Tag Archives: কম্পিউটার নেটওয়ার্ক

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : মাল্টিপ্লেক্সিং (DCN – Multiplexing)

Huge Sell on Popular Electronics

রিদওয়ান বিন শামীম

 

মাল্টিপ্লেক্সিং একটি প্রক্রিয়া যেটিতে কোনও শেয়ারড লিঙ্কে ট্রান্সমিশনের ডিজিটাল ও এনালগ স্ট্রিম একসাথে প্রক্রিয়াজাত হয়। মাল্টিপ্লেক্সিং উচ্চ ক্ষমতাসম্পন্ন মিডিয়ামকে নিম্ন ক্ষমতাসম্পন্ন লজিকাল মিডিয়ামে বিভাজিত করে যা পরবর্তীতে বিভিন্ন স্ট্রিম দ্বারা শেয়ারড হয়। এ প্রক্রিয়ায় আলো (অপটিক্যাল ফাইবার) ও বাতাসে (রেডিও ফ্রিকোয়েন্সি) যোগাযোগ সম্ভব।

 

ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং

ফ্রিকোয়েন্সি যখন বাহক তখন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং প্রযোজ্য হয়। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং একধরনের এনালগ প্রযুক্তি, এটি স্পেকট্রাম বা কেরিয়ার ব্যান্ডউইথকে লজিকাল চ্যানেলে ছড়িয়ে দেয় এবং প্রত্যেক চ্যানেলে একজন ইউজার বরাদ্ধ থাকে। চ্যানেল ফ্রিকোয়েন্সির উপর প্রত্যেক ইউজারের অবাধ ও স্বাধীন নিয়ন্ত্রণ থাকে। কোনও চ্যানেল একটি আরেকটি উপর ওভারল্যাপ করে যায় না, চ্যানেলগুলো গার্ড ব্যান্ড দ্বারা আলাদা করা আছে। গার্ড ব্যান্ড এক ধরণের ফ্রিকোয়েন্সি কোনও চ্যানেলই যাদের ব্যবহার করছে না।

 

টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং

টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং প্রাথমিক অবস্থায় ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এরা এনালগ সিগন্যালের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংএ শেয়ারড চ্যানেল টাইম স্লটের ভিত্তিতে এর ইউজারদের মধ্যে বন্টিত থাকে। প্রত্যেক ইউজার বরাদ্ধকৃত সময়ের মধ্যে ডাটা ট্রান্সমিট করতে পারে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সমন্বয়মূলক(সিঙ্ক্রোনাইজেশন) মোডে কাজ করে।

 

ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং

আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে। ফাইবার অপটিক মোডে মাল্টিপল অপটিক্যাল কেরিয়ার সিগন্যাল বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে অপটিক্যাল ফাইবারে মাল্টিপ্লেক্সড হয়। এটি এনালগ মাল্টিপ্লেক্সিং কৌশল এবং বস্তুত ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংএর মতই কাজ করে কিন্তু আলোকে সিগন্যাল হিসেবে ব্যবহার করে।

 

উপরন্তু, প্রতিটা তরঙ্গদৈর্ঘ্যের জন্য টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অধিক ডাটা সিগন্যাল সংরক্ষণ সমন্বয় করে।

 

কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং

মাল্টিপল ডাটা সিগন্যাল কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে একক ফ্রিকোয়েন্সির উপর দিয়ে ট্রান্সমিটেড হতে পারে। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ফ্রিকোয়েন্সিকে ক্ষুদ্রতর চ্যানেলে ভাগ করে ফেলে কিন্তু কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যবহারকারীকে ইউনিক কোড ব্যবহার করে পূর্ণ ব্যান্ডউইথ ও সবসময় ট্রান্সমিশনের সুযোগ দেয়। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিগন্যাল ছড়িয়ে দিতে অরথোগোনাল কোড ব্যবহার করে। প্রত্যেক ষ্টেশন ‘চিপ’ নামক ইউনিক কোড দ্বারা নির্ধারিত। সিগন্যাল এসব কোডের সাথে ব্যান্ডউইথের ভেতরে স্বাধীনভাবে চলাচল করতে পারে, রিসিভার অর্থাৎ সিগন্যাল গ্রহণকারী আগে থেকেই জানে ‘চিপ কোড’ সিগন্যাল গ্রহণ করা হতে পারে।

 

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : নেটওয়ার্ক লেন টেকনোলজি (DCN – Network LAN Technologies)

Huge Sell on Popular Electronics

রিদওয়ান বিন শামীম

 

বিভিন্ন নেটওয়ার্ক লেন টেকনোলজি নিয়ে আলোচনা করা যাক,

 

ইথারনেট

লেন টেকনোলজিতে এটি বহুল প্রচলিত, ১৯৭০ সালে Bob Metcalfe এবং D.R. Boggs এটি আবিস্কার করেন। IEEE 802.3 তে ১৯৮০ সালে আদর্শ হিসেবে এটিকে গ্রহণ করা হয়।

 

ইথারনেট মিডিয়া ব্যবহার করে। শেয়ার করা মিডিয়ার ডাটা পরস্পর সংঘর্ষ প্রবণ হতে পারে। ইথারনেট সংঘর্ষ শনাক্ত করার জন্য CSMA/CD প্রযুক্তি ব্যবহার করে। সচরাচর দেখা যাওয়া ইথারনেট 10BASE-T বৈশিষ্ট্যের যার ১০ এমবিপিএস গতি, BASE দ্বারা বেসব্যান্ড, এবং টি দ্বারা Thick Ethernet বোঝায়।

 

দ্রুত ইথারনেট

দ্রুত বর্ধনশীল সফটওয়ার ও হার্ডওয়ার প্রযুক্তির উপযোগী ইথারনেট ইউটিপি, অপটিক্যাল ফাইবার ও তারবিহীন ভাবেও চলতে পারে। ১০০ এমবিপিএস গতি লাভ এর পক্ষে সম্ভব। IEEE 803.2 তে 100BASE-T নামে এটি শনাক্ত করা যায়, Cat-5 twisted pair cable ব্যবহার করে। ইথারনেট হোষ্টের মাঝে তারের মাধ্যমে মিডিয়া শেয়ার করতে CSMA/CD ব্যবহার করে, তারবিহীন উপায় CSMA/CA ব্যবহার করে। অপটিক্যাল ফাইবারে দ্রুত ইথারনেট 100BASE-FX নামে পরিচিত।

 

গিগা ইথারনেট

১৯৯৫ সালে গিগা ইথারনেটের যাত্রা শুরু, এটি 1000 mbits/second গতিসম্পন্ন EEE802.3ab সমর্থিত এই গিগা ইথারনেট at-5, Cat-5e এবং Cat-6 ক্যাবল ব্যবহার করতে পারে। IEEE802.3ah অপটিক্যাল ফাইবারে গিগা ইথারনেট বোঝায়।

 

ভার্চুয়াল লেন

লেন ইথারনেট ব্যবহার করে তখন যখন এটি শেয়ারকৃত মিডিয়া নিয়ে কাজ করে। এক্ষেত্রে একক সম্প্রচার ডোমেইন ও একক সংঘর্ষ ডোমেইন তৈরি করা হয়, একক সম্প্রচার ডোমেইন একাধিক সম্প্রচার ডোমেইনে বিভক্ত হওয়ার সমাধান হল ভার্চুয়াল লেন। ডিফল্ট হিসেবে সব হোষ্ট একক ভার্চুয়াল লেনে সংযুক্ত থাকে।

ভার্চুয়াল লেন

কম্পিউটার নেটওয়ার্ক: সংক্ষিপ্ত ধারণা (Introduction to Computer Networks)

Huge Sell on Popular Electronics

কম্পিউটার নেটওয়ার্ক: সংক্ষিপ্ত ধারণা

Rahim Ullah

কম্পিউটার নেটওয়ার্ক তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত ধারণা পেতে, নিচে দেওয়া লিঙ্ক গুলো চেক করুন। ঐগুলো কি আপনার জানা প্রয়োজন? যদি আপনি একটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চান, এই বিষয় পরিচিতি/সংক্ষিপ্ত বিবরণ আবস্যই আপনাকে সাহায্য করবে। আপনি যদি Cisco এর মত কোম্পানীর জন্য নেটওয়ার্ক প্রোটোকল, রাউটিং প্রোটোকল, রাউটার এর জন্য অপারেটিং সিস্টেম, সফটওয়্যার সুইচিং, ল্যান এবং ওয়ান ব্যবস্থাপনা সফটওয়্যার [এই কাজের জন্যও বাস্তব বুদ্ধি প্রয়োজন] ইত্যাদি কাজ করতে চান, এই বিষয় একটি গভীর ধারনার প্রয়োজন।

শিখুন টপিক
শিখুন টপিক নেভিগেশন আলোচনা
শিখুন টপিক নেভিগেশন পাওয়ার পয়েন্ট স্লাইড
কম্পিউটার নেটওয়ার্ক নেভিগেশন বিভিন্ন রিসোর্স
আপনার প্রোটোকল পরীক্ষার জন্য নেটওয়ার্ক সিমিউলেটর সফটওয়্যার

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1022