SEO Miscellaneous Techniques

এস ই ও করার বিভিন্ন টিপস
স্বর্ণা আখতার

এস ই ও করার ক্ষেত্রে কিছু কিছু টিপস বা পদ্ধতি আছে সেগুলো সাধারণত বিশেষ কোন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে এমনই কিছু বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

যে বিষয়গুলি মনে রাখা জরুরি,

১. ওয়েবপেজ এ কোন লুকায়িত বিষয়বস্তু রাখবেন না।
২. ইমেজ এর সাথে কিওয়ার্ডস মিল না রেখে বিষয়বস্তু নির্বাচন করবেন না।
৩. মেটা ট্যাগ ঠাসাঠাসি করে নির্বাচন করবেন না।
৪. ব্ল্যাক পদ্ধতি অনুসরণকারী সাইট এর সাথে লিঙ্ক বিনিময় কাজে অংশ নিবেন না।
৫. ভুল কিওয়ার্ডস নির্বাচন করে ভিজিটরদের প্রতারিত করার চেষ্টা করবেন না।
৬. অতিরিক্ত গ্রাফিক্স এর ব্যবহার না করা।
৭. কোন নকল বিষয়বস্তু বা লেখা ওয়েবসাইট প্রকাশ করবেন না। সবসময় অদ্বিতীয় কিছু লেখার চেষ্টা করবেন।
৮. একই সার্চ ইঞ্জিন বারবার আপনার সাইট সাবমিট করার চেষ্টা করবেন না।
৯. বেশি সংখ্যক ডায়নামিক পেজের ব্যবহার হতে বিরত থাকুন।
১০. ওয়েব পেজগুলোকে বেশি সংখ্যক কোড দ্বারা প্রভাবিত করবেন না।

যে কাজগুলো করতে হবে,

১. পেজের লগ তৈরি করুন এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটি পেজ যেন ২০০ এর অধিক শব্দ না থাকে যেটা কিনা গুগল এর সাথে সঙ্গতিপূর্ণ হবে।
২. কিছু সংখ্যক সাইট ম্যাপ তৈরি করুন যেমন, Help, FAQ, About Us, Link to Us, Copyright, Disclaimer, Privacy Policy pages on mandatory basis.

৩. প্রত্যেকটি পেজে হোম পেজ এর লিঙ্ক রাখুন এবং নিশ্চিত করুন যেন ন্যাভিগেশন তা সহজ হয়।
৪. আপনার সাইটে কোন অসম্পূর্ণ লিঙ্ক আছে কিনা সেটা পরিক্ষা করুন। কারন, সেগুলো আপনার ওয়েবসাইট এর রাঙ্ক কমিয়ে দিতে পারে।

Attach in a word document
এস ই ও করার বিভিন্ন টিপস
স্বর্ণা আখতার

এস ই ও করার ক্ষেত্রে কিছু কিছু টিপস বা পদ্ধতি আছে সেগুলো সাধারণত বিশেষ কোন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে এমনই কিছু বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

যে বিষয়গুলি মনে রাখা জরুরি,

১. ওয়েবপেজ এ কোন লুকায়িত বিষয়বস্তু রাখবেন না।
২. ইমেজ এর সাথে কিওয়ার্ডস মিল না রেখে বিষয়বস্তু নির্বাচন করবেন না।
৩. মেটা ট্যাগ ঠাসাঠাসি করে নির্বাচন করবেন না।
৪. ব্ল্যাক পদ্ধতি অনুসরণকারী সাইট এর সাথে লিঙ্ক বিনিময় কাজে অংশ নিবেন না।
৫. ভুল কিওয়ার্ডস নির্বাচন করে ভিজিটরদের প্রতারিত করার চেষ্টা করবেন না।
৬. অতিরিক্ত গ্রাফিক্স এর ব্যবহার না করা।
৭. কোন নকল বিষয়বস্তু বা লেখা ওয়েবসাইট প্রকাশ করবেন না। সবসময় অদ্বিতীয় কিছু লেখার চেষ্টা করবেন।
৮. একই সার্চ ইঞ্জিন বারবার আপনার সাইট সাবমিট করার চেষ্টা করবেন না।
৯. বেশি সংখ্যক ডায়নামিক পেজের ব্যবহার হতে বিরত থাকুন।
১০. ওয়েব পেজগুলোকে বেশি সংখ্যক কোড দ্বারা প্রভাবিত করবেন না।

যে কাজগুলো করতে হবে,

১. পেজের লগ তৈরি করুন এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটি পেজ যেন ২০০ এর অধিক শব্দ না থাকে যেটা কিনা গুগল এর সাথে সঙ্গতিপূর্ণ হবে।
২. কিছু সংখ্যক সাইট ম্যাপ তৈরি করুন যেমন, Help, FAQ, About Us, Link to Us, Copyright, Disclaimer, Privacy Policy pages on mandatory basis.

৩. প্রত্যেকটি পেজে হোম পেজ এর লিঙ্ক রাখুন এবং নিশ্চিত করুন যেন ন্যাভিগেশন তা সহজ হয়।
৪. আপনার সাইটে কোন অসম্পূর্ণ লিঙ্ক আছে কিনা সেটা পরিক্ষা করুন। কারন, সেগুলো আপনার ওয়েবসাইট এর রাঙ্ক কমিয়ে দিতে পারে।