ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পালিত হল স্বাস্থ্য সুরক্ষা দিবস (Universal health coverage day at BRAC university)

গত ১২ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পালিত হয়ে গেল স্বাস্থ্য সুরক্ষা দিবস।‘সবার জন্য স্বাস্থ্য, সঠিক,প্রয়োগোপযোগী, বিলম্বিত’- এই শ্লোগানকে সামনে রেখে এই উৎযাপন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স ইউনিভার্সাল হেলথ কভারেজ।দিবসটি উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘর থেকে জাতীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এরপর রাজধানীর মহাখালীস্থ জেপিজিএসপিএইচ(জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ)এর মূল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।