শরিফুল ইসলাম
Job category-Php Coder
Php তে ফলাফল পাওয়ার জন্য আমাদের echo বা print ব্যবহার করতে হয়। পিএইচপি এর প্রায় সব উদাহরন এ print বা echo এর ব্যবহার দেখতে পাওয়া যায়। কমবেশি print এবং echo এর ফাংশন প্রায় একই। তবে print এর তুলনায় echo একটু তারাতারি কাজ করে।
Echo statement ব্যবহার করে পিএইচপি তে একটি উদাহরন দেখা যাক
<?php echo "<h2>PHP is Fun!</h2>"; echo "Hello world!<br>"; echo "I'm about to learn PHP!<br>"; echo "This ", "string ", "was ", "made ", "with multiple parameters."; ?>
এটি যদি রান করি তাহলে ফলাফল দেখা যাবে
PHP is Fun!
Hello world!
I’m about to learn PHP!
This string was made with multiple parameters.
Print statement ব্যবহার করে পিএইচপি তে যদি উদাহরন দেখি
<?php print "<h2>PHP is Fun!</h2>"; print "Hello world!<br>"; print "I'm about to learn PHP!"; ?>
এটা যদি রান করি তাহলে ফলাফল হবে
PHP is Fun!
Hello world!
I’m about to learn PHP!