Tag Archives: স্টাইল

HTML Head (এইচটিএমএল হেড)

Huge Sell on Popular Electronics

Atik Hasan

Webpage design & developer

 

HTML Head (এইচটিএমএল হেড):

<head>…..</head> ট্যাগ দিয়ে head সেকশন গঠিত। head সেকশনে meta data অর্থাৎ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য থাকে।এই head সেকশন এ যা কিছু লেখা হয় তা ওয়েব পেইজ এ দেখা যায় না। head সেকশন এ সাধারণত নিম্মের ট্যাগগুলো থাকেঃ

Title, Meta, Link, Base, Style, Script

 

শিরোনাম ট্যাগ

এই ট্যাগের মাঝে যা লিখা হয় তা Browser এর টাইটেল বারে দেখা যায়। মূলত ওয়েব পেইজ content এর একটি সংক্ষিপ্ত টাইটেল এই ট্যাগের মাঝে লেখা হয়। যেমন আমি যদি ওয়েব পেইজ ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট নিয়ে একটি ওয়েব পেইজ বানাতে চাই তা হলে টাইটেল নিচের মত হলে ভাল হয়ঃ-


<title>web page design tutorial</title>


 

 

মেটা ট্যাগ

এই ট্যাগ ব্যাবহার করা হয় ডকুমেন্ট সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশ/বর্ণনা করার জন্য।মেটা ডাটা browser, search engine এবং অন্নান্য ওয়েব সারভিস দ্বারা বেবহৃত হয়।  সার্চ ইঞ্জিন ইনডেক্সিং এর জন্য এ ট্যাগের গুরুত্ত অপরিসীম।

সার্চ ইঞ্জিনের জন্য keywords নির্ধারণ করাঃ


<meta name="keywords" content="HTML, CSS, XML, XHTML, JavaScript">


 

 

ওয়েব পেজ এর description নির্ধারণ করাঃ


<meta name="description" content="Free Web tutorials on HTML and CSS">


 

 

ওয়েব পেজ এর author নির্ধারণ করাঃ


<meta name="author" content="Hege Refsnes">


 

 

ওয়েব পেজ এর character set নির্ধারণ করাঃ


<meta charset="UTF-8">


 

 

৩০ সেকন্ড পরপর ওয়েব পেজ auto refresh করাঃ


<meta http-equiv="refresh" content="30">


 

 

লিঙ্ক ট্যাগ

Link ট্যাগটি দ্বারা একটি পেইজকে অন্য পেইজের সাথে বা এলিমেন্টের সাথে সম্পর্ক ইস্থাপন করা হয়।এই ট্যাগ টি সাধারণত স্টাইল শীট যোগ করার জন্য ব্যাবহার করা হয়।


<link rel="stylesheet" href="mystyle.css">


 

 

বেজ ট্যাগ

Base ট্যাগ টি দ্বারা ওয়েব সাইটের সকল লিঙ্ক জন্য এর একটি default অ্যাড্রেস বা default target  সেট করিয়ে দেয়া হয়।যেমনঃ-


<base href="http://bangla.salearningschool.com" target="_blank">


 

 

যেহেতু আমরা base অ্যাড্রেসের target হিসেবে _blank দিয়েছি সেহেতু এই পেইজের কোন লিঙ্ক এ ক্লিক করলে নতুন একটি ট্যাব এ পেজটি ওপেন হবে।

 

স্টাইল ট্যাগ (Style Tag)

HTML ডকুমেন্টটিতে কি ধরণের ইস্টাইল ব্যাবহার হবে তা এই style ট্যাগ দ্বারা লেখা হয়। যেমনঃ-


<style>
body {background-color:yellow;}
</style>

 

 

স্ক্রিপ্ট ট্যাগ (Script Tag)

Script ট্যাগটি Java script লেখার জন্য ব্যাবহার করা হয়। যেমন আমরা ওয়েব পেজ এ Hello JavaScript এই লেখাটুকো দেখাব demo নামক id ব্যাবহার করে।


<script>
function myFunction {
document.getElementById("demo").innerHTML = "Hello JavaScript!";
}
</script>

 

 

এইচটিএমএল এর সিএসএস (HTML Style – CSS)

Huge Sell on Popular Electronics

শরিফুল ইসলাম
Php Coder

 

HTML Styles - CSS

 উদাহরণ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {background-color:lightgray}
h1   {color:blue}
p    {color:green}
</style>
</head>
<body>

<h1>This is a heading</h1>
<p>This is a paragraph.</p>

</body>
</html>

 

সিএসএস দ্বারা এইচটিএমএল কে স্টাইল করা

সিএসএস(css) এর পূর্ণ নাম হল Cascading Style Sheets ।

তিনভাবে স্টাইল কে এইচটিএমএল এর সাথে যুক্ত করা যায়

• Inline-স্টাইল attribute ব্যবহার করে এইচটিএমএল এর সাথে যুক্ত করা যায়

• Internal- <style> এলিমেন্ট এইচটিএমএল এর head সেকশন এর মধ্যে যুক্ত করা যায়

• External- এক বা একাধিক বাইরের সিএসএস ফাইল যুক্ত করে কাজ করা যায়।

তবে সব থেকে কমন হল বাইরে থেকে একটি সিএসএস ফাইল যুক্ত করা। কিন্তু আমরা এইখানে internal স্টাইল ব্যবহার করব। কারন এতে আমাদের জন্য স্টাইল এর জন্য ভিন্ন ভিন্ন ফাংশন গুলো বুজতে ঝুব সুবিধা হবে।

 

সিএসএস syntax

সিএসএস স্টাইলিং এর জন্য নিন্মোক্ত সিনটেক্স ব্যবহার করা হয়


element { property:value ; property:value }


 

এই element হল এইচটিএমএল এর একটি উপাদানের নাম। property হল সিএসএস একটি প্রপার্টি। value হল সিএসএস প্রপার্টি এর একটি মান।

অনেকগুলো স্টাইল থাকলে তাহলে সেগুলো সেমিকোলন দিয়ে আলাদা করতে হয়।

 

Inline স্টাইল (inline css)

এইচটিএমএল উপাদানের ক্ষেত্রে একটি ইউনিক স্টাইল এর জন্য inline styling খুবই উপযোগী। এই উদাহরনে ইনলাইন স্টাইল এর মাধ্যমে একটি ইউনিক heading এর টেক্সট এর কালার পরিবর্তন করা হচ্ছে

উদাহরণ


<h1 style="color:blue">This is a Blue Heading


 

 

Internal স্টাইল (internal css)

একটি পেজ এর সকল এইচটিএমএল উপাদানের জন্য একটি কমন স্টাইল ব্যবহার করা হয়েছে আর তা হল internal style sheet।

সাধারনত এটি <style> এলিমেন্ট এর সাহায্যে হেড সেকশন এর মধ্যে ইনক্লুড করতে হয়।

উদাহারন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {background-color:lightgrey}
h1   {color:blue}
p    {color:green}
</style>
</head>
<body>

<h1>This is a heading</h1>
<p>This is a paragraph.</p>

</body>
</html>

 

External স্টাইল (External সিএসএস)

অনেকগুলো পেজ এর স্টাইল নিয়ন্ত্রণ করার জন্য এই পধতি চালানো হয়। এই ক্ষেত্রে মাত্র সিএসএস ফাইল এর একটি উপাদান পরিবর্তন করার মাধ্যমে বাকি সবগুলো পেজ এর পরিবর্তন করা সম্ভব। হেড সেকশন এর মধ্যে external সিএসএস ফাইল এর লিঙ্ক করে দিতে হয়।

উদাহরণ


<!DOCTYPE html>
<html>
<head>
   <link rel="stylesheet" href="styles.css">
 </head>
<body>

<h1>This is a heading</h1>
<p>This is a paragraph.</p>

</body>
</html>


 

সিএসএস ফন্টস

সিএসএস এর color প্রপার্টি দ্বারা এইচটিএমএল পেজ এর টেক্সট এর কালার কি হবে তা ডিফাইন করা হয়। সিএসএস এর font-family দ্বারা টেক্সট এর ফন্ট কোন ফন্ট হবে তা ডিফাইন করে। সিএসএস এর font-size প্রপার্টি দ্বারা টেক্সট এর আকার কতটুকু হবে তা ডিফাইন করে।

উদাহরণ


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
h1 {
    color:blue;
    font-family:verdana;
    font-size:300%;
}
p  {
    color:red;
    font-family:courier;
    font-size:160%;
}
</style>
</head>
<body>

<h1>This is a heading</h1>
<p>This is a paragraph.</p>

</body>
</html>

তবে <font> ট্যাগ টি এইচটিএমএল এর পুরাতন ভার্সন এ কাজ করে এইচটিএমএল৫ এ কাজ করে না।

 

সিএসএস বক্স মডেল

প্রত্যেকটি এইচটিএমএল এর উপাদানের জন্য একটি বক্স নির্দিষ্ট করা থাকে কিন্তু আমরা তখনি এটা দেখতে পারব যখন আমরা সিএসএস এর মধ্যে border প্রপার্টি ঘোষণা করব

উদাহরণ


p {
    border:1px solid black;
}

border এর মধ্যে ফাকা তৈরি করার জন্য আমরা padding প্রপার্টি ব্যবহার করব

উদাহারন


p {
    border:1px solid black;
    padding:10px;
}

বর্ডার এর বাইরে মার্জিন এর জন্য আমরা margin প্রপার্টি ব্যবহার করব

উদাহরণ


p {
    border:1px solid black;
    padding:10px;
    margin:30px;
 }

সিএসএস উদাহরণ এ px ব্যবহার করা হয়েছে এতে পিক্সেল বুঝায়

 

ID Attribute

উপরের সবগুলো উদাহরণ এ সিএসএস এর সাধারন নিয়ম ব্যবহার করা হয়েছে।

যদি কোন একটি নির্দিষ্ট স্টাইল নির্দিষ্ট কোন এইচটিএমএল এর উপাদানের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় তাহলে id attribute প্রথমে এইচটিএমএল এর মধ্যে যোগ করতে হবে

উদাহরণ


<p id="p01">I am different</p>


 

এরপর id কে সিএসএস এর মধ্যে কল করে স্টাইল যোগ করতে হবে

উদাহরণ


p#p01 {
    color:blue;
}


 

Class attribute

কোন নির্দিষ্ট উপাদানের ধরন পরিবর্তন করার জন্য ক্লাস (class) attribute এইচটিএমএল এর উপাদানের মধ্যে যোগ করতে হয়

উদাহরণ


<p class="error">I am different</p>


একন আপনি নির্দিষ্ট ক্লাস এর সাথে সকল এলিমেন্ট এ ভিন্ন ভিন্ন স্টাইল দিতে পারবেন।

উদাহরণ


p.error {
    color:red;
}

নোটঃ id ব্যবহার করা হয় একটি ইউনিক উপাদানের জন্য এবং class ব্যবহার করা হয় একটি এলিমেন্ট এর গ্রুপ এর জন্য।

 

সীমাবদ্ধতা

পুরাতন এইচটিএমএল ভার্সন এর অনেক ট্যাগস এবং attributes ব্যবহার করা হয় স্টাইল documents এ। কিন্রু এইগুলো এইচটিএমএল ৫ এ সাপোর্ট করে না।

যে উপাদান বা elements গুলো বাদ দিতে হবে ব্যবহার করা বাদ দিতে হবে: <font>, <center> এবং <strike>.

যে attribute গুলো বাদ দিতে হবে: color এবং bgcolor

 

একনজরে প্রপার্টি গুলো

Inline styling এ এইচটিএমএল এর স্টাইল attribute এর ব্যবহার

Internal css এ এইচটিএমএল এর <style> এলিমেন্ট এর ব্যবহার

External css এ এইচটিএমএল এর <link> উপাদানের ব্যবহার

সেকশন এ <style> এবং <link> elements যুক্ত করার জন্য এইচটিএমএল এর <head> এলিমেন্ট এর ব্যবহার

Text কালার করার জন্য এ সিএসএস এর কালার প্রপার্টি এর ব্যবহার

Text এর ফন্ট নির্দারণের জন্য সিএসএস এর font-family প্রপার্টি এর ব্যবহার

Text এর ফন্ট সািইজ নির্দারণের জন্য সিএসএস এর font-size প্রপার্টি এর ব্যবহার

উপাদানের বর্ডার দেখানোর জন্য সিএসএস এর border প্রপার্টি এর ব্যবহার

বর্ডার এর ভিতরে স্পেস নির্দারনের জন্য সিএসএস এর padding প্রপার্টি এর ব্যবহার

বর্ডার এর বাহিরের দিকের স্পেস নির্দারনের জন্য সিএসএস এর margin প্রপার্টি এর ব্যবহার

এইচটিএমএল স্টাইল ট্যাগ

<style> - একটি document মধ্যে সমস্ত স্টাইল এর তথ্যকে সঙ্গায়িত করে

<link> -  document এবং external রিসোর্স ফাইল এর মধ্যে সম্পর্ক নির্দারণ করে

এইচটিএমএল এর স্টাইল (HTML Styles)

Huge Sell on Popular Electronics

এইচটিএমএল এর স্টাইল (HTML Styles)

নাম-শরিফুল ইসলাম
Job category-PHP Coder
Email-bappiislam1988@gmail.com
Mob-01722806467
বিষয়- HTML Styles

এইচটিএমএল স্টাইল

প্রত্যেকটি এইচটিএমএল উপাদানের জন্য একটি ডিফল্ট বা নির্দিষ্ট স্টাইল থাকে পিছনের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং টেক্সট এর কালার কালো। স্টাইল attribute এর মাধ্যমে আমরা এই ডিফল্ট কালার কে পরিবর্তন করতে পারি। নিচের উদাহরণ এ ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট সাদা থেকে light gray কালার এ পরিবর্তনকরা হয়েছে।

উদাহরণ


<!DOCTYPE html>
<html>
<body style="background-color:lightgrey">

<h1>This is a heading</h1>

<p>This is a paragraph.</p>

</body>
</html>


 

This is a heading

This is a paragraph.

Bgcolor attribute পুরাতন এইচটিএমএল ভার্সন এ সাপোর্ট করে কিন্তু এইচটিএমএল ৫ এ সাপোর্ট করে না

এইচটিএমএল স্টাইল attribute

এইচটিএমএল স্টাইল attribute নিম্নোক্ত syntax মেনে চলে


style="property:value"


এই প্রপার্টি হল সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু হল সিএসএস এর ভ্যালু।

 

এইচটিএমএল টেক্সট কালার

এইচটিএমএল এর টেক্সট কালার পরিবর্তন করার জন্য color প্রপার্টি ব্যবহার করা হয়।
উদাহরণ


<body>
<h1 style="color:blue">This is a heading
<p style="color:red">This is a paragraph.</p>
</body>


 

ফলাফল


This is a heading

This is a paragraph.


 

এইচটিএমএল ফন্টস

Font-family প্রপার্টি দ্বারা ফন্টের ধরন পরিবর্তন করা হয়।
উদাহরণ


<body>
<h1 style="font-family:verdana">This is a heading</h1>
<p style="font-family:courier">This is a paragraph.</p>
</body>


 

 

ফলাফল


This is a heading

This is a paragraph.


পুরাতন এইচটিএমএল এ <font> ট্যাগ সাপোর্ট করে কিন্তু এইচটিএমএল ৫ এ সাপোর্ট করে না।

 

এইচটিএমএল টেক্সট সাইজ

Font-size প্রপার্টি দ্বারা টেক্সট এর আকার পরিবর্তন করা হয়।
উদাহরণ


<body>
<h1 style="font-size:300%">This is a heading</h1>
<p style="font-size:160%">This is a paragraph.</p>
</body>


 

ফলাফল


This is a heading

This is a paragraph.


 

এইচটিএমএল টেক্সট alignment

Text-align প্রপার্টি দ্বারা টেক্সট horizontal ভাবে কোন দিকে অবস্থান করবে তা নির্দেশ দেওয়া হয়
উদাহরণ


<body>
<h1 style="text-align:center">Centered Heading</h1>
<p>This is a paragraph.</p>
</body>


 

 

ফলাফল


 

Centered Heading

This is a paragraph.


 

<center> ট্যাগ পুরাতন এইচটিএমএল ভার্সন এ কাজ করে নতুন এইচটিএমএল এ কাজ করে না।

 

একনজরে প্রপার্টি গুলো

• স্টাইল attribute এর ব্যবহার

• background-color এর ব্যবহার

• color এর সাহায্যে টেক্সট কালার এর ব্যবহার

• টেক্সট এর ফন্ট এর জন্য font-family এর ব্যবহার

• টেক্সট এর আকার এর জন্য font-size এর ব্যবহার

এবং

• text-align এর ব্যবহার।

বুটস্ট্র্যাপ বাটন (Bootstrap Buttons)

Huge Sell on Popular Electronics

Button স্টাইল

Bootstrap এ সাতটি স্টাইলের button ব্যবহৃত হয়, যথা:

এই সাতটি স্টাইলের প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন class ব্যবহৃত হয়, যথা:

  • Default - .btn-default
  • Primary - .btn-primary
  • Success - .btn-success
  • Info - .btn-info
  • Warning - .btn-warning
  • Danger - .btn-danger
  • Link - .btn-link

 

নিম্নোক্ত উদাহরণে ভিন্ন ভিন্ন button এর স্টা্ইলের দেখানো হলো:


<button type="button" class="btn btn-default">Default</button>
<button type="button" class="btn btn-primary">Primary</button>
<button type="button" class="btn btn-success">Success</button>
<button type="button" class="btn btn-info">Info</button>
<button type="button" class="btn btn-warning">Warning</button>
<button type="button" class="btn btn-danger">Danger</button>
<button type="button" class="btn btn-link">Link</button>

 

button এর class গুলো সাধারণত <a>, </a><button><a> কিংবা <input type="text" /> এলিমেন্টে যোগ করা হয়। যেমন:


<a href="#" class="btn btn-info" role="button">Link Button</a>
<button type="button" class="btn btn-info">Button</button>
<input type="button" class="btn btn-info" value="Input Button">
<input type="submit" class="btn btn-info" value="Submit Button">

 

কেন <a> এলিমেন্টের href এট্রিবিউটে # ব্যবহার করা হয়েছে?

যেহেতু যোগ করার মতো আমাদের হাতে এখনো কোন link নেই এবং লিংক না থাকার কারণে যে "404" message দেখানো হয় সেটাও দেখাতে চাই না কাজেই এখানে # ব্যবহার করা হয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে অবশ্যই # এর পরিবর্তে একটি লিংক যোগ করতে হবে।

 

বাটনের আকার

Bootstrap এ চারটি সাইজের Button ব্যবহৃত হয়, যথা:

Button এর এই চারটি সাইজের প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন class ব্যবহৃত হয়, যথা:

  • Large - .btn-lg
  • Medium - .btn-md
  • Small- .btn-sm
  • XSmall - .btn-xs

নিম্নোক্ত উদাহরণে Button এর ভিন্ন ভিন্ন চারটি সাইজ দেখানো হলো:


<button type="button" class="btn btn-primary btn-lg">Large</button>
<button type="button" class="btn btn-primary btn-md">Medium</button>
<button type="button" class="btn btn-primary btn-sm">Small</button>
<button type="button" class="btn btn-primary btn-xs">XSmall</button>

 

Block Level Buttons

parent element এর পুরো width জুড়ে Button তৈরি করাকে Block Level Buttons বলা হয়।

Block Level Buttons তৈরি করতে .btn-block class টি যোগ করা হয়। যেমন:


<button type="button" class="btn btn-primary btn-block">Button 1</button>

 

Active/Disabled Buttons

কোনো Button এর status এমনভাবে set করা যেতে পারে যেন তা active (যা active রয়েছে এমন) বা disabled (যা Click করা যায় না এমন) হতে পারে।

active Button তৈরি করার জন্য .active class এবং disabled Button তৈরি করার জন্য .disabled class যোগ করতে হয়। যেমন:


<button type="button" class="btn btn-primary active">Active Primary</button>
<button type="button" class="btn btn-primary disabled">Disabled Primary</button>

 

সি এস এস লিঙ্ক (CSS Links)

Huge Sell on Popular Electronics

স্টাইলিং লিঙ্ক

সিএসএস প্রোপার্টি দ্বারা লিঙ্ক স্টাইল করা যেতে পারে (যেমন: color, font-family, background, ইত্যাদি)


a {
    color: #FF0000;
}

 

লিঙ্ক এর অবস্থা অনুসারে একে স্টাইল করা যেতে পারে।

লিঙ্ক এর চারটি অবস্থা রয়েছে:

  • a:link - সাধারণ, ভিজিট করা হয়নি এমন লিঙ্ক
  • a:visited - যে লিঙ্ক এ ভিজিটর ভিজিট করেছেন
  • a:hover - যে লিঙ্ক এর উপর ব্যবহারকারী মাউস রেখেছেন
  • a:active - ক্লিক করার মূহুর্তে লিঙ্ক এর অবস্থা

উদাহরণঃ


/* unvisited link */
a:link {
    color: #FF0000;
}

/* visited link */
a:visited {
    color: #00FF00;
}

/* mouse over link */
a:hover {
    color: #FF00FF;
}

/* selected link */
a:active {
    color: #0000FF;
}

 

লিঙ্ক এর বিভিন্ন অবস্থা স্টাইল করার ক্ষেত্রে ক্রমের কিছু নিয়ম রয়েছে:

  • a:hover অবশ্যই a:link এবং a:visited এর পরে আসতে হবে
  • a:active অবশ্যিই a:hover এর পরে আসতে হবে

 

প্রচলিত লিঙ্ক স্টাইল

উপরের উদাহরণে লিঙ্ক এর রঙ লিঙ্ক এর অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়।

লিঙ্ক স্টাইল করার ক্ষেত্রে অন্যান্য প্রচলিত পন্থাগুলো দেখা যাক:

 

টেক্সট ডাইরেকশন

text-decoration প্রোপার্টি বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্ক এর আন্ডারলাইন মুছে ফেলতে ব্যবহার করা হয়:


a:link {
    text-decoration: none;
}

a:visited {
    text-decoration: none;
}

a:hover {
    text-decoration: underline;
}

a:active {
    text-decoration: underline;
}

 

ব্যাকগ্রাউন্ড রঙ

background-color প্রোপার্টি ব্যাকগ্রাউন্ড এর এর রঙ নির্ধারণ করতে ব্যবহৃত হয়:


a:link {
    background-color: #B2FF99;
}

a:visited {
    background-color: #FFFF85;
}

a:hover {
    background-color: #FF704D;
}

a:active {
    background-color: #FF704D;
}

 

নিজে নিজে চেষ্টা করুন

অনুশীলন ০১ঃ

লিঙ্ক এর রঙ সবুজ হিসেবে নির্ধারণ করুন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>

</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুশীলন ০২ঃ

ভিজিট করা হয়নি এমন অবস্থায় লিঙ্ক এর রঙ লাল এবং ভিজিট করার পর লিঙ্ক এর রঙ নীল হিসেবে নির্ধারণ করুন।


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* mouse over link */
a:hover {
    color: black;
}

/* selected link */
a:active {
    color: green;
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুলীলন ০৩ঃ

hover এবং active লিঙ্ক অবস্থার ক্ষেত্রে ভিজিটেড এবং আনভিজিটেড লিঙ্ক হতে আন্ডারলাইন মুছে দিন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* unvisited link */
a:link {
    
}

/* visited link */
a:visited {
    
}

/* mouse over link */
a:hover {
    
}

/* selected link */
a:active {
    
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

অনুশীলন ০৪ঃ

ভিজিটেড এবং আনভিজিটেড লিঙ্ক এর জন্য ব্যাকগ্রাউন্ড রঙ "lightblue" নির্ধারণ করুন এবং hover এবং active লিঙ্ক অবস্থার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রঙ হলুদ হিসেবে নির্ধারণ করুন


<!DOCTYPE html>
<html>
<head>
<style>
/* unvisited link */
a:link {
    
}

/* visited link */
a:visited {
    
}

/* mouse over link */
a:hover {
    
}

/* selected link */
a:active {
    
}
</style>
</head>
<body>

<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p><a href="http://www.w3schools.com">W3Schools.com</a></p>

</body>
</html>

 

লেকচার ৩৪: মাইক্রোসফট ওয়ার্ড 2010 – স্টাইল সেট কাস্টমাইজ (Word 2010 – Style set Customize)

Huge Sell on Popular Electronics

লেকচার ৩৩: মাইক্রোসফট ওয়ার্ড 2010 – স্টাইল কাস্টমাইজ (Word 2010 – Styles Customize)

Huge Sell on Popular Electronics

লেকচার ৩২: মাইক্রোসফট ওয়ার্ড 2010 – স্টাইল (Word 2010 – a Styles in depth)

Huge Sell on Popular Electronics

লেকচার ৩১: মাইক্রোসফট ওয়ার্ড 2010 – স্টাইল (Word 2010 – a Styles in depth)

Huge Sell on Popular Electronics