Tag Archives: ট্যাগ

HTML Head (এইচটিএমএল হেড)

Huge Sell on Popular Electronics

Atik Hasan

Webpage design & developer

 

HTML Head (এইচটিএমএল হেড):

<head>…..</head> ট্যাগ দিয়ে head সেকশন গঠিত। head সেকশনে meta data অর্থাৎ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য থাকে।এই head সেকশন এ যা কিছু লেখা হয় তা ওয়েব পেইজ এ দেখা যায় না। head সেকশন এ সাধারণত নিম্মের ট্যাগগুলো থাকেঃ

Title, Meta, Link, Base, Style, Script

 

শিরোনাম ট্যাগ

এই ট্যাগের মাঝে যা লিখা হয় তা Browser এর টাইটেল বারে দেখা যায়। মূলত ওয়েব পেইজ content এর একটি সংক্ষিপ্ত টাইটেল এই ট্যাগের মাঝে লেখা হয়। যেমন আমি যদি ওয়েব পেইজ ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট নিয়ে একটি ওয়েব পেইজ বানাতে চাই তা হলে টাইটেল নিচের মত হলে ভাল হয়ঃ-


<title>web page design tutorial</title>


 

 

মেটা ট্যাগ

এই ট্যাগ ব্যাবহার করা হয় ডকুমেন্ট সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশ/বর্ণনা করার জন্য।মেটা ডাটা browser, search engine এবং অন্নান্য ওয়েব সারভিস দ্বারা বেবহৃত হয়।  সার্চ ইঞ্জিন ইনডেক্সিং এর জন্য এ ট্যাগের গুরুত্ত অপরিসীম।

সার্চ ইঞ্জিনের জন্য keywords নির্ধারণ করাঃ


<meta name="keywords" content="HTML, CSS, XML, XHTML, JavaScript">


 

 

ওয়েব পেজ এর description নির্ধারণ করাঃ


<meta name="description" content="Free Web tutorials on HTML and CSS">


 

 

ওয়েব পেজ এর author নির্ধারণ করাঃ


<meta name="author" content="Hege Refsnes">


 

 

ওয়েব পেজ এর character set নির্ধারণ করাঃ


<meta charset="UTF-8">


 

 

৩০ সেকন্ড পরপর ওয়েব পেজ auto refresh করাঃ


<meta http-equiv="refresh" content="30">


 

 

লিঙ্ক ট্যাগ

Link ট্যাগটি দ্বারা একটি পেইজকে অন্য পেইজের সাথে বা এলিমেন্টের সাথে সম্পর্ক ইস্থাপন করা হয়।এই ট্যাগ টি সাধারণত স্টাইল শীট যোগ করার জন্য ব্যাবহার করা হয়।


<link rel="stylesheet" href="mystyle.css">


 

 

বেজ ট্যাগ

Base ট্যাগ টি দ্বারা ওয়েব সাইটের সকল লিঙ্ক জন্য এর একটি default অ্যাড্রেস বা default target  সেট করিয়ে দেয়া হয়।যেমনঃ-


<base href="http://bangla.salearningschool.com" target="_blank">


 

 

যেহেতু আমরা base অ্যাড্রেসের target হিসেবে _blank দিয়েছি সেহেতু এই পেইজের কোন লিঙ্ক এ ক্লিক করলে নতুন একটি ট্যাব এ পেজটি ওপেন হবে।

 

স্টাইল ট্যাগ (Style Tag)

HTML ডকুমেন্টটিতে কি ধরণের ইস্টাইল ব্যাবহার হবে তা এই style ট্যাগ দ্বারা লেখা হয়। যেমনঃ-


<style>
body {background-color:yellow;}
</style>

 

 

স্ক্রিপ্ট ট্যাগ (Script Tag)

Script ট্যাগটি Java script লেখার জন্য ব্যাবহার করা হয়। যেমন আমরা ওয়েব পেজ এ Hello JavaScript এই লেখাটুকো দেখাব demo নামক id ব্যাবহার করে।


<script>
function myFunction {
document.getElementById("demo").innerHTML = "Hello JavaScript!";
}
</script>

 

 

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২০]:: ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা . ASP.NET Web Forms – HTML Controls

Huge Sell on Popular Electronics

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২০]:: ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

শিখতে শিখতে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে । আজ আমরা শিখবো ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা করা ।

HTML Server Controls
HTML সার্ভার কনট্রোল হলো HTML ট্যাগ যেটা সার্ভারকে বুঝাতে সাহায্য করে ।
HTML ইলিমেন্টস গুলো ASP.NET এর ভিতর সাধারণ টেক্সট আকারেই থাকে । এটাকে প্রোগামেবল করার জন্য এতে runat="server" এলিমেন্ট যোগ করা হয়ে থাকে । এখানে runat="server" এলিমেন্ট প্রকাশ করে এটা একটা সার্ভার কনট্রোল ।

উল্লেখ্য, সকল এইচটিএমএল সার্ভার কনট্রোল গুলো runat="server" এট্রিবিউটের সাথে <form> ট্যাগ আকারে থাকতে হবে ।
ASP.NET এর ভিতরকার সকল এইচটিএমএল এলিমেন্টস গুলো ভালভাবে ট্যাগ দ্বারা শেষ হতে হবে ।

HTML Server Control ট্যাগের বর্ণনা

HtmlAnchor = <a> HTML element কনট্রোল করে ।
HtmlButton = <button> HTML element কনট্রোল করে ।
HtmlForm = <form> HTML element কনট্রোল করে ।
HtmlGeneric = <body>, <div>, <span> প্রভৃতি HTML server কনট্রোল করে ।
HtmlImage = <image> HTML element কনট্রোল করে ।
HtmlInputButton = <input type="button">, <input type="submit">, এবং <input type="reset"> HTML elements কনট্রোল করে ।
HtmlInputCheckBox = <input type="checkbox"> HTML element কনট্রোল করে ।
HtmlInputFile = <input type="file"> HTML element কনট্রোল করে ।
HtmlInputHidden = <input type="hidden"> HTML element কনট্রোল করে ।
HtmlInputImage = <input type="image"> HTML element কনট্রোল করে ।
HtmlInputRadioButton = <input type="radio"> HTML element কনট্রোল করে ।
HtmlInputText = <input type="text"> এবং <input type="password"> HTML elements কনট্রোল করে ।
HtmlSelect = <select> HTML element কনট্রোল করে ।
HtmlTable = <table> HTML element কনট্রোল করে ।
HtmlTableCell = <td> এবং <th> HTML elements কনট্রোল করে ।
HtmlTableRow = <tr> HTML element কনট্রোল করে ।
HtmlTextArea = <textarea> HTML element কনট্রোল করে ।

আপনারা এই ট্যাগ গুলো এবং এদের কাজ মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন । তাহলে আপনাদের কোডিং করতে অনেক সুবিধা হবে ।

এইচটিএমএল টিউটোরিয়াল পরিচিতি (HTML tutorial Introduction)

Huge Sell on Popular Electronics

HTML পরিচিতি

HTML কি?

HTML হল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে একটি ওয়েব পেজের কন্টেন্ট গুলোকে বর্ণনা করা হয়।

  • HTML এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language
  • মার্কআপ ল্যাঙ্গুয়েজ হল অনেকগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি
  • HTML এর ডকুমেন্টস HTML ট্যাগ দ্বারা বর্ণনা করা হয়
  • প্রত্যেকটি HTML ট্যাগ ডকুমেন্টের ভিন্ন ভিন্ন কন্টেন্টকে বর্ণনা করে

উদাহরণ


<!DOCTYPE html>

<html>
<head>
<title>Page Title</title>
</head><body>
<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>
</body></html>

ফলাফল :


My First Heading

My first paragraph.


উদাহরণের বর্ণনা

  • প্রথমের DOCTYPE ঘোষণা করে যে ডকুমেন্টটির প্রকার হচ্ছে : HTML
  • <html> এবং </html> এই ট্যাগের ভিতরের টেক্সটগুলো HTML ডকুমেন্টকে বর্ণনা করে
  • <head> এবং </head>এই ট্যাগের ভিতরের টেক্সটগুলো HTML ডকুমেন্টটি কি প্রকারের সেই তথ্য ধারণ করে
  • <title> এবং </title> এই ট্যাগের ভিতরের টেক্সটগুলো HTML ডকুমেন্টের টাইটেল ধারণ করে
  • <body> এবং </body> এই ট্যাগের ভিতরের টেক্সটগুলো ওয়েবপেজ ব্রাউজারে যেসব কন্টেন্ট শো করবে তা ধারণ করে
  • <h1> এবং </h1> এই ট্যাগের ভিতরের টেক্সট হেডিংকে বর্ণনা করে
  • <p> এবং </p>এই ট্যাগের ভিতরের টেক্সটগুলো প্যারাগ্রাফকে ডিক্লেয়ার করে

HTML ট্যাগ

HTML ট্যাগ হল এঙ্গেল বন্ধনী <> দ্বারা আবদ্ধ কতগুলো কীওয়ার্ড

  • HTML ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোরায় হয়ে থাকে, যেমন <p> এবং </p>
  • জোড়ার প্রথম অংশকে বলা হয় স্টার্ট ট্যাগ এবং শেষ অংশকে বলা হয় ইন্ড ট্যাগ
  • ইন্ড ট্যাগ স্টার্ট ট্যাগের মতই হয় শুধু ট্যাগ নেমের পূর্বে একটি অতিরিক্ত স্লেস (/) হয়

হিন্টসঃ স্টার্ট ট্যাগকে প্রায়ই ওপেনিং ট্যাগ বলা হয় এব ইন্ড ট্যাগকে বলা হয় ক্লোজিং ট্যাগ

ওয়েব ব্রাউজার

ওয়েব ব্রাউজার যেমন (Chrome, IE, Firefox, Safari) এগুলোর কাজ হচ্ছে HTML ডকুমেন্টসকে পড়া এবং তা ডিসপ্লে করা। ব্রাউজার কখনো HTML এর ট্যাগগুলোকে ডিসপ্লে করে না কিন্তু কোন কন্টেন্টকে কিভাবে ডিসপ্লে করতে হবে তার জন্য ট্যাগগুলোকে ব্যাবহার করে।

chrome

HTML পেজ স্ট্রাকচার

HTML পেজ কিভাবে ব্রাউজারে ডিসপ্লে হয় তার একটি স্ট্রাকচার নিচে দেয়া হল

<html>

<head>

<title>Page title</title>

</head>

 

<body>

<h1>This is a heading</h1>

 

<p>This is a paragraph.</p>

 

<p>This is another paragraph.</p>

</body>

</html>

শুধুমাত্র বডি এরিয়ার ভিতরে যা থাকে তাই ব্রাউজারে ডিসপ্লে হয়

<!DOCTYPE> ঘোষণা

<!DOCTYPE> ঘোষণা করলে ব্রাউজার ওয়েব পেজের উপাদানগুলো সঠিকভাবে প্রদর্শন করতে পারে।

ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে।

ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে প্রদর্শন করার জন্য ব্রাউজারকে ডকুমেন্ট টাইপ এবং ভার্সন সম্পর্কে জানতে হয়।

ডিক্লেয়ারেশন কেস সেনসেটিভ হয় না, সকল ধরনের কেস এখানে গ্রহণযোগ্য।


<!DOCTYPE html>

<!DOCTYPE HTML>

<!doctype html>

<!Doctype Html>


কমন ডিক্লেয়ারেশনস

HTML5

<!DOCTYPE html>

HTML 4.01

<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN" "http://www.w3.org/TR/html4/loose.dtd">

XHTML 1.0

<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">

HTML ভার্সনস

ওয়েবের যুগের সূচনা থেকেই HTML এর অনেকগুলো ভার্সন বের হয়েছে:

ভার্সন সাল
HTML 1991
HTML 2.0 1995
HTML 3.2 1997
HTML 4.01 1999
XHTML 2000
HTML5 2012