মাসুদ
HTML5 New Elements গুলো এবং এদের কাজগুলো নিম্নে দেয়া হল
| <article> | একটা ডকুমেন্ট এর মধ্যে আর্টিকেল বোঝাতে এই Element ব্যবহৃত হয়। |
| <aside> | কোন কন্টেন্ট যদি পেজ কন্টেন্ট এর থেকে আলাদা হয় তাহলে তা এই Element দ্বারা বোঝানো হয়। |
| <bdi> | কতগুলো বর্নের মধ্যে যদি নির্দিষ্ট কতগুলো বর্ন আলাদা ফরমেটে হয় তাহলে এই Element দ্বারা বোঝানো হয়। |
| <details> | এর দ্বারা অতিরিক্ত বিবরন ব্যবহারকারী আড়াল করে রাখতে পারে। |
| <dialog> | কোন ডায়লগ বক্স নির্দেশ করে। |
| <figcaption> | <figure> element এর caption নির্দেশ করে। |
| <footer> | কোন ডকুমেন্ট এর footer নির্দেশ করে। |
| <header> | কোন ডকুমেন্ট এর header নির্দেশ করে। |
| <main> | এর দ্বারা কোন ডকুমেন্ট এর প্রধান কন্টেন্ট নির্দেশ করা হয়। |
| <mark> | এর দ্বারা কোন ডকুমেন্ট এর সিলেক্ট করা বর্ন বোঝানো হয়। |
| <menuitem> | এর দ্বারা কোন পপ-আপ মেনু থেকে যে কোন কমান্ড সিলেক্ট করতে পারে। |
| <meter> | এর দ্বারা কোন ডকুমেন্ট এর কোন নির্দিষ্ট রেঞ্জ এর পরিমাপ বোঝানো হয়। |
| <nav> | এর দ্বারা কোন ডকুমেন্ট এর নেভিগেশন লিঙ্কস গুলো বোঝানো হয়। |
| <progress> | এর দ্বারা কোন ডকুমেন্ট কার্যপ্রক্রিয়া প্রকাশ করা হয়। |
| <section> | কোন একটি ডকুমেন্ট এর নির্ধারিত সেকশন প্রকাশ করে। |
| <summary> | এর দ্বারা <details> element এর বিস্তারিত অংশ দেখা যায়। |
| <time> | সময় ও তারিখ নির্দেশ করে। |
| <wbr> | সম্ভাব্য লাইন বিরতি প্রকাশ করে। |
