পিএইচপি’র বিল্ট-ইন এক্সএমএল এক্সপ্যাট পার্সার (XML Expat Parser) এক্সএমএল ডকুমেন্টকে পিএইচপি’তে প্রসেস করা সম্ভবপর করেছে।
এক্সএমএল এক্সপ্যাট পার্সার
এক্সপ্যাট পার্সারটি হলো ইভেন্ট-বেজড পার্সার অর্থাৎ এটি ইভেন্টের উপর নির্ভর করে একজিকিউট হয়। নিচের এক্সএমএল এর অংশটিকে দেখুনঃ
<from>Jani</from>
একটি ইভেন্ট-বেজড পার্সার উপরের এক্সএমএল’টিকে তিনটি ইভেন্টের সিরিজ হিসেবে রিপোর্ট করেঃ
- স্টার্ট এলিমেন্ট হলোঃ from
- CDATA সেকশানকে শুরু করে যার ভ্যালুঃ Jani
- ক্লোজ এলিমেন্টঃ from
এক্সএমএল এক্সপ্যাট পার্সার ফাংশনগুলো পিএইচপি কোরের অংশ। এই ফাংশনগুলোকে ব্যবহার করতে কোন ইন্সটলেশনের দরকার পড়েনা।
এক্সমএমএল ফাইল
নিচের উদাহরণে “note.xml” এক্সএমএল ফাইলটি ব্যবহৃত হবেঃ
<?xml version="1.0" encoding="UTF-8"?> <note> <to>Tove</to> <from>Jani</from> <heading>Reminder</heading> <body>Don't forget me this weekend!</body> </note>
এক্সএমএল এক্সপ্যাট পার্সার’কে শুরু করা
আমরা চাই এক্সএমএল এক্সপ্যাট পার্সার’টিকে পিএইচপি’তে শুরু করতে, ভিন্ন ভিন্ন এক্সএমএল ইভেন্টের জন্য কিছু হ্যান্ডলার ডিফাইন করতে, এবং তারপর এক্সএমএল ফাইলটিকে পার্স করতে।
<?php
// Initialize the XML parser
$parser=xml_parser_create();
// Function to use at the start of an element
function start($parser,$element_name,$element_attrs) {
switch($element_name) {
case "NOTE":
echo "-- Note --<br>";
break;
case "TO":
echo "To: ";
break;
case "FROM":
echo "From: ";
break;
case "HEADING":
echo "Heading: ";
break;
case "BODY":
echo "Message: ";
}
}
// Function to use at the end of an element
function stop($parser,$element_name) {
echo "<br>";
}
// Function to use when finding character data
function char($parser,$data) {
echo $data;
}
// Specify element handler
xml_set_element_handler($parser,"start","stop");
// Specify data handler
xml_set_character_data_handler($parser,"char");
// Open XML file
$fp=fopen("note.xml","r");
// Read data
while ($data=fread($fp,4096)) {
xml_parse($parser,$data,feof($fp)) or
die (sprintf("XML Error: %s at line %d",
xml_error_string(xml_get_error_code($parser)),
xml_get_current_line_number($parser)));
}
// Free the XML parser
xml_parser_free($parser);
?>
উপরের উদাহরণটির ব্যাখ্যা
- xml_parser_create() ফাংশনের মাধ্যমে এক্সএমএল পার্সারটিকে শুরু করা হয়
- ভিন্ন ভিন্ন ইভেন্ট হ্যান্ডলারের সাথে ব্যবহারের জন্য ফাংশন তৈরি করা হয়
- যখন পার্সারটি ওপেনিং ও ক্লোজিং ট্যাগের সম্মুক্ষীণ হবে তখন কোন ফাংশনটি একজিকিউট হবে তা ঠিক করতে xml_set_element_handler() ফাংশনটিকে যোগ করা হয়।
- যখন পার্সারটি ক্যারেক্টার ডাটার সম্মুক্ষীণ হবে তখন কোন ফাংশনটি একজিকিউট হবে তা ঠিক করতে xml_set_character_data_handler() ফাংশনটিকে যোগ করা হয়।
- xml_parse() function ফাংশনের মাধ্যমে “note.xml” ফাইলটিকে পার্স করা হয়।
- কোন এরর বা সমস্যার ক্ষেত্রে, একটি এক্সএমএল এরর’কে টেক্সট ডেসক্রিপশানে কনভার্ট করতে xml_error_string() ফাংশনটিকে যোগ করা হয়।
- xml_parser_create() ফাংশনের সাথে নির্ধারণ করা মেমোরিকে মুক্ত করতে xml_parser_free() ফাংশনকে কল করা হয়।
