সিএসএস৩ পরিচিতি (CSS3 Introduction)

Ali Hossain

Student of English Literature, Jahangirnagar University.

 
CSS (সিএসএস) এর আধুনিক মানদন্ড বা নিশান হচ্ছে CSS3 (সিএসএস৩)

পূর্বের CSS (সিএসএস) এর ভার্সন এর সাথে CSS3 (সিএসএস৩) সম্পূর্নভাবে সামঞ্জস্যপূর্ণ । এই অধ্যায়ে আপনি CSS3 (সিএসএস৩) এর নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন।

 

CSS3 Modules (সিএসএস৩ মডিউলস)

CSS3 (সিএসএস৩) কে “Modules” (মডিউলস) এ বিভক্ত করা হয়েছে।

এটিতে “পুরাতন CSS (সিএসএস) এর বৈশিষ্ট্য রয়েছে (যে গুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছে)। উপরন্তু, নতুন Modules (মডিউলস) যোগ করা হয়েছে।

CSS3 (সিএসএস৩) এর সবচেয়ে গুরুত্বপুর্ন কিছু Modules (মডিউলস) হচ্ছে :

  1. Selectors
  2. Box Model
  3. Backgrounds and Borders
  4. Image Values and Replaced Content
  5. Text Effects
  6. 2D/3D Transformations
  7. Animations
  8. Multiple Column Layout
  9. User Interface

 

CSS3 (সিএসএস৩) এর সুপারিশ

CSS3 (সিএসএস৩) এর অধিকাংশ Module (মডিউল) এ W3C এর প্রস্তাবনা রয়েছে, এবং CSS3 (সিএসএস৩) এর বৈশিষ্ট্য সব আধুনিক ব্রাওজারগুলুতে প্রয়োগ করা হয়েছে।