Tag Archives: মন্তব্য

জাভাস্ক্রিপ্ট কমেন্ট (JavaScript Comments)

Huge Sell on Popular Electronics

জাভাস্ক্রিপ্ট মন্তব্য (কমেন্ট) (JavaScript Comments)

জাভাস্ক্রিপ্ট comments জাভাস্ক্রিপ্ট কোড ব্যাখ্যা করতে, এবং এটি আরো পাঠযোগ্য করতে ব্যবহার করা হয়।
জাভাস্ক্রিপ্ট comment , execution দূর করে যখন বিকল্প কোড পরীক্ষা করা হয় ।

Single Line Comments

Single line comments // দিয়ে শুরু হয় ।

কোনো টেক্সট // এবং একটি লাইন শেষ হয়ে যাবে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট দ্বারা উপেক্ষা করা হবে
(will not be executed)

কোড ব্যাখ্যা করতে এই উদাহরনে প্রত্যেক লাইনের এর পূর্বে single line comment ব্যবহার করা হয়

উদাহরনঃ


// Change heading:
document.getElementById("myH").innerHTML = "My First Page";
// Change paragraph:
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

কোড ব্যাখ্যা করতে এই উদাহরনে প্রত্যেক লাইনের এর শেষে single line comment ব্যবহার করা হয়

উদাহরনঃ


var x = 5;        // Declare x, give it the value of 5
var y = x + 2;    // Declare y, give it the value of x + 2

এখানে x , ৫ এর মান নির্দেশ করে

এবং Y , x + 2 এর মান নির্দেশ করে

 

Multi-line Comments

Multi-line comments /* দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয় ।

কোনো টেক্সট এর মধ্যে / * এবং * / জাভাস্ক্রিপ্ট দ্বারা উপেক্ষা করা হবে ।

কোড ব্যাখ্যা করতে , এই উদাহরনে a multi-line comment ব্যবহার করা হয়েছে

উদাহরনঃ


/*
The code below will change
the heading with id = "myH"
and the paragraph with id = "myP"
in my web page:
*/
document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

কোড কার্যকর করা প্রতিরোধ করতে মন্তব্য (কমেন্ট) এর ব্যবহার

কোড কার্যকর করা প্রতিরোধ করতে মন্তব্য (কমেন্ট) ব্যবহার করা যায়, এটি কোড পরীক্ষার সময় ব্যবহার করা যেতে পারে।

একটি কোড লাইন সামনে // যোগ করলে, কোড লাইন এক্সিকিউটেবল লাইন থেকে  comment এ পরিবর্তন হয়ে যায়।

এই উদাহরষণ কোড এর একটি লাইন কার্যকর হওয়া প্রতিরোধ করার জন্য  // ব্যবহার করা হয়েছে।

উদাহরনঃ


//document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";


 

 

এই উদাহরণ Comment Block এর মাধ্যমে একাধিক লাইন কার্যকারিতা প্রতিরোধ করে।

উদাহরনঃ


/*
document.getElementById("myH").innerHTML = "My First Page";
document.getElementById("myP").innerHTML = "My first paragraph.";
*/


 

 

ধন্যবাদ, আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন 🙂

সিএসএস সিন্ট্যাক্স (CSS Syntax)

Huge Sell on Popular Electronics

Protap Chandra

CSS (সিএসএস) Syntax বা গঠনরীতি

সিএসএস স্টেটমেন্ট একটি selector (সিলেক্টর) এবং একটি declaration block (ডিক্লেয়ারেশন ব্লক) নিয়ে গঠিত। নিচের ডায়াগ্রামটি থেকে এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাবেন:

CSS selector

selector (সিলেক্টর) সেই HTML উপাদানের কথা ইঙ্গিত করে যা আপনি style করতে চান।
অন্যদিকে, declaration block অংশে এক বা একাধিক declaration থাকে। ডিক্লেয়ারেশন যদি একাধিক হয় তবে সেমিকোলন দিয়ে একটির সঙ্গে অন্যটিকে আলাদা করা হয়।
প্রতিটি declaration এর মধ্যে একটি property এবং একটি value থাকে। property এবং value এর মাঝে একটি কোলন (:) চিহ্ন থাকে।

CSS (সিএসএস) এর উদাহরণ

সিএসএস declaration অবশ্যই সেমিকোলনের মাধ্যমে শেষ হবে এবং ডিক্লেয়ারেশন গ্রুপকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যেমন:


p {color:red;text-align:center;}

 

তবে সহজে বোঝার জন্য সিএসএসের প্রতিটি declaration আলাদা আলাদা লাইনেও লেখা যেতে পারে। নিচের উদাহরণে লেখা ডিক্লেয়ারেশনটি HTML এ লেখা সকল <p> উপাদানকে center-align করবে। একই সাথে টেক্সটগুলোর রং red বা লাল করবে।


p {
    color: red;
    text-align: center;
}

 

CSS Comments বা মন্তব্য:

সিএসএস কোডিং লেখার সময় কখনো কখনো মন্তব্য লেখার প্রয়োজন হয়। মন্তব্য লেখা থাকলে পরবর্তীতে এগুলো পরিবর্তন পরিবর্ধন করার সময় বুঝতে সুবিধা হয়। সিএসএসে মন্তব্য লেখার সময় বিশেষ সংকেত ব্যবহার করা হয়। ব্রাউজার HTML উপাদানগুলো সাজানোর সময় মন্তব্য চিহ্নিত অংশটুকু উপেক্ষা করে। CSS comment বা মন্তব্য শুরু হয় /* চিহ্ন দিয়ে এবং */ চিহ্ন দিয়ে শেষ হয়। মন্তব্য এক বা একাধিক লাইনে লেখা যেতে পারে। যেমন:


p {
    color: red;
    /* This is a single-line comment */
    text-align: center;
}
/* This is
a multi-line
comment */