MongoDB Advantages . MongoDB এর উপকারিতা

MongoDB এর উপকারিতা

নয়ন চন্দ্র দত্ত

 

কোন রিলেশনাল ডাটাবেস এর একটি সাধারণ স্কিমা ডিজাইন বা নকশা আছে যা টেবিলের সংখ্যা এবং এই সমস্ত টেবিলের মধ্যে সম্পর্ক দেখায়।

RDBMS এর উপর MongoDB এর উপকারিতা

১। স্কিমা হ্রাসঃ MongoDB একটি ডকুমেন্ট ডেটাবেস যেখানে একটি কালেকশন ভিন্ন ভিন্ন ডকুমেন্টে ধারণ করে। ডকুমেন্টের ক্ষেত্র সংখ্যা, কন্টেন্ট, আকার এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে ভিন্ন হতে পারে।

২। একটি একক বস্তুর গঠন স্পষ্ট হয়।

৩। কোন জটিল যোগদান থাকে না।

৪। গভীর অনুসন্ধান-ক্ষমতা। ডকুমেন্ট-ভিত্তিক অনুসন্ধান ল্যংগুয়েজ যা প্রায় এসকিউএল এর মত শক্তিশালী, এর ব্যবহারে ডকুমেন্টগুলোতে MongoDB এর গতিশীল অনুসন্ধান সমর্থন করে ।

৫। Tuning বা সুরকরণ

৬। বাধাপ্রাপ্ত স্কেল-আউটঃ MongoDB এর আকার পরিবর্তন করা সহজ ।

৭। অ্যাপ্লিকেশন অবজেক্টকে ডেটাবেস অবজেক্টে রূপান্তর করার প্রয়োজন নেই। দ্রুত তথ্য এক্সেস সক্রিয় করতে, কাজের সেট জমা করার জন্য অভ্যন্তরীণ মেমরি ব্যবহার করুন ।

 

MongoDB কেন ব্যবহার করা উচিত

১। ডকুমেন্ট ভিত্তিক সংগ্রহস্থলঃ JSON স্টাইল ডকুমেন্টে তথ্য জমা হবে।

২। যেকোন অ্যাট্রিবিউট এর ইন্ডেক্সকরণ

৩। প্রতিলিপি এবং উচ্চ সহজলভ্যতা

৪। সমৃদ্ধশালী অনুসন্ধান বা Queries

৫। দ্রুত ক্ষেত্র আপডেট করা

৬। MongoDB দ্বারা পেশাগত সাপোর্ট প্রদান

 

কোথায় MongoDB ব্যবহার করা উচিত?

১। বড় ডেটা

২। কনটেন্ট ম্যানেজমেন্ট এবং ডেলিভারি

৩। মোবাইল এবং সামাজিক অবকাঠামো

৪। ব্যবহারকারীর ডেটা ব্যবস্থাপনা এবং

৫।তথ্যের হাব(Hub)

 

http://Bangla.SaLearningSchool.com

পিএইচপি ৫ ফাইল হ্যান্ডলিং (PHP 5 File Handling)

ওয়েব application এর জন্য ফাইল handiling একটি গুরত্তপূর্ণ ব্যাপার।


php readfile() function


 

আমরা একটা টেক্সট ফাইল কে পিএইচপি ফাইল এর মধ্যে read করাব। মনে করি webdictionary.txt নামের একটি টেক্সট ফাইল এ টাইপ করা আছে


 AJAX = Asynchronous JavaScript and XML
 CSS = Cascading Style Sheets
 HTML = Hyper Text Markup Language
 PHP = PHP Hypertext Preprocessor
 SQL = Structured Query Language
 SVG = Scalable Vector Graphics
 XML = EXtensible Markup Language

 

যদি আমরা পিএইচপি দিয়ে কল করি


< ?php
 echo readfile("webdictionary.txt");
 ?>

এই ভাবে কোড লিখতে হবে

 

PHP fopen() – ফাইল খোলা

যদি আমরা fopen() ফাংশন ব্যবহার করি


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
         /*ফাইল যদি directory তে থাকে তাহলে ওপেন করবে এবং read করবে*/
 echo fread($myfile,filesize("webdictionary.txt"));
 fclose($myfile);
 ?>

 

যদি আমরা কোন নতুন ফাইল তৈরি করতে চাই


$myfile = fopen(“testfile.txt”, “w”)


 

যদি একটি ফাইল এ কিছু লিখতে চাই


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
                          /*fopen ফাইল ওপেন করবে*/
 $txt = "John Doe\n";     /*যেই টেক্সট টি লিখবে তা declare করা হল $txt নামে*/
 fwrite($myfile, $txt);   /*ফাইল এর মধ্যে লিখবে*/
 $txt = "Jane Doe\n";
 fwrite($myfile, $txt);   /*ফাইল এর মধ্যে লিখবে*/
 fclose($myfile);         /*এবং ফাইল ক্লোজ হবে*/
 ?>

 

পিএইচপি ৫ ওপেন/রিড/ক্লোজ (PHP 5 File Open/Read/Close)

এই অধ্যায়ে আপনারা শিখবেন কিভাবে সার্ভারে ফাইল ওপেন, রিড এবং ক্লোজ করতে হয় ( ফাইল খোলা, পড়া এবং বন্ধ করা)।

 

পিএইচপি ওপেন ফাইল – fopen()

ফাইল ওপেন করার একটি অপেক্ষাকৃত ভালো উপায় হলো fopen() ফাংশন দিয়ে ওপেন করা। এই ফাংশনটি readfile() ফাংশনের থেকে আরও বেশি অপশন ব্যবহারের সুযোগ করে দেয়। এই টিউটোরিয়ালে আমরা টেক্সট ফাইল “webdictionary.txt” কে ব্যবহার করবোঃ


 AJAX = Asynchronous JavaScript and XML
 CSS = Cascading Style Sheets
 HTML = Hyper Text Markup Language
 PHP = PHP Hypertext Preprocessor
 SQL = Structured Query Language
 SVG = Scalable Vector Graphics
 XML = EXtensible Markup Language

 

fopen() এর প্রথম প্যারামিটারটি যে ফাইলটি ওপেন করা হবে তার নাম ধারণ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি কোন মোডে ফাইলটি ওপেন করা হবে তা নির্দিষ্ট করে। নিচের উদাহরণটি একটি মেসেজও তৈরি করে যদি fopen() ফাংশন নির্দিষ্ট ফাইলটি ওপেন করতে না পারেঃ


 

< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 echo fread($myfile,filesize("webdictionary.txt"));
 fclose($myfile);
 ?>

টিপসঃ fread() এবং fread() ফাংশনগুলো নিচে ব্যাখ্যা করা হবে।

 

ফাইলটি নিচের যেকোন একটি মোডে ওপেন হতে পারে

মোড ব্যাখ্যা
r রিড ওনলি (read only) ফাইল খোলে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
w রাইট ওনলি (write only ) ফাইল খোলে। ফাইলের কন্টেন্ট মুঁছে দেয় অথবা সেটি না থাকলে একটি নতুন ফাইল তৈরি করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
a রাইট ওনলি ফাইল খোলে। ফাইলের পূর্বের ডাটা সংরক্ষণ করে। ফাইল পয়েন্টার ফাইলের শেষের দিকে চালু হয়। যদি ফাইলটি না থাকে তাহলে একটি নতুন ফাইল ওপেন করে।
x নতুন রাইট ওনলি ফাইল তৈরি করে। যদি ফাইলটি আগেই থেকে থাকে তাহলে FALSE এবং একটি এরর ফিরিয়ে দেয়।
r রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
w+ রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইলের সব কন্টেন্ট মুঁছে দেয় অথবা ফাইলটি না থাকলে নতুন ফাইল তৈরি করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
a+ রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইলের বিদ্যমান ডাটা রেখে দেয়া হয়। ফাইল পয়েন্টার ফাইলের শেষের দিকে চালু হয়। যদি ফাইলটি না থাকে তাহলে একটি নতুন ফাইল তৈরি করে।
x+ রিড/রাইট এর জন্য একটি নতুন তৈরি করে। যদি ফাইলটি আগেই থেকে থাকে তাহলে FALSE এবং একটি এরর ফিরিয়ে দেয়।

 

পিএইচপি রিড ফাইল – fread()

fread() ফাংশনটি একটি খোলা বা ওপেন ফাইলকে রিড বা পাঠ করে। fread() এর প্রথম প্যারামিটারটি পড়ার জন্য ফাইলের নামটি ধারণ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি পড়ার জন্য সর্বোচ্চ সংখ্যক বাইটকে নির্দিষ্ট করে দেয়। নিচের পিএইচপি কোডটি “webdictionary.txt” ফাইলকে শেষ পর্যন্ত পড়েঃ


fread($myfile,filesize(“webdictionary.txt”));


 

পিএইচপি ক্লোজ ফাইল – fclose()

একটি খোলা ফাইলকে বন্ধ করতে fclose() ফাংশনটি ব্যবহৃত হয়।

টিপসঃ কাজ শেষে খোলা ফাইলকে নিয়মিত বন্ধ করার অভ্যাসটি একজন ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য। আপনি নিশ্চয়ই চাইবেন না যে একটি ওপেন ফাইল আপনাদের সার্ভারে রান করে এর রিসোর্স দখল করে রাখুক!

fclose() ফাংশনটির আমরা যে ফাইলটি বন্ধ করতে চাই সেই ফাইলের নামের দরকার পড়ে অথবা একটি ভ্যারিয়েবলের প্রয়োজন হয় যা ফাইলনেম ধারণ করেঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r");
 // some code to be executed....
 fclose($myfile);
 ?>

 

পিএইচপি রিড সিঙ্গেল লাইন – fgets()

fgets() ফাংশনটি কোন ফাইল থেকে একটি মাত্র লাইন পড়তে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলের প্রথম লাইনকে আউটপুট হিসেবে প্রকাশ করেঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 echo fgets($myfile);
 fclose($myfile);
 ?>

লক্ষ্যণীয়ঃ fgets() ফাংশনটিকে কল করার পর, ফাইল পয়েন্টারটি পরের লাইনে চলে গেছে।

 

পিএইচপি চেক এন্ড-অফ-ফাইল – feof()

feof() ফাংশনটি ফাইলের শেষ দিকে (“end-of-file” (EOF)) পৌছেছে কিনা তা পরীক্ষা করে। অনির্দিষ্ট দৈর্ঘ্যের ডাটার মধ্যে লুপিং করতে feof() ফাংশনটি কার্যকর ভূমিকা রাখে। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলের প্রতিটি লাইন পড়ে যতক্ষণ না ফাইলের শেষ পর্যন্ত (end-of-file) পৌছানো যায়ঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 // Output one line until end-of-file
 while(!feof($myfile)) {
 echo fgets($myfile) . "br";
 }
 fclose($myfile);
 ?>

 

পিএইচপি রিড সিঙ্গেল ক্যারেক্টার – fgetc()

fgetc() ফাংশনটি একটি ফাইল থেকে একটি মাত্র ক্যারেক্টার বা অক্ষর পড়তে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলকে অক্ষরে অক্ষরে পড়ে যতক্ষণ যতক্ষণ না ফাইলের শেষ পর্যন্ত (end-of-file) পৌছানো যায়ঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 // Output one character until end-of-file
 while(!feof($myfile)) {
 echo fgetc($myfile);
 }
 fclose($myfile);
 ?>

লক্ষ্যণীয়ঃ ফাংশনকে কল করার পর পয়েন্টারটি পরবর্তী অক্ষরে চলে গেছে।

 

পিএইচপি’র সম্পূর্ণ রেফারেন্সের জন্য আমাদের পিএইচপি রেফারেন্সে পড়ে দেখুন।

 

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল : “মেইল“ অ্যাপ্লিকেশন এ ই-মেল সেট আপ (Setting up email)

উইন্ডোজ টিউটোরিয়াল: 11 এর 8

আপনার পছন্দের একটি অ্যাপ্লিকেশন বা সেবা

কোন ব্যাপার না আপনি কিভাবে ই-মেইল ব্যবহার করেন, Windows 8.1 এবং Windows RT 8.1 এর অনেক অ্যাপ্লিকেশন এবং সেবা আছে, যা আপনার জন্য কাজ করবে। আপনি আপনার বর্তমান E-mail ব্যবহার করতে পারেন, অথবা নতুন করে একটি নিতে পারেন। এখানে কিছু পছন্দ করার জন্য দেয়া হল।

Mail App

Mail App সেট আপ করা এবং ব্যবহার করা সহজ। E-mail অ্যাপ্লিকেশন এর সাহায্যে Gmail, Yahoo!, Outlook.com এবং এমনকি আপনার কর্মস্থলের E-mail ব্যবহার করতে পারবেন। যদি আপনি বর্তমানে Windows Live বা Outlook XPress ব্যবহার করতে থাকেন, তাহলে Mail App ব্যবহার করে দেখতে পারেন।

Outlook.com

যেকোন ব্রাউজার দিয়ে আপনার ই-মেইল চেক করুন। Outlook.com দিয়ে, E-mail চেক করার জন্য আপনার যেকোন সংযুক্ত ডিভাইস দিয়ে Sign in করতে পারেন। অন্যান্য E-mail সেবার একাউন্ট যোগ করতে পারেন, যেমন- Gmail, Yahoo!, iCloud Mail, এবং অন্যান্য। Outlook.com অ্যাপটি Mail App এবং Outlook এর সাথেও অঙ্গীভূতভাবে কাজ করে।

Outlook

ইমেল, ক্যালেন্ডার, এবং কাজের তালিকা পরিচালনা করে। আউটলুক এগুলো আন্তরিকভাবে সম্পন্ন করে। এটি Windows RT 8.1 এর সাথে বিনামূল্যে সংযুক্ত থাকে।

আপনি বাসায় Outlook.com এবং Mail App একই সাথে আপনার ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং আপনার অফিসের পিসিতে Outlook ব্যবহার করতে পারেন। আপনি কোনটি ব্যাবহার করছেন তা কোন সমস্যা নয়, এগুলো সবই Setup করা সহজ- আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব।

Mail App সেটআপ করা

Mail App হচ্ছে একটি সহজ উপায় যা দ্বারা আপনার সকল ই-মেইল একীভূত করতে পারেন। মাইক্রোসফট একাউন্ট হচ্ছে এর চাবি। আপনি একটি একাউন্ট তৈরি করতে পারেন যা আগে থেকেই আছে বা নতুন একটি খুলতে পারেন – এগুলো সবই ফ্রি।

যদি অন্যরা আপনার পিসি ব্যবহার করে তাহলে নিশ্চিত হয়ে নিন যে তারা সকলে তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করে কিনা।

আপনি মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করা অবস্থায় আছেন কিনা তা চেক করে নিন।
আপনি যদি অতীতে মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকেন যেমন- Xbox, Hotmail, OneDrive, Messenger, Skype, বা Windows Phone তাহলে আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট আছে – এটি হচ্ছে আপনার E-mail এড্রেস যা দিয়ে আপনি Sign in করেছিলেন। আপনি আপনার পিসি Setup করার সময় ঐ মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকতে পারেন, সুতরাই আপনি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থাকতে পারেন। কিন্তু যদি আপনি নিশ্চিত না হন তাহলে এখানে কিছু চেক করার উপায় দেয়া হলো।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।

2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Your account এ টোকা দিন বা ক্লিক করুন।

Microsoft account
আপনি যদি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থেকে থােকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। আপনি এখন প্রস্তুত।

Local Account
আপনি যদি লোকাল একাউন্ট দ্বারা Sign in করা অবস্থায় থেকে থাকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। Connect to a Microsoft account এ টোকা দিন বা ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

Mail App এ একাউন্ট যোগ করা
যদি আপনার মাইক্রোসফট একাউন্ট এর ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে শুধুমাত্র আপনার পিসিতে Sign in করুন। Start Screen এ যান, এবং Mail App খুলুন – আপনার ই-মেইল এখানে আপনার জন্য অপেক্ষা করছে।

যদি আপনি অন্যান্য ডোমেইন এর সাথে থাকেন, যেমন- gmail.com, yahoo.com, or comcast.net তাহলে এখানে সংযুক্ত করার পদ্ধতি দেওয়া হলো।

1. Start Screen এর Mail এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন।

4. আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড টাইপ করুন, এবং তারপর Connect এ টোকা দিন বা ক্লিক করুন।

আপনার Contact সময়হ পেতে
Mail এবং People App একই সাথে কাজ করে- আপনি যখন Mail App এ একটি অ্যাকাউন্ট এর E-mail পরিচালনা করবেন তখন People App এও উক্ত একাউন্ট দেখতে পারবেন, যোগ করতে পারবেন এবং সম্পাদনা করতে পারবেন। যদি আপনার ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে যখন আপনি Mail App এর সাথে সংযুক্ত হয়েছেন আপনার Contact সময়হ সয়ংক্রিয়ভাবে যোগ হয়ে গেছে । অন্যান্য একাউন্ট এর জন্য কিভাবে Contact যোগ করবেন তা দেওয়া হলো।

1. Start Screen এর People এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন। এবং তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

আউটলুক.কম (Outlook.com)

Outlook.com হচ্ছে একটি ফ্রি ওয়েবমেইল সেবা। আপনার পিসির যেকোন ব্রাউজার থেকে আপনার E-mail গুলো পেতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট থেকে থাকে (উদাহরণ স্বরুপ, যদি আপনি একটি ইমেইল এড্রেস দিয়ে আপনার পিসি Sign in করে থাকেন), আপনি Outlook.com এ Sign in করতে পারবেন- আপনার নতুন করে কোন একাউন্ট তৈরি করতে হবে না।

যদি আপনি একটি নতুন Outlook.com ইমেইল এড্রেস পেতে চান, এটি Setup করা সহজ এবং সয়ংক্রিয়ভাবেই এটি একটি মাইক্রোসফট একাউন্ট। যদি আপনি আপনার বর্তমান ইমেইল এড্রেস রেখে দিতে চান, কিন্তু সেইসাথে আরো একটি Outlook.com তৈরি করতে চান, আপনি একটি “উপনাম যোগ” করতে পারেন।

নতুন মাইক্রোসফট একাউন্ট যোগ করতে এবং Outlook.com এ Sign in করতে
1. Outlook.com এ যান।
2. Sign up now এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।


Outlook.com এ আপনার একাউন্ট পরিচালনা করা

এখানে দেওয়া হলো আপনি কিভাবে আপনার Contact পাবেন, নতুন করে যোগ করবেন এবং Outlook.com দিয়ে কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন Facebook, Twitter, and LinkedIn এ যুক্ত হবেন।

ধাপ 1
Step 1
Outlook.com প্রতীকের পরের তীর এ ক্লিক করুন।

ধাপ 2
Stap-2
People এ টোকা দিন বা ক্লিক করুন।

আউটলুক (Outlook)

আউটলুক ডেস্কটপ অ্যাপ্লিকেশন এ আপনাকে সাহায্য করার জন্য কর্মস্থলের ইমেইল, ক্যালেন্ডার এবং কাজের তালিকা পরিচালনার শক্তিশালি বৈশিষ্ট আছে। আউটলুক Windows RT 8.1 এর সাথে সংযুক্ত একটি ফ্রি অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার যদি Windows 8.1 থাকে, তাহলে আপনি Office.Microsoft.com থেকে এটি ক্রয় করতে পারবেন।

আউটলুক কিভাবে শুরু করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন “আউটলুক এর সাধারণ কাজ” ।

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল : পিসির জন্য অ্যাপ্লিকেশন সংগ্রহ (Getting apps for your PC)

 উইন্ডোজ টিউটোরিয়াল 11 এর 7

উইন্ডোজ স্টোর হচ্ছে অ্যাপ্লিকেশন এর দুনিয়া

অ্যাপ্লিকেশন আপনার পিসি ব্যবহার করে আপনার কাজ সম্পূর্ণ করার নতুন পথ বের করে কাজকে সহজতর করে এবং কিছু অ্যাপ্লিকেশন বিনোদন প্রদান করে । উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ সংযুক্ত অবস্থায় কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যায় যা সামাজিক যোগাযোগ স্থাপন করে, ডকুমেন্ট শেয়ার (ভাগ) করে ও দেখায়, ছবি সাজিয়ে রাখে, গান শোনা যায়, এবং চলচিত্র দেখা যায়, কিন্তু Windows Store এর মাধ্যমে আপনি আরো অনেক অ্যাপ্লিকেশন সংগ্রহ করতে পারেন।

নোট: Windows Store থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল বা দেখতে, আপনার Windows 8.1 বা Widows RT 8.1 প্রয়োজন হবে। যদি আপনার Windows 8.1 বা Widows RT 8.1 না থাকে তাহলে আপনি Windows Store এর জনপ্রিয় অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে খুঁজে দেখতে পারেন।

অ্যাপ্লিকেশন ইনস্টল করা

অ্যাপ্লিকেশন Install করার জন্য Windows Store থেকে Apps খুজে পেতে স্টার্ট স্ক্রিণ বা টাস্কবার থেকে Store এ টোকা দিন বা ক্লিক করুন। Store খোলার জন্য আপনাকে ইন্টারনেট এর সাথে সংযুক্ত থাকতে হবে এবং মাইক্রোসফট একাউন্ট এ Sign in করা অবস্থায় থাকতে হবে।

যখন আপনি Windows Store এ থাকবেন, একাধিক উপায়ে আপনি অ্যাপ্লিকেশন খুঁজতে পারবেন:

ফিচার্ড অ্যাপ (বিশেষ অ্যাপ্লিকেশন) এবং অ্যাপ্লিকেশন তালিকা ব্রাউজ করা: আপনার কি ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তা যদি নিশ্চিত না হন তাহলে শুরু করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে Store এর featured apps। জনপ্রিয়, নতুন আগত, অধিক বিক্রিত অথবা বিনামূল্যে প্রদত্ত অ্যাপ্লিকেশনগুলো দেখার জন্য ডান থেকে স্ক্রলিং শুরু করুন। (বিশেষ তালিকার থেকে সকল Apps দেখার জন্য, তালিকার নামের উপর টোকা দিন বা ক্লিক করুন)। আবার, আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এবং আপনি রেট করেছেন তার উপর ভিত্তি করে Picks for you এ ব্যক্তিগতকৃত অ্যাপ্লিকেশন সুপারিশ দেখতে পারেন।

বিভাগ অনুসারে অন্বেষণ যদি আপনি একটি নির্দিষ্ট ধরনের অ্যাপ্লিকেশন খুঁজেন (বিনোদন অ্যাপ্লিকেশন অথবা গেম), আপনি Store এর বিভিন্ন বিভাগে ক্যাটাগরি অনুসারে অন্বেষণ করতে পারবেন।

অ্যাপ্লিকেশন খোজা যদি আপনি অ্যাপ্লিকেশন এর নাম জানেন বা নির্দিষ্ট পাবলিশার এর অ্যাপ্লিকেশন খুজেন তাহলে তার নাম Store এর উপরের দিকের ডান প্রান্তের সার্চ বক্স এ লিখুন। আপনার সার্চ এর সাথে সাদৃশ্যপূর্ণ সকল অ্যাপ্লিকেশন দেখতে পারবেন।

যখন আপনার প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তখন যদি ক্রয় করতে হয় তাহলে Buy অথবা Try (ফ্রি ট্রায়য়াল) এ টোকা দিন বা ক্লিক করুন, অথবা বিনা মূল্যে প্রদত্ত Apps হলে Install এ টোকা দিন বা ক্লিক করুন।

 

পরামর্শ: অ্যাপ্লিকেশন এর তালিকা, ক্যাটাগরি, আপনার একাউন্ট এর তথ্য, অথবা Store এর মূল পাতায় ফিরে যাবার জন্য Windows Store এর উপরের দিকের মেনু ব্যবহার করুন।

 

অ্যাপ্লিকেশন পিন করে রাখা

অ্যাপ স্টোর থেকে কোন Apps ইনস্টল করার পর App View এ আপনার পিসির অন্যান্য অ্যাপ্লিকেশন এর সাথে তালিকাভুক্ত অবস্থায় অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। সহজে খুঁজে বের করার জন্য এবং পরবর্তীতে সহজে ব্যবহারের জন্য আপনি অ্যাপ্লিকেশনটি স্টার্ট স্ত্রিণের সাথে বা ডেস্কটপ টাস্কবার এর সাথে পিন করে রাখতে পারেন।

ধাপ 1
Trart Screen
App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো Arrow এ ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

ধাপ 2
h
যে অ্যাপ্লিকেশন কে পিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। আপনি একাধিক অ্যাপ্লিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে পিন করতে পারেন।

 

 

 

 

 

 

 

ধাপ 3
i
টোকা দিন বা ক্লিক করুন Pin to Start অথবা Pin to taskbar এর উপর। যে অ্যাপ্লিকেশনগুলো পিন করেছেন তা Start Screen এর শেষে বা Desktop Taskbar এ দেখা যাবে।

 

তারপর আপনি পিন করা অ্যাপ্লিকেশনগুলোকে পুনরায় সাজাতে পারবেন। Start Screen এ আপনি টাইলসগুলো ছোট বড় করতে পারবেন এবং একই প্রকার অ্যাপ্লিকেশনগুলোর গ্রুপ তৈরি করতে পারবেন। কিভাবে করবেন তা শিখতে দেখুন Start Screen.

অ্যাপ্লিকেশন ব্যবহার করা

একটি অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করার জন্য Start Screen বা টাস্কবার এ অ্যাপ্লিকেশনটির উপর টোকা দিন বা ক্লিক করুন।

Apps এর কমান্ডগুলো দেখা

app commands
অ্যাপ কমান্ড আপনাকে অ্যাপ্লিকেশন এর ভিতরের বিভিন্ন কাজ করতে সাহায্য করে। একটি অ্যাপ কমান্ড তাপমাত্রা ফারেনহাইট থেকে সেলসিয়াস এ পরিবর্তন করতে পারে। অ্যাপ এ কি কি কমান্ড আছে তা দেখতে, পর্দার উপরের দিক থেকে নিচের দিকে সুইপ করে যান অথবা পর্দার নিচ থেকে উপরের দিকে সুইপ করে যান এবং তারপর আপনার যে কমান্ড প্রয়োজন তাকে টোকা দিন।

Apps এ Charm এর ব্যবহার
Using Charms
অনেক অ্যাপ্লিকেশন এ Search (কোন কিছু খোজার জন্য), Share (কোন কিছু ভাগ করার জন্য), প্রিন্টার বা অন্য ডিভাইস এ ফাইল পাঠানো, এবং Settings পরিবর্তন করার জন্য Charm ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন এ Charm ব্যবহার করার জন্য, পর্দার ডান প্রান্তের দিকে সুইপ করুন, এবং তারপর আপনার যে Charm প্রয়োজন তাতে টোকা দিন। আরো তথ্যের জন্য দেখুন Search, share, print, and more.

একইসাথে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
apps together
যখন আপনি একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, আপনি দ্রুত একটি হতে অপরটিতে যেতে পারেন এবং চারটি পর্যন্ত অ্যাপ্লিকেশন একইসাথে পর্দায় প্রদর্শন করতে পারেন (পিসির রেজুলেশন এর উপর ভিত্তি করে)। কিভাবে উইন্ডোজে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তা সম্পর্কে আরো তথ্যের জন্য দেখুন “পিসির সাথে অন্তরঙ্গতা বাড়ান”।

অ্যাপ্লিকেশন বন্ধ করা
Close an app
Windows Store এর অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজ এর সাথে সংগতি রেখেই নির্মিত, সুতরাং খোলা অবস্থাতেও যখন এদের ব্যবহার না করবেন তখন এরা আপনার পিসির গতিও কমাবে না। যখন আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করবেন, উইন্ডোজ এটি ব্যাকগ্রাইন্ডে চলমান অবস্থায় রাখবে না এবং কিছু সময় পর এটিকে সয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি Touch ব্যবহার করে একে বন্ধ করতে চান তাহলে এটিকে চাপ দিয়ে ধরে উপর থেকে একেবারে পর্দার নিচের প্রান্তে নিয়ে ছেড়ে দিন। যদি আপনি মাউস ব্যবহার করেন তাহলে মাউস পয়েন্টার অ্যাপ্লিকেশন এর উপরের প্রান্তে নিয়ে যান এবং টাইটেল বার এর ক্লোজ (Close) বাটন এ ক্লিক করুন।

পরামর্শ:
যদি আপনি মাউস ব্যবহার করেন এবং অ্যাপ্লিকেশন এর উপরের দিকে মাউস পয়েন্টার নিয়ে যেয়ে ক্লোজ বাটন দেখতে না পান, তাহলে আপনার সম্ভবত উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এর সর্বশেষ আপডেট নেই। উইন্ডোজ 8.1 “এর সর্বশেষ আপডেট Install করুন”।

পিসিতে Apps স্নিঙ্ক করা

Windows Store থেকে Apps ইনস্টল করার পরে, যখন আপনি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে আরেকটি উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ আরটি 8.1 এ Sign in করবেন, আপনার অ্যাপ্লিকেশনগুলো সয়ংক্রিয়ভাবে নতুন যে পিসি ব্যবহার করছেন তাতে Sync হয়ে যাবে – সুতরাং যেখানে ছেড়ে এসেছিলেন ঠিক সেখানে ফিরে যাওয়া আপনার জন্য অনেক সহজ ।

সংয়ক্রিয়ভাবে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ডাটা Sync করা ডিফল্ট হিসেবে অন করা অবস্থায় থাকে, কিন্তু আপনি চাইলে এই Settings যেকোন সময় পরিবর্তন করতে পারবেন।

অ্যাপ্লিকেশন Sync Settings পরিবর্তন করতে
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Settings এ টোকা দিন।
2. Change PC settings এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Change PC settings এ টোকা দিন বা ক্লিক করুন।
4. App settings এর মধ্যে নির্বাচন করে দিন অ্যাপ্লিকেশনগুলো এবং অ্যাপ্লিকেশন ডাটার কোথায় Sync হবে এবং কোথায় হবে না।

সয়ংক্রিয়ভাবে অ্যাপ্রিকেশন আপডেট হওয়া

আপনার অ্যাপ্লিকেশনগুলো যে ঠিকভোবে কাজ করছে তা জানার একটি উপায় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো আপ-টু-ডেট রাখা। অ্যাপ্লিকেশন আপডেট বিনা মূল্যে করা যায় এবং আপনার অ্যাপ্লিকেশন এর জন্য আপডেট ও New features আপনার Apps এর মধ্যে অন্তর্ভুক্ত করে। ডিফল্ট হিসেবে Windows Store আপনার পিসিতে Install করা অ্যাপ্লিকেশনগুলো সয়ংক্রিয়ভাবে আপডেট করে, সুতরাং আপনার চিন্তা করার প্রয়োজন নেই কখন নতুন আপডেট আসবে। আরো তথ্যের জন্য সয়ংক্রিয় আপডেট চালু অবস্থায় আছে কিনা তা নিশ্চিত হতে দেখুন “সয়ংক্রিয় আপডেট চালু করা”।

আপনার পিসির অ্যাপ্লিকেশনগুলো অন্য পিসিতে Install করা

সকল অ্যাপ্লিকেশন যা আপনি Windows Store থেকে Install করেছেন তা My apps অংশে তালিকাভুক্ত হয়েছে। আপনি অন্য যে পিসি ব্যবহার করছেন সেখানে কোন কোন অ্যাপ্লিকেশন Install করা আছে তা দেখতে পারবেন, এবং My apps অংশ থেকে সরাসরি অ্যাপ্লিকেশনগুলো Install করতে পারবেন, সুতরাং আপনাকে এসকল অ্যাপ ইন্সটল করার জন্য Store এ আবার নতুন করে খুঁজতে হবে না।

ধাপ 1
Essential App
Start Screen এ Store টাইলস এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

ধাপ 2
Top Free
Account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর My apps এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

ধাপ 3
The Newwork Times
সুইপ করে নিচে যান অথবা যে অ্যাপ্লিকেশনটি Install করতে চান তার উপর ডান ক্লিক করুন এবং তারপর Install এ টোকা দিন বা ক্লিক করুন।

নোট: আপনি উইন্ডোজ 8 এর অ্যাপ্লিকেশন উইন্ডোজ 8.1 এ Install করতে পারবেন কিন্তু উইন্ডোজ 8.1 এর অ্যাপ্লিকেশন উইন্ডোজ 8 এ Install করতে পারবেন না।

উইন্ডোজ টিউটোরিয়াল 8.1: সার্চ, শেয়ার, প্রিন্ট এবং অন্যান্য (Search, share, print, and more)

উইন্ডোজ টউটোরিয়াল: পৃষ্ঠা 11 এর ৬

Charm ব্যবহার করে যে সকল কাজ আপনি প্রায়ই করে থাকেন তা সম্পন্ন করা

পাঁচটি Charm – সার্চ, শেয়ার, স্টার্ট, ডিভাইসেস, এবং সেটিংস- যেগুলো আপনি প্রায়সই ব্যবহার করে থাকেন তা দ্রুত করার কিছু ধাপ রয়েছে, যেমন- সার্চ ওয়েব ও পিসি, প্রিন্ট ডকুমেন্টস, এবং ইমেইল ফটো এবং লিঙ্কস। আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন এগুলো সবসময় পর্দার ডান পাশে থাকবে।

Using Charm
পর্দার ডান প্রান্তে সুইপ করে যান। Search, Share, Start, Devices, বা Settings এ টোকা দিন বা ক্লিক করুন।
আপনি কীবোর্ড থেকে উইন্ডোজ এর প্রতীক Windows Logo + C চেপেও Charm এ যেতে পারেন।

 

সার্চ

Search Charm, Bing Smart Search ব্যবহার করে। সুতরাং আপনি আপনার পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ সার্চ করতে পারেন, সেইসাথে কিছু App এবং Windows Store এও সার্চ করতে পারেন।

পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ কিছু খোজার জন্য Bing Smart Search এর ব্যবহার

1. পর্দার ডান প্রান্তে সুইচ করে যান এবং Search এ টোকা দিন।
2. আপনি যা সার্চ করতে চান তা লিখুন। আপনার লেখা অনুসারে অনুসন্ধান ফলাফল এবং পরামর্শ এর তালিকা দেখা যাবে।
3. আপনি যে অ্যাপ, ফাইল বা সেটিং খুজছেন তা যদি দেখতে পান তাহলে এটি খুলতে এর উপর টোকা দিন বা ক্লিক করুন। আপনি যদি বিং এর ওয়েব ফলাফল সহ সকল ফলাফল দেখতে চান, তাহলে অনুসন্ধান ফলাফল পাতার Search বাটন Search Buttonএ টোকা দিন বা ক্লিক করুন। আপনি Search Suggetion এও ক্লিক করতে পারেন।
4. অনুসন্ধান ফলাফল পৃষ্ঠায়, একটি অনুসন্ধান ফলাফল খোলার জন্য ফলাফলটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অনুসন্ধান ফলাফল পাতা
অনুসন্ধান ফলাফল প্রকারভেদ অনুসারে এবং সেটি কোথায় রয়েছে সেই অনুসারে দলবদ্ধ (গোষ্ঠীতে বিভক্ত / গ্রুপ) হয়। উদাহরণ স্বরূপ, আপনার পিসির ছবিগুলো একসাথে থাকবে এবং ওয়েব সাইটের ছবিগুলো একসাথে। প্রথমে আপনার পিসির নিজস্ব ফাইল এবং অনড্রাইভ তালিকাভুক্ত হবে এবং তারপর অ্যাপ ও ওয়েব এর ফলাফল দেখাবে। থাম্বনেল গুলো আপনাকে ধারণা দিবে-কোনগুলোতে আপনি এর আগে টোকা দিয়েছেন বা ক্লিক করেছেন। একটি নির্দিষ্ট ক্যাটাগরির সকল অনুসন্ধান ফলাফল দেখতে ঐ ক্যাটাগরির See all লিঙ্ক এ ক্লিক করুন।

ফলাফল পাতায় ফিরে যাওয়া
যদি আপনি একটি ফলাফল খুলেন এবং দেখেন যে আপনি যা খুজছেন তা এটি নয় তাহলে আবার না খুজে ফলাফল পাতায় ফিরে যেতে পারেন। Touch দ্বারা, সুইপ করে পর্দার বাম প্রান্তের দিকে যান। (মাউস দ্বারা, মাউস পয়েন্টার পর্দার বাম পার্শ্বের উপরের দিকে নিয়ে যান এবং ক্লিক করুন।)

অনুসন্ধানের ফলাফল সঙ্কুচিত করা
Search Charm সয়ংক্রিয়ভাবে আপনার পিসির অ্যাপ, ফাইল এবং সেটিংস এবং অনড্রাইভ ও ওয়েবে খোজে। কিন্তু আপনি যেকোন এক প্ররার ফলাফল খুজতে পারেন, যেমন ওয়েব এ সেটিংস বা ছবি। এবং কিছু App এ, আপনি শুধুমাত্র উক্ত App খোজার অপশন সিলেক্ট করতে পারেন।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Search এ টোকা দিন।
2. Search বক্স এর তীর তীর এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

Search এর সেটিংস পরিবর্তন করতে
আপনি ফলাফল ইতিহাস পরিস্কার করতে পারেন, নির্বাচন করুন আপনার অনুসন্ধান তথ্য কিভাবে বিং এর সঙ্গে শেয়ার (ভাগ করা হয়) করবেন, এবং SafeSearch options (নিরাপদ অনুসন্ধান অপশন) পরিবর্তন করবেন যা আপনার অনুসন্ধান ফলাফল থেকে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ফিল্টার (ছেঁকে বাদ দেয়) করে। শুধুমাত্র আপনার পিসি এবং অনড্রাইভ এ অনুসন্ধান করার জন্য আপনি যদি চান তাহলে ওয়েব সার্চ বন্ধ করে দিতে পারেন । (যদি আপনি Metered Internet সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে এই কাজ করতে চাইতে পারেন।)
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Search এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে সেটিং পরিবর্তন করুন।

শেয়ার (ভাগ করা)

Share Charm হচ্ছে দ্রুততর উপায় যার সাহায্যে আপনি যাদের চেনেন তাদের সাথে ফাইল, ছবি, এবং তথ্য শেয়ার করতে পারেন, বা আপনি যে অ্যাপ্লিকেশন এ আছেন তা থেকে না বেরিয়েই পরবর্তীর জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আপনি একই সময়ে কিছু সংখ্যক লোক এর সাথে ছবি শেয়ার করতে পারেন, আপনার সকল সামাজিক নেটওয়ার্কের সঙ্গে একটি লিঙ্ক ভাগ (শেয়ার) করতে পারেন। অথবা একটি আকর্ষণীয় নিবন্ধ রিডিং লিস্ট App এ পাঠাতে পারেন যাতে আপনি পরবর্তীতে তা পড়তে পারেন।

আপনি Share Charm এর মাধ্যমে অধিকাংশ App এর জিনিস শেয়ার করতে পারেন। যদি আপনি ডেস্কটপ থেকে কিছু শেয়ার করতে চান, তাহলে আপনি ই-মেইল এর মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা এর সাহায্যে ফাইল এবং ছবি শেয়ার করতে পারেন।

Share

ফাইল শেয়ার করতে
1. একটি App এ, আপনি যেটি চান সেই আইটেমটি সিলেক্ট করার জন্য সুইপ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে নিয়ে যান এবং তারপর Share এ টোকা দিন।
3. লোকটি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

একটি লিঙ্ক শেয়ার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং আপনি যে ওয়েবসাইট, নিবন্ধ বা ম্যাপ শেয়ার করতে চান তা ব্রাউজ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Share এ টোকা দিন।
3. ব্যক্তি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

Share Settings পরিবর্তন করার জন্য
Share Charm এ কোন অ্যাপ্লিকেশনগুলো তালিকাভুক্ত এবং কিভাবে তারা প্রদর্শিত হবে আপনি তা পরিবর্তন করতে পারবেন ।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন, এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Share এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে Settings পরিবর্তন করুন।

স্টার্ট

আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন না কেন Start Charm ব্যবহার করে Start Screen খুলতে পারবেন। অথবা যদি আপনি Start এই থেকে থাকেন তাহলে এটি ব্যবহার করে শেষ ব্যবহৃত অ্যাপ্লিকেশন এ যেতে পারবেন।

Start
Start খুলতে, সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Start এ টোকা দিন।

ডিভাইসেস

আপনার পিসির সাথে সংযুক্ত ডিভাইস এ ফাইল এবং তথ্য পাঠানোর জন্য Device Charm হচ্ছে একটি দ্রুততম উপায়, যেমন আপনার প্রিন্টার, Xbox, ফোন, স্পিকার, টিভি বা প্রোজেক্টর। আপনার কোন কোন ডিভাইস আছে এবং তা পিসির কোথায় সংযুক্ত আছে তার উপর নির্ভর করে ডিভাইস এর তালিকা Device Charm এ থাকে। ডিভাইস Set up সম্পর্কে আরো বিস্তারিত জানতে, দেখুন ডিভাইস এবং প্রিন্টার সংযুক্তকরণ, বিচ্ছিন্নকরণ এবং নিয়ন্ত্রণ

Device Charm ব্যবহার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং এটি বা ফাইল যা কোন ডিভাইস এ পাঠাতে চান তা নির্বাচন করার জন্য সুইপ করুন।
2. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Devices এ টোকা দিন।
3. নিচের অপশনগুলো থেকে একটি অনুসরণ করুন।

Stream videos, music, or a photo slide show অন্য ডিভাইস এ নিয়ে যাওয়ার জন্য (যেমন টিভি, স্টেরিও)। Play এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। কিভাবে Play সেটআপ করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন Stream pictures, video, and music using Play.

Print a document, photo, or email. Print এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন How to print.

Project what’s on your PC (যেমন- একটি প্রেজেন্টেশন এর জন্য, একটি স্লাইড শো করার জন্য)। Project এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

সেটিংস

কিছু সাধারণ সেটিংসকে দ্রুত সমন্বয় করার জন্য Settings Charm ব্যবহার করা হয় (যেমন-উজ্জ্বলতা (brightness) এবং ভলিউম)। আপনার পিসির জন্য সেটিং খুজে বের করুন (যেমন- প্রেজেন্টেশন, ইউজার একাউন্ট এবং ডিভাইসেস) ‍এবং আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তার  Settings পরিবর্তন করুন।

সাধারণ সেটিংস দ্রুত সমন্বয় করার জন্য
Change PC settings
এখানে কিছু সাধারণ PC Settings আছে- যেমন ভলিউম, পাউয়ার এবং নেটওয়ার্ক সংযোগ- এরা সবসময়ই Settings Charm এ থাকে।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Settings এ টোকা দিন।
2. আপনি যে Settings পরিবর্তন করতে চান সিটিতে টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

আপনার পিসির সেটিংস পরিবর্তন করার জন্য
PC settings থেকে বেশির ভাগ সেটিংস পরিবর্তন করতে পারবেন (Control Panel (কন্ট্রোল প্যানেল) এর পরিবর্তে), যেমন- বিভিন্ন বস্তু ব্যক্তিগতকরণ এবং সেটিংস পরিবর্তন করার জন্য যেমন- ডিভাইসেস, ইউজার একাউন্ট, অনড্রাইভ, নেটওয়ার্ক সংযোগ এবং ভাষা।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. যে ক্যাটাগরির Settings পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন এর জন্য সেটিংস পরিবর্তন করার জন্য
app settings
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন অথবা Start বা Desktop এ যান।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন।
3. আপনি যে সেটিং পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন। যদি আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে থাকেন এবং দেখতে না পান কি করতে হবে, তাহলে PC settings এ খুজুন- কিছু অ্যাপ্লিকেশন এর Settings এখান থেকেও করতে পারবেন।

পিএইচপি ৫ : ফাইল তৈরি / লেখা (PHP 5 File Create/Write)

আজ আমরা শিখবো কিভাবে পিএইচপি সার্ভারে ফাইল তৈরি করা যায় বা সার্ভারে থাকা ফাইল কিভাবে লেখা যায় ।

 

পিএইচপি ফাইল তৈরি বা fopen() ফাংশনের কাজ [PHP Create File – fopen()]

এখানে এই fopen() ফাংশনটি ফাইল তৈরিতে ব্যবহার করা হয় । পিএইচপি তে এই ফাংশনটি আবার কিন্তু ফাইল ওপেন করতে ব্যবহার করা হয় । তাই আসলেই ব্যাপারটা একটু হতভম্বকর তাই না? হতভম্বকর হলেও ব্যাপারটা কিন্তু পুরাটাই সত্য । সেটা কিভাবে? আসুন তাহলে জেনে ফেলি ।

আপনি যদি কোনো ফাইলের নামে fopen() ফাংশন ব্যবহার করেন যেটার অস্তিত্ব নেই, তাহলে এটি তখন নতুন একটি ফাইল তৈরির কাজে ব্যবহৃত হবে । মনে রাখবেন ফাইলটি ওপেন করে লেখার জন্য (w) এবং যুক্ত করার জন্য (a) ব্যবহৃত হয় ।


$myfile = fopen("testfile.txt", "w")

 

আসুন আমরা উপরের কোডটি লিখে “testfile.txt” নামে সেভ করি । আর কোডটি কিন্তু অবশ্যই পিএইচপি কোডের একই ডিরেক্টরিতে রাখবেন ।

 

পিএইচপি ফাইলের পারমিশন প্রদান(PHP File Permissions)

আপনি যদি উপরের কোডটি লেখার পর তা ওপেন করতে গেলে এরর রিপোর্ট দেয়, তাহলে বুঝতে হবে আপনার ফাইলটিকে রান (run) করার জন্য পারমিশন দেয়া হয়নি । তাই আপনাকে তখন হার্ডড্রাইভের ফাইলটিকে পারমিশন দিতে হবে যাতে পিএইচপি তা অ্যাক্সেস (access) করতে পারে ।

 

পিএইচপি ফাইল লেখা বা fwrite() ফাংশনের কাজ [PHP Write to File – fwrite()]

fwrite() ফাংশন ফাইল লেখার কাজে ব্যবহৃত হয় ।
fwrite() এর প্রথম প্যারামিটারটি ফাইলের লেখার জন্য নাম নির্দেশ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি যা ফাইলের ভিতর লিখতে হবে সেই কোডকে নির্দেশ করে ।


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
 $txt = "Mostafizur Firoz\n";
 fwrite($myfile, $txt);
 $txt = "Wrongdhonu Firoz\n";
 fwrite($myfile, $txt);
 fclose($myfile);
 ?>

 

আসুন উপরের কোডটিকে “newfile.txt” নামে সেভ করি । খেয়াল করলে দেখবেন যে, আমরা “newfile.txt” কে দুইবার লিখেছি । প্রতিবার আমরা ফাইলের string $txt কে লেখার সময় এমনভাবে লিখেছি যেন প্রথমটায় “Mostafizur Firoz” এবং দ্বিতীয়টায় “Wrongdhonu Firoz” বিদ্যমান থাকে । লেখা শেষ হওয়ার পর আমরা fclose() ফাংশনের দ্বারা ফাইলটিকে শেষ করেছি ।

এখন আমরা যদি “newfile.txt” ফাইলটিকে ওপেন করি তাহলে নিচের মত দেখতে পাবোঃ


Mostafizur Firoz
Wrongdhonu Firoz


 

পিএইচপি ওভাররাইটিং (PHP Overwriting)

এখন এই “newfile.txt” ফাইলে কিছু ডাটা সংরক্ষিত বা জমা আছে । এখন আমরা দেখবো আগে থেকে থাকা এমন ফাইল আবার নতুন করে লেখার জন্য ওপেন করলে কেমন হবে । এমন আগে থেকে থাকা নামের ফাইল যদি আমরা নতুন করে ওপেন করি তাহলে তার ভিতর থাকা সকল তথ্য মুছে গিয়ে একটা খালি ফাইল ওপেন হবে ।


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
 $txt = "Sa Learning School\n";
 fwrite($myfile, $txt);
 $txt = "sites tree\n";
 fwrite($myfile, $txt);
 fclose($myfile);
 ?>

 

আসুন আমাদের আগে থেকে সেভ থাকা “newfile.txt” নামের ফাইলটি ওপেন করি এবং তাতে উপরের কোডটুকু লিখে সেভ করি । তাহলে ওপেন করার সময় আগে থেকে লেখা Mostafizur এবং Wrongdhonu আগেই অদৃশ্য হয়ে যাবে এবং আমাদের নতুন করে লেখা ডাটাকে আমাদের সামনে দেখাবে । তাহলে আমরা তখন ফাইলটিকে ওপেন করলে নিচের মত করে দেখতে পারবো ।


Sa Learning School
sites tree


 

 

দেখলেন তো তাহলে কত মজার । এভাবে আমরা মজায় মজায় পিএইচপি ৫ পুরোটায় শিখে ফেলবো । ততদিন আমাদের সাথে থেকে আমাদের প্রতিটি পোস্টে অনেক মনোযোগ দেন এবং কোডগুলো বেশি বেশি করে নিজে লিখে প্র্যাকটিস করুন । ভালো থাকবেন ।

 

MongoDB Delete Document . MongoDB ডিলিট ডকুমেন্ট

MongoDB ডিলিট ডকুমেন্ট

নয়ন চন্দ্র দত্ত

remove() পদ্ধতি

MongoDB এর remove() পদ্ধতি কালেকশন থেকে ডকুমেন্ট ডিলিট করতে ব্যবহৃত হয়।

দুটি প্যারামিটার বাদে সবক্ষেত্রে remove() পদ্ধতি গ্রণযোগ্য হয়। একটি deletion criteria এবং অন্যটি justOne flag ।

১। deletion criteria: (অপশনাল) ডকুমেন্ট অনুযায়ী deletion criteria মেছে ফেলা হবে।

২। justOne: যদি সত্য বা ১ সেট করা থাকে তবে শুধুমাত্র একটি ডকুমেন্ট মুছা হবে।

 

সিনট্যাক্স বা বাক্য গঠন:

remove() পদ্ধতি এর বেসিক সিন্ট্যাক্স নিম্নরূপঃ

>db.COLLECTION_NAME.remove(DELLETION_CRITTERIA)

 

উদাহরণঃ

নির্দেশিত ডেটায় mycol কালেকশন বিবেচনা করি।

 

{ “_id” : ObjectId(5983548781331adf45ec5), “title”:”MongoDB Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec6), “title”:”NoSQL Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec7), “title”:”Tutorials Point Overview”}

 

উল্লেখিত উদাহণে ‘MongoDB Overview’ নামক টাইটেলের সকল ডকুমেন্ট মেছে ফেলবে।

>db.mycol.remove({‘title’:’MongoDB Overview’})

>db.mycol.find()

{ “_id” : ObjectId(5983548781331adf45ec6), “title”:”NoSQL Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec7), “title”:”Tutorials Point Overview”}

>

শুধুমাত্র এক মুছে ফেলা

যদি একাধিক রেকর্ড থাকে এবং আপনি যদি শুধু প্রথম রেকর্ডটি মুছতে চান তাহলে remove() পদ্ধতির জায়গায় justOne প্যারামিটার ব্যবহার করুন।

>db.COLLECTION_NAME.remove(DELETION_CRITERIA,1)

 

সব ডকুমেন্ট মুছে ফেলা

আপনি যদি মুছে ফেলার বিচার্য বিষয় উল্লেখ না করেন, তাহলে mongodb কালেকশন থেকে সব ডকুমেন্ট মুছে ফেলবে।

এটি এসকিউএল এর truncate  কমান্ড এর সমতুল্য।

>db.mycol.remove()

>db.mycol.find()

 

http://Bangla.SaLearningSchool.com

MongoDB Create Collection . MongoDB ড্রপ কালেকশন

MongoDB ড্রপ কালেকশন
নয়ন চন্দ্র দত্ত

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউটোরিয়াল – MongoDB ড্রপ কালেকশন । তাহলে চলুন আজকের টিউটোরিয়াল সম্পর্কে ।

drop() পদ্ধতি
MongoDB এর ডেটাবেস থেকে একটি কালেকশন ড্রপ করতে db.collection.drop() ব্যবহৃত হয়।

সিনট্যাক্স:
drop() কমান্ডের বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

db.COLLECTION_NAME.drop()

উদাহরণ:
প্রথমত, আপনার mydb ডেটাবেসের মধ্যে available আছে এমন কালেকশন চেক করে নিন।

>use mydb
switched to db mydb
>show collections
mycol
mycollection
system.indexes
tutorialspoint
>

এখন mycollection এই নাম দিয়ে কালেকশনটি ড্রপ করুন।

>db.mycollection.drop()
true
>

আবারো ডেটাবেস এর মধ্যে কালেকশনের লিস্ট চেক করে নিন।

>show collections
mycol
system.indexes
tutorialspoint
>

drop() পদ্ধতি সত্য দেখাবে যদি সিলেক্টকরা কালেকশনগুলো সঠিকভাবে ড্রপ হয়। অন্যথায় এটি মিথ্যা দেখাবে ।

MongoDB Create Database

MongoDB ডেটাবেস তৈরি করা
লেখকঃ নয়ন চন্দ্র দত্ত

কি খবর সবার? আশা করছি সবাই ভাল আছেন। আজ আমি হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে MongoDB ডেটাবেস তৈরি করা যায়। তাহলে আর কথা না
বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করি।

use কমান্ড
MongoDB use DATABASE_NAME ডেটাবেস তৈরি করতে বাবহৃত হয়। কমান্ড একটি নতুন ডেটাবেস তৈরি করে যদি এটা উপস্থিত না থাকে অন্যথায়, এটি বিদ্যমান ডেটাবেস এ ফিরে আসে।
সিনট্যাক্স
use DATABASE এর বেসিক বাক্য গঠন বিবৃতি নিম্নরূপঃ
use DATABASE_NAME

উদাহরণ:
আপনি যদি নাম দিয়ে একটি ডেটাবেস তৈরি করতে চান তাহলে use DATABASE বিবৃতি নিম্নরূপ হবেঃ
>use mydb
switched to db mydb

আপনার বর্তমান নির্বাচিত ডেটাবেস পরীক্ষা করার জন্য db কমান্ড ব্যবহার করুন
>db
mydb

যদি আপনি আপনার ডেটাবেস তালিকা চেক করতে চান তাহলে show dbs কমান্ড ব্যবহার করুন
>show dbs
local 0.78125GB
test 0.23012GB

আপনার তৈরি ডেটাবেস ( Mydb ) তালিকায় উপস্থিত নেই। ডেটাবেস প্রদর্শন করতে আপনি তাতে অন্তত একটি ডকুমেন্ট সন্নিবেশ করতে হবে।
>db.movie.insert({“name”:”tutorials point”})
>show dbs
local 0.78125GB
mydb 0.23012GB
test 0.23012GB

MongoDB তে ডিফল্ট ডাটাবেস পরীক্ষা
আপনি যদি কোনো ডেটাবেস তৈরি না করে থাকেন তাহলে সংগ্রহগুলো টেস্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত হবে।

আশা করছি ভাল লেগেছে আজকের টিউটোরিয়াল। পরবর্তিতে MongoDB বিষয়ক আরো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজকের মত এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে নিশ্চই কমেন্ট করবেন ।
http://Bangla.SaLearningSchool.com