উইন্ডোজ টিউটোনিয়াল : 11 এর 4
টাচ, মাউস এবং কীবোর্ড
আপনি টাচ স্ক্রীণ, মাউস বা কীবোর্ড যেটাই ব্যবহার করেন না কেন, উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি এর মৌলিক কিছু কাজ সম্পাদনের প্রক্রিয়া জানার মাধ্যমে আপনার পিসি দ্রততার এবং দক্ষতার সাথে ব্যবহারের দক্ষতা অর্জনের একটি দীর্ঘ পথ দ্রুত অতিক্রম করতে পারেন । কয়েকটি টোকা, ক্লিক বা কীবোর্ডে আঘাতের মাধ্যমে আপনি দ্রুত জিনিস খুঁজে পেতে পারেন, একাধিক খোলা অ্যাপ্লিকেশন এর একটি থেকে আরেকটিতে যেতে পারেন এবং আপনার পিসির সাথে অন্তরঙ্গতা বাড়াতে পারেন।
বিস্তারিত পড়ার আগে, এটি গুরুত্বপূর্ণ যে, আপনি ডেস্কটপ, Start Screen এবং App View এর সাথে পরিচিত কিনা। অ্যাপ্লিকেশন ব্যবহার, বন্ধুদের সাথে যোগাযোগ, ওয়েব সাইট পরিদর্শন করা এবং পিসিতে অন্য যেকোন কিছু, আপনি সম্ভবত কাজের সময় এর সবকিছুই ব্যবহার করেছেন।
ডেস্কটপ
পূর্বের মতো ডেস্কটপ এখানেও বিদ্যমান। আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, রং এবং থিম দিয়ে এটিকে নিজের মতো করে সাজাতে পারেন এবং পছন্দের অ্যাপ্লিকেশনগুলোকে টাস্কবার এ পিন করে রাখতে পারেন।
ডেস্কটপ এ যাওয়ার জন্য Start Screen এর Desktop টাইলস এ টোকা দিন বা ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে উইন্ডোজ এর প্রতীক + D চাপ দিন।
যদি ডেস্কটপ টাইলস Start Screen এ না থাকে তাহলে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণের মাধ্যমে এটিকে পিন করতে পারেন:
1. App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো এ ক্লিক করুন।
2. Desktop এর উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। তার পর Pin to Start এ টোকা দিন বা ক্লিক করুন। (যদি আপনি ডেস্কটপ টাইল না পান তাহলে Desktop লেখা শুরু করুন।)
স্টার্ট স্ক্রিণ
Start হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনার অ্যাপ্লিকেশনগুলো, ব্যক্তি, ওয়েবসাইটগুলো, ফোল্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে পারেন।
Start Screen এ যেতে পর্দার ডান প্রান্তের দিকে সুইপ করুন এবং Start এ টোকা দিন। যদি আপনি মাউস ব্যবহার করেন তাহলে মাউস পয়েন্টারকে পর্দার বাম প্রান্তের নিচের দিকে নিয়ে যান এবং Start বাটনে ক্লিক করুন।
Start Screen সম্পর্কে আরো জানতে দেখুন “Start সম্পর্কে সবকিছু”
অ্যাপ ভিউ
App View এ আপনার কম্পিউটারে ইনস্টল করা সকল অ্যাপ্লিকেশন দেখতে এর টাইলস দেখতে পারেন। App View এ আপনি অ্যাপ্লিকেশন খুলতে পারেন, Start এ পিন করতে পারবেন, বা তাদেরকে টাস্কবারে পিন করতে পারবেন।
App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো এ ক্লিক করুন।
টাচ এর মাধ্যমে সর্বত্র যাওয়া
স্পর্শ ব্যবহার করে সাধারণ কর্ম
নিম্নোক্ত টেবিল আপনার পিসিতে সাধারণ কাজগুলো টাচ ব্যবহার করে কিভাবে করবেন তা দেখাচ্ছে। সম্পূর্ণ তালিকা পেতে দেখুন “টাচ, সুইপ, টেপ এবং অন্যান্য”।
কীবোর্ড শর্টকাট
মাউস ব্যবহার করে সর্বত্র যাওয়া
মাউস ব্যবহার করে সাধারণ কর্ম