আজ আমি আপনাদের পি. এইচ.পি (PHP) দেখাব : Simple coding in PHP

আজ আমি আপনাদের পি. এইচ.পি সম্প্রকে দেখাব-
পি.এইচ.পি এইচ.টি.এম. এল কোড
php স্ক্রিপ্টকে HTML এর Body Section এর ভেতর রেখেছি।
<html>
<head>
<title>My First P
</head>
<body>
<?php
echo “Hello
echo “Hello
echo “Hello
?>
</body>
</html>

HTML এর body ট্যাগ এর ভিতর আমরা <?php ?> ব্যবহার করে তার ভিতর php
কোড লিখেছি
echo “Hello World! “;
echo “Hello Bangladesh! “;
echo “Hello Dhaka! “;
এখন প্রোগ্রামটি রান করলে নিম্নের মতো আউটপুট প্রদর্শিত হবে।
Hello Bangladesh!
Hello Tiger!
Hello Dhaka!
উপরের প্রোগ্রামটি রান করলে এরকম আউটপুট আসবে।
তবে মনে রাখবেন, ঢ়যঢ় তে কোন এক লাইন কোড অর্থাৎ statement লেখা শেষে সেমিকোলন (;)
ব্যবহার করতে হবে আর ডাবল কোটেশন এর ভিতর যা থাকবে সেটি আউটপুট হিসেবে প্রদর্শিত হবে।
যেমন উপরের কোডে লক্ষ্য করলে দেখবেন যে, ডাবল কোটেশন (“”) এর ভিতর Hello
Bangladesh! লিখা ছিল এবং সেটি আউটপুট হিসেবে †`Lv‡‛Q|

এখন আপনাদেরকে আরেকটি প্রোগ্রাম দেখাবো। নিম্নের কোডগুলো আপনি একটি ফাইলে লিখে পূর্বের
মতো সেভ করে রান করে দেখুন। নিম্নের প্রোগ্রামের মাধ্যমে PHP এবং HTML উভয় কোডের
আউটপুট একসাথে দেখাবে।

<html>
<head>
<title> My Fir
</head>
<body>
<?php
echo “Hel”;
?>
<h1> Our Dhak
<?php
echo “W”;
?>
</body>
</html>

এই প্রোগ্রামটি রান করলে আউটপুটে দেখাবে
Hello Bangladesh
Our Dhaka
Welcome Bangladesh
প্রোগ্রামের আউটপুট।
অর্থাৎ, এখানে আমরা দেখতে cvw‛Q PHP এবং HTML উভয় কোডের আউটপুট একসাথে †`Lv‡‛Q|

PHP ভ্যারিয়েবল Declare

এখন আমরা php ভ্যারিয়েবল এর নিয়মগুলো মেনে ভ্যারিয়েবল তৈwi (Declare) করবো :
$txt
এটি শুরূ হয়েছে $ সাইন দিয়ে এবং প্রথম Letter n‡‛Q (a-z) এর মধ্যে। সুতরাং, এটি একটি
ভ্যালিড ভ্যারিয়েবল।
$Txt
এটি $ সাইন দিয়ে শুরূ হয়েছে এবং প্রথম অক্ষর A থেকে Z এর মধ্যে। এখানে ভ্যারিয়েবল
Captial letter দিয়ে শুরূ হয়েছে। সুতরাং এটিও একটি ভ্যালিড ভ্যারিয়েবল।
$_txt
এটিও $ সাইন দিয়ে শুরূ হয়েছে এবং ভ্যারিয়েবল এর নামের প্রথমে Underscore আছে, সুতরাং
এটিও একটি ভ্যালিড ভ্যারিয়েবল।
$5txt
এটি $ সাইন দিয়ে শুরূ হয়েছে ঠিকই, তবে এটি ভ্যালিড ভ্যারিয়েবল না। কারণ, এর প্রথম লেটার
n‡‛Q bv¤^vi আর শর্ত n‡‛Q প্রথম লেটার bv¤^vi হওয়া যাবে না।
$bd5

নিম্নে কিছু ভ্যালিড ভ্যারিয়েবল লেখা হল :

$V
$car
$dhaka
$position
$num
$num5
$num56
$num5bd
$_num
$num_
$num_56
$dhaka_bd
$March_Salary
$March12
$salaryEmployee
$add_two_number
$addTwoNumber
$addtwonumber
$employee_name
$studentName
$studentaddress
$Student
$a
$A
$aa
$ab
$b
$b_a
$a6
$xyz