আজ আমরা জেকোয়েরি দিয়ে ওয়েব পেজ এর উপাদান (HTML Elements) গুলোর CSS property (such as display, font-height) পরিবর্তন করা শিখবো । সাথে সাথে উপাদান গুলোর CSS class পরিবরতন করবো যেমন নতুন css class যোগ করা।
লেখাঃ মোস্তাফিজুর ফিরোজ ।
কেমন আছেন সবাই? আজ আমরা জেকোয়েরি দিয়ে সিএসএস ক্লাস পরিচালনা করা শিখবো ।
জেকোয়েরি দিয়ে খুব সহজে সিএসএস ক্লাস গুলোকে পরিচালনা করা যায় ।
জেকোয়েরি দিয়ে সিএসএস পরিচালনাঃ
সিএসএস পরিচালনা করার জন্য জেকোয়েরি এর কয়েকটি পদ্ধতি আছে । আমরা এর ভিতর নিচের পদ্ধতি গুলো অনুসরণ করবো ।
১। addClass() ঃ নির্বাচিত উপাদানগুলোর সাথে এক বা একাধিক সিএসএস ক্লাস যোগ করা যায় ।
২। removeClass() ঃ নির্বাচিত উপাদানগুলোর সাথে এক বা একাধিক সিএসএস ক্লাস দূরীভূত করা যায় ।
৩। toggleClass() ঃ নির্বাচিত উপাদানগুলোর সাথে এক বা একাধিক সিএসএস ক্লাসকে সংযুক্ত বা দূরীভূত করা যায় ।
৪। css() ঃ স্টাইল এট্রিবিউটকে সেট করে থাকে ।
স্টাইলশিট এর উদাহরণঃ
নিচের উদাহরণটি আজ সবখানে ব্যবহার করবো । তাই খুব ভালভাবে খেয়াল করুন ।
.important
{
font-weight:bold;
font-size:xx-large;
}
.blue
{
color:blue;
}
১। jQuery addClass() Methodঃ
নিচের উদাহরণ দেখাবে বিভিন্ন এলিমেন্টস এর সাথে কিভাবে ক্লাস এট্রিবিউটস যোগ করতে হয় । যখন ক্লাস যোগ করা হয় তখন অবশ্যই আপনি অনেকগুলো এলিমেন্টস একসাথে নির্বাচন করতে পারবেন ।
$(“button”).click(function(){
$(“h1,h2,p”).addClass(“blue”);
$(“div”).addClass(“important”);
});
addClass() method এর মাধ্যমে আপনি একসাথে অনেক গুলো ক্লাস কে নির্দেশনা দিতে পারবেন ।
$(“button”).click(function(){
$(“#div1”).addClass(“important blue”);
});
২। jQuery removeClass() Methodঃ
নিচের উদাহরণ দেখাবে বিভিন্ন এলিমেন্টস এর থেকে কিভাবে ক্লাস এট্রিবিউটসকে দূর করতে হয় ।
$(“button”).click(function(){
$(“h1,h2,p”).removeClass(“blue”);
});
৩। jQuery toggleClass() Methodঃ
নিচের উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাবো jQuery toggleClass() Method ব্যবহার করতে হয় । এই মেথড নির্বাচিত উপাদানগুলোর সাথে এক বা একাধিক সিএসএস ক্লাসকে সংযুক্ত বা দূরীভূত করে ।
$(“button”).click(function(){
$(“h1,h2,p”).toggleClass(“blue”);
});
৪। jQuery css() Methodঃ
এই মেথড স্টাইল এট্রিবিউটকে সেট করে থাকে । এটা অনেকভাবে স্টাইল করে থাকে । তাই পরে এটা নিয়ে একটি পোস্ট করবো ।
তাই এই গুলো আপাতত প্র্যাকটিস করতে থাকুন । দেখা হবে পরবর্তী পোস্টে jQuery css() Method নিয়ে । ততক্ষণ আমাদের সাথেই থাকুন ।