জেকোয়েরি এর বিভিন্ন প্রক্রিয়া ।
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।
কেমন লাগছে সবার জেকোয়েরি ? নিশ্চয়ই ভালো । আজ আমি আপনাদের সাথে জেকোয়েরি এর বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবো ।
প্রক্রিয়ার নামঃ data()
প্রক্রিয়ার বর্ণনাঃ বিভিন্ন উপাদানের সাথে ডাটা যোগ করতে অথবা এসব উপাদান থেকে ডাটা সংগ্রহ করতে ব্যবহার করা হয় ।
প্রক্রিয়ার নামঃ each()
প্রক্রিয়ার বর্ণনাঃ সকল সদৃশ উপাদান থেকে ফাংশন তৈরি করে ।
প্রক্রিয়ার নামঃ get()
প্রক্রিয়ার বর্ণনাঃ সিলেক্টর দ্বারা DOM elements কে সদৃশ করতে ব্যবহৃত হয় ।
প্রক্রিয়ার নামঃ index()
প্রক্রিয়ার বর্ণনাঃ কোনো তথ্য দেয়া থাকলে তার অনুরুপ উপাত্ত গুলো খুঁজে বের করে থাকে ।
প্রক্রিয়ার নামঃ $.noConflict()
প্রক্রিয়ার বর্ণনাঃ $ ভেরিয়েবলস এর ক্ষেত্রে জেকোয়েরি এর নিয়ন্ত্রণ করে ।
প্রক্রিয়ার নামঃ $.param()
প্রক্রিয়ার বর্ণনাঃ কোনো শ্রেণীবিন্যাস অথবা কোনো উপাদান থাকলে তাদের একটা সিরিয়াল তৈরি করে প্রদর্শন করে ।
প্রক্রিয়ার নামঃ removeData()
প্রক্রিয়ার বর্ণনাঃ পূর্বের সংগ্রহকৃত ডাটা মুছে ফেলে ।
প্রক্রিয়ার নামঃ size()
প্রক্রিয়ার বর্ণনাঃ জেকোয়েরি সিলেক্টর দ্বারা DOM elements গুলোকে সদৃশ করে থাকে ।
প্রক্রিয়ার নামঃ toArray()
প্রক্রিয়ার বর্ণনাঃ জেকোয়েরি তে থাকা শ্রেণীবিন্যাসকৃত সকল DOM elements গুলো কে আলাদা করে ।
তাহলে আমরা জেকোয়েরি এর বিভিন্ন প্রক্রিয়াগুলোর নাম এবং তাদের কাজগুলো জানলাম তো । এখন এগুলো একটু জেনে রাখুন, পরে এর উদাহরণসহ বর্ণনা দিবো তাহলে আরো বুঝতে সুবিধা হবে । এখন সব একবারে শিখতে গেলে আরো জটিল মনে হবে । কোথাও বুঝতে না পারলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ।