এসইও বা “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান” কী ?
এসইও বা “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান” হচ্ছে, বিনামূল্যে” , “সম্পাদকীয়” বা সার্চ ইঞ্জিন এ “প্রাকৃতিক” তালিকা থেকে ট্রাফিক বা ভিসিটর পাবার প্রক্রিয়া। যেমন – গুগল, ইয়াহু এবং বিং প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে কোন নির্দিষ্ট অনুসন্ধানের জন্যে লক্ষ লক্ষ ফলাফল প্রকাশ করে। কিন্তু লক্ষ লক্ষ ফলাফলের মধ্যে যাদের ওয়েবসাইট গুলোকে প্রথম পাতায় প্রদরশন করা হয়, তারা যে প্রক্রিয়াই প্রথম পাতাই আসে তাকেই এসইও বলে।
তবে প্রথম পাতাই আসার আরেক্তি উপাই হচ্ছে, বিজ্ঞাপন। তবে এতি এসইও এর পরজাএ পড়ে না, কারন এতে শুধু মাত্র গুগল কে বিজ্ঞাপনের জন্যে খরছ প্রদান করেই প্রথম পাতাই আসা যায়। ভিসিতর আনার জন্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেসেন এর গুরুত্ব অবর্ণনীয়।