স্মার্ট/বুদ্ধিমান ঘড়ি । Smart Watch

রাশেদা ইয়াসমিন নিপা, সাইদ আহমেদ

স্মার্ট ওয়াচ যন্ত্রটি সম্পূর্ণ নতুন। ওয়াচ/ঘড়ি প্রায় অপ্রচলিত একটি পরিনত হয়েছে, সেই ওয়াচই এখন প্রয়োজনের চেয়ে অধিক ফ্যাশনে পরিণত হতে চলেছে। স্মার্ট ওয়াচ যেসব কার্যক্রম সম্পাদন করতে পারে-

১। সময় দেখা।

২। কল অ্যালার্ট, মিসকল অ্যালার্ট পাওয়া যায়।

৩। ফেসবুক, টুইটার অ্যালার্ট পাওয়া।

৪। ভাইভ্রেশন অ্যালার্ম (ঘুম থেকে জাগার জন্য) এর ব্যবস্থা রয়েছে।

৫। এর দারা স্মার্টফোন কন্ট্রোল করা যাবে।

৬। ছবি তোলা এবং ভিডিও করা যেতে পারে।

৭। হৃৎস্পন্দন এর ট্র্যাক রাখা যায়।

৮। ইউ এস বি স্টিকের ফাংশন থাকতে পারে।

সাম্প্রতিক যেসব স্মার্ট ওয়াচ এর নাম পাওয়া যায়-

১। স্যামসাং গ্যালাক্সি গিয়ার।

২। প্যাব্যল।

৩। সনি স্মার্ট ওয়াচ।

এছাড়া গুগল এবং অ্যাপল ও একে নিয়ে কাজ করছে।

 

ইংরেজিতে বিস্তারিত পরতে নীচের লিঙ্ক এ যান।

http://sitestree.com/2013/11/03/smart-watch-and-smart-watch-for-programmers/