Category Archives: কম্পিউটার ট্রাবলসুটিং

একটি স্ক্র্যাপ পিসি তৈরি করুন

যেকেউ কম্পিউটার রেডি করতে পারে, আশ্চর্যজনক ব্যাপার এই যে, এটা যতটা না সাহসিকতার তার চেয়ে বেশি সঠিক পদ্ধতি অনুসরণ সাপেক্ষ।

এখানে একটি পিসি তৈরি করার রূপরেখা এবং সঠিক যন্ত্রাংশ নির্বাচন পিদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সঠিক পদ্ধতি অনুসরণ করলে যেকেউ একটি কম্পিউটার নির্মাণ করতে পারবে।

 

ধাপসমূহঃ

1. বন্ধুবান্ধব বা প্রতিবেশিদের মাধ্যমে একটি পুরাতন কম্পিউটার সংগ্রহ করুন। যদি আপনি সতর্কতা অবলম্বন করে যেকোন দাগ/ক্রাচ এড়াতে পারেন তাহলে আপনি একটি সাম্প্রতিক খারাপ হওয়া পিসি থেকে কিছু অক্ষত অংশ উদ্ধার করতে পারেন। (প্রতিবার একটি পরিবাহী ধাতু স্পর্শ করার ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে)। কিছু পুরাতন পিসি থেকে আপনি শুধুমাত্র কেস এবং পিএসইউ উদ্ধার করতে সক্ষম হতে পারেন। অনেক পুরানো মাদারবোর্ড এ CPU- বিল্ড ইন অবস্থায় থাকে।

 

2. যন্ত্রাংশ সামঞ্জস্যপূর্ণ কিনা পরীক্ষা করুন। যদি আপনি একটি নতুন মাদারবোর্ড ও একটি পুরানো হার্ড ড্রাইভ ব্যবহার করার পরিকল্পনা করেন তাহলে আপনাকে একটি IDE নিয়ন্ত্রক অ্যাডাপ্টার কার্ড সংগ্রহ করতে হবে (যদি আপনার মাদারবোর্ডের একটি খালি পিসিআই এক্সপ্রেস স্লট থাকে)। $20 খরচ করে আপনি এটি পেতে পারেন। আরো পরীক্ষা করুন যে CPU ও মাদারবোর্ড একই সকেট রয়েছে কিনা (যেমন এএমডি FM2 অথবা Intel LGA1155)। আপনার পিএসইউ এ কম্পিউটার এর সকল যন্ত্রাংশ এর জন্য যথেষ্ট ওয়াট আছে কিনা নিশ্চিত হয়ে নিন। চেক করে নিন যে আপনি যে RAM ব্যবহার করতে চাচ্ছেন তা মাদারবোর্ড সমর্থন করে কিনা। নতুন মাদারবোর্ড DDR3 RAM ব্যবহারের উপযোগী এবং পুরাতন মাদারবোর্ড DDR2 RAM ব্যবহারের উপযোগী হতে পারে।

 

3. যন্ত্রাংশগুলো কিভাবে ইন্সটল করবেন। যন্ত্রাংশ ইন্সটল এর ক্ষেত্রে ভিডিও বা মাদারবোর্ড এর ম্যানুয়াল দেখতে পারেন (যদি আপনার কাছে থাকে)। সতর্কতার সাথে মাদারবোর্ডটি খুলুন এবং অপরিবাহী বস্তুর উপর রাখুন।

  1. যদি আপনার কাছে CPU cooler থাকে (থাকলে অনেক ভাল), আপনাকে এই যন্ত্রাংশটি ইন্সটল করার নির্দেশিকা পড়তে হবে, এটি AMD ও Intel এর ক্ষেত্রে ভিন্ন রকমের হয়ে থাকে।

 

4. সাবধানে আপনার CPU (প্রসেসর) ভিতর থেকে বাহির করুন। সতর্ক থাকুন পিনগুলোর সাথে যাতে আপনার স্পর্শ না লাগে। প্রসেসর এর লিভার উপরের দিকে উঠান। মাদারবোর্ড এর প্রসেসর এর সোনালী সকেট এর সাথে মিল রেখে প্রসেসর এর সোনালী এরো স্থাপন করুন। সতর্কতার সাথে চাপ দিয়ে বা পুল করে লেভেল নিচের দিকে নামিয়ে লক করে দিন।

 

5. RAM ইন্সটল করা। র‌্যাপ এর সকেট এর দুটি চিপ টান দিয়ে নিচের দিকে নামান। তারপর সকেটের সঙ্গে RAM সামঞ্জস্যপূর্ণ করে চাপ দিন যাতে দৃঢ়ভাবে RAM জায়গামত আটকিয়ে যায়। চিপ দুটি আটকে যাবে।

 

6. PSU যোগ করা। মাদারবোর্ড কেস এ স্থাপন করার পূর্বে আপনাকে PSU স্থাপন করতে হবে। ওপটিক্যাল ড্রাইভটি অপটিক্যাল বে (ড্রাইভ রাখার নির্দিষ্ট স্থান) এ রাখুন এবং হার্ড ড্রাইভটি বে (ড্রাইভ রাখার নির্দিষ্ট স্থান) এ রাখুন। নির্দেশাবলী মডেল এর উপর ভিন্নতর হতে পারে।

 

7. I/O শিল্ড স্থাপন করুন। কেস এর ভিতরে আয়তক্ষেত্রাকার স্থানে স্থাপন করে ধাক্কা দিন।

 

8. মাদারবোর্ডটি কেস এর মাদারবোর্ড রাখার স্থানে স্ত্রু দিয়ে লাগান। কোথায় লাগাতে হবে জানতে মাদারবোর্ডটি একটি কাগজের উপর রাখুন এবং কলম বা অন্যকিছু দিয়ে ছিদ্রগুলো চিহ্নিত করুন।

 

9. মাদারবোর্ডটি সস্থানে বসান। স্ত্রু দিয়ে মাদারবোর্ডটি আটকিয়ে দিন।

 

10. আপনার গ্রাফিক্স কার্ড বা অন্যান্য কার্ডগুলো স্লট এ স্থাপন করে চাপ দিয়ে বসিয়ে দিন। কেস এর পিছনের অংশের সাথে স্ত্রু দিয়ে কার্ডগুলো লাগিয়ে দিন।

 

11. PSU এবং মাদারবোর্ড এর সকল তার সঠিক জায়গায় সংযোগ স্থাপন করুন। কেস এর সাথের তারগুলোর প্লাগ মাদারবোর্ড এর প্লাগ করুন।

 

12. BIOS এর মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম ইন্সটল করুন।

আপনি কিভাবে Asus Eee PC এর মেমোরি আপগ্রেড করবেন

আপনি যদি আপনার Asus Eee PC এর মেমোরি 512MB থেকে 1 বা 2GB এ আপগ্রেড করতে চান তাহলে এখানে আপনার জন্য 700 সিরিজের (4G or 8G) Eee PC এর মেমোরি আপগ্রেড করার দ্রুত এবং সহজ পদ্ধতি আলোচনা করা হলো।

 

  1. সঠিক মেমোরিটি ক্রয় করুন। স্ট্যান্ডার্ড DDR2 ল্যাপটপ মেমোরি খোঁজ করুন (ডেস্কটপ মেমোরি নয়) যার 200 পিন বিশিষ্ট কানেক্টর আছে। 533 বা 667MHz স্পিডের 1GB বা 2GB DDR2 মেমোরি নির্বাচন করুন। এগুলো যথাক্রমে পিসি-4200 বা পিসি-5300 হিসাবে উল্লেখ করা যেতে পারে। প্রস্তাবিত ব্রান্ডের মধ্যে রয়েছে Kingston, Corsair, Patriot এবং Viking কিন্তু এগুলো ছাড়াও অনেক ব্রান্ড রয়েছে।

 

 

2. আপনার Eee PC এর পাওয়ার বন্ধ করুন। সেইসাথে AC power adapter টি আনপ্লাগ করুন।

 

 

3. একটি উচু ও সমতল স্থানে রেখে আপনার Eee PC টি প্রস্তুত করুন। ল্যাপটপ এর উপরের সাইট আপনার সম্মুখে রাখুন। ল্যাপটপটি একটি নরম আরামদায়ক স্থানে রাখতে হবে।

 

 

4. ব্যাটারী খুলে ফেলুন। এটি দুর্ঘটনাবশত যেকোন শর্ট সার্কিট হওয়া থেকে রক্ষা করবে। ব্যাটারি খুলে ফেলতে:

a. চাপ দিতে এবং ধরতে সর্ব বামের ব্যাটারি লকটি ধরে আনলক পজিশনে নিয়ে যেতে আপনার বাম বৃদ্ধাঙ্গুল ব্যবহার করুন।

b. ডান দিকের ব্যাটারি লকটি আনলক করতে আপনার ডান হাত ব্যবহার করুন।

c. ল্যাপটপ থেকে ব্যাটারী আলাদা করতে আপনার ডান হাত মোলায়েমভাবে ব্যবহার করুন। উভয় পাশ সমান তালে একসাথে অল্প অল্প করে ঠেলা দিন। নতুন Eee PC এবং ব্যাটারী প্রথমদিকে একটিু বেশি টাইট থাকে।

 

 

5. Eee PC এর মেমোরী কভার খুলে ফেলুন।

a. যদি থাকে তবে Eee PC এর স্টিকারঢেকে রাখা একটি স্ত্রু খুলে ফেলুন।

b. একটি Phillips #0 jeweler's স্ক্রুড্রাইভার দিয়ে দুটি স্ক্রুই ঢিলা করুন।

c. আঙ্গুল দিয়ে স্ক্রুগুলো খুলুন এবং একপাশে রাখুন।

d. আঙ্গুল বা আঙ্গুলের নখ দিয়ে কভারের উপরের অংশ উঠান। এখানে ছোট একটি স্লট থাকতে পারে আপনাকে খুলতে সহায়তা করার জন্য।

e. খুলে যাবার আগ পর্যন্ত টানতে থাকুন।

 

 

6. বিদ্যমান মডিউল সরান। এটি কিছুটা ল্যাপটপ এর সামনের দিকে থাকবে, নিচে কিছুটা ফাঁকা স্থান থাকবে। এটি দুটি ধাতু দ্বারা আটকানো অবস্থায় থাকবে।

a. ক্লিপ এর বাহিরের দিকে আপনার উভয় বৃদ্ধাঙ্গুল দ্বারা একইসাথে চাপ দিন। মডিউল একটি হালকা স্প্রিং দ্বারা ধাক্কা দেয়া অবস্থায় থাকবে। যখন ক্লিপ সম্পূর্ণভাবে খুলে যাবে তখন এটি নিজে নিজেই কৌনিকভাবে উপরের দিকে উঠে আসবে।

b. যখন মডিউল এর ক্লিপ খুলে যাবে, হালকাভাবে কর্ণার ধরে একই কৌনিকভাবে টান দিয়ে বাকি অংশটুকু বের করে আনতে হবে। এটি ল্যাপটপের সাথে 15 হতে 25 ডিগ্রি কৌণিকভাবে অবস্থান করবে।

c. একটি নিরাপদ, স্ট্যাটিকমুক্তঅবস্থানে, মডিউলটি সরিয়েরাখুন।

 

 

7. নতুন মডিউলটি প্যাকেট থেকে বের করুন। অধিকাংশ মেমোরী একটি শক্ত পরিস্কার প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বিক্রি করা হয়। প্লাস্টিকের পাশে হালকাভাবে চাপ দিয়ে প্যাকেট হতে বের করুন। বাকা করে বা অতিরিক্ত বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন।

 

 

8. নতুন মডিউল ইন্সটল করা। ইন্সটল করার জন্য বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার বিপরীত পন্থা অনুসরণ করুন।

a. আগের কৌণিকভাবে নতুন মেমোরীটি ল্যাপটপের মেমোরী স্লট এ প্রবেশ করান। নিশ্চিত হয়ে নিন যে এটি সব দিক দিয়ে ফিট হয়। এটি করার জন্য তেমনকোন বল প্রয়োগ করতে হবে না।

b. মডিউল এর উপরে চাপ দিন যাতে এটি ল্যাপটপের সাথে সমান্তরাল হয়ে যায়। মেমোরী স্লটটি একটি শব্দ করবে যখন এটি পুরোপুরিভাবে সমান্তরাল হয়ে যাবে।

 

 

9. চেক করে নিন আপনার মেমোরীটি পিসি চিনতে পারছে কিনা। মেমোরী কভার আটকানোর পূর্বে মেমোরী কার্ডটি আপনার ল্যাপটপ এবং অপারেটিং সিস্টম চিনতে পারছে কিনা, তা নিশ্চিত হয়ে নিন।

a. হালকাভাবে ব্যাটারীটি পুনরায় স্থাপন করুন।

b. ল্যাপটপটি উল্টিয়ে (সোজা করে) পাওয়ার অন করুন।

c. Xandros দিয়ে - ডিফল্টলিনাক্স ডিস্ট্রিবিউশন - "Settings" ট্যাব এ ক্লিক করুন।

d. "System info এ ক্লিক করুন এবং যাচাই করুন "1024 MB" (1GB) কিনা।

e. 2GBমডিউল এর জন্য "Diagnostic Tools" এ ক্লিক করুন এবং যাচাই করুন “RAM Size" "2048 MB" (2GB) কিনা।

 

 

10. মেমোরী কভার পূর্বের স্থানে স্থাপন করুন এবং স্ক্রু লাগান। যদি আপনি Xandros Linux অপারেটিং সিস্টেম চালিত Eee পিসিতে 2GB RAM ইন্সটল করে থাকেন এখন সময় হচ্ছে কার্নেল পুনর্নির্মাণের। এটি সিস্টেমের মেমরি পূর্ণ 2GB চিনতে পারবে।

 

 

11. 2GB মেমরি এর সদব্যবহার করার জন্য Xandros operating system নিন। Kernel ইন্সটল কুরুন।

কীবোর্ড থেকে একটি কী হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কি করবেন?

আপনার ল্যাপটপের একটি বা একাধিক কী হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং আপনি জানেন না এখন কি করবেন? ভয় পাবার কিছু নেই, সম্ভবত আপনি কীবোর্ডটি ঠিক করতে পারবেন এবং নতুন একটি কীবোর্ড ক্রয় করার কোন প্রয়োজন হবে না। সকল কীবোর্ড এর জন্য অনন্য সমাধান নেই, কারণ সকল কীবোর্ড এক নয়। এখানে সাধারণ ক্ষেত্রে কি করতে হবে তা দেওয়া হলো।

অবস্থা ০১ 

কী কেপ (key cap) এবং কী ধারক (key retainer) খুলে গেছে এবং আপনি জানেন না কীভাবে আপনি এদেরকে সঠিক অবস্থানে ফেরত দেবেন।

Key cap & Key retainer

সতর্কতার সাথে অন্য আরেককি কী এর কেপ খুলে ফেলুন যাতে retainer কীবোর্ড থেকে খুলে না যায়।

কী retainer টি ভাল করে দেখুন, এটি কীবোর্ড এর সাথে চারটি ভিন্ন বিন্দু দ্বারা যুক্ত আছে।

সংযোগ খুলে যাওয়া retainer টি একইভাবে সেট করে কীবোর্ড এ স্থাপন করুন।

কী কেপটি retainer এর উপর বসান এবং হালকা চাপ দিয়ে বসিয়ে দিন।

অবস্থা ০২ 

কীবোর্ড থেকে কী খুলে গেলে এবং আপনি তা হারিয়ে ফেলেছেন। এক্ষেত্রে আপনি একটি একক কী ইন্টারনেট থেকে ক্রয় করতে পারেন। নতুন একটি পাবার পরে, উপরোক্ত পদ্ধতিতে এটিকে সস্থানে স্থাপন করুন।

স্পেসবার কী স্থাপন করা

স্পেসবার কী এর সাথে একটি ধাতুর তৈরি ধারক সংযুক্ত থাকে (কিছু কীবোর্ড মডেল এর ক্ষেত্রে)। ধারকটিকে ফ্লাট (সমতল) মাথা বিশিষ্ট স্ক্রুড্রাইভার দিয়ে কীবোর্ড থেকে খুলে ফেলুন।

ছবিতে দেখানো পদ্ধতিতে ধারকটিকে স্থাপন করুন। আপনার ছোট আংটার সাহায্যে ধারকটিকে কীবোর্ড এর সাথে স্থাপন করতে হতে পারে।

স্পেসবার কীটিকে সস্থানে নিয়ে যান এবং যতক্ষন পর্যন্ত না ঠিকভাবে লেগে যায় ততক্ষন আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিন।

ভেঙ্গে যাওয়া কীবোর্ড কী এর জন্য এখনে আরেকটি কৌশল দেখানো হলো

নিচের চিত্রটিতে আপনি দেখতে পারছেন যে আপনার U কী টি নেই। কী কেপ, ধারক এমনটি সিলিকন ঝিল্লিও নেই। এখানে দেখানো হলো কীভাবে নতুন কী ক্রয় না করেও কিভাবে এটিকে সাময়িকভাবে ঠিক করবেন।

আমি নিজে U কী ছাড়া কীবোর্ড ব্যবহার করতে পারবো না, কিন্তু ডান অল্ট কী বা রাইট ক্লিক কী ছাড়াও চলতে পারবো। নিচের গাইড এ আমি দেখাবো কিভাবে আমি ব্যবহার করি না এমন একটি কী খুলে ফেলে U কী এর স্থলে স্থাপন করবো।

সতর্কতার সাথে আঙ্গুলের সাহায্যে কী কেপ টি খুলে ফেলুন।

ধারকটি খুলে ফেলুন। ধারকটি দুটি অংশ দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে। যদি একটি অংশ অপর অংশে থেকে খুলে যায় তাহলে এদেরকে পুনরায় সংযুক্ত করুন।

সিলিকন ঝিল্লিটি আঠা দিয়ে কীবোর্ড এর সাথে লাগানো থাকে। খুবই সতর্কতার সাথে একটি ধারালো ছুরি দিয়ে ধীরে ধীরে ঝিল্লিটিকে কীবোর্ড থেকে আলগা করুন।

সিলিকন ঝিল্লিটি আলগা হয়ে যাবে।

এখন ঝিল্লিটির নিচের প্রান্তে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সুপারগ্লু লাগান।

সতর্কতার সাথে ঝিল্লিটিকে U এর কেন্দ্রে স্থাপন করুন। গ্লু শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

ধারকটিকে স্থাপন করুন।

কী কেপটিকে ধারকের উপরে স্থাপন করুন। হালকাভাবে চাপ দিয়ে ধারকের সাথে স্থাপন করুন।

এখন আপনি U কী আবার ব্যবহার করতে পারবেন।

কেন কী সংযুক্ত করা যায় না।

কী টিকে উল্টো করুন এবং ক্লিপটিকে ভালভাবে দেখুন। সম্ভাবনা আছে, এটির একটি ক্লিপ নষ্ট হয়ে যাবার কারণে ধারকের সাথে এটি আটকাচ্ছে না। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আপনাকে নতুন একটি কী ক্রয় করতে হবে।

পরবর্তী ছবিতে আপনি দেখেতে পাচ্ছেন যে, একটি ক্লিপ নেই, এটি ভেঙ্গে গেছে। এই কী টি ধারক এর সাথে সংযুক্ত করা যাবে না। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আপনাকে নতুন একটি কী ক্রয় করতে হবে।

সম্ভবত, আপনার কী টি ভাল আছে, কিন্তু ধারকটি ভেঙ্গে গেছে। পরবর্তী ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে, ধারক এর সাথে টিপটি নেই। বাম টিপ টি আছে কিন্তু ডান টিপ টি নেই। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আপনাকে নতুন একটি কী ক্রয় করতে হবে।

এখানে আরো একটি ছবি আছে। এই ছবিতে ধারকটির দুটি অংশ একে অপরের সাথে সংযুক্ত করা যাচ্ছে না। এটির কারণ হচ্ছে এদের একটি ভেঙ্গে গেছে।বাম টিপ টি আছে কিন্তু ডান টিপ টি নেই। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে আপনাকে নতুন একটি কী ক্রয় করতে হবে।

ম্যাকবুক প্রো এর ট্রাকপ্যাড এর ক্লিক কাজ না করলে এটিকে কিভাবে মেরামত করবেন (How to repair not clicking MacBook Pro trackpad)

যদি ম্যাকবুক প্রো এর ট্রাকপ্যাড (মাউস প্যাড) এ ক্লিক কাজ না করে তাহলে ট্রাবলশুটিং এবং সমস্যা সমাধানের জন্য কিছু নির্দেশনাবলী চেষ্টা করে দেখতে পারেন।

এগুলি নিচের বিষয়গুলোর সাথে সম্পর্কিত হতে পারে:

  1. ত্রুটিপূর্ণ (ফুলে যাওয়া) ব্যাটারি
  2. ট্রাকপ্যাড এর স্ক্রু ভুলভাবে লাগানো
  3. ত্রুটিপূর্ণ ট্রাকপ্যাড

সমস্যা সমাধানের কৌশল ধাপে ধাপে দেখা যাক

trackpad-repair-00

ধাপ 1 :

ব্যাটারি ঠিক আছে কিনা তা দেখার জন্য একে ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করতে হবে।

সাধারণত দুই বা তিনটি স্ক্রু দিয়ে কেসিং এর সাথে আটকিয়ে ব্যাটারিকে সরক্ষিত রাখা হয়।

trackpad-repair-01

এই স্ক্রুগুলি Y আকৃতির। আপনি একটি বিশেষ ট্রাই-উইং (তিনটি কিনারাযুক্ত) স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে।

আপনি ছোট চ্যাপটা মাথাওয়ালা (ফ্লাট) স্ক্রু ড্রাইবার দিয়ে চেষ্ট করে দেখতে পারেন।

আমি Wiha 1.5 × 40 স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এটি খুলতে পেরেছি। যদি তিনটির মধ্যে দুইটি ধার এর সাথে মিলে যায় তাহলে আমি উভয় স্ক্রু খুলতে পারবো।

trackpad-repair-03

লজিক বোর্ড থেকে প্লাস্টিকের লাঠি বা আঙুলের নখ দিয়ে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করুন।

trackpad-repair-02

ব্যাটারি ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করুন এবং একটি সমতল স্থানে রাখুন।

পরীক্ষা করে দেখুন যে ব্যাটারি যেমন দেখা উচিৎ তার থেকে চিকন দেখা যায় কিনা।

যখন MacBook Pro এর ব্যাটারি ত্রুটিপূর্ণ হয় তখন কিছু ক্ষেত্রে এটি মোটা দেখা যায়

যদি ফোলা ব্যাটারিটি ল্যাপটপের ভিতরে থাকে তাহলে এটি ট্রাকপ্যাড এর নিচের দিকে চাপ দেয় এবং এর ক্লিক ঠিকমত কাজ করা বন্ধ করে দেয়।

trackpad-repair-04

ফোলা ব্যাটারিটি বিচ্ছিন্ন করুন এবং দেখুন এরপর ট্রাকপ্যাডটি কাজ করে কিনা। যদি এটি কাজ করে তাহলে ব্যাটারিটি পরিবর্তন করুন।

ধাপ 2:

ব্যাটারি বিচ্ছিন্ন করার পরও যদি ট্রাকপ্যাড এর ক্লিক ঠিকমত কাজ না করে, তাহলে নিচের চিত্রের মতো করে স্ক্রুগুলি সমন্বয় করে দেখুন।

আপনার এজন্য T6 torx স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে।

স্ক্রু বামাবর্তে ঘুরালে ট্রাকপ্যাড আলগা হয়ে যাবে।

ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ট্রাকপ্যাডটি আটসাট হয়ে লাগবে।

trackpad-repair-05

আপনার MacBook Pro টি একপাশ করে রাখুন এবং স্ক্রু সমন্বয় করার সময় ট্রাকপ্যাড এর উপর ক্লিক করতে থাকুন।

আপনার জন্য ভাল কাজ করে এমন অবস্থানে থামুন।

trackpad-repair-06

ধাপ 3:

ব্যাটারি বিচ্ছিন্ন করার পর এবং স্ক্রু সমন্বয় করার পরও যদি ট্রাকপ্যাড এর ক্লিক ঠিকমত কাজ না করে, সম্ভবত এটি ক্রুটিপূর্ণ হয়ে গেছে এবং একে পরিবর্তন করতে হবে।

আপনি নতুন যন্ত্রাংম এখানে পেতে পারেন:

MacBook Pro 13″ trackpads.

MacBook Pro 15″ trackpads.

MacBook Pro 17″ trackpads.

এখানে বিচ্ছিন্নকরণ এবং নতুন ট্রাকপ্যাড সংযুক্তকরণ প্রক্রিয়া দেখা হলো :

একটি প্লাস্টিকের লাঠি বা আঙুলের নখ ব্যবহার করে সতর্কভাবে ট্রাকপ্যাড ক্যাবল বিচ্ছিন্নকরুন।

trackpad-repair-07

চারটি সিলভারের স্ক্রু খুলুন।

আপনার একটি ছোট আকৃতির স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। এই স্ক্রুগুলি খুবিই ছোট এবং খোলা সহজ।

আমি Wiha এর স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছি।

trackpad-repair-08

স্ক্রু খোলার সময় ট্রাকপ্যাড এর নিচের দিকে আপনার আঙুলের সাহায্যে সাপোর্ট দিন।

trackpad-repair-11

সকল স্ক্রু খোলার পর, palm rest এ যেভাবে প্রতিক দ্বারা চিহ্নিত করা আছে সেভাবে ট্রাকপ্যাড এর নিচের দিকে স্লাইড করুন।

trackpad-repair-14

কেসিং থেকে খোলার জন্য তারটি ধরে টানুন।

MBP-trackpad-repair-16

ত্রুটিপূর্ণ ট্রাকপ্যাডটি অপসারণ করুন এবং নতুন একটি দিয়ে পরিবর্তন করুন।

Fail

ট্রাকপ্যাড ক্যাবল সংযুক্ত করার মাধ্যমে পুণসংযোগ কার্যক্রম শুরু করুন।

একটি ছোট চ্যাপ্টা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কানেকটরটি সংযুক্ত করতে পারেন।

Repair

ট্রাকপ্যাডটি আগের স্থানে স্থাপন করুন।

Repair Laptop

চারটি সিলভার স্ক্রু দিয়ে এটিকে নিরাপদ করুন কিন্তু এখনই এদেরকে আটসাটভাবে লাগাবেন না।

Laptop Re

MacBook Pro কে উপরের দিকে ঘুরান এবং ট্রাকপ্যাড এর পজিশন ঠিক করুন।

নিশ্চিত হয়ে নিন যে ট্রাকপ্যাড এবং Palm rest এর মধ্যকার দূরত্ব সমান থাকে।

ঠিকভাবে বসার পরে, আপনি চারটি সিলভার স্ক্রুকে টাইট করুন।

trackpad-repair-16

নতুন ট্রাকপ্যাড এর স্ক্রু আগে উল্লেখিত নিয়ম অনুযায়ী সমন্বয় করা প্রয়োজন হতে পারে।

trackpad-repair-06

ম্যাকবুক 13-ইঞ্চি হয়াইট ইউনিবডি এর স্ক্রীণ কিভাবে পরিবর্তন করবেন (How to replace screen on MacBook 13-inch white unibody)

replace-screen-00

কিভাবে ম্যাকবুক 13-ইঞ্চি ইউনিবডি ল্যাপটপ এর এলসিডি স্ক্রীণ পরিবর্তন করবেন এখানে সে সম্পর্কে আলোচনা করা হলো। এই নির্দেশাবলী আপনি ম্যাকবুক লেট-2009 এবং মিড-2010 মডেল এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

ধাপ ১ :

আমার জোরালো পরামর্শ হলো ল্যাপটপ ডিসঅ্যাসেম্বলি (ল্যাপটপ থেকে যন্ত্রাংশ বিচ্ছিন্ন) করার সময় অবশ্যই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে নিবেন।

replace-lcd - 01

ধাপ 2 :

অবশ্যই ব্যাটারী ল্যাপটপ থেকে খুলে ফেলবেন।

এটি ছয়টি স্ক্রু দ্বারা সুরক্ষিত থাকে : তিনটি সাধারণ ফিলিপস স্ক্রু (হলুদ বৃত্ত চিহ্নিত) এবং তিনটি ট্রাই-উইং স্ক্রু (লাল বৃত্ত চিহ্নিত)।

যদি আপনার ট্রাই-উইং স্ক্রু ড্রাইভার না থাকে তাহলে ছোট সমতল মাথাযুক্ত স্ক্রু ড্রাইভারও ব্যবহার করতে পারেন।

replace-screen-02

ধাপ 3 :

ব্যাটারী খুলে নিন।

replace-screen-03

ধাপ 4 :

পর্দার ফ্রেমটি আঠালো টেপ দ্বারা ডিসপ্লে এর সাথে লাগানো থাকে।

যদি আপনি ফ্রেমটি প্রথমে একটু গরম করে নেন তাহলে এটি সহজেই অলাদা করে ফেলতে পারবেন।

গরম করার যন্ত্রটি (হিট গান) ব্যবহারের সময় সতর্ক থাকুন। যদি আপনি ফ্রেমটি অতিরিক্ত গরম করে ফেলেন তাহলে এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।

এক্ষেত্রে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা সম্ভবত বেশি নিরাপদ। ফ্রেমটি যেন পুড়ে যাবে না। এটি যথেষ্ট পরিমাণে উষ্ণ করতে হবে যাতে আঠালো টেপটি নরম হয়ে যায়।

replace-lcd-screen-04

ধাপ 5 :

একটি ধারালো বস্তু ব্যবহার করে ফ্রেমটি পৃথক করা শুরু করুন।

replace-screen-05

ধাপ 6 :

আপনার আঙুলের সাহায্যে ফ্রেমটি পৃথক করতে থাকুন।

আঠালো টেপটি যতটা সম্ভব স্পর্শমুক্ত রাখুন যাতে এটি পুনরায় ব্যবহার করা যায়।

ফ্রেমটি পৃথক করার সময় এটি উষ্ণ রাখার জন্য গরম করার যন্ত্র (হিট গান) বা হেয়ার ড্রাইয়ার ব্যবহার করতে থাকুন।

replace-screen-06

ধাপ 7 :

যখন আপনি পর্দার নিচের প্রান্তে পৌছে যাবেন তখন ফ্রেমটি পৃথক করার জন্য প্লাস্টিকের লাঠি ব্যবহার করা বেশি সুবিধাজনক।

আপনি দেখতে পাচ্ছেন ফ্রেমটি খুবই নমনীয়।

replace-screen-07

ধাপ 8 :

পর্দার নিচের প্রান্ত থেকে ফ্রেমটি পৃথক করতে থাকুন।

এটি সম্ভবত সবচেয়ে কঠিন অংশ।

replace-screen-08

ধাপ 9 :

LCD পর্দা সুরক্ষার জন্য ব্যবহৃত ছয়টি স্ক্রু খুলুন।

আপনাকে ছোট চ্যাপটা মাথা বিশিষ্ট ফিলিপস স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে।

replace-screen-09

ধাপ 10 :

ব্যাক কভার থেকে পর্দাটি আলাদা করুন।

replace-screen-10

ধাপ 11 :

পর্দাটিকে উচু করে ধরুন যাতে আপনি সংযুক্ত ক্যাবল এর কাছে যেতে পারেন।

সংযোগকারী ক্যাবল এর কাছে পৌছানোর খুব সীমিত জায়গাই পাবেন।

replace-screen-11

ধাপ 12 :

সংযোগ সুরক্ষিত করার জন্য ব্যবহৃত কালো টেপটি অপসারণ করুন।

replace-screen-12

ধাপ 13 :

সতর্কভাবে সংযোগটি বিচ্ছিন্ন করুন।

replace-screen-13

ধাপ 14 :

এখন আপনি ভিডিও ক্যাবলটি টেনে সরিয়ে নিতে পারবেন।

এখন ক্ষতিগ্রস্থ LCD পর্দাটি অপসারণ করুন এবং নতুন একটি সংযুক্ত করার জন্য প্রস্তুত হন।

replace-screen-14

ধাপ 15 :

নতুন পর্দাটির (স্ক্রীণ) নিয়ে এসে একে সঠিক অবস্থান এ রাখুন যাতে আপনি ভিডিও ক্যাবলটি সংযুক্ত করতে পারেন।

replace-screen-15

ধাপ 16 :

ক্যাবলটি সংযুক্ত করুন।

replace-screen-16

ধাপ 17 :

সংযোগ সুরক্ষিত করার জন্য ব্যবহৃত কালো টেপটি পুনরায় সংযোগকারী স্থানে লাগিয়ে দিন।

replace-screen-17

ধাপ 18 :

ছয়টি স্ক্রু লাগিয়ে LCD পর্দাটিকে সুরক্ষিত করুন।

ফ্রেমটি লাগানোর পুর্বে স্ক্রিণটি ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নেয়া ভাল।

replace-screen-18

ধাপ 19 :

আঠালো টেপটি এবং ফ্রেমটির পিছনের পার্শ্ব ভাল করে লক্ষ করুন।

যদি আঠালো টেপটি বাহিরের দিকে বের হয়ে থাকে তাহলে এটিকে সোজা করে দেয়া বা কেটে ফেলাই ভাল।

ফ্রেমটি ডিসপ্লে এর সাথে যতটা সম্ভব মসৃণভাবে বসতে হবে।

replace-screen-19

ধাপ 20 :

নতুন পর্দা থেকে প্রতিরক্ষামূলক ফিল্ম (পাতলা ছাল) সরান (যদি থেকে থাকে)।

replace-screen-20

ধাপ 21 :

সর্বশেষে, ফ্রেমটি জায়গামতো বসান এবং আঠালো বস্তুর সাথে পুনরায় লাগান।

replace-screen-21

 

কিভাবে আপনার কম্পিউটারকে শর্টকাট ভাইরাস মুক্ত করবেন

ইমরান আহমেদ

 

কম্পিউটার ব্যাবহারকারীদের নিকট একটি আতঙ্ক হল শর্টকাট ভাইরাস। বহু উন্নতমানের অ্যানটি ভাইরাস ব্যাবহার করেও অনেকে এই সমসসা থেকে মুক্তি পান না। আমিও বেশ কয়েকদিন যাবত এই সমস্যায় জর্জরিত থাকার পর আমার এক বন্ধুর নিকট ভালো একটা সমাধান পাই। নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করলে যে কেউ শর্টকাট ভাইরাস দূর করতে পারবেন বলে আশা করিঃ

প্রথমত, এই লিংক থেকে http://en.kioskea.net/download/download-11613-autorun-exterminator সফটওয়্যার ‘AutorunExterminator’ ডাউনলোড করুন।

সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার autorun.inf ফাইলগুলো ড্রাইভ থেকে মুছে যাবে।

দ্বিতীয়ত, "Start" -->Run --> এ গিয়ে cmd লিখুন এবং ok button চাপুন। ধরুন আপনার ড্রাইভটি যদি G হয়, তাহলে নিম্নোক্ত কমান্ডটি লিখুন- attrib -h -r -s /s /d g:\*.* তারপর, আপনার ফাইলগুলোকে ড্রাইভটিতে চেক করুন।

তৃতীয়ত, এই লিংক http://en.kioskea.net/download/download-105-malwarebytes-anti-malware হতে 'Malwarebytes' Anti-Malware সফটওয়্যারটি ডাউনলোড করুন। ইহা আপডেট করুন এবং ফুল স্কেন করুন।

আশা করি এই পদ্ধতি অনুসরণ করলে আপনার সমস্যার সমাধান হবে। এছাড়া, উইন্ডোজ সেটআপ করার মাধ্যমেও আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন।