কম্পিউটার বিজ্ঞান এক অবিস্মরণীয় আবিষ্কার

কম্পিউটার বিজ্ঞান এক অবিস্মরণীয় আবিষ্কার। এই আবিষ্কারের ফলে আমরা ঘরে বসেই অনেক কিছু করতে পারি। ।আমরা এখন ঘরে বসেই টাকা উপার্জন করতে পারি বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে। কম্পিউটার আমাদের জীবনকে অনেক গতিময় করে দিয়েছে। এটি কাজ করে দ্রুত গাতিতে যা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। কম্পিউটারের পক্ষে যা করা সম্ভব মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। কম্পিউটার উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে কিন্তু মানুষ তা করতে পারে না। কম্পিউটারের মাধ্যমে আমরা গান, ছবি, টেলিভিশন, খবর, ম্যাগাজিন ইত্যাদি সম্বন্ধে জানতে পারি অতি সহজেই। কম্পিউটার আবিষ্কারের ফলে অনেক দুরারোগ্য ব্যধি দূর হয়েছে অনেক সহজেই। কম্পিউটার আমাদের বিরক্তিকর জীবন দূর করতে সাহা্য্য করে। কম্পিউটার আবিষ্কারের ফলে মানুষের সময়, শ্রম, টাকা ই্ত্যাদি অনেক বেঁচে গিয়েছে। তাই বিজ্ঞানের এই অসামান্য আবিষ্কারের কথা বলে শেষ করা যাবে না।