এইচটিএমএল রঙ (HTML Color Names)
স্বর্ণা আখতার
স্বর্ণা আখতারআমরা জানি একেকটি কালার হলো লাল, নীল এবং সবুজ এর সমন্বিত রূপ। সাধারনত, ১৪০ টি কালার আছে যেগুলো সব ওয়েব ব্রাউজারেই সাপোর্ট করে। এই ১৪০ টি নাম এইচ টি এম এল ৫ এবং সিএসএস ৫ এ উল্লেখ আছে। যার মধ্যে ১৭ টি এসেছে এইচ টি এম এল থেকে এবং ১২৭ টি এসেছে সিএসএস থেকে। নিচে সেইসব ১৪০ টি কালারের নাম এবং তাদের হেক্সাডেসিমেল কোড দেয়া হল।