শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনঃ Reunion in SERE BANGLA Agricultural University

গত ১৬ নভেম্বর ২০১৫ তারিখে শেরে বাংলা নগরে অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো এর প্রথম সমাবর্তন। ২০০১ সাল থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর থেকে প্রত্যেক ব্যাচের প্রথম হওয়া মোট ২২ জন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণপদক।

 

সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হয় দুপুর ২.৩০ মিনিটে, চলে বিকাল চারটার পরেও।বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠানটি। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও স্মৃতিচারণ আচ্ছন্ন করে রাখে অংশগ্রহণকারীদের। বিকেলে অনুষ্ঠানের সমাপনের আগে ছিল সঙ্গীতমূর্ছনার আবেশ, জেমসের কনসার্টের মাধ্যমে শেষ হয় উৎসবের।কনসার্টের প্রবেশ ছিল ফ্রি।

১৯৩৮ সালে বেঙ্গল কৃষি ইন্সটিটিউট নামে প্রতিষ্ঠিত সাধারণ কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।