এই অধ্যায়ে আমরা ই-মেইল ও URL কিভাবে বেলিডেট করা যায় সে সম্পর্কে আলোচনা করবো।
পিএইচপি – নাম যাচাই করা
নিচের কোডটি নিশ্চিত করে যে, এতে শুধুমাত্র লেটার বা বর্ণ থাকবে এবং কোন ফাঁকা স্থান থাকবে না। যদি শর্ত না মানে তাহলে এরর ম্যাসেজ দেখাবে।
$name = test_input($_POST["name"]);
if (!preg_match("/^[a-zA-Z ]*$/",$name)) {
$nameErr = "Only letters and white space allowed";
}
preg_match() ফাংশন স্ট্রিং এর ধরণ খুঁজে দেখে এবং যদি ফাংশনে উল্লেখিত ধরণ সঠিক থাকে তাহলে সত্য ফেরত দেয় না হলে মিথ্যা ফেরত দেয়।
পিএইচপি – ই-মেইল যাচাই করা
filter_var() ফাংশনের মাধ্যমে পিএইচপি যাচাই করে দেখে যে ই-মেইল এন্ট্রিটি সঠিকভাবে প্রবেশ করানো হয়েছে কিনা।
$email = test_input($_POST["email"]);
if (!filter_var($email, FILTER_VALIDATE_EMAIL)) {
$emailErr = "Invalid email format";
}
পিইএচপি – URL যাচাই করা
নিচের কোডটি URL ঠিকানা ঠিকভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করে দেখে
$website = test_input($_POST["website"]);
if (!preg_match("/\b(?:(?:https?|ftp):\/\/|www\.)
[-a-z0-9+&@#\/%?=~_|!:,.;]*[-a-z0-9+&@#\/%=~_|]/i",$website)) {
$websiteErr = "Invalid URL";
}
পিইএচপি – নাম, ই-মেইল, URL যাচাইকরণ
<?php
// define variables and set to empty values
$nameErr = $emailErr = $genderErr = $websiteErr = "";
$name = $email = $gender = $comment = $website = "";
if ($_SERVER["REQUEST_METHOD"] == "POST") {
if (empty($_POST["name"])) {
$nameErr = "Name is required";
} else {
$name = test_input($_POST["name"]);
// check if name only contains letters and whitespace
if (!preg_match("/^[a-zA-Z ]*$/",$name)) {
$nameErr = "Only letters and white space allowed";
}
}
if (empty($_POST["email"])) {
$emailErr = "Email is required";
} else {
$email = test_input($_POST["email"]);
// check if e-mail address is well-formed
if (!filter_var($email, FILTER_VALIDATE_EMAIL)) {
$emailErr = "Invalid email format";
}
}
if (empty($_POST["website"])) {
$website = "";
} else {
$website = test_input($_POST["website"]);
// check if URL address syntax is valid
(this regular expression also allows dashes in the URL)
if (!preg_match("/\b(?:(?:https?|ftp):\/\/|www\.)
[-a-z0-9+&@#\/%?=~_|!:,.;]*[-a-z0-9+&@#\/%=~_|]/i",$website)) {
$websiteErr = "Invalid URL";
}
}
if (empty($_POST["comment"])) {
$comment = "";
} else {
$comment = test_input($_POST["comment"]);
}
if (empty($_POST["gender"])) {
$genderErr = "Gender is required";
} else {
$gender = test_input($_POST["gender"]);
}
}
?>
পরবর্তী অধ্যায় এ ফর্ম সাবমিট করার পূর্বে সকল ফিল্ডগুলো পূরণ করা হয়েছে কিনা এবং না করলে কিভাবে সাবমিট করা থামানো যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।
