মজার ভিডিও–আপনি কতটা মনযোগী?

https://www.youtube.com/watch?v=WYUS4VDVTyQ
Original Video in English http://www.youtube.com/watch?v=IGQmdoK_ZfY
কম্পিউটার ভিশনের ব্যাবহারিক প্রয়োগের বিস্তারিত উদাহরন পাওয়া যাবে এখানে।
http://www.shikkhok.com/2013/01/computer-vision-2-2/
http://youtu.be/O6uh_svpMbc

কম্পিউটার ভিশন এর ব্যাবহার আমাদের জীবনে সাথে দিনদিন এতটাই মিশে যাচ্ছে যে আমরা নিজেরা এর ব্যাবহারিক প্রয়োগ আলাদা করে আগের মত আর অনুধাবন করি না।

যেমন ধরুন, ফেসবুকে আপনার বন্ধুর ছবির উপরে মাউস নিয়ে গেলে সেখানে ট্যাগ করতে বলে। কই, একই ছবির অন্য কোথাও যেখানে মানুষের ছবি নেই, সেখানে মাউস নিয়ে গেলে ট্যাগ করতে তো বলে না।

ভেবে দেখেছেন কি এটা কি করে করা সম্ভব হল? মানুষের মুখাবয়ব দেখলেই বুঝে ফেলার এই ক্ষমতা সম্ভব হয়েছে Face Detection এর কল্যানে। আর Face Recognition দ্বারা বোঝা সম্ভব এই মুখটা আসলে কার? আপনার বন্ধু জামালের নাকি আপরিচিত কেউ যাকে আগে কখনই দেখেননি ?