Tag Archives: কমেন্ট

এইচটিএমএল কমেন্ট (HTML Comment)

Huge Sell on Popular Electronics

রাজু (DU)

 

এইচ টি এম এল এ কমেন্ট করার জন্য কমেন্ট ট্যাগ <!-- এবং --> ব্যবহার করা হয়।

HTML Comment Tags এইচটিএমএল কমেন্ট ট্যাগ

HTML source  এ আপনি নিম্নোক্ত syntax ব্যাবহার করে comments করতে পারেনঃ


<!-- এখানে  আপনার Comment লিখুন -->


নোটঃ এখানে অবশ্যই মনে রাখতে হবে যে একটি  বিস্ময় সূচক চিহ্ন (!)  শুরুর ট্যাগ এ ব্যাবহার করা হয়েছে। কিন্তু সমাপ্তি ট্যাগ হিসেবে কোন (!) ব্যবহার করা হয়নি।

 

Comments গুলি browser এ প্রদর্শিত হয় না কিন্তু তারা HTML document এ সাহায্য করে থাকে।

Comments দ্বারা আপনি আপনার HTML এ  notifications and reminders ঠিক করে দিতে পারবেন।

উদাহরনঃ


<!-- এখানে  আপনার Comment লিখুন -->

<p>এখানে  আপনার paragraph লিখুন .</p>

<!-- কোন information মনে রাখার জন্য এখানে যোগ করুন -->


 

 

HTML debugging এর জন্য comment  অসাধারন কাজ করে, কেননা আপনি HTML code line এর বাইরে comment করতে পারেন এবং কমেন্ট দেখে ত্রুটি খুজে বের করতে পারবেন।

উদাহরনঃ


<!-- Do not display this at the moment

<img border="0" src="pic_mountain.jpg" alt="Mountain">

-->


 

 

Conditional Comments (শর্তাধীন Comment)

HTML এ Conditional Comment ব্যাবহারে আপনি বাধার সম্মুখীন হতে পারেনঃ


<!--[if IE 8]>

.... some HTML here ....

endif]-->


Conditional comment সংবলিত HTML tag কেবলমাত্র Internet Explorer দ্বারা ই কার্যকর হতে পারে।

 

Software Program Tags

HTML comment tag গুলি বিভিন্ন HTML software program দ্বারা তৈরি হতে পারে।

উদাহরণসরূপঃ  <!--webbot bot-->  tag টি  HTML comment এর ভিতরে FrontPage এবং Expression Web দ্বারা মোড়ান থাকে।

নিয়ম হিসেবে এইসব tag কে রেখে দেয়া হয় software টিকে সহায়তা করার জন্য, যা দ্বারা এটি তৈরি করা হয়েছে।

পি এইচ পি ৫ সিন্ট্যাক্স (PHP 5 Syntax)

Huge Sell on Popular Electronics

পিএইচপি হলো একটি প্রোগ্রামিং ল্যাগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বহুল ব্যবহৃত।

পিএইচপি কোড এর প্রতিটি অংশ < ?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুনঃ


< ?php
 // PHP code goes here
 ?>

 

 

পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।

এবার তাহলে ছোট একটা কোড লেখা যাক।


<!DOCTYPE html>
 <html>
 <body>
 
 <h1>My first PHP page</h1>
 
 <?php
 echo "Hello World!";
 ?>
 
 </body>
 </html>

 
উপরে লক্ষ্য করুন echo নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে php তে কোনো লেখা প্রদর্শন করানো হয়। তারপর লক্ষ্য করুন ";" সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে পিএইচপি-তে কোনো লাইন শেষ বুঝনো হয়। অর্থাৎ কোনো লাইনের শেষে ; দিয়ে সেই লাইনের এক্সিকিউশন বন্ধ করা হয়। উদাহরণঃ " Hello World!"

PHP তে কমেন্ট

কোনো প্রোগ্রামিং লান্গুয়েজে যখন কমেন্ট বা মন্তব্য যোগ করা হয় তখন তা এক্সিকিউশন হয় না। কমেন্ট সাধারনত সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়। যাতে একটা কোড লেখা দেখে সহজে বুঝা যায় যে কোডটি কেন লেখা হয়েছে। পিএইচপি-তে সাধারনত তিন ধরনের কমেন্ট ব্যবহার করা হয়।

উদাহরণঃ


<!DOCTYPE html>
 <html>
 <body>
 
 <?php
 // This is a single-line comment
 
 # This is also a single-line comment
 
 /*
 This is a multiple-lines comment block
 that spans over multiple
 lines
 */
 
 // You can also use comments to leave out parts of a code line
 $x = 5 /* + 15 */ + 5;
 echo $x;
 ?>
 
 </body>
 </html>

 

single line comment - // এই চিহ্ন দ্বারা।
এখানে // এই চিহ্ন এর পরের This is single line comment এই লেখাটি ব্রাউজার প্রদর্শন করবে না। কারণ এইটা কমেন্ট এর মধ্যে লেখা

multi-line comment - /* */
এখানে # এর পরের লেখাগুলোও ব্রাউজার দেখাবে না। কারণ এটাও একটা কমেন্ট। এটাকে বলা হয় ইউনিক্সের শেল স্টাইল মন্তব্য। এই স্টাইলটা বেশি ব্যবহৃত হয় কোনো পিএইচপি কনফিগারেশন বা মান সম্পর্কিত মন্তব্য যোগ করতে।

জাভাস্ক্রিপ্ট কমেন্ট (JavaScript Comments)

Huge Sell on Popular Electronics

জাভাস্ক্রিপ্ট মন্তব্য (কমেন্ট) (JavaScript Comments)

জাভাস্ক্রিপ্ট comments জাভাস্ক্রিপ্ট কোড ব্যাখ্যা করতে, এবং এটি আরো পাঠযোগ্য করতে ব্যবহার করা হয়।
জাভাস্ক্রিপ্ট comment , execution দূর করে যখন বিকল্প কোড পরীক্ষা করা হয় ।

Single Line Comments

Single line comments // দিয়ে শুরু হয় ।

কোনো টেক্সট // এবং একটি লাইন শেষ হয়ে যাবে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট দ্বারা উপেক্ষা করা হবে
(will not be executed)

কোড ব্যাখ্যা করতে এই উদাহরনে প্রত্যেক লাইনের এর পূর্বে single line comment ব্যবহার করা হয়

উদাহরনঃ


// Change heading:
document.getElementById("myH").innerHTML = "My First Page";
// Change paragraph:
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

কোড ব্যাখ্যা করতে এই উদাহরনে প্রত্যেক লাইনের এর শেষে single line comment ব্যবহার করা হয়

উদাহরনঃ


var x = 5;        // Declare x, give it the value of 5
var y = x + 2;    // Declare y, give it the value of x + 2

এখানে x , ৫ এর মান নির্দেশ করে

এবং Y , x + 2 এর মান নির্দেশ করে

 

Multi-line Comments

Multi-line comments /* দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয় ।

কোনো টেক্সট এর মধ্যে / * এবং * / জাভাস্ক্রিপ্ট দ্বারা উপেক্ষা করা হবে ।

কোড ব্যাখ্যা করতে , এই উদাহরনে a multi-line comment ব্যবহার করা হয়েছে

উদাহরনঃ


/*
The code below will change
the heading with id = "myH"
and the paragraph with id = "myP"
in my web page:
*/
document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

কোড কার্যকর করা প্রতিরোধ করতে মন্তব্য (কমেন্ট) এর ব্যবহার

কোড কার্যকর করা প্রতিরোধ করতে মন্তব্য (কমেন্ট) ব্যবহার করা যায়, এটি কোড পরীক্ষার সময় ব্যবহার করা যেতে পারে।

একটি কোড লাইন সামনে // যোগ করলে, কোড লাইন এক্সিকিউটেবল লাইন থেকে  comment এ পরিবর্তন হয়ে যায়।

এই উদাহরষণ কোড এর একটি লাইন কার্যকর হওয়া প্রতিরোধ করার জন্য  // ব্যবহার করা হয়েছে।

উদাহরনঃ


//document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

এই উদাহরণ Comment Block এর মাধ্যমে একাধিক লাইন কার্যকারিতা প্রতিরোধ করে।

উদাহরনঃ


/*
document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";
*/


 

 

ধন্যবাদ, আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন 🙂