প্রতিরোধী যক্ষ্মার জন্য একটি নতুন ড্রাগ (MDR TB)

1. Md Siddiqur Rahman,

http://www.sportsmedicalteam.com/

প্রতিরোধী যক্ষ্মার জন্য একটি নতুন ড্রাগ (MDR TB)

যক্ষ্মা কি?

যক্ষ্মা একটি প্রাণঘাতী রোগ এবং বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কারন যক্ষ্মার ওষুধ সীমিত সংখ্যক পাওয়া যায়। এটি প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস্ নামক ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক ব্যাধি, যা বাতাসের মাধ্যমে একজন থেকে আরেক জনের শরীরে ছড়ায়।

প্রতিরোধী যক্ষ্মা ( MDR টিবি ) কি?

আজ পর্যন্ত যক্ষ্মার মাত্র দুইটি কার্যকর ওষুধ পাওয়া যায় Isoniazid এবং Rifampin, রোগীদের দীর্ঘদিন পর্যন্ত এই ওষুধ সেবন করে যেতে হয়। যদি কোনো রোগী ওষুধের কোর্স শেষ হওয়ার আগেই সুস্থ বোধ করে এবং ওষুধ খাওয়া ছেড়ে দেয়, তাহলে সম্ভাবনা আছে যে, ব্যাক্টেরিয়া পূনরায় আক্রমন করবে এবং সে ক্ষেত্রে Isoniazid এবং Rifampin খুব একটা কাজ করে না, যক্ষ্মার এই অবস্থাকে প্রতিরোধী যক্ষ্মা বা MDR টিবি বলা হয়.

প্রতিরোধী যক্ষ্মা জন্য নতুন ড্রাগ ( MDR টিবি )

Rifampin ১৯৭০ সালে TB এর জন্য একমাত্র অনুমদিত ড্রাগ ছিল, তার ৪০ বছর পর FDA প্রতিরোধী যক্ষ্মা বা MDR টিবি এর জন্য নতুন ওষুধ Bedaquiline অনুমোদন করেছে। Bedaquiline যক্ষ্মার MDR পরিস্থিতির ক্ষেত্রে একটি কার্যকর ওষুধ।

2. http://sitestree.com/2013/01/09/a-new-drug-in-the-world-for-multidrug-resistant-tuberculosis-mdr-tb/