ব্রিটিশ কাউন্সিলে হয়ে গেল ক্যারিয়ার সামিটঃ Carrier summit in British council Bangladesh

গত ২১ নভেম্বর ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যারিয়ার সামিট ২০১৫’। পেশাগত জীবনে দক্ষতা ও নৈপুণ্যের সর্বোচ্চ প্রয়োগের উদ্দেশ্যে শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রি লাভকারীদের সমন্বিত করে দেশেই তাঁদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যারিয়ার গড়ার ব্যবস্থা করে দেয়াই উদ্দেশ্য এই সামিটের।

বিশ্বায়নের যুগে আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক করেছেন আর ক্যারিয়ারের ক্ষেত্রে তাঁদের উচ্চাকাঙ্ক্ষা অনুযায়ী সমন্বয়ের জন্য এই সামিট অনেক বেশি কাজে লাগবে। আরেকটি উদ্দেশ্য ছিল নিয়োগকারীরা যেন যোগ্যতা অনুসারে সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি নিয়োগ করতে পারেন এমন আবহ তৈরি করা।

ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিঙের আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই ক্যারিয়ার সামিটে অংশ নিতে পেরেছিলেন, এক্ষেত্রে বিনা মূল্যে প্রি রেজিস্ট্রেশন করতে হয়েছিল তাদেরকে। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সামিট অনুষ্ঠিত হয়েছে।