ইউনিক্স – নেটওয়ার্ক কমিউনিকেশন অনুষঙ্গ (Unix – Network Communication Utilities)

রিদওয়ান বিন শামীম

 

বণ্টনকৃত পরিবেশে কাজ করার সময় রিমোট ইউজারদের সাথে যোগাযোগ করতে অতে পারে, রিমোট ইউনিক্স মেশিনেও প্রবেশযোগ্যতা থাকতে হবে।

নেটওয়ার্কিংকৃত, বণ্টনকৃত পরিবেশে কাজ করছে এমন ইউজারদের জন্য প্রয়োজনীয় হতে পারে এমন বেশকিছু ইউনিক্স অনুষঙ্গ বা ইউটিলিটি আছে, এই টিউটোরিয়ালে এমন কয়েকটি নিয়ে আমরা কাজ করব।

 

পিং ইউটিলিটি

পিং কম্যান্ড নেটওয়ার্কে পাওয়া হোষ্টে একটি ইকো রিকোয়েস্ট পাঠায়। রিমোট হোষ্ট সঠিকভাবে সাড়া দিচ্ছে কিনা তা এই কম্যান্ড ব্যবহার করে আমরা জানতে পারি। পিং কম্যান্ড যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলো হল,

  • হার্ডওয়ার ও সফটওয়ারের সমস্যা নির্ণয় ও পৃথক করা,
  • বিভিন্ন নেটওয়ার্ক ও ফরেন হোষ্টের স্ট্যাটাস নির্ণয় করা,
  • নেটওয়ার্ক টেস্ট, পরিমাপ ও নিয়ন্ত্রণ করা।

পিং কম্যান্ড ব্যবহারের জন্য যে সিনট্যাক্স ব্যবহার করতে হয় তা হল,


$ping hostnameor ip-address


 

এই কম্যান্ড প্রতি সেকেন্ডে একটি করে রেসপন্স প্রিন্ট করা শুরু করবে। এটি থামাতে CNTRL + C কী চাপতে হয়।

নেটওয়ার্কে পাওয়া হোষ্টের প্রাপ্যতা জানতে নিচের উদাহরণ সাহায্য করবে,


$ping google.com
PING google.com (74.125.67.100) 56(84) bytes of data.
64 bytes from 74.125.67.100: icmp_seq=1 ttl=54 time=39.4 ms
64 bytes from 74.125.67.100: icmp_seq=2 ttl=54 time=39.9 ms
64 bytes from 74.125.67.100: icmp_seq=3 ttl=54 time=39.3 ms
64 bytes from 74.125.67.100: icmp_seq=4 ttl=54 time=39.1 ms
64 bytes from 74.125.67.100: icmp_seq=5 ttl=54 time=38.8 ms
--- google.com ping statistics ---
22 packets transmitted, 22 received, 0% packet loss, time 21017ms
rtt min/avg/max/mdev = 38.867/39.334/39.900/0.396 ms
$

 

হোষ্ট পাওয়া না গেলে এটি যে ধরণের ব্যবহার করবে তা হল,


$ping giiiiiigle.com
ping: unknown host giiiiigle.com
$

 

এফটিপি ইউটিলিটি

এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রটোকল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আপলোড বা ডাউনলোড করতে সাহায্য করে।

এফটিপির নিজস্ব ইউনিক্স টাইপ কম্যান্ড আছে যা আমাদেরকে নিচের কাজগুলো করতে সাহায্য করে।

  • রিমোট হোষ্টে সংযুক্ত থাকা ও লগইন করা,
  • ডিরেক্টরি নেভিগেট করা,
  • ডিরেক্টরি কন্টেন্ট তালিকাবদ্ধ করা,
  • ফাইল রাখা ও পাওয়া,
  • ascii, ebcdic বা binary ফাইল ট্রান্সফার করা।

পিং কম্যান্ড ব্যবহারের সিনট্যাক্স হল,


 $ftp hostnameor ip-address

 

প্রয়োজনীয় কম্যান্ডের কয়েকটি নিচে লিপিবদ্ধ হল।

 

কম্যান্ড বর্ণনা
put filename লোকাল মেশিন থেকে রিমোট মেশিনে ফাইলনেম আপলোড করা
get filename রিমোট মেশিন থেকে লোকাল মেশিনে ফাইলনেম ডাউনলোড করা
mput file list লোকাল মেশিন থেকে রিমোট মেশিনে একাধিক ফাইল আপলোড করা
mget file list রিমোট মেশিন থেকে লোকাল মেশিনে একাধিক ফাইল ডাউনলোড করা
prompt off প্রম্পট বন্ধ করা
prompt on প্রম্পট চালু করা
dir রিমোট মেশিনের কারেন্ট ডিরেক্টরিতে থাকা সব ফাইল তালিকাবদ্ধ করা
cd dirname ডিরেক্টরিকে রিমোট মেশিনের dirname তে পরিণত করা
lcd dirname ডিরেক্টরিকে লোকাল মেশিনের dirname তে পরিণত করা
quit কারেন্ট লগইন থেকে লগআউট করা

 

কিছু কম্যান্ডের উদাহরণ নিচে দেয়া হল,


$ftp amrood.com
Connected to amrood.com.
220 amrood.com FTP server (Ver 4.9 Thu Sep 2 20:35:07 CDT 2009)
Name (amrood.com:amrood): amrood
331 Password required for amrood.
Password:
230 User amrood logged in.
ftp> dir
200 PORT command successful.
150 Opening data connection for /bin/ls.
total 1464
drwxr-sr-x   3 amrood   group       1024 Mar 11 20:04 Mail
drwxr-sr-x   2 amrood   group       1536 Mar  3 18:07 Misc
drwxr-sr-x   5 amrood   group        512 Dec  7 10:59 OldStuff
drwxr-sr-x   2 amrood   group       1024 Mar 11 15:24 bin
drwxr-sr-x   5 amrood   group       3072 Mar 13 16:10 mpl
-rw-r--r--   1 amrood   group     209671 Mar 15 10:57 myfile.out
drwxr-sr-x   3 amrood   group        512 Jan  5 13:32 public
drwxr-sr-x   3 amrood   group        512 Feb 10 10:17 pvm3
226 Transfer complete.
ftp> cd mpl
250 CWD command successful.
ftp> dir
200 PORT command successful.
150 Opening data connection for /bin/ls.
total 7320
-rw-r--r--   1 amrood   group       1630 Aug  8 1994  dboard.f
-rw-r-----   1 amrood   group       4340 Jul 17 1994  vttest.c
-rwxr-xr-x   1 amrood   group     525574 Feb 15 11:52 wave_shift
-rw-r--r--   1 amrood   group       1648 Aug  5 1994  wide.list
-rwxr-xr-x   1 amrood   group       4019 Feb 14 16:26 fix.c
226 Transfer complete.
ftp> get wave_shift
200 PORT command successful.
150 Opening data connection for wave_shift (525574 bytes).
226 Transfer complete.
528454 bytes received in 1.296 seconds (398.1 Kbytes/s)
ftp> quit
221 Goodbye.
$

 

টেলনেট ইউটিলিটি

টেলনেট একধরনের ইউটিলিটি যা এক প্রান্তের ব্যবহারকারীকে নেটওয়ার্কের অন্য প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন, লগইন ও তাতে কাজ সম্পাদনের সুযোগ দেয়। টেলনেটের মাধ্যমে লগইন অবস্থায় রিমোটলি কানেক্টেড মেশিনের মাধ্যমে যেকোনো কাজ করা সম্ভব। টেলনেট সেশনের উদাহরণ,


C:>telnet amrood.com
Trying...
Connected to amrood.com.
Escape character is '^]'.
 
login: amrood
amrood's Password: 
*****************************************************
*                                                   *
*                                                   *
*    WELCOME TO AMROOD.COM                          *
*                                                   *
*                                                   *
*****************************************************
 
Last unsuccessful login: Fri Mar  3 12:01:09 IST 2009
Last login: Wed Mar  8 18:33:27 IST 2009 on pts/10
 
   {  do your work }
 
$ logout
Connection closed.
C:>

 

ফিঙ্গার ইউটিলিটি

ফিঙ্গার কম্যান্ড প্রদত্ত হোষ্টে ব্যবহারকারীর তথ্য প্রদর্শন করে। ফিঙ্গার কম্যান্ডের সিনট্যাক্স এরকম,

লোকাল মেশিনে লগইনকৃত সব ব্যবহারকারীদের ক্ষেত্রে,


$ finger
Login     Name       Tty      Idle  Login Time   Office
amrood               pts/0          Jun 25 08:03 (62.61.164.115)

 

লোকাল মেশিনের নির্দিষ্ট কোনও ব্যবহারকারীর ক্ষেত্রে


$ finger amrood
Login: amrood                           Name: (null)
Directory: /home/amrood                 Shell: /bin/bash
On since Thu Jun 25 08:03 (MST) on pts/0 from 62.61.164.115
No mail.
No Plan.

 

রিমোট মেশিনে লগইনকৃত সব ব্যবহারকারীদের ক্ষেত্রে,


$ finger @avtar.com
Login     Name       Tty      Idle  Login Time   Office
amrood               pts/0          Jun 25 08:03 (62.61.164.115)

 

রিমোট মেশিনের নির্দিষ্ট কোনও ব্যবহারকারীর ক্ষেত্রে,


$ finger amrood@avtar.com
Login: amrood                           Name: (null)
Directory: /home/amrood                 Shell: /bin/bash
On since Thu Jun 25 08:03 (MST) on pts/0 from 62.61.164.115
No mail.
No Plan.