বুটস্ট্র্যাপ পেজার (Bootstrap Pager)

Pager কি ???

Pager দিয়ে সাধারণত কত নাম্বার পেইজ সেটা বোঝানো হয় ( এই সন্মন্ধে পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে )

Pager এর কাজ previous (পূর্ববর্তী ) এবং next (পরবর্তী) পেইজের buttons প্রদর্শিত করা

previous/next buttons তৈরি করার জন্য .pager Class, <ul> element এর মাঝে স্থাপন করতে হয়

উদাহরনঃ


<ul class="pager">
  <li><a href="#">Previous</a></li>
  <li><a href="#">Next</a></li>
</ul>

ফলাফলঃ

 

Align Buttons

.previous এবং .next class ব্যবহার করা হয় button দুইটিকে পেইজের দুই পার্শে স্থাপন করার জন্য

উদাহরনঃ


<ul class="pager">
  <li class="previous"><a href="#">Previous</a></li>
  <li class="next"><a href="#">Next</a></li>
</ul>

ফলাফলঃ

 

আশা করি সকলেই বুঝতে পেরেছেন। কয়েক বার চেস্টা করলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে ।