-মাসুদ-
আজকে আমরা জানবো এইচটিএমএল ইনপুট সম্পর্কে।
টেক্সট ইনপুট
সাধারন তথ্য গ্রহণ করতে টেক্সট ইনপুট ব্যবহৃত হয়। এধরনের ইনপুট এক লাইনের হয়ে থাকে।
<form> First name:<br> <input type="text" name="firstname"> <br> Last name:<br> <input type="text" name="lastname"> </form>
উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ
পাসওয়ার্ড ইনপুট
পাসওয়ার্ড গ্রহণের জন্য এ ধরনের ইনপুট ফিল্ড ব্যবহৃত হয়।
<form>
User name:<br>
<input type=”text” name=”username”>
<br>
User password:<br>
<input type=”password” name=”psw”>
</form>
উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ
পাসওয়ার্ড এর ঘরটিতে কোনকিছু লিখলে তা মাস্কিং হয়ে থাকবে অর্থ্যাত লেখাগুলো দেখা যাবেনা।
সাবমিট বাটন
ফরম পূরণ শেষে ফরম সাবমিট করতে সাবমিট বাটন ব্যবহৃত হয়।
যেমনঃ
<form action=”action_page.php”>
First name:<br>
<input type=”text” name=”firstname” value=”Masud”>
<br>
Last name:<br>
<input type=”text” name=”lastname” value=”Rana”>
<br><br>
<input type=”submit” value=”Submit”>
</form>
উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ
চেকবক্স
চেকবক্স ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন বাছাই করতে বলা হয়।
<form> <input type="checkbox" name="vehicle" value="Bike">I have a cycle <br> <input type="checkbox" name="vehicle" value="Car">I have a motorcycle </form>
উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ
রেডিও বাটন
রেডিও বাটন ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন থেকে একটি অপশন বাছাই করতে বলা হয়।লিঙ্গ নির্বাচন করতে রেডিও বাটন ব্যবহৃত হয়। যেমনঃ
<form> <input type="radio" name="sex" value="male" checked>Male <br> <input type="radio" name="sex" value="female">Female </form>
উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ