আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার।

আইফোন বিজ্ঞানের একটি অন্যতম আবিষ্কার। বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কারের ফলে আমরা আইফোন, ৩জি, ৪জি ব্যবহার করতে পারছি। এর ফলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অ্ন্যা প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছি অতি সহজে। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে। এর ফলে আমরা ঘরে বসেই শিক্ষা অর্জন করতে পারছি। আইফোন ব্যবহার করে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের তাপমাত্রা, সময়, অর্থনৈতিক অবস্হা সম্বন্ধে জানতে পারি। আইফোন আবিষ্কারের ফলে আমরা বিজ্ঞানের অজানা সহস্যকে জানতে পারি অতি সহজেই। আমরা আইফোনের মাধ্যমে টেলিফ্লিম, গান শুনতে পারি। যেটি আগে কখনো সম্ভব ছিল না। আইফোনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। তাই বিজ্ঞানের এই অন্যতম আবিষ্কারের কথা বলে শেষ করা যাবে ন।

Leave a Reply