ইন্টারনেটে সংযোগ
The Connect to the Internet উইজার্ডটি ইন্টারনেট সংযোগ স্থাপনের ধাপগুলো দেখাবে।
- প্রথমে Start বাটনে ক্লিক করুন এবং এর পর Control Panel ক্লিক করুন এবং সর্বশেষে The Connect to the Internet এ ক্লিক করুন। The Connect to the Internet উইজার্ডটি খুলবে। সার্চ বক্স এ network লিখুন, Network and Sharing Center এ ক্লিক করুন, Set up a new connection or network এ ক্লিক করুন এবং তারপর Connect to the Internet এ দুইবার ক্লিক করুন।
নোট: আপনি যদি লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত থাকেন, আপনি হয়তো ইতোমধ্যেই ইন্টারনেটের সাথে সংযুক্ত আছেন। সংযুক্ত আছেন কিনা তা দেখার জন্য আপনার ওয়েব ব্রাউজারটি খুলুন এবং একটি ওয়েব সাইটে প্রবেশ করতে চেষ্টা করুন।