লিখেছেন সুদীপ্ত সাহা
রেস্পনসিভ ওয়েব ডিজাইন কি?
রেস্পনসিভ ওয়েব ডিজাইন হল ওয়েব সাইটকে এমন করে তৈরি করা যেন তা সকল ডিভাইসে ঠিকভাবে প্রদর্শিত হয়। রেস্পনসিভ ওয়েব ডিজাইন কোন প্রোগ্রাম বা জাভাস্ক্রিপ্টের মতো নয়। রেস্পনসিভ ওয়েব ডিজাইন মূলত মোবাইল ডিভাইসগুলোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
নিজের জন্য রেস্পনসিভ ডিজাইন তৈরি করা
সহজে সিএসএস দ্বারা নিজে নিজেই রেস্পনসিভ ডিজাইন করার একটি পদ্ধতি
বুটস্ট্র্যাপ করার পদ্ধতি
রেস্পনসিভ ডিজাইন করার অন্য একটি পদ্ধতি হল, পূর্বের বিদ্যমান কোন সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা। বুটস্ট্র্যাপ হল HTML, CSS এবং JavaScript দ্বারা তৈরি রেস্পনসিভ ওয়েব ডিজাইনের জন্য জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ আপনার সাইটকে এমন করে তৈরি করতে সাহায্য করবে যেন তা যেকোনো সাইজ বা স্ক্রিনের ল্যাপটপ, ট্যাবলেট বা ফোনে দেখতে একইরকম দেখায়।