Tag Archives: এইচটিএমএল ট্যাগ

ব্যানার এইচটিএমএল ট্যাগ যুক্ত করবেন যেভাবে

Huge Sell on Popular Electronics

Name: মুতাসিম বিল্লাহ (সুমন)

ব্যানার এইচটিএমএল ট্যাগ যুক্ত করবেন যেভাবে:

বর্তমান জগতটি প্রযুক্তির জগত। এখানে আপনি হাত বাড়ালেই পেয়ে যাবেন প্রযুক্তির সকল ধরনের উপাদান। আসলে প্রযুক্তি আমাদের যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী পৃথিবীর মানুষেরা কোন ধরনের প্রযুক্ত ব্যবহার করবে সেটা অনুধাবন করা বেশ কষ্টকর। বর্তমান পৃথিবীর কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশী কাছে টেনে এনেছে জিজ্ঞাসা করলে ওয়েব সাইটের নাম সবার আগে আসে। ওয়েব ডেভেলপমেন্ট একটি মূল্যবান কাজ। যারা এই বিষয়ে নতুন কাজ করছেন ওয়েব সাইটে ব্যানার ট্যাগ তাদের কাছে একটি প্রয়োজনীয় শিক্ষা। আজকে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত ধারনা দিবো।
আমরা বিভিন্ন ওয়েব সাইটের উপরে, তলায়, ডানে বা বামে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পায়, এই গুলো তৈরিতে আসলে ওয়েব সাইটে Banner HTML Tag ব্যবহার করে করা হয়। আপনিও ইচ্ছা করলে খুব সহজে আপনার ওয়েব সাইট বা ব্লগে HTML Tag ব্যবহার করে বিজ্ঞাপন বা ইমেজ ব্যবহার করতে পারেন।

 
এটি করতে হলে আপনাকে প্রাথমিক পর্যায়ে ফটোশপের মাধ্যমে আপনাকে একটি ব্যানার তৈরি করতে হবে। আপনি বিভিন্ন সাইজের ব্যানার তৈরি করতে পারেন। তবে ২০০×২০০, ৩০০×১৫০, ৬৮০×২৫০ ইত্যাদি সাইজের হলে ভাল হয়। আপনি ব্যানারটির ফাইল JPEG, PNG বা GIF হিসেবে সেভ করতে পারেন। আপনার ব্যানারটি তৈরি করা শেষ হলে এবার শুরু হবে আপনার আসল কাজ।

 
প্রথমে আপনি যে ব্যানারটি তৈরি করেছেন সেটি কোনও ফটো শেয়ার সাইটে আপলোড করুন, আপনি Picasa online ব্যবহার করতে পারেন। মনে রাখবেন আপনার ব্যানারটি যেন সঠিক মাপের হয়।

 
দ্বিতীয় স্তরে এসে আপনি লগ ইন করে আপনার ওয়েব প্রোভাইডারের ড্যাসবোর্ডে প্রবেশ করুণ এরপর ব্যানার স্থাপনের জন্য একটি গ্যাজেট ওপেন করুন। মনে রাখবেন গ্যাজেট নির্ধারণের জন্য আপনি অবশ্যই HTML/JAVA গ্যাজেট ব্যবহার করবেন। এবার নতুন ওপেন হওয়া বক্সে টাইপ করুন

<a href="http://www.********.com"><img src="http://**********.com/-.png" align="right"/></a>
এর মাধ্যমে আপনি HTML ট্যাগ তৈরি করলেন এবার প্রথম http থেকে মুছে আপনার ব্যানারটি যে ওয়েবের বিজ্ঞাপনের জন্য সেটির লিংক যুক্ত করুন। এবার দ্বিতীয় http থেকে মুছে আপনার ব্যানার ইমেজটি যেখানে আপলোড করেছিলেন সেই লিংকটি এখানে বসান। তাহলে আপনার ব্যানার বিজ্ঞাপনটি সক্রিয় হবে। এবার align=" এর পরে আপনার ব্যানারটি ওয়েবের কোন স্থান কেন্দ্র করে বসবে সেটি নির্বাচন করে দিতে পারেন, যথা: right, left, top, bottom। মনে রাখবেন আপনার ব্যানার লিংকটি অবশ্যই সঠিক হওয়া লাগবে নতুবা আপনি ইমেজ দেখতে পাবেন না।
আজ এ পর্যন্ত, আশাকরি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। তাহলে এখনিই কাজটি করার চেষ্টা করুন।