিক দ্বারা চিহ্নিত করা হয়।
  • ordered lists (<ol>) – লিস্ট আইটেম সংখ্যা বা বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়।

সিএসএস দিয়ে, লিস্টকে আরো বেশি স্টাইল করা যায় এবং লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসেবে image ব্যবহার করা যায়।

 

বিভিন্ন লিস্ট আইটেম চিহ্নিতকারী

লিস্ট স্টাইলিং এর জন্য সিএসএস list-style-type প্রোপার্টিজ ব্যবহার করে।

যেমনঃ


ul.a {
    list-style-type: circle;
}

ul.b {
    list-style-type: square;
}

ol.c {
    list-style-type: upper-roman;
}

ol.d {
    list-style-type: lower-alpha;
}

 

কিছু মান unordered lists এর জন্য এবং কিছু ordered lists এর জন্য।

 

একটি ইমেজ বা স্টিল ছবি লিস্ট আইটেম মার্কার হিসেবে ব্যবহার

স্টিল ছবিকে লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসেবে ব্যবহারের জন্য লিস্ট স্টাইলিং এর জন্য list-style-image প্রোপার্টিজ ব্যবহার করা হয়।


ul {
   list-style-image: url('sqpurple.gif');
}

উপরের উদাহরণটি সকল ব্রাউজার সমানভাবে দেখায় না। ইন্টারনেট এক্সপ্লোরার (IE) এবং ওপেরাে ব্রাউজার Firefox, Chrome, and Safari থেকে ইমেজটি একটু বেশি উন্নত দেখায়।

যদি আপনি সকল ব্রাউজার এ চিহ্নিতকারী িইমেজটি সমানভাবে দেখাতে চান তাহলে নিচে একটি crossbrowser solution বর্ণনা করা হলো।

 

Crossbrowser সমাধান

নিচের উদাহরণটি সকল ব্রাউজারে চিহ্নিতকারী ছবিটি সমানভাবে দেখায়:


ul {
    list-style-type: none;
    padding: 0px;
    margin: 0px;
}

ul li {
    background-image: url(sqpurple.gif);
    background-repeat: no-repeat;
    background-position: 0px center;
    padding-left: 15px;
}

উদাহরণের বর্ণনা:

  • <ul> এর জন্য
    • লিস্ট মার্কার মুছে ফেলতে list-style-type কে none হিসেবে নির্ধারণ করুন
    • প্যাডিং এবং মার্জিন উভয় 0px হিসেবে নির্ধারণ করুন (ক্রস ব্রাউজার উপযুক্ততার জন্য)
  • সকল <li> এর ভিতরের <ul> এর জন্য
    • ইমেজ এর URL সেট করুন এবং এটিকে কেবলমাত্র একবার দেখান (কোন পুনরাবৃত্তি নয়)
    • আপনি যেখানে চান সে অনুসারে ইমেজ এর অবস্থান ঠিক করুন (left 0px and vertical value: center)
    • টেক্সটকে padding-left সহ অবস্থান ঠিক করুন

 

লিস্ট – সংক্ষিপ্ত প্রোপার্টি

list-style প্রোপার্টি হচ্চে সংক্ষিপ্ত প্রোপার্টি। এটি সকল লিস্ট প্রোপার্টি ঘোষণা করতে ব্যবহৃত হয়।


 

ul {
    list-style: square inside url("sqpurple.gif");
}

 

যখন সংক্ষিপ্ত প্রোপার্টি ব্যবহার করা হবে তখন প্রোপার্টি মান এর ক্রম হবে:

  • list-style-type - (যদি লিস্ট স্টাইল ইমেজ নির্দিষ্ট হয়, প্রোপার্টি এর মান প্রদর্শিত হবে যদি কোন কারণে ইমেজটি প্রদর্শিত না হয়)
  • list-style-position – (লিস্ট আইটেম চিহ্নিতকারীটি কন্টেন্ট এর ভেতরের দিকে নাকি বাহিরে দিকে প্রদর্শিত হবে তা নির্দিষ্ট করে)
  • list-style-image – (লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসেবে ইমেজকে নির্দিষ্ট করে)

যদি এদের একটি প্রোপার্টি মান অনুপস্তিত থাকে, অনুপস্থিত প্রোপার্টি এর ডিফল্ট মান (যদি থাকে) প্রবেশ করবে।

 

নিজে নিজে চেষ্টা করো

অনুশীলন ০১ঃ

তালিকাটিকে unordered লিস্ট হতে “স্কয়ার” হিসেবে স্টাইল করো এবং ক্রমিক লিল্টটিকে “upper-roman” হিসেবে সেট করো।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<p>This is an unordered list:</p>
<ul>
  <li>Coffee</li>
  <li>Tea</li>
  <li>Coca Cola</li>
</ul>

<p>This is an ordered list:</p>
<ol>
  <li>Coffee</li>
  <li>Tea</li>
  <li>Coca Cola</li>
</ol>
</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

“sqpurple.gif” ইমেজটিকে লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসেবে ব্যবহার করো।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<p>This is an unordered list:</p>
<ul>
  <li>Coffee</li>
  <li>Tea</li>
  <li>Coca Cola</li>
</ul>

</body>
</html>

 

 

সকলণ সিএসএস লিস্ট প্রোপার্টি

প্রোপার্টি বর্ণনা
list-style সকল প্রোপার্টিকে সেট করার জন্য একবারে ঘোষণা করা হয়।
list-style-image ইমেজকে লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসেবে চিহ্নিত করা হয়।
list-style-position লিস্ট আইটেম চিহ্নিতকারীটি কন্টেন্ট এর ভেতরের দিকে নাকি বাহিরে দিকে প্রদর্শিত হবে তা নির্দিষ্ট করে
list-style-type লিস্ট আইটেম চিহ্নিতকারী এর প্রকার নির্দিষ্ট করে

সি এস এস লিঙ্ক (CSS Links)

স্টাইলিং লিঙ্ক

সিএসএস প্রোপার্টি দ্বারা লিঙ্ক স্টাইল করা যেতে পারে (যেমন: color, font-family, background, ইত্যাদি)


a {
    color: #FF0000;
}

 

লিঙ্ক এর অবস্থা অনুসারে একে স্টাইল করা যেতে পারে।

লিঙ্ক এর চারটি অবস্থা রয়েছে:

  • a:link – সাধারণ, ভিজিট করা হয়নি এমন লিঙ্ক
  • a:visited – যে লিঙ্ক এ ভিজিটর ভিজিট করেছেন
  • a:hover – যে লিঙ্ক এর উপর ব্যবহারকারী মাউস রেখেছেন
  • a:active – ক্লিক করার মূহুর্তে লিঙ্ক এর অবস্থা

উদাহরণঃ


/* unvisited link */
a:link {
    color: #FF0000;
}

/* visited link */
a:visited {
    color: #00FF00;
}

/* mouse over link */
a:hover {
    color: #FF00FF;
}

/* selected link */
a:active {
    color: #0000FF;
}

 

লিঙ্ক এর বিভিন্ন অবস্থা স্টাইল করার ক্ষেত্রে ক্রমের কিছু নিয়ম রয়েছে:

  • a:hover অবশ্যই a:link এবং a:visited এর পরে আসতে হবে
  • a:active অবশ্যিই a:hover এর পরে আসতে হবে

 

প্রচলিত লিঙ্ক স্টাইল

উপরের উদাহরণে লিঙ্ক এর রঙ লিঙ্ক এর অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়।

লিঙ্ক স্টাইল করার ক্ষেত্রে অন্যান্য প্রচলিত পন্থাগুলো দেখা যাক:

 

টেক্সট ডাইরেকশন

text-decoration প্রোপার্টি বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্ক এর আন্ডারলাইন মুছে ফেলতে ব্যবহার করা হয়:


a:link {
    text-decoration: none;
}

a:visited {
    text-decoration: none;
}

a:hover {
    text-decoration: underline;
}

a:active {
    text-decoration: underline;
}

 

ব্যাকগ্রাউন্ড রঙ

background-color প্রোপার্টি ব্যাকগ্রাউন্ড এর এর রঙ নির্ধারণ করতে ব্যবহৃত হয়:


a:link {
    background-color: #B2FF99;
}

a:visited {
    background-color: #FFFF85;
}

a:hover {
    background-color: #FF704D;
}

a:active {
    background-color: #FF704D;
}

 

নিজে নিজে চেষ্টা করুন

অনুশীলন ০১ঃ

লিঙ্ক এর রঙ সবুজ হিসেবে নির্ধারণ করুন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

ভিজিট করা হয়নি এমন অবস্থায় লিঙ্ক এর রঙ লাল এবং ভিজিট করার পর লিঙ্ক এর রঙ নীল হিসেবে নির্ধারণ করুন।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* mouse over link */
a:hover {
    color: black;
}

/* selected link */
a:active {
    color: green;
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুলীলন ০৩ঃ

hover এবং active লিঙ্ক অবস্থার ক্ষেত্রে ভিজিটেড এবং আনভিজিটেড লিঙ্ক হতে আন্ডারলাইন মুছে দিন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* unvisited link */
a:link {
    
}

/* visited link */
a:visited {
    
}

/* mouse over link */
a:hover {
    
}

/* selected link */
a:active {
    
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুশীলন ০৪ঃ

ভিজিটেড এবং আনভিজিটেড লিঙ্ক এর জন্য ব্যাকগ্রাউন্ড রঙ “lightblue” নির্ধারণ করুন এবং hover এবং active লিঙ্ক অবস্থার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রঙ হলুদ হিসেবে নির্ধারণ করুন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* unvisited link */
a:link {
    
}

/* visited link */
a:visited {
    
}

/* mouse over link */
a:hover {
    
}

/* selected link */
a:active {
    
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

সি এস এস ফন্ট (CSS Font)

এইচটিএমএল এলিমেন্টের ভিতরের টেক্সটের আকার, ফন্ট, গাঢ়তা ইত্যাদি পরিবর্তন এবং সাজাতে সিএসএস ফন্ট গুরত্বপূর্ল। এজন্য বেশ কিছু সিএসএস প্রোপার্টিজ আছে যেগুলির বহুল ব্যবহার প্রচলিত। নিচের সেগুলির উদাহরনসহ আলোচনা করা হলঃ

Serif এবং Sans-Serif ফন্ট এর মধ্যে পার্থক্য

Serif এবং Sans-Serif ফন্ট এর মধ্যে পার্থক্য

ফন্ট পরিবার (Font Family)

font-family প্রোপার্টিজ দিয়ে এলিমেন্টের ফন্ট কি হবে সেটা ঠিক করা যায়। একসাথে একাধিক ফন্ট কমা (,) দিয়ে দেয়া যায়। এক্ষেত্রে ব্রাউজার আগে প্রথমটি খুজবে যদি সিস্টেমে না পায় (অর্থ্যাৎ আপনার পিসিতে ফন্টটি ইনস্টল না থাকে) তখন পরেরটি দেখবে এভাবে..। যদি একটি না পায় তখন প্রথম ফন্টটি যে পরিবারের সদস্য সেই পরিবারের একটা ফন্ট প্রয়োগ করবে।

font-family: Verdana, SolaimanLipi;

font-size দিয়ে ঠিক করা যায় এলিমেন্টের ভিতরের টেক্সট এর সাইজ বা আকার কত বড় হবে। px বা em ইউনিট দিয়ে যেকোন মান দিতে পারেন যেমনঃ
font-size:18px;
বা,
font-size: 2em;

(কত em এ কত পিক্সেল এগুলি গুগলে সার্চ দিলে হাজারটা সমাধান পাবেন)

font-weight দিয়ে ফন্টটি দেখতে কত গাঢ় হবে সেটা ঠিক করা যায়। এর মান হতে পারে “normal”, “bold”, “bolder”, “lighter”, “inherit” এবং 100, 200, 300 …900। বেশিরভাগ সময়ে লেখা একটু বোল্ড করতে bold মানটি ব্যবহৃত হয়। মানগুলি দেখেই বোঝা যায় কোনটা দিলে টেক্সট দেখতে কেমন হবে।

font-weight: bold;

font-style সাধারনত ইটালিক করার জন্য ব্যবহৃত হয় তবে এর আরো ৩টি মান দেয়া যায়ঃ

  1. font-style:italic;
  2. font-style : oblique;
  3. font-style : normal;
  4. font-style: inherit;

সি এস এস ট্যাক্সট (CSS Text)

 

text formatting

This text is styled with some of the text formatting properties. The heading uses the text-align, text-transform, and color properties. The paragraph is indented, aligned, and the space between characters is specified. The underline is removed from the “Try it yourself” link.

 

লেখা ফরম্যাটিং

ওয়েব সাইট তো কত গুলো টেক্সট আর ইমেজের সমষ্টি তাই না? লেখা গুলোকে যে যত সুন্দর করে দেখাতে পারে তার ওয়েব সাইট তত সুন্দর হয়। css আমাদের সাইটকে ভিজিটরদের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে। আজ দেখব টেক্সটের যত বৈশিষ্ট / স্টাইল রয়েছে, শিরোনাম টেক্সট প্রান্তিককরণ, টেক্সট রুপান্তর, এবং রঙ বৈশিষ্ট্য ব্যবহার করে। অনুচ্ছেদের প্রান্তিককৃত, সংভৃত এবং অক্ষরের মধ্যে স্থান উল্লেখ করা হয়ে থাকে। নিম্নরেখা “এটা নিজে চেষ্টা করেন” এবং লিঙ্ক থেকে লেখা মুছে ফেলা হবে।

 

লেখার রঙ

লেখার রঙ দেওয়ার জন্য টেক্সট রঙ ব্যবহৃত হয়।

সিএসএস এর সঙ্গে, কিছু রঙ প্রায়শই উল্লেখ করা হয়:

  • একটি HEX মান: “# ff0000”
  • একটি RGB মান : “RGB (255,0,0)”
  • একটি রঙ নাম –  যেমন-“লাল”

একটি পাতার জন্য ডিফল্ট রং body সেকশন এর মধ্যে সংজ্ঞায়িত করা হয়।


body {
    color: blue;
}

h1 {
    color: #00ff00;
}

h2 {
    color: rgb(255,0,0);
}

 

টেক্সট এলাইনমেন্ট

লেখাগুলোর বিন্যাস/ align কিভাবে হবে, ডানে নাকি বামে নাকি মধ্য খানে তাই সেট করা হয়। তিন ধরনের align করা যায়, center, left, right. সাধারন ভাবে সকল লেখা গুলো left align করা থাকে। উদাহরন হিসেবে নিচের কোড গুলো একটি এইচটিএমএল ফাইলে পেস্ট করে তারপর ব্রাউজারে দেখুনঃ


h1 {
    text-align: center;
}

p.date {
    text-align: right;
}

p.main {
    text-align: justify;
}

 

টেক্সট অলংকরণ

আমরা ইংরেজী এবং বাংলা লিখি বাম থেকে ডানে, কোন কোন দেশের লেখা যেমন আরবী ডান থেকে বামে লিখতে হয়। এই ডান থেকে বামে হবে নাকি বাম থেকে ডান হবে তাই direction সিএসএস রুল দিয়ে সেট করা হয়। ডিফল্ট ভাবে সেট করা থাকে left-to-right. যেভাবে আমরা লিখি। আপনি যদি ডান থেকে বামে লেখে এমন কোন দেশের ওয়েব সাইট তৈরি করেন তাহলে আপনাকে right-to-left সেট করে দিতে হবে।

টেক্সট থেকে আনডারলাইন উঠিয়ে দিতে ব্যবহার করা হয়ঃ


a {
    text-decoration: none;
}

এটিও টেক্সট ডেকোরেশন করার জন্য ব্যবহার করা যেতে পারে।


h1 {
    text-decoration: overline;
}

h2 {
    text-decoration: line-through;
}

h3 {
    text-decoration: underline;
}

 

টেক্সট রূপান্তর

text-transform ছোট অক্ষরে বা বড় অক্ষরে লেখাগুলোকে পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়। তিন প্রকার text-transform রয়েছে।

Uppercase – সকল লেখাকে বড় হাতের অক্ষরে পরিনত করবে।
Lowercase – সকল লেখাকে ছোট হাতের অক্ষরে পরিনত করবে।
Capitalize – লেখার সকল শব্দের প্রথব বর্ণ বড় হাতের হবে।

উদাহরন হিসেবে নিচের কোড গুলো একটি এইচটিএমএল ফাইলে পেস্ট করে তারপর ব্রাউজারে দেখুন।


p.uppercase {
    text-transform: uppercase;
}

p.lowercase {
    text-transform: lowercase;
}

p.capitalize {
    text-transform: capitalize;
}

 

টেক্সট ইনডেনটেশন

পত্রিকায় আমরা প্রায় সময়ই দেখি প্রথম লাইনের শব্দটির আগে একটু গ্যাফ থাকে। এইচটিএমএল ফাইলে ঐরকম গ্যাফটা দেওয়া হয় text-indent দিয়ে। উদাহরন হিসেবে নিচের কোড গুলো একটি এইচটিএমএল ফাইলে পেস্ট করে তারপর ব্রাউজারে দেখুন।


p {
text-indent: 50px;
}


 

সকল সিএসএস টেক্সট প্রোপার্টি।

পোপার্টি বর্ণনা
color লেখার রঙ নির্ধারন করার জন্য ব্যবহৃত হয়।
direction আমরা ইংরেজী এবং বাংলা লিখি বাম থেকে ডানে, কোন কোন দেশের লেখা যেমন আরবী ডান থেকে বামে লিখতে হয়। এই ডান থেকে বামে হবে নাকি বাম থেকে ডান হবে তাই direction সিএসএস রুল দিয়ে সেট করা হয়।
letter-spacing একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের দূরত্ব সেট করার জন্য এ property ব্যবহৃত হয়।
line-height একটা লাইনের উচ্চতা কতটুকু হবে তা এটি দিয়ে নির্ধারন করা হয়।
text-align লেখা গুলোর বিন্যাস / align কিভাবে হবে, ডানে নাকি বামে নাকি মধ্য খানে তাই সেট করা হয়।
text-decoration একটা লেখার নিচে বা উপরে বা মাঝখান দিয়ে একটা লাইন দেওয়ার জন্য ব্যহৃত হয়।
text-indent পত্রিকায় আমরা প্রায় সময়ই দেখি প্রথম লাইনের শব্দটির আগে একটু গ্যাফ থাকে। এইচটিএমএল ফাইলে ঐরকম গ্যাফটা দেওয়া হয় text-indent দিয়ে।
text-transform ছোট অক্ষরের বা বড় অক্ষরের লেখা গুলোকে পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়।
word-spacing লেখার প্রতিটি শব্দের মধ্যে ফাঁক দেওয়ার কাছে ব্যহৃত হয়।

 

এগুলো ছাড়াও আরো কিছু Property রয়েছে।

 

নিজে নিজে চেষ্টা করো

অনুশীলন ০১ঃ

পেজটির টেক্সট এর রঙ লাল এবং <h1> এর টেক্সট এর রঙ নীল নির্ধারণ করোঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

<h1> এর এলাইনমেন্ট সেন্টার নির্ধারণ করোঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০৩ঃ

লিঙ্কটি থেকে আনডারলাইন মুছে দাওঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="css_text.asp">CSS text tutorial</a></p>

</body>
</html>

 

অনুশীলণ ৪ঃ

<h1> এর লেখাকে বড় হাতের অক্ষরে এবং <p> এর লেখাকে ক্যাপিটালাইজ (প্রথম অক্ষর বড় হাতের) করঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

 

অনুশীলন ০৫ঃ

প্রথম লাইনকে 20px পরিমাণ ইনটেন্ড করোঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>

<p>Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum</p>

</body>
</html>

 

সিএসএস ব্যাকগ্রাউন্ড (CSS Background)

CSS background properties ব্যাবহার করা হয় element এর background effects নির্দেশ করার জন্য।

যে CSS properties গুলি background effects এর জন্য ব্যাবহার করা হয় তা নিম্নরুপঃ

  • background-color
  • background-image
  • background-repeat
  • background-attachment
  • background-position

 

Background Color

একটি element এর background color নির্দিষ্ট করার জন্য background-color property ব্যাবহার করা হয়।
একটি page এর background color নির্ধারণ করার উপায় নিম্নরুপঃ


body {
    background-color: #b0c4de;
}

 

CSS দ্বারা একটি color প্রায়শ এভাবে নির্ধারিত করা হয়ে থাকেঃ

  • a HEX value – like “#ff0000”
  • an RGB value – like “rgb(255,0,0)”
  • a color name – like “red”

 

নিম্নোক্ত উদাহরণে <h1>, <p>, এবং <div> এলিমেন্ট এর ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে


h1 {
    background-color: #6495ed;
}

p {
    background-color: #e0ffff;
}

div {
    background-color: #b0c4de;
}

 

Background Image

একটি element এর background হিসেবে image ব্যাবহার করতে চাইলে background-image property ব্যাবহার করতে হয়।
স্বাভাবিক ভাবে image টির পুনরাবৃত্তি ঘটে এবং এটি element অংশ কে আবৃত করে।
একটি page এর background image নিম্নরূপে নির্ধারণ করা হয়ঃ


body {
    background-image: url("paper.gif");
}

নিম্নের উদাহরণ টি text and background image এর অসম জোড় যেখানে text টি প্রায় পড়ার অযোগ্যঃ

body {
    background-image: url("bgdesert.jpg");
}

 

Background Image – Horizontally বা Vertically পুনরাবৃত্তি

স্বাভাবিক ভাবে background-image property একটি image কে horizontally (আনুভূমিক) এবং vertically (উল্লম্ব) ভাবে পুনরাবৃত্তি করে ।
কিছু কিছু image এর ক্ষেত্রে শুধু horizontal অথবা vertical পুনরাবৃত্তির প্রয়োজন হয়, তা নাহলে তাদেরকে অদ্ভুত দেখায়।


body {
    background-image: url("gradient_bg.png");
}

 

যদি image টি শুধুমাত্র horizontally পুনরাবৃত্তি হত তবে background অনেক চমৎকার দেখাত।


body {
     background-image: url("gradient_bg.png");
     background-repeat: repeat-x;
 }

 

Background Image – অবস্থান নির্ধারণ এবং কোন পুনরাবৃত্তি নয়

বিঃ দ্রঃ যখন background image ব্যাবহার করা হয় তখন এমন image ব্যাবহার করা ভাল যা text এর উপর কোন প্রভাব ফেলে না ।

Image কে পুনরাবৃত্তি না করে একবার নির্দিষ্ট করা হয় background-repeat property দ্বারা।


body {
    background-image: url("img_tree.png");
    background-repeat: no-repeat;
}

 

উপরে বর্ণীত উদাহরণ গুলিতে background image এবং text কে একই জাইগা তে দেখানো হয়েছে । এখন আমরা image এর  জাইগা পরিবর্তন করব যেন image এর জন্য text এর উপর তেমন কোন প্রভাব না পরে।

এখানে background-position property দ্বারা image এর জাইগা ঠিক করা হয়।


body {
    background-image: url("img_tree.png");
    background-repeat: no-repeat;
    background-position: right top;
}

 

Background – শর্টহ্যান্ড প্রোপার্টি

উপরের উদাহরন গুলি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে background কে মনোরম করার জন্য অনেকগুলি properties ব্যাবহার করা হয়েছে।

code কে ছোট করতে সকল properties কে একটি একক properties এ রূপ দেয়া হয়। একে property সংক্ষিপ্ত হয়।

Background এর জন্য shorthand property হচ্ছে “background”।


body {
    background: #ffffff url("img_tree.png") no-repeat right top;
}

 

যখন shorthand property ব্যাবহার করা হয় তখন value গুলির ক্রম হচ্ছেঃ

  • background-color
  • background-image
  • background-repeat
  • background-attachment
  • background-position

 

যদি কোন property value না থাকে তবে কোন সমস্যা নেই কিন্তু যদি উপস্থিত থাকে তবে উপরোক্ত ক্রম মেনে চলবে।

এই উদাহরণ টি ব্যাবহার করা হয় advanced CSS এর জন্য।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {
    margin-left: 200px;
    background: #5d9ab2 url("img_tree.png") no-repeat top left;
}

.container {
    text-align: center;
}

.center_div {
    border: 1px solid gray;
    margin-left: auto;
    margin-right: auto;
    width: 90%;
    background-color: #d0f0f6;
    text-align: left;
    padding: 8px;
}
</style>
</head>
<body>

<div class="container">
  <div class="center_div">
    <h1>Hello World!</h1>
    <p>This example contains some advanced CSS methods you may not have learned yet. 
    But, we will explain these methods in a later chapter in the tutorial.</p>
  </div>
</div>

</body>
</html>

 

নিজে নিজে চেষ্টা করো

অনুশীলন ০১ঃ

পেজ এর ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে “linen” এবং <h1> এর ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে “lightblue” নির্ধারণ করোঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

“paper.gif” নামক ছবিটি পেজ এর ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে নির্ধারণ করো


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০৩ঃ

“gradient_bg_vertical.png” নামক ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্ধারণ করো এবং এটিকে শুধুমাত্র উল্লম্বভাবে পুনরাবৃত্তি ঘটাওঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০৪ঃ
ব্যাকড্রাউন্ড ছবি কেবলমাত্র একবার উপরের দিকে ডান পাশে প্রদর্শন করো


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {
    background-image: url("img_tree.png");
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুলীন ০৫ঃ

ব্যাকগ্রাইন্ড প্রোপার্টি ব্যবহার করে উপরের দিকে ডান পাশে কেবলমাত্র একবার "img_tree.png" নামক ছবিটি প্রদর্শন করোঃ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

সকল সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রোপার্টি

প্রোপার্টি বর্ণনা
background এক ঘোষণায় সকল ব্যাকগ্রাউন্ড বৈশিষ্ট্য নির্ধারণ করে
background-attachment একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্দিষ্ট থাকবে বা পেজ এর সাথে স্ক্রল হবে তা নির্ধারণ করে
background-color একটি এলিমেন্ট এর ব্যাকগ্রাউন্ড রং নির্ধারণ করে
background-image একটি এলিমেন্ট জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্ধারণ করে
background-position একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এর শুরুর অবস্থানে নির্ধারণ করে
background-repeat একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পুনরাবৃত্তি হবে তা নির্ধারণ করে

 

 

সি এস এস সিলেক্টর (CSS Selectors)

এইচটিএমএল এর সব element গুলোকে manipulate করার জন্য সিএসএস এর বিভিন্ন selector ব্যবহার করা হয়।

id , class, type, attribute ইত্যাদির উপর ভিত্তি করে এইচটিএমএল এলিমেন্টগুলো খোঁজা বা নির্বাচন করার জন্য সিএসএস সিলেক্টর ব্যবহার করা হয়।

এলিমেন্ট সিলেক্টর

এলিমেন্ট সিলেক্টর এলিমেন্টের নামের উপর ভিত্তি করে উপাদান নির্বাচন করে।

আমরা সকল <p> এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারি এইভাবে


P {
   text-align: center;
   color: red;
 }

ID Selector

কোন ইউনিক element এর জন্য আমরা id ব্যবহার করে থাকি। একটি পেজ এর মধ্যে ID ইউনিক হওয়া উচিত। কোন element এর নির্দিষ্ট কোন ID কে কল করতে গেলে আমাদের হেস operator ব্যবহার করতে হয়।

যেসকল এইচটিএমএল এর এলিমেন্ট id=”para1″ তাদের সিলেন্ট করতে হয় এভোবে


#para1 {
    text-align: center;
    color: red;
}

নোটঃ আইডি এর নাম সংখ্যা দিয়ে শুরু করবেন না।

ক্লাস সিলেক্টর

class selector নির্দিষ্ট ক্লাস এট্রিবিউ এর এলিমেন্টগুলি সিলেক্ট করে।

নির্দিষ্ট ক্লাস এর এট্রিবিউটগুলো নির্বাচন করতে class selector কে ডট চিহ্ন দিয়ে সুরু করতে হয়, পরে ক্লাসের নাম উল্লেখ করতে হয়।

নিচের উদারণটি সকল এইচটিএমএল  এলিমেন্ট যেগুলোতে class=”center” আছে সেগুলো সিলেক্ট করবে।


.center {
    text-align: center;
    color: red;
}

 

ক্লাস দ্বারা আপনি শুধুমাত্র নির্দিষ্ট এইচটিএমএল এলিমেন্ট প্রভাবিত হবে এভাবেও নির্দিষ্ট করে দিতে পারেন।

নিচের উদারণটি সকল এইচটিএমএল <p> এলিমেন্ট যেগুলোতে class=”center” আছে সেগুলো সিলেক্ট করবে।


p.center {
    text-align: center;
    color: red;
}

নোটঃ আইডি এর নাম সংখ্যা দিয়ে শুরু করবেন না।

Grouping selector

অনেক সময় দেখা যায় অনেকগুলো element এর স্টাইল প্রায় এক রকম থাকে। যেমন
 h1 {
    text-align: center;
    color: red;
}

h2 {
    text-align: center;
    color: red;
}

p {
    text-align: center;
    color: red;
}

কোড ছোট রাখতে আপনি সিলেক্টরগুলোর গ্রুপ তৈরি করতে পারেন। 
গ্রুপ তৈরি করতে প্রতিটি সিলেক্টরকে কমা (,) দ্বারা পৃথক করতে হয়।
উদাহরণঃ

h1, h2, p {
    text-align: center;
    color: red;
}

 

 

নিজে নিজে চেষ্টা করো

 

অনুশীলন ০১ঃ

সকল <p> এলিমেন্ট এর রঙ লাল এ পরিবর্তন কর


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

যে এলিমেন্টগুলোর id=”para1″ সেগুলোর রঙ লাল এ পরিবর্তন কর


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p id="para1">This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০৩ঃ

যেসকল এলিমেন্ট এর ক্লাস “colortext” সেগুলোর রঙ লাল এ পরিবর্তন কর


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p class="colortext">This is another paragraph.</p>
<p class="colortext">This is also a paragraph.</p>

</body>
</html>

 

অনুশীলন ০৪ঃ

সকল <p> এবং <h1> এলিমেন্ট এর রঙ লাল এ পরিবর্তন কর। কোড ছোট রাখতে এলিমেন্টগুলোর গ্রুপ তৈরি কর।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a heading</h1>
<h2>This is a smaller heading</h2>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

</body>
</html>

 

সিএসএস সিন্ট্যাক্স (CSS Syntax)

Protap Chandra

CSS (সিএসএস) Syntax বা গঠনরীতি

সিএসএস স্টেটমেন্ট একটি selector (সিলেক্টর) এবং একটি declaration block (ডিক্লেয়ারেশন ব্লক) নিয়ে গঠিত। নিচের ডায়াগ্রামটি থেকে এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাবেন:

CSS selector

selector (সিলেক্টর) সেই HTML উপাদানের কথা ইঙ্গিত করে যা আপনি style করতে চান।
অন্যদিকে, declaration block অংশে এক বা একাধিক declaration থাকে। ডিক্লেয়ারেশন যদি একাধিক হয় তবে সেমিকোলন দিয়ে একটির সঙ্গে অন্যটিকে আলাদা করা হয়।
প্রতিটি declaration এর মধ্যে একটি property এবং একটি value থাকে। property এবং value এর মাঝে একটি কোলন (:) চিহ্ন থাকে।

CSS (সিএসএস) এর উদাহরণ

সিএসএস declaration অবশ্যই সেমিকোলনের মাধ্যমে শেষ হবে এবং ডিক্লেয়ারেশন গ্রুপকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যেমন:


p {color:red;text-align:center;}

 

তবে সহজে বোঝার জন্য সিএসএসের প্রতিটি declaration আলাদা আলাদা লাইনেও লেখা যেতে পারে। নিচের উদাহরণে লেখা ডিক্লেয়ারেশনটি HTML এ লেখা সকল <p> উপাদানকে center-align করবে। একই সাথে টেক্সটগুলোর রং red বা লাল করবে।


p {
    color: red;
    text-align: center;
}

 

CSS Comments বা মন্তব্য:

সিএসএস কোডিং লেখার সময় কখনো কখনো মন্তব্য লেখার প্রয়োজন হয়। মন্তব্য লেখা থাকলে পরবর্তীতে এগুলো পরিবর্তন পরিবর্ধন করার সময় বুঝতে সুবিধা হয়। সিএসএসে মন্তব্য লেখার সময় বিশেষ সংকেত ব্যবহার করা হয়। ব্রাউজার HTML উপাদানগুলো সাজানোর সময় মন্তব্য চিহ্নিত অংশটুকু উপেক্ষা করে। CSS comment বা মন্তব্য শুরু হয় /* চিহ্ন দিয়ে এবং */ চিহ্ন দিয়ে শেষ হয়। মন্তব্য এক বা একাধিক লাইনে লেখা যেতে পারে। যেমন:


p {
    color: red;
    /* This is a single-line comment */
    text-align: center;
}
/* This is
a multi-line
comment */