Category Archives: টেলিকম/Telecommunications

টেলিকম/Telecommunications

স্মার্টফোন

স্মার্টফোন বলতে সেই সমস্ত ফোন গুলাকে বুঝায় যে ফোন অন্যান্য সাধারণ ফোনের থেকে আলাদা এবং যেটির অনেক অগ্রগামী ক্ষমতা রয়েছে। স্মার্টফোনের মাধ্যমে আমরা কম্পিউটারের সমস্ত কাজ করতে পারি। স্মার্টফোনের মাধ্যমে টিভি দেখা, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা, কথা বলা, বিদেশী বন্ধুর সাতে ভিডিও কথোপকথোন করা ইত্যাদি কাজ করা যায়। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে ওয়াই-ফাই, ২জি, ৩জি নেটওয়ার্ক ব্যবহার করা যায়, যেটি ডেস্কটপ কম্পিউটারের সাহায্যে করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত এই ফোন আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। মানুষ এখন এই ডিভাইসের মাধ্যমে ঘরে বসে টিভি দেখা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি সেটি বলে দেয়া ইত্যাদি করতে পারে।

অলৌকিক বস্তু’ গ্রাফিন

টেলিযোগাযোগ ব্যবস্থায় মিরাকল ম্যাটেরিয়াল বা ' অলৌকিক বস্তু' গ্রাফিন এর ব্যবহার নাটকীয়ভাবে শতগুন বৃদ্ধি করবে ইন্টারনেটের গতি যা একটি নতুন গবেষণায় পাওয়া গেছে।

ইউনিভার্সিটি অফ বাথ এবং এক্সেটর এর গবেষকরা প্রধমবারের মত গ্রাফিনের সাহায্যে ক্ষুদ্র অপটিক্যাল রেসপন্স তৈরি করেছেন যা টেলিকমিউনিকেশনের জন্য অবিশ্বাস্যও বটে।

প্রতিদিন বিশাল পরিমাণ তথ্য প্রেরনের জন্য নানা রকমের অপটোইলেকট্রনিক্স ডিভাইস যেমন অপটিক্যাল ফাইবার,ফটোডিটেক্টর, লেজার ইত্যাদি ব্যবহার করা হয়। তথ্য আদান-প্রদান প্রক্রিয়া মুলত সম্পন্ন করা হয় তথ্যগুলোকে সংকেত আকারে ইনফ্রা-রে তরঙ্গদৈর্ঘ্যে ফোটন হিসেবে প্রেরণের মাধ্যমে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া মুলত সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে আর গ্রাফিনের মুল কেরামতি এখানেই।

সাধারনত অপটিক্যাল সুইচের রেসপন্স রেট যেখানে কয়েক পিকোসেকেন্ড সেখানে গ্রিফিনের ব্যবহারে তা ফেমটো সেকেন্ডে নির্ধারিত হয় যা গতির হিসাবে প্রায় ১০০ গুন বেশী।
শক্ত, আলোকবাহিতা , নমনীয়তা , পরিবাহিতা এবং কম খরচের কারনে টেলিকমিউনিকেশন মার্কেটে এর প্রবেশাধিকার ত্বরান্বিত হচ্ছে।
উচ্চমাত্রার আলোক প্রতিক্রিয়ার কারনে এটি দ্বারা অপটোইলেকট্রিক ডিভাইসগুলোরও প্রচুর উন্নিত করা সম্ভব।শুধু তাই নয় টেলিযোগাযোগ নিরাপত্তা ও ঔষুধ শিল্পেও এটির ব্যবহার অনেক সুফল বয়ে আনবে বলে গবেষকদের ধারণা।শুধু তাই নয় এটির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি গবেষণায় কোয়ান্টাম লেজার ত্বত্তেরও প্রভূত উন্নতি করা সম্ভব।
সেদিন আর বেশী দুরে নয় যখন টেলিকমিউনিকেশনের মুল প্লাটফর্ম হিসেবে অবস্থান নেবে কয়েক স্তরের গ্রাফিন।
এম কে পান্না।

 

আপনার এন্ড্রোয়েডে স্ক্রীনশট নিন খুব সহজে : Take Screenshot with Android Mobile/Tablet Device

লেখাঃ মোস্তাফিজুর ফিরোজ
ওয়েবসাইটঃ www.firoz.me

বর্তমান যুগ হলো টেকনোলজির যুগ। আর এখন টেকনোলজির সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য বস্তু হলো স্মার্টফোন। এটা ছাড়া যেন আমাদের জীবন একদিনও চলে না। আর স্মার্টফোনের ভিতর সবচেয়ে জনপ্রিয় হলো এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এন্ড্রোয়েডে সফটওয়ার ছাড়া স্ক্রীনশট নেয়া যায় ।
আপনি আপনার ফোনের সবখান থেকেই স্ক্রীনশট নিতে পারবেন। গেম খেলা, ভিডিও দেখা অথবা ইন্টারনেট ব্রাউজ করার সময়ও নিতে পারবেন। এজন্য আপনাকে শুধু পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে চাপতে হবে। তাহলেই আপনি আপনার ফোনের স্ক্রীনশট নিতে পারবেন।

স্ক্রীনশট = পাওয়ার বাটন + ভলিউম ডাউন বাটন

এবার আপনার এন্ড্রোয়েড ফোনে ইচ্ছামত স্ক্রীনশট নিতে থাকুন।

Anti mosquito কি আসলেই কাজ করে……?

যদিও আজকাল সিম্বিয়ানকে আর স্মার্টফোন হিসেবে গণ্য করা হয় না তথাপি প্রথম সফটওয়্যার ইন্সটল করার অভিজ্ঞতা এই সিম্বিয়ানেই পেয়েছিলাম। তখন কিন্তু মোবাইলের জন্য খুব বেশি সফটওয়্যার ছিল না। তাই সফটওয়্যার মানেই ছিল NetQin Anti-virus ও Anti mosquito. Anti-virus এর কার্যকারিতা নিয়ে তখন তেমন কোন প্রশ্ন না উঠলেও Anti mosquito নিয়ে বেশ বিতর্ক হত। নতুন মোবাইল কেনার পর প্রায় সবাই এটি ইন্সটল করতেন যেহেতু তখন একটি সিম্বিয়ান ফোনের দাম অনেক ছিল তাই এর মশা মারার ক্ষমতার কারণে এর কদর আরও বেড়ে যেত কিন্তু প্রথম এক্সপেরিমেন্টেই হতাশ হতে হত সবাইকে।

Anti Mosquito
Anti Mosquito

এ ঘটনার পর বন্ধুদের টিটকারিও সহ্য করেছেন অনেকে।তারপরেও বিশ্বাসী মানুষদের কল্যাণে এটি সিম্বিয়ান ছাড়িয়ে আজ App Store কিংবা Google Play তেও বেশ ভালো রেটিং নিয়ে বহাল তবিয়তে আছে যাই হোক ইদানীং টিভিতে LG Mosquito away এসির বিজ্ঞাপন প্রায়ই দেখা যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে মোবাইলের Anti mosquito তে যে প্রযুক্তির কথা বলা হয়েছিল এই এসিতেও সেই একই প্রযুক্তির কথা বলা হচ্ছে।তাহলে প্রশ্ন জাগা স্বাভাবিক মোবাইলে কাজ না করলে তা এসিতে কাজ করবে কেন? এ প্রশ্নের জবাব আমরা খুঁজব কিন্তু তার আগে মশা তাড়ানো টেকনোলজি নিয়ে বিস্তারিত জানা প্রয়োজন।

LG Mosquito away AC
LG Mosquito away AC

এলজির ভাষ্যমতে তাদের এই এসি Ultrasonic তরঙ্গ উৎপন্ন করে ফলে মশারা পালিয়ে যায়।তাহলে Ultrasonic তরঙ্গ আবার কি? পদার্থবিজ্ঞানের ভাষায় যেকোনো শব্দই কোন না কোন বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয়। বস্তুটি সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে তাকে এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি বলা হয়। কোন তরঙ্গের ফ্রিকোয়েন্সি 5Hz মানে কোন বস্তু সেকেন্ডে ৫ বার কম্পিত হওয়ার ফলে এই তরঙ্গ উৎপন্ন হচ্ছে। বিভিন্ন প্রাণীর শ্রবণ ক্ষমতা বিভিন্ন। মানুষের ক্ষেত্রে এই ক্ষমতা 20Hz থেকে 20KHz পর্যন্ত। অর্থাৎ কোন শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি 20Hz এর কম হলে বা 20000Hz এর বেশি হলে সেই শব্দ আমরা শুনতে পাই না। কিন্তু এলজির এই এসি 30kHz এরও অধিক ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ উৎপন্ন করে। কোন তরঙ্গের ফ্রিকোয়েন্সি 20Hz এর বেশি হলে তাকে Ultrasonic তরঙ্গ বলা হয়। এই শব্দ আমরা শুনতে না পেলেও মশারা ঠিকই শুনতে পায় এবং এই শব্দ তাদের জন্য রীতিমত অস্বস্তিকর। তাই মশারা এই শব্দ শুনলে দৌড়ে পালায়। এই তরঙ্গ উৎপন্ন করা কিন্তু সহজ কথা নয়। এজন্য এলজি তাদের এসিতে বিশেষ ধরনের স্পিকার যুক্ত করেছে যা এতো হাই ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ উৎপন্ন করতে পারে। কিন্তু মোবাইল ফোনের এই বিশেষ ধরনের স্পিকার নেই বলে তা গান শোনার সাধারণ স্পিকারে Ultrasonic তরঙ্গ উৎপাদনের ব্যর্থ চেষ্টা করে। আর এজন্যই Anti mosquito মোটেই কাজের না। শেষ করব একটি গল্প দিয়ে। হাট থেকে ফেরার সময় এক ব্যক্তি দেখলেন ক্যানভাসিং করে মশার ১০০% কার্যকরী ওষুধ বিক্রি করা হচ্ছে। তিনি অতি আগ্রহে ৫ টাকা দিয়ে কাগজে মোড়ানো একটি ওষুধ কিনলেন। বিক্রেতা বলে দিলেন এটি বাড়িতে গিয়ে খুললেই হবে কিন্তু পথে খুললে পথেই ছড়িয়ে যাবে। লোকটি তাই রাস্তায় এটি আর খুলে দেখলেন না। বাড়িতে গিয়ে যখন এটি খুললেন তখন দেখলেন আসলে এর ভেতরে কিছুই নেই। বরং কাগজে লেখা আছে মশার ১০০% কার্যকরী ওষুধ মশারি। তাই মশা মারতে মোবাইল দাগবেন না। আল্লাহ হাফেজ

তথ্যসুত্রঃ http://www.lg.com/africa_en/split-air-conditioners/lg-HS-C1865NN8

অলৌকিক বস্তু’ গ্রাফিন

অলৌকিক বস্তু' গ্রাফিন
টেলিযোগাযোগ ব্যবস্থায় মিরাকল ম্যাটেরিয়াল বা ' অলৌকিক বস্তু' গ্রাফিন এর ব্যবহার নাটকীয়ভাবে শতগুন বৃদ্ধি করবে ইন্টারনেটের গতি যা একটি নতুন গবেষণায় পাওয়া গেছে।

ইউনিভার্সিটি অফ বাথ এবং এক্সেটর এর গবেষকরা প্রধমবারের মত গ্রাফিনের সাহায্যে ক্ষুদ্র অপটিক্যাল রেসপন্স তৈরি করেছেন যা টেলিকমিউনিকেশনের জন্য অবিশ্বাস্যও বটে।

প্রতিদিন বিশাল পরিমাণ তথ্য প্রেরনের জন্য নানা রকমের অপটোইলেকট্রনিক্স ডিভাইস যেমন অপটিক্যাল ফাইবার,ফটোডিটেক্টর, লেজার ইত্যাদি ব্যবহার করা হয়। তথ্য আদান-প্রদান প্রক্রিয়া মুলত সম্পন্ন করা হয় তথ্যগুলোকে সংকেত আকারে ইনফ্রা-রে তরঙ্গদৈর্ঘ্যে ফোটন হিসেবে প্রেরণের মাধ্যমে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া মুলত সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে আর গ্রাফিনের মুল কেরামতি এখানেই।

সাধারনত অপটিক্যাল সুইচের রেসপন্স রেট যেখানে কয়েক পিকোসেকেন্ড সেখানে গ্রিফিনের ব্যবহারে তা ফেমটো সেকেন্ডে নির্ধারিত হয় যা গতির হিসাবে প্রায় ১০০ গুন বেশী।
শক্ত, আলোকবাহিতা , নমনীয়তা , পরিবাহিতা এবং কম খরচের কারনে টেলিকমিউনিকেশন মার্কেটে এর প্রবেশাধিকার ত্বরান্বিত হচ্ছে।
উচ্চমাত্রার আলোক প্রতিক্রিয়ার কারনে এটি দ্বারা অপটোইলেকট্রিক ডিভাইসগুলোরও প্রচুর উন্নিত করা সম্ভব।শুধু তাই নয় টেলিযোগাযোগ নিরাপত্তা ও ঔষুধ শিল্পেও এটির ব্যবহার অনেক সুফল বয়ে আনবে বলে গবেষকদের ধারণা।শুধু তাই নয় এটির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি গবেষণায় কোয়ান্টাম লেজার ত্বত্তেরও প্রভূত উন্নতি করা সম্ভব।
সেদিন আর বেশী দুরে নয় যখন টেলিকমিউনিকেশনের মুল প্লাটফর্ম হিসেবে অবস্থান নেবে কয়েক স্তরের গ্রাফিন।
এম কে পান্না।

আইফোন ৬ এর সম্পর্কে কিছু ধারনা।

আইফোন ৬ এর সম্পর্কে কিছু ধারনা।

Maher Bappy

'আইফোন ৬' দেখতে কেমন হবে, তা নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে নতুন আইফোনের ডিজাইনার স্যাম বেকেট কয়েক দিন আগে ইউটিউবে প্রকাশ করলেন একটি 'কনসেপ্ট ভিডিও'। এতে দেখানো হয়েছে 'আইফোন ৬' আসলে দেখতে কেমন হবে? আগের 'আইফোন ৫এস'-এর মতো দেখতে হলেও একটু খেয়াল করলে দেখা যাবে, এর হোমস্ক্রিনে আছে 'আইওএস৮' এবং 'হেলথবুক অ্যাপ'। ভিডিওতে দেখা গেছে, এতে আছে ৪.৭ ডিসপ্লে, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, ৪৬৮ পিপিআই, ১০ মেগাপিক্সেল সেন্সর এবং এটি আগের মডেল থেকে ৯ শতাংশ পাতলা।

ব্যান্ডউইডথ্‌

ব্যান্ডউইডথ্‌

Iraj Elahi
এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা বা বাইনারি বিট স্থানান্তরিত হয় তাকে ডেটা ট্রান্সমিশন হার বা Bandwidth বলে। ব্যান্ডউইডথ্‌ সাধারণত bit per second (bps) এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্র্যান্সমিট করা হয় তাকে ব্যান্ড স্পিড বা ব্যান্ডউইডথ্‌ বলে । ডেটা ব্যান্ডউইডথ্‌কে তিন ভাগে ভাগ করা হয়। যথা –
১। ন্যারো ব্যান্ড (Narrowband)
২। ভয়েস ব্যান্ড (Voiceband)
৩। ব্রড ব্যান্ড (Broadband)
ন্যারো ব্যান্ড (Narrowband)
সাধারণত 45bps থেকে 300bps পর্যন্ত গতিতে ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে এবং এটি Sub Voiceband নামেও পরিচিত । যে সকল ক্ষেত্রে ধীরগতিতে ডেটা ট্রান্সফার দরকার সে সকল ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহৃত হয়। যেমন- টেলিগ্রাফ।

ভয়েস ব্যান্ড (Voiceband)
এই ব্যান্ডের গতি 1200bps থেকে 9600bps হয়। সাধারণত টেলিফোন লাইনে এই ব্যান্ডউইডথ্‌ ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে ডেটা ট্রান্সফার করতে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়।

ব্রডব্যান্ড (Broadband)
এই ব্যান্ডউইডথ্‌ 1Mbps থেকে অনেক উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে । মাইক্রোওয়েভ , অপটিক্যাল ফাইবার কেবলে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্রড ব্যান্ড ট্রান্সমিশন ব্যবহার করা হয় ।

এবার দূর থেকেই নিয়ন্ত্রণ করুন আপনার পিসি : Remote Control for Your PC

এবার দূর থেকেই নিয়ন্ত্রণ করুন আপনার পিসি

K.A.S.M. Saif Uddin

কম্পিউটার বাবহারকারিদের জন্য গুগল নিয়ে এল দারুন এক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের নাম এর “ক্রোম রিমোট ডেস্কটপ” । এর মাধ্যমে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে দূর থেকেই নিয়ন্ত্রন করতে পারবেন আপনার ডেক্সটপ কম্পিউটার।এর সম্পর্কে গুগল জানিয়েছে, প্রথমে অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর ‘প্লে স্টোর’ থেকে ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং গুগল আইডি দিয়ে লগইন করলে দূর থেকে ডেস্কটপ চালানো যাবে।অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডেস্কটপের নিয়ন্ত্রণ নিতে একটি পিন নম্বর দিতে হবে। ডেস্কটপে রিমোট অ্যাকসেস সেট করতে হলে এই পিন নম্বর দিতে হবে। তবে দূর থেকে অ্যান্ড্রয়েডচালিত পণ্য দিয়ে ডেস্কটপ চালাতে হলে ডেস্কটপটি অবশ্যই চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগও চালু থাকতে হবে।
গুগল আরও জানিয়েছে, এই অ্যাপটি ম্যাক, উইন্ডোজ, গুগল ওএস কিংবা লিনাক্স যেকোনো অপারেটিং সিস্টেম চালিত পিসিতে এই অ্যাপটি কাজ করবে।
চলতি বছরের শুরুতেই দূর থেকে ডেস্কটপ নিয়ন্ত্রণের জন্য আইওএস অ্যাপ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল গুগল।

টেলিকমিউনিকেশনে বিশেষ করে বৈদ্যুতিক সংকেত

Sabbir Hasan

টেলিকমিউনিকেশনে বিশেষ করে বৈদ্যুতিক সংকেত বা ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে প্রযুক্তিগত উপায়ে একটি নির্দিষ্ট দূরত্বে যোগাযোগ করা হয় ।
প্রারম্ভিক টেলিযোগাযোগ প্রযুক্তির যেমন ভিজুয়াল সিগনাল, যেমন বিকন, স্মোক সিগনাল, সেমাফোর টেলিগ্রাফ, সিগনাল ফ্লাগ এবং অপটিকাল হেলিওগ্রাফ অন্তর্ভুক্ত । প্রাক আধুনিক টেলিযোগাযোগের অন্যান্য উদাহরণ যেমন কোডেড ড্রামবিট, লাঞ্জ ব্লোউন হর্ন এবং লাউড হুইসেল হিসাবে অডিও বার্তা অন্তর্ভুক্ত । তড়িৎ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক টেলিযোগাযোগ প্রযুক্তির উদাহরন হিসেবে টেলিগ্রাফ, টেলিফোন এবং টেলিপ্রি্টার, নেটওয়ার্ক, রেডিও, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, ফাইবার অপটিক্স, যোগাযোগ উপগ্রহ এবং ইন্টারনেট অন্তর্ভুক্ত।

মোবাইলে পড়ুন PDF ফাইল: How to read PDF files in Mobile Devices.

নাম: মুতাসিম বিল্লাহ সুমন
ইমেইল: sumon47@ymail.com

মোবাইলে পড়ুন PDF ফাইল:

আমরা অনেকেই PDF ফাইলের সাথে খুবই পরিচিত। আমরা সাধারণত আমাদের কম্পিউটারে এই ফাইলগুলো পড়ে থাকি। এই ফরম্যাটের ফাইল গুলো পড়তে হলে আপনারা জানেন যে, কম্পিউটারে পূর্ব থেকেই Adobe Reader সফটওয়ার ইন্সটল করা থাকতে হয়। কিন্তু এই ফাইলগুলো যদি আপনাকে মোবাইলে পড়তে বলা হয় আপনি কি পারবেন? হয়তো পারবেন না এবং হয়তো ভাবছেন এটা সম্ভব নয়। কিন্তু এটা সম্ভব এবং কিভাবে সম্ভব আমি আজ আপনাদের সেটি জানাবো।

এই কাজটি আপনি খুব সহজে করতে পারবেন Adobe PDF Reader 2012 এর Java ভার্সন ব্যবহার করে। ভাবছেন কোথা থেকে আপনি এই সফটওয়ারটি সংগ্রহ করবেন? চিন্তার কোনও কারণ নেই। আপনার মোবাইলের ব্রাউজার ব্যবহার করে নিচের লিংকটিতে চলে যান এবং মূল্যবান এই সফটওয়ারটি ফ্রিতে ডাউন লোড করে নিন। আপনি কম্পিউটার ব্যবহার করেও সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন।

http://phoneky.com/java-software/?p=view-item&v=9&st=4&id=a9a24899

এই সফটওয়ারটি ব্যবহার করে আপনি আপনার মোবাইলে খুব সহজে PDF ফরম্যাটের ফাইল গুলো পড়তে পারবেন। আরও সুবিধা এই যে, এই সফটওয়ারটি ব্যবহার করে আপনি অনলাইন ও অফলাইন দুই অবস্থায় কাজ করতে পারবেন।

আশাকরি এই তথ্যটি আপনাদের অনেক কাজে লাগবে। আজ এই পর্যন্ত। আগামীতে আপনাদের জন্য আরও নতুন তথ্য নিয়ে আমি হাজির হবো।

আইফোন ৬ এর সম্পর্কে কিছু ধারনা।

Name : Maher Bappy
আইফোন ৬ এর সম্পর্কে কিছু ধারনা।
'আইফোন ৬' দেখতে কেমন হবে, তা নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে নতুন আইফোনের ডিজাইনার স্যাম বেকেট কয়েক দিন আগে ইউটিউবে প্রকাশ করলেন একটি 'কনসেপ্ট ভিডিও'। এতে দেখানো হয়েছে 'আইফোন ৬' আসলে দেখতে কেমন হবে? আগের 'আইফোন ৫এস'-এর মতো দেখতে হলেও একটু খেয়াল করলে দেখা যাবে, এর হোমস্ক্রিনে আছে 'আইওএস৮' এবং 'হেলথবুক অ্যাপ'। ভিডিওতে দেখা গেছে, এতে আছে ৪.৭ ডিসপ্লে, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, ৪৬৮ পিপিআই, ১০ মেগাপিক্সেল সেন্সর এবং এটি আগের মডেল থেকে ৯ শতাংশ পাতলা।
আশা করি ভালো লেগেছে।
ধন্যবাদ ভালো থাকবেন।

আইফোনে ২জি, ৩জি, ওয়াই-ফাই ইত্যাদি প্রযুক্তি অনাহাসে ব্যবহার করা যায়

বিজ্ঞান যে সব ক্ষেত্রে অনেক মূল্যবান অবদান রেখেছে, আইফোন তার মধ্যে অনেক উল্লেখযোগ্য। অন্যান্য স্মার্টফোনের মত আইফোন সেলুলার ফোন এবং ওয়েব ব্রাউজার দ্বারা গঠিত। আইফোন বলতে বুঝায় অ্যাপল কোম্পানি দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন যেটি প্রথম বাজারজাতকরণ শুরু হয় ২৯ জুন ২০০৭ তারিখে। বর্তমানে আইফোনের ৫ম জেনারেশন আইফোন ৪এস বাজারে পাওয়া যাচ্ছে, যা ৪ অক্টোবর ২০১১-তে অবমুক্ত করা হয়।

আইফোনে ২জি, ৩জি, ওয়াই-ফাই ইত্যাদি প্রযুক্তি অনাহাসে ব্যবহার করা যায়। অ্যাপল আইফোনে আই.ও.এস অপারেটিং সিস্টেম ও ব্যবহার করা যায়। আইফোনে ব্যবসায়, বিনোদন, খেলাধূলা এবং ভ্রমণ বিষয়ক অনেক অ্যাপস ব্যবহার করা যায়।

আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রীণ প্রকৃতির। যেখানে একটি ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা রয়েছে। অ্যাপলিকেশন সফটওয়্যারগুলো আইফোনের জন্য অ্যাপলের বিশেষ অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের সুবিধা আছে। এইসকল অ্যাপলিকেশনের মাধ্যমে আইফোনকে খেলাধুলা, জিপিএস নেভিগেশন, টেলিভিশন, চলচ্চিত্র দেখার কাজে সহজেই ব্যবহার করা যায়।

 

বর্তমানের অতি দ্রত পরিবর্তনশীল টেকনোলজীর মধ্যে টেলি কমিউনিকেশন একটি অন্যতম ধারা।

বর্তমানের অতি দ্রত পরিবর্তনশীল টেকনোলজীর মধ্যে টেলি কমিউনিকেশন একটি অন্যতম ধারা। স্মার্টফোনের ব্যাপক উন্নতি এবং এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মোবাইল ক্লাউড কম্পিউটিং সেবা একটি অপরিহার্য উপাদানে পরিগনিত হয়েছে। আর এই সুযোগে মোবাইল অ্যাপ্লিকেশন , লিভারেজ এন্টারপ্রাইজ তথ্য, মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ, ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাইক্রোসফট এবং গুগল- উভয়েই এইসব উন্নয়নে প্রভাবিত ও সক্রিয় হয়ে উঠেছে। মোবাইল অপারেটরদের তাদের নেটওয়ার্ক ওঠানামা , প্রয়োজনীয় ব্যবহারক্ষমতা এবং তথ্য কেন্দ্র ক্লাউড কম্পিউটিং পরিষেবার অফারের মাধ্যমে সব চেয়ে বেশী ব্যবসায়ীকভাবে লাভবান হচ্ছে।

স্মার্টফোন এবং মোবাইল এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিং সেবার পাশাপাশি নতুন ডিভাইস - যেমন মোবাইল ইন্টারনেট ডিভাইস ( Mids) ও 4 জি নেটওয়ার্ক, নেটবুক এবং smartbooks এর সেবার মান আরো বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারকারীরা উচ্চতর মোবাইল ভয়েস মানের জন্য কত টাকা দিতে ইচ্ছুক তা এখনো পরিষ্কার না , অথবা যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথ ঘনবসতিপূর্ণ মোবাইল নেটওয়ার্কের জন্য বরাদ্দ করা ঠিক হবে কি না তাও এখন পর্যন্ত বিশ্লেষকরা নির্ধারণ করতে পারেন নাই। তথাপিও এইচডি ভয়েস এর ব্যাপারে টেলিফোন কোম্পানীগুলোর টেকনোলজীক্যাল দিন গুলো উন্নতি করারই সম্ভাবনা বেশি , যা ব্যবসার জন্য আইপি ভিত্তিক এবং ওয়েব ভিত্তিক কলিং এর ক্ষেত্রে বেশ কিছু কোম্পানির বিনিয়োগ তা প্রমান করে।

 

Name : Tareq Shikde

জেনে নিন এনড্রয়েড এর ইতিহাস

জাহাঙ্গীর আলম
ইমেইল: jahangiralam92@gmail.com
“জেনে নিন এনড্রয়েড এর ইতিহাস”

বর্তমান বিশ্ব একটি গতিশীল সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে। দিনের পর দিন এ বিশ্ব নতুন থেকে নতুনত্বর হচ্ছে। নতুন নতুন সব আবিষ্কারের ছোঁয়ায় আরও বিকশিত হচ্ছে। মানুষ গুলো সব যান্ত্রিকতার ছোঁয়ায় যেন যান্ত্রিক হয়ে উঠছে। কারও যেন কোন দিকে তাকানোর সময় নেই। সব সময় মানুষ গুলো ছুটছে যেন কোন এক আবিষ্কারের নেশায়। কিভাবে সে নতুন একটি আবিষ্কার করতে পারে, কিভাবে সে তার জীবনকে আরও সহজ, সাবলীল, স্বাচ্ছন্দময়, সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল করতে পারে, সেজন্য সে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ বর্তমান বিশ্বের দৈনন্দিন ব্যবহারের জন্য বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক্স সামগ্রী বের হয়েছে। আর এগুলো আমাদের জীবনকে করে তুলেছে সহজ ও স্বাচ্ছন্দময়। মানুষ হাতে-কলমে কাজ করার চেয়ে এসব ইলেকট্রনিক্স সামগ্রীর দ্বারা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। আর এ কারণেই বর্তমান বিশ্বকে বলা হয় ‘ডিজিটাল বিশ্ব’। এ ডিজিটাল বিশ্বের প্রধান উপাদান হল ‘ইন্টারনেট’। ইন্টারনেটের মাধ্যমে মানুষ ঘরে বসে তার যাবতীয় কাজ সম্পাদন করছে। আর এ ইন্টারনেটকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য লাগে একটা উপযুক্ত মাধ্যম। অর্থাৎ, একটি অপারেটিং সিস্টেম। আর সে অপারেটিং সিস্টেমটি হল ‘এনড্রয়েড’।

বর্তমান বিশ্বে এনড্রয়েড একটি বহুল পরিচিত নাম। যার মাধ্যমে মানুষ মোবাইল ফোনকে তার নিজের যাবতীয় প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে। ‘এনড্রয়েড’ এর জনক ‘অ্যানড্রইড লিনাক্স কার্নেল’। যিনি এ অপারেটিং সিস্টেমটি তৈরি করেছেন। যা প্রাথমিকভাবে স্মার্ট ফোন এবং ট্যাবলেট কম্পিউটার হিসাবে Touch Screen মোবাইল ডিভাইসের জন্য পরিকল্পিত। এর হার্ডওয়্যার, সফটওয়্যার এবং খোলা আগুয়ান অনুগত টেলিযোগাযোগ কোম্পানির একটি সাহচর্য। প্রাথমিকভাবে গুগলের অর্থায়নে এবং পরবর্তীতে 2005 সালে এ সিস্টেমটি কিনে নেয় যা এনড্রয়েড Inc দ্বারা বিকশিত। এনড্রয়েড ওপেন হ্যান্ড সেট এলায়েন্স এর প্রতিষ্ঠাতা পাশাপাশি 2007 সালে উন্মোচিত হয় মোবাইল ডিভাইসের জন্য স্ট্যান্ডার্ড। এনড্রয়েড এইচটিসি ড্রিম চলমান প্রথম সার্বজনীন রূপে উপলব্ধ স্মার্ট ফোন 2008 অক্টোবর 22 মুক্তি পায়। এনড্রয়েড এর সোর্স কোড এ্যাপাচি লাইসেন্সের অধীন থেকে Google দ্বারা মুক্তি লাভ করে। এই অনুমতিসূচক লাইসেন্স সফটওয়্যার অবাধে পরিবর্তন এবং ডিভাইস নির্মাতা, বেতার বাহক এবং উত্সাহী ডেভেলপারদের দ্বারা বিতরণ করা সম্ভব হয়েছে। অধিকাংশ এনড্রয়েড ডিভাইস গুলোর সফটওয়্যার ওপেন সোর্স এবং মালিকানার সংমিশ্রণে তৈরি। জরিপে দেখা গেছে যে জুলাই 2013-তে গুগল প্রকাশিত এনড্রয়েড 1 মিলিয়নের উপর Apps বিনামূল্যে ডাউনলোড হয়েছে। যা ইন্টারনেট অ্যাপ্লিকেশন ডাউনলোডের বৃহত্তম সংখ্যা এবং 50 বিলিয়ন ডাউনলোড হয়েছে এপ্রিল-মে 2013 সালে।

আসলেই এনড্রয়েড আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেটি আমাদের জীবনকে করে তুলেছে আরও সহজ, সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল। আমরা ঘরে বসেই দেশ বিদেশের যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারছি। আমাদের কাজ ও যোগাযোগ চালিয়ে দুটোই চালাতে পারছি। তাই আমাদের জীবনে ‘এনড্রয়েড’ এর প্রয়োজনীয়তা অপরিসীম।

আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার।

আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার। বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কারের ফলে আমরা আইফোন, ৩জি, ৪জি ব্যবহার করতে পারছি। এর ফলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অ্ন্যা প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি অতি সহজে। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে। এর ফলে আমরা ঘরে বসেই শিক্ষা অর্জন করতে পারছি। আইফোন ব্যবহার করে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের তাপমাত্রা, সময়, অর্থনৈতিক অবস্হা সম্বন্ধে জানতে পারি। আইফোন আবিষ্কারের ফলে আমরা বিজ্ঞানের অজানা সহস্যকে জানতে পারি অতি সহজেই। আমরা আইফোনের মাধ্যমে টেলিফ্লিম, গান শুনতে পারি। যেটি আগে কখনো সম্ভব ছিল না। আইফোনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। তাই বিজ্ঞানের এই অন্যতম আবিষ্কারের কথা বলে শেষ করা যাবে ন।

স্মার্ট/বুদ্ধিমান ঘড়ি । Smart Watch

রাশেদা ইয়াসমিন নিপা, সাইদ আহমেদ

স্মার্ট ওয়াচ যন্ত্রটি সম্পূর্ণ নতুন। ওয়াচ/ঘড়ি প্রায় অপ্রচলিত একটি পরিনত হয়েছে, সেই ওয়াচই এখন প্রয়োজনের চেয়ে অধিক ফ্যাশনে পরিণত হতে চলেছে। স্মার্ট ওয়াচ যেসব কার্যক্রম সম্পাদন করতে পারে-

১। সময় দেখা।

২। কল অ্যালার্ট, মিসকল অ্যালার্ট পাওয়া যায়।

৩। ফেসবুক, টুইটার অ্যালার্ট পাওয়া।

৪। ভাইভ্রেশন অ্যালার্ম (ঘুম থেকে জাগার জন্য) এর ব্যবস্থা রয়েছে।

৫। এর দারা স্মার্টফোন কন্ট্রোল করা যাবে।

৬। ছবি তোলা এবং ভিডিও করা যেতে পারে।

৭। হৃৎস্পন্দন এর ট্র্যাক রাখা যায়।

৮। ইউ এস বি স্টিকের ফাংশন থাকতে পারে।

সাম্প্রতিক যেসব স্মার্ট ওয়াচ এর নাম পাওয়া যায়-

১। স্যামসাং গ্যালাক্সি গিয়ার।

২। প্যাব্যল।

৩। সনি স্মার্ট ওয়াচ।

এছাড়া গুগল এবং অ্যাপল ও একে নিয়ে কাজ করছে।

 

ইংরেজিতে বিস্তারিত পরতে নীচের লিঙ্ক এ যান।

http://sitestree.com/2013/11/03/smart-watch-and-smart-watch-for-programmers/

অ্যাপল আইফোন (iPhone), A7 চিপ, 64 বিট মোবাইল: একটি সংক্ষিপ্ত চিত্র

ইংরেজিতেঃ http://sitestree.com/2013/09/15/apple-iphone-a7-chip-64-bit-mobile-just-an-overview/

অ্যাপল আইফোন, A7 চিপ , 64 বিট মোবাইল: শুধু একটি সংক্ষিপ্ত চিত্র.

সাম্প্রতিক আইফোন ডিভাইস সমুহ:

আইফোন 5s , আইফোন 5c <- নতুন রিলিজ
4s আইফোন

5s -> 64 বিট আর্কিটেকচার ব্যবহার করে এবং 64 বিট A7 প্রসেসর ব্যবহার করে, iOS 7 ও 64 বিট, এবং 5s iOS ব্যবহার করে
5C এবং 4s ব্যবহার করে 32 বিট প্রসেসর এবং 32 বিট অপারেটিং সিস্টেম
5s -> 64 বিট। তাই বেশী RAM থাকতে পারে.

4s এবং 5c, 32 বিট হয় ; তাই সাধারণত কম মেমরি। ৪ জিবি

4s 8 গিগাবাইট স্টোরেজ ক্ষমতা
5c 16 গিগাবাইট এবং 32GB ধারণক্ষমতা সম্পন্ন
5s 16, 32 , এবং 64 গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন হয়

A7 chip">5s -> A7 চিপ
A6 chip">5c -> A6 চিপ
A5 chip">4s -> A5 চিপ

64 bit, uses ARMV8 architecture, have more registers [very fast memory and closest to the processor]">A7 chip -> 64 বিট , বেশী Register ধারণ করতে পারে [ Register: খুব দ্রুত মেমরি এবং প্রসেসর closest ] ARMV8 আর্কিটেকচার ব্যবহার করে

64 বিট প্রসেসর এর উপকারিতা
- অধিক RAM থাকতে পারে
- প্রসেসর দ্রুত তথ্য প্রক্রিয়া করতে পারি
- বেশী Register ধারণ করতে পারে

ভালো পারফর্ম করার জন্য অ্যাপ্লিকেশন কেউ 64 বিট আর্কিটেকচার বিবেচনা করতে হবে

তবে খুব কম মোবাইল অ্যাপ্লিকেশন ৬৪ বিট এর পূর্ণ ক্ষমতা ব্যবহার করার প্রয়োজন হবে। যদিও ভবিষ্যতে দরকার হবে।

যাইহোক, মোবাইল মধ্যে 64 বিট ব্যবহার করে অ্যাপল একটি খুব স্মার্ট কৌশল অবলম্বন করেছে। 64 bit is a good marketing term.

আপেল এর জন্য প্রধান advanatage, তারা এখন 64 বিট mobile platform create korlo. এখন এই প্লাটফর্ম এর জন্য নতুন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার তৈরি হবে। আনুষঙ্গিক 64 বিট প্ল্যাটফর্মের জন্য অনেক উন্নত চিপ নির্মাণ করা হবে , তাই অ্যাপল নতুন মোবাইল ভিত্তিক পণ্য নির্মাণ করতে পারে বা তাদের মোবাইল ও ল্যাপটপ / ডেস্কটপ পণ্য উন্নত করতে পারে।

সেন্সরঃ 5s আঙুলের ছাপ পরিচয় সেন্সর চালু. অন্য সব সেন্সর 5c , 5s , এবং 4s মধ্যে একই.

5s চালু করা হয়েছে :

অটো ইমেজ স্থিতিশীল
Burst মোড

 

5s এবং 5c LTE support করে।

A7 চিপ ভারী গ্রাফিক্স মোবাইল গেম চালাতে পারেন. যাইহোক, খুব কয়েক মোবাইল গেম এর এই বৈশিষ্ট্য প্রয়োজন। তবে হ্যাঁ, ভবিষ্যতে অনেক গেম তৈরি করা হবে যাদের এই সুবিধা দরকার হবে। A7 er গ্রাফিক্স প্রক্রিয়া এর ক্ষমতা বেশী বলে এক্ষেত্রে অনেক সুবিধা পাউয়া যাবে।

5c কম বাজেটের গ্রাহকদের জন্য. তবুও তারা এখনও অ্যানড্রইড বা অন্যান্য ব্রান্ডের অনুরূপ ফোনের চেয়ে বেশি ব্যয়বহুল।

পড়া আবশ্যক :

http://news.cnet.com/8301-1035_3-57602372-94/the-real-reasons-apples-64-bit-a7-chip-makes-sense/

“The A7 is up to twice as fast as the previous-generation system at CPU tasks,” Schiller said, and up to twice as fast at graphics tasks, too”

“And third, it gives Apple more flexibility to build ARM-based PCs if it chooses to embrace an alternative to Intel chips”

A7, doubled the general purpose register, and doubled the floating point registers []

Apple has improved the related development tools to support 64 bit development as well