রিদওয়ান বিন শামীম
অ্যাপ এম এল এইচটিএমএল এট্রিবিউট
উদাহরণ,
<div appml-include-html="inc_header.htm"></div> <h1>Customers</h1> <table appml-data="customers.js" appml-controller="myController"> <tr> <th>Customer</th> <th>City</th> <th>Country</th> </tr> <tr appml-repeat="records"> <td>{{CustomerName}}</td> <td>{{City}}</td> <td>{{Country}}</td> </tr> </table> <divappml-include-html="inc_footer.htm"></div>
Attribute | Description | Explained |
appml-controller | AppML controller হিসাবে বিবৃত | AppML Controllers |
appml-data | এপ্লিকেশনের জন্য ডাটা সোর্স বিবৃত করে | AppML Data |
appml-include-html | যে এইচটিএমএল ব্যবহৃত হবে তার বিবরণ | AppML Includes |
appml-repeat | যে এইচটিএমএল পুনরাবৃত্ত হবে তার বিবরণ | AppML Howto |
অ্যাপ এম এল ম্যাসেজ
উদাহরণ,
function myController($appml) { if ($appml.message == "display") { if ($appml.display.name == "CustomerName") { $appml.display.value = $appml.display.value.toUpperCase(); } } }
Message | Description |
“ready” | অ্যাপ এম এল শুরুর পরে দেখায়, লোড করতে প্রস্তুত |
“loaded” | অ্যাপ এম এল লোডেড, ডাটা দেখাতে প্রস্তুত |
“display” | অ্যাপ এম এল কোনও ডাটা আইটেম দেখানোর আগে দেখায়। |
“done” | অ্যাপ এম এল সম্পন্ন হওয়ার পর দেখায় |
“submit” | অ্যাপ এম এল ডাটা সাবমিটের আগে দেখায় |
“error” | অ্যাপ এম এল কোনও ভুলের সম্মুখীন হলে দেখায় |
অ্যাপ এম এল ম্যাসেজ অধ্যায়ে এগুলো আরও বিস্তারিত ব্যাখ্যা করা হবে।
অ্যাপ এম এল মডেল
উদাহরণ ,
{ "security": "admin", "rowsperpage" : 10, "database": { "connection": "mysql", "sql" : "SELECT * FROM Customers", "orderby" : "CustomerName"}}, "filteritems" : [ {"item" : "CustomerName", "label" : "Customer"}, {"item" : "City"}, {"item" : "Country"}], "sortitems" : [ {"item" : "CustomerName", "label" : "Customer"}, {"item" : "City"}, {"item" : "Country"}] }
অ্যাপ এম এল মডেলের বৈশিষ্ট্য
উপাদান | বর্ণনা |
“data” | মডেলের ফাইল সোর্স বর্ণনা করে। |
“database” | মডেলের ডাটাবেস সোর্স বর্ণনা করে। |
“filteritems” | ফিল্টারের সীমাবদ্ধতা নির্দেশ করে |
“rowsperpage” | প্রতি পেজে সারির সংখ্যা খুঁজে, বিবৃত করে |
“security” | মডেলের নিরাপত্তা বিবৃত করে |
“sortitems” | সর্টিং সীমাবদ্ধতা বিবৃত করে। |
এপ্লিকেশন নিরাপত্তা
এপ্লিকেশনে ঢুকতে এডমিন মেম্বার হিসেবে লগ ইন করতে হবে।
উদাহরণ,
{ "security": "admin", "database": { "connection": "mysql", "sql" : "SELECT * FROM Customers", "orderby" : "CustomerName"} }
প্রাইভেট মডেলঃ মডেলে নিজের প্রাইভেট ডাটা যোগ করার উপায় আছে, এই উদাহরণে ডাটার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখানো হল,
"restrictions" : { "fname" : {"maxlength": 40}, "price" : {"max": 999,"min": 100} }
মডেল ডাটা সার্ভার এপ্লিকেশনেও ব্যবহৃত হয়, অ্যাপ এম এল কন্ট্রোলার দ্বারা।
নিচের উদাহরণে ইনপুট ভ্যালিডেশনের জন্য মডেল ডাটা ব্যবহৃত হয়েছে।
function myController($appml) { if ($appml.message == "submit") { var price = document.getElementById("price").value; if (price < $appml.model.restrictions.price.min) { $appml.displayError(15, "Price too low!"); return; } }